ভোলায় ৯ ইউপিতে আওয়ামী লীগ, ৩টিতে জয়ী বিদ্রোহী প্রার্থী

ভোলা জেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ৯টিতে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেছেন। এছাড়া অপর তিন ইউপিতে বিদ্রোহী প্রাথীরা বিজয়ী হয়েছেন। সোমবার সন্ধ্যায় ভোট গণনা শেষে বেসরকারিভাবে এসব তথ্য জানা যায়।

ভোলার চরফ্যাসন, তজুমদ্দিন, বোরহানউদ্দিন ও মনপুরা উপজেলার মোট ১২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চরফ্যাসন উপজেলার পাঁচটি এবং বোরহানউদ্দিন উপজেলার একটি নিয়ে মোট ৬টি ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হন।

এছাড়া, বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন, তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়ন ও মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীরা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচিত হয়েছেন।

চরফ্যাসন উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানরা হলেন-চরমাদ্রাজ ইউনিয়নে মো. আ. হাই, চরকলমী ইউনিয়নে কাউসার হোসেন মাস্টার, এওয়াজপুর ইউনিয়নে মাহবুবুর রহমান খোকন, জাহানপুর ইউনিয়নে নাজিম হোসেন হাওলাদার এবং হাজারিগঞ্জ ইউনিয়নে মো. সেলিম হাওলাদার। এছাড়া বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে মো. রিয়াজ উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

অপরদিকে, বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. মহিবুল্ল্যাহ মৃধা, তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবু তাহের এবং মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী অলিউল্ল্যাহ কাজল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এছাড়া, তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন, শম্ভুপুর ইউনিয়ন এবং মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীরা জয় পেয়েছেন। তারা হলেন-চাঁদপুর ইউনিয়নে শহিদুল্যাহ কিরন (অটোরিকশা মার্কা), শম্ভুপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. রাসেল মিয়া (মোটরসাইকেল মার্কা) এবং হাজিরহাট ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার (আনারস মার্কা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *