ভোলায় কঠোর অবস্থানে জেলা প্রশাসন ॥ ৬৮ জনের জরিমানা, ১ জনের কারাদন্ড

ভোলা প্রতিনিধি ॥ কঠোর বিধি-নিষেদের মধ্যে স্বাস্থ্যবিধি অমান্য করা ও বিনা কারণে বাইরে বের হয়ে ঘোরাঘুরি করার দায়ে ভোলায় আরও ৬৮ জনের কাছ থেকে ৭৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ১ জনকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযানে এ কারাদন্ড এবং জরিমানা করা হয়।
কঠোর বিধিনিষেদের জেলার ছয় উপজেলায় ৯টি ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানে ভোলা সদরের ৩৮ জনকে ৩০ হাজার ৭০০ টাকা ও ১ জনকে তিন দিনের কারাদন্ড দেওয়া হয়। ছয় উপজেলার মধ্যে দৌলতখানে ৩ জনকে ৮০০, বোরহানউদ্দিনে ৬ জনকে ২ হাজার, লালমোহনে ৬ জনকে ১ হাজার ৮০০ টাকা, তজুমদ্দিনে ৬ জনকে ২ হাজার ৭০০ ও চরফ্যাশনে ৯ জনকে ৩৬ হাজার টাকা জরিমান করা হয়।
ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইউসুফ হাসান জানান, করোনা মোকাবিলায় জেলার সাত উপজেলা থেকে সর্বমোট ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় লকডাউন, স্বাস্থ্যবিধি অমান্য এবং বিনা কারণে বাইরে ঘোরাফেরার কারণে ৬২ মামলায় ৬৮ জনের জরিমানা এবং ১ জনের কারাদন্ড দেওয়া হয়।
কারণ ছাড়া বিনা প্রয়োজনে ঘরের বাহিরে আসলেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে। উপযুক্ত কারণ না বলতে পারলে তাকে গুনতে হচ্ছে জরিমানা, এমনকি দেয়া হচ্ছে কারাদন্ড। এদিকে শহরের গুরুপ্তপূর্ণ পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, নৌ-বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল চলছে।
উল্লেখ্য, সড়কে চলাচল করেনি কোনো গণপরিবহন। নেই জানজট, ভিড় কিংবা জনসমাগম। সড়কগুলো ফাঁকা দেখা গেছে।

ভোলায় ৬৭ জনের জরিমানা, একজনের কারাদণ্ড

কঠোর বিধি-নিষেদের মধ্যে স্বাস্থ্যবিধি অমান্য করা ও বিনা কারণে বাইরে বের হয়ে ঘোরাঘুরি করার দায়ে ভোলায় আরও ৬৭ জনের ৭৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একজনকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৫ জুলাই) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযানে এ কারাদণ্ড-জরিমানা করা হয়।

এনিয়ে গত পাঁচ দিনে জেলায় ৮০৬ জনের জরিমানা এবং ১৭ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হলো। কঠোর বিধিনিষেদের চতুর্থদিনে জেলার ছয় উপজেলায় নয়টি ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানে ভোলা সদরের ৩৮ জনকে ৩০ হাজার ৭০০ টাকা ও এক জনকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।

ছয় উপজেলার মধ্যে দৌলতখানে তিন জনকে ৮০০, বোরহানউদ্দিনে ছয় জনকে দুই হাজার, লালমোহনে ছয় জনকে এক হাজার ৮০০ টাকা, তজুমদ্দিনে ছয় জনকে ২ হাজার ৭০০ ও চরফ্যাশনে নয় জনকে ৩৬ হাজার টাকা জরিমান করা হয়। ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হাসান জানান, করোনা মোকাবিলায় জেলার সাত উপজেলা থেকে সর্বমোট নয়টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় লকডাউন, স্বাস্থ্যবিধি অমান্য এবং বিনা কারণে বাইরে ঘোরাফেরার কারণে ৬২ মামলায় ৬৭ জনের জরিমানা এবং এক জনের কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে শহরের গুরুপ্তপূর্ণ পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, নৌ-বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল চলছে। এছাড়াও চেকপোস্ট ও পুলিশের টহল রয়েছে। পাঁচ দিনেও সড়কে চলনি কোনো গণপরিবহন। নেই জানজট, ভিড় কিংবা জনসমাগম। সড়কগুলো ফাঁকা দেখা গেছে।

লালমোহনে যুবলীগ নেতার উদ্যোগে সড়ক মেরামত

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে লালমোহন ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহবায়ক মো. শামিম আহমেদের উদ্যোগে প্রায় আধা কিলোমিটার সড়ক ইট-বালু দিয়ে মেরামত করা হয়েছে। সোমবার সকাল থেকে উপজেলার লালমোহন ইউনিয়নের উত্তর ফুলবাগিচা এলাকার আধা কিলোমিটার খানাখন্দকের এ সড়কটির মেরামত কাজ শেষ করা হয়। এতে সহযোগিতা করেন স্থানীয় মো. আমজাদ হোসেন, মো. সুমন ও মো. আনোয়ার নামের কয়েকজন যুবক।
যুবলীগ নেতা মো. শামিম আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে মাত্র আধা কিলোমিটার সড়কের জন্য এখান দিয়ে যাতায়াত করা মানুষজনদের দুর্ভোগ পোহাতে হয়েছে। তাই স্থানীয় কয়েকজনকে নিয়ে নিজে উদ্যোগী হয়ে এ সড়কটি মেরামতের উদ্যোগ গ্রহণ করি। আশা করছি এখন আর এ সড়ক দিয়ে যাতায়াত করা লোকজনদের দুর্ভোগ পোহাতে হবে না।

ভোলায় ৫ দিনে ৮০৬ জনের জরিমানা, জেল ১৭ জনের

ভোলায় স্বাস্থ্য বিধি না মানা ও লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় এ পর্যন্ত ৭৭৭টি মামলায় ৮০৬ জনকে ৭ লক্ষ ৮০ হাজার ৫৫০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

কঠোর বিধিনিষেধের পঞ্চম দিন সোমবার সকাল থেকে শহরের গুরুপ্তপূর্ণ পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, নৌ-বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।

এছাড়াও চেকপোস্ট ও পুলিশের টহল রয়েছে। পাঁচ দিনে ধরে গণপরিবহন বন্ধ রয়েছে। নেই জানজট, ভিড় কিংবা জনসমাগম না থাকায় রাস্তা ফাঁকা ছিল। এদিকে স্বাস্থ্য বিধি না মানা, সামাজিক দুরত্ব বজায় না রাখা ও লকডাউনের শর্ত ভঙ্গ করায় সোমবার ৬৭ জনকে ৭৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া ১ জনকে তিন দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান জানান, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৯টি মোবাইল কোর্টের মাধ্যমে রবিবার ৬২টি মামলায় ৬৭ জনকে ৭৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া ১ জনকে ৩ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। ভোলায় গত ৫ দিনে ৮৬টি মোবাইল কোর্টের মাধ্যমে ৭৭৭টি মামলায় ৮০৬ জনকে ৭ লক্ষ ৮০ হাজার ৫৫০টাকা জরিমানা এবং ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

ভোলায় ৪ জনকে কারাদণ্ড এবং ১৯৮ জনকে জরিমানা

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভোলায় জেলা প্রশাসনের সাথে মাঠে নেমেছে নৌবাহিনী। আজ কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে শহরের বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসনের ২০টি ভ্রাম্যমান আদালতের সাথে কাজ করছে নৌবাহিনীর সদস্যরা। এছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে ২১টি চেকপোস্ট এবং ১১টি মোবাইল টিম লকডাউন বাস্তবায়নে কাজ করছে।

এদিকে বিধিনিষেধ অমান্য করায় গত ২৪ ঘন্টায় জেলায় ৪ জনকে কারাদণ্ড এবং ১৯৮ জনকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত।

অপরদিকে জেলার অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানসহ বিপণী বিতানগুলো বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে অটোরিকশা, সিএনজি, ব্যক্তিগত যানবাহনসহ সকল প্রকার গণপরিবহন। তবে শহরের অলিগলি আর গ্রামগঞ্জে মানুষকে অনেকটাই  স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গেছে।

লালমোহনে ইউপি চেয়ারম্যান মুরাদের বিরুদ্ধে জুতা-ঝাড়ু মিছিল

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনের ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদের বিরুদ্ধে একই ইউপির ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাকিলকে লাঞ্ছিত করার প্রতিবাদে সাধারণ জনগণ জুতা ও ঝাড়ু মিছিল করেছেন। বৃহস্পতিবার বিকালে ফরাজগঞ্জ ইউনিয়নের সকল ওয়ার্ডের মেম্বারদের নেতৃত্বে এ মিছিলে শত শত সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
ইউপি সদস্য শাকিল জানান, ফরাজগঞ্জ ইউনিয়নের সাবেক জলদস্যু ও বর্তমান চেয়ারম্যান মুরাদ গত কয়েকদিন আগে ফরাজগঞ্জ ইউনিয়নের অসহায় ও দুস্থ মানুষের জন্য ৫০০ শত টাকা করে ১৫ শত মানুষের জন্য সরকারী প্রণোদনা আসে। ওই টাকা নামে-বেনামে নিজে উত্তোলন করেন  চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ। এছাড়াও সাগরগামী ১৮ শ জেলেদের জন্য ৯০ কেজি করে চাউল বরাদ্দ হয় ইউনিয়নটিতে। তবে ওইসব চাল প্রকৃত জেলেদেরকে না দিয়ে তার  ইচ্ছামত নামে-বেনামে তার স্বজনদের মধ্যে সামান্য পরিমাণ চাল বিতরণ করে বাকি চাল বিক্রি করে ফেলেন।
ইউপি সদস্য শাকিল আরও বলেন, কাউছার মেম্বার ও সেন্টু মেম্বার তার জামাইর বাসায় গিয়ে তাকে সাগরগামী জেলেদের চালের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে চেয়ারম্যান মুরাদ উত্তেজিত হয়ে যায়। তখন চেয়ারম্যান আমাদেরকে অকথ্য বাসায় গালি গালাজ করেন। এপরপর তার কথার প্রতিবাদ করলে বলে চেয়ারম্যান মুরাদ উত্তেজিত হয়ে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পরলে ইউনিয়নের সকল মেম্বারগন একত্রিত হয়ে আনিচল মিয়ার বাজার থেকে জুতা ও ঝাড়ু মিছিল করেন।  মিছিলটি ফরাজগঞ্জ ইউনিয়নের আনাচে-কানাচে নারী এবং পুরুষ একত্রিত হয়ে ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে জুতা ও ঝাড়ু মিছিল করেন।

শেখ হাসিনা সারা দেশের শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগের ব্যবস্থা করেন – এমপি শাওন 

লালমোহন  (ভোলা) প্রতিনিধি:
যুব সমাজের জন্য মাদকাশক্তি এখন মরণফাঁদ। মাদকাশক্তির জন্য কলুষিত হচ্ছে দেশ, জাতিগ এবং সমগ্র পৃথিবী। তাই একটি সুন্দর পৃথিবীর জন্য এবং ভবিষ্যৎ প্রজম্মের জন্য তরুন ও যুব সমাজকে মাদকাসক্তির মরণথাবা থেকে রক্ষা করতে হবে।
নতুন প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দুরে রাখতে হবে। বর্তমান সময়ে মাদকাশক্তি এক ভয়াবহ বৈশ্বিক সংকট হিসাবে দেখা দিয়েছে।  এ জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। গ২৪ জুন বৃহস্পতিবার সকালে ভোলার লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে অনুর্ধ্ব-৮ থেকে অনুর্ধ্ব ১৬ ফুটবল খেলোয়ারদের প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওতন এসব কথা বলেন । তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশের শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগের ব্যবস্থা করেন।  দেশের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ খেলাধুলার উপযোগী করে গড়ে তোলা হয়েছে। যাতে শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে পারে।

আলোচনা সভা শেষে এমপি  বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জ এর ডিআইজি এস এম আক্তারুজ্জামান অনুর্ধ্ব-৮ থেকে অনুর্ধ্ব ১৬ ফুটবল খেলোয়ারদের প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন করেন। এসময় বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জ এর ডিআইজি এস এম আক্তারুজ্জামান তার বক্তব্যে বলেন, সুস্থ শরীর ও মনকে সুন্দর রাখতে হলে খেলাধুলা চালিয়ে যেতে হবে। তরুন প্রজন্ম খেলাধুলায় মনোনিবেশ করলে অপরাধ প্রবনতা কমে যাবে।   এসময় বিশেষ অতি থি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, লালমোহন উপজেলার ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন,  অফিসার ইনজার্চ মোঃ মাকসুদুর রহমান মুরাদ, প্রমূখ।

আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমোহনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপি শাওনের শ্রদ্ধা

লালমোহন ( ভোলা)  প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের  প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব  নুরুন্নবী চৌধুরী শাওন। বুধবার (২৩ জুন) সকালে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কের পাশে  মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এরপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর ঘোষিত কর্মসূচি অনুযায়ী দিনের প্রথম প্রহরের সঙ্গে সঙ্গে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ভোলায় ৯ ইউপিতে আওয়ামী লীগ, ৩টিতে জয়ী বিদ্রোহী প্রার্থী

ভোলা জেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ৯টিতে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেছেন। এছাড়া অপর তিন ইউপিতে বিদ্রোহী প্রাথীরা বিজয়ী হয়েছেন। সোমবার সন্ধ্যায় ভোট গণনা শেষে বেসরকারিভাবে এসব তথ্য জানা যায়।

ভোলার চরফ্যাসন, তজুমদ্দিন, বোরহানউদ্দিন ও মনপুরা উপজেলার মোট ১২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চরফ্যাসন উপজেলার পাঁচটি এবং বোরহানউদ্দিন উপজেলার একটি নিয়ে মোট ৬টি ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হন।

এছাড়া, বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন, তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়ন ও মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীরা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচিত হয়েছেন।

 

চরফ্যাসন উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানরা হলেন-চরমাদ্রাজ ইউনিয়নে মো. আ. হাই, চরকলমী ইউনিয়নে কাউসার হোসেন মাস্টার, এওয়াজপুর ইউনিয়নে মাহবুবুর রহমান খোকন, জাহানপুর ইউনিয়নে নাজিম হোসেন হাওলাদার এবং হাজারিগঞ্জ ইউনিয়নে মো. সেলিম হাওলাদার। এছাড়া বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে মো. রিয়াজ উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

অপরদিকে, বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. মহিবুল্ল্যাহ মৃধা, তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবু তাহের এবং মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী অলিউল্ল্যাহ কাজল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এছাড়া, তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন, শম্ভুপুর ইউনিয়ন এবং মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীরা জয় পেয়েছেন। তারা হলেন-চাঁদপুর ইউনিয়নে শহিদুল্যাহ কিরন (অটোরিকশা মার্কা), শম্ভুপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. রাসেল মিয়া (মোটরসাইকেল মার্কা) এবং হাজিরহাট ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার (আনারস মার্কা)

ভোলায় ৯ ইউপিতে আওয়ামী লীগ, ৩টিতে জয়ী বিদ্রোহী প্রার্থী

ভোলা জেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ৯টিতে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেছেন। এছাড়া অপর তিন ইউপিতে বিদ্রোহী প্রাথীরা বিজয়ী হয়েছেন। সোমবার সন্ধ্যায় ভোট গণনা শেষে বেসরকারিভাবে এসব তথ্য জানা যায়।

ভোলার চরফ্যাসন, তজুমদ্দিন, বোরহানউদ্দিন ও মনপুরা উপজেলার মোট ১২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চরফ্যাসন উপজেলার পাঁচটি এবং বোরহানউদ্দিন উপজেলার একটি নিয়ে মোট ৬টি ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হন।

এছাড়া, বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন, তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়ন ও মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীরা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচিত হয়েছেন।

চরফ্যাসন উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানরা হলেন-চরমাদ্রাজ ইউনিয়নে মো. আ. হাই, চরকলমী ইউনিয়নে কাউসার হোসেন মাস্টার, এওয়াজপুর ইউনিয়নে মাহবুবুর রহমান খোকন, জাহানপুর ইউনিয়নে নাজিম হোসেন হাওলাদার এবং হাজারিগঞ্জ ইউনিয়নে মো. সেলিম হাওলাদার। এছাড়া বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে মো. রিয়াজ উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

অপরদিকে, বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. মহিবুল্ল্যাহ মৃধা, তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবু তাহের এবং মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী অলিউল্ল্যাহ কাজল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এছাড়া, তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন, শম্ভুপুর ইউনিয়ন এবং মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীরা জয় পেয়েছেন। তারা হলেন-চাঁদপুর ইউনিয়নে শহিদুল্যাহ কিরন (অটোরিকশা মার্কা), শম্ভুপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. রাসেল মিয়া (মোটরসাইকেল মার্কা) এবং হাজিরহাট ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার (আনারস মার্কা)