রাজাপুরে দুই হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে মেহেদী হাসান শুভ (২৪) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে রাজাপুর উপজেলার পশ্চিম বড়ইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শুভ একই এলাকার মাহবুব হাওলাদারের ছেলে ও বড়ইয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। নিহত শুভ রাজাপুর থানার দুইটি হত্যা মামলা ও ঢাকার রামপুরা থানার একটি অস্ত্র মামলার আসামি ছিল। ওই মামলায় দীর্ঘদিন কারাবাস করে সম্প্রতি সে জামিনে মুক্তি পায়। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, সোমবার রাত নয়টার দিকে শুভর বন্ধুরা মোবাইল ফোনে কল করে পিকনিকের কথা বলে শুভকে বাড়ির বাইরে নিয়ে যায়। রাত দশটার দিকে শুভ মা-বাবাকে জানায় রাতে সে বাড়ি ফিরবে না। মঙ্গলবার ফজরের দিকে পশ্চিম বড়ইয়া গ্রামের বিলেরবাড়ি এলাকার কলাকোপা মাঠে গোঙনির শব্দ পেয়ে প্রতিবেশি রেনু বেগম শুভকে রক্তাক্ত অবস্থায় ছটফট করতে দেখে শুভ’র পিতা মাহবুব হাওলাদারকে খবর দেয়। মাহবুব হাওলাদার ঘটনাস্থল থেকে হাত-পা কাটা অবস্থায় শুভকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) প্রেরণ করে চিকিৎসকরা। শেবাচিম হাসপাতালে নেয়ার পথিমধ্যে গাবখান সেতু এলাকায় শুভর মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এঘটনায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। শুভর বাবা মাহাবুব হাওলাদার বলেন, পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। তার একটি পা ও একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। রাজাপুর থানা পুলিশ জানায় শুভর নামে ২০১৫ সালে রাজাপুর থানায় কলেজ ছাত্র সোহেল রানা ও ২০১৮ সালে মাদরাসা ছাত্র শুক্কুর হাওলাদার হত্যা মামলা রয়েছে। হত্যা মামলার একটি তদন্ত করছে পিবিআই। অপরটি তদন্ত করছে রাজাপুর থানা পুলিশ। এছাড়া তার নামে ঢাকায় একটি অস্ত্র মামলা রয়েছে।

ঝালকাঠি উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা

নলছিটি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আরিফুর রহমান (নৌকা) ৫৩ হাজার ৮৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি দলের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী সেলিম (আনারস) পেয়েছেন সাত হাজার ৪৩৩ ভোট। রাজাপুর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মনিরউজ্জামান (নৌকা) ২৪ হাজার ৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি দলের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী মিলন মাহামুদ বাচ্চু (আনারস) পেয়েছেন ১৫ হাজার ৪৯২ ভোট (একটি কেন্দ্রের ফলাফল এখনো পাওয়া যায়নি)। কাঁঠালিয়া উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. এমাদুল হক মনির (নৌকা) ২৮ হাজার ৯৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি দলের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া সিকদার (কাপপ্রিজ) পেয়েছেন তিন হাজার ৯৭৯ ভোট। নলছিটি উপজেলায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান (নৌকা)।
এবং নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গণনা শেষে (মহিলা) ভাইস চেয়ারম্যান হিসেবে মোর্শেদা লস্কর এবং (পুরুষ) ভাইস চেয়ারম্যান হিসেবে মফিজুর রহমান (শাহীন) বে-সরকারী ভাবে নির্বাচিত। অভিনন্দন নির্বাচিত প্রার্থীদের

নলছিটিতে দিন দুপুরে কুপিয়ে হত্যা: পুলিশ হেফাজতে ইউপি চেয়ারম্যান

নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলায় দিনদুপুরে সাইদুল ইসলাম তালুকদার ওরফে কানবালা সাইদুল (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন তার ভাগিনা রুম্মান।শনিবার (২৩ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলা নাচনমহল ব্রিজের দক্ষিণ ঢালে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। নিহত সাইদুল ইসলাম তালুকদার নাচনমহল গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ তালুকদারের ছেলে। সে পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। স্থানীয়রা জানায়, ভাগিনা রুম্মানকে নিয়ে নাচনমহল বাজার থেকে মোটরসাইকেলযোগে ভরানি বাজারের দিকে যাচ্ছিলেন সাইদুল ইসলাম। পথিমধ্যে নাচনমহল ব্রিজের দক্ষিণ পাশে তার ওপর হামলা চালায় ১৫ থেকে ২০ অস্ত্রধারী। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে। তখন মামাকে রক্ষায় অস্ত্রধারীদের প্রতিরোধ করতে গেলে ভাগিনা রুম্মানকেও কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলে সাইদুল ইসলামের প্রাণ গেলে রুম্মানকে আহত অবস্থায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহত সাইদুল ইসলামের লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এসময় নিহতের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে মোল্লারহাট ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেনকে আটক করা হয়। কিন্তু এই হত্যাকানণ্ডে কে বা কারা জড়িত সেই বিষয়টি তাৎক্ষণিক নিশ্চিত হতে পারছে না পুলিশ। তবে নিহতের পরিবারের অভিযোগ, মোল্লারহাট ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেনের সাথে সাইদুলের বিরোধ ছিল। সেই বিরোধকে কেন্দ্র করে চেয়ারম্যান ও তার ভাই মোজাম্মেল হোসেন সন্ত্রাসী বাহিনী নিয়ে তাকে খুন করেছে। নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, এই হত্যাকাণ্ডে কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাছাড়া নিহত সাইদুলের সাথে মোটরসাইকেলে থাকা আরোহী রুম্মানেরও জ্ঞান ফেরেনি। যে কারণে বিষয়টি সম্পর্কে আপাতত কিছু বলা সম্ভব হচ্ছে না। নিহতের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় তার বিরুদ্ধে কোন প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নলছিটিতে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

নলছিটি প্রতিনিধি : নলছিটিতে হাত-পা ও মুখ বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রায়াপুর নামক স্থানের বরিশাল-ঝালকাঠি মহাসড়কের পাশ থেকে কালো কাপড়ে হাত-পা ও মুখ বাঁধা অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নলছিটি থানর ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, বুধবার বিকেলে বরিশাল- ঝালকাঠি মাহাসড়কের রায়াপুর এলাকায় একটি প্রাইভেটকারে করে মরদেহটি ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। আর এ ঘটনা ছোট দুটি শিশু দূর থেকে দেখতে পায়। যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি। তার বয়স আনুমাননিক ২৫ বছর হবে। লাশের গলায় ওড়না প্যাচানো এবং আঘাতের চিহ্ন রয়েছে। যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে । এ ঘটনায় আনইগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি। খবর পেয়ে ঝালকাঠির পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, বারিশাল র‌্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার তাজুল ইসলাম, ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এমএম মাহমুদ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নলছিটিতে জামাইয়ের বাড়িতে শশুরের আত্মহত্যা

নলছিটি প্রতিনিধি :ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার মালিপুর (পশ্চিম অংশ) গ্রামের মো: হারুন হাওলাদার (৬৫) গতকাল রাতে জামাইয়ের বাড়ি এর পূর্ব পাশ ছাড়া ভিটায় আম গাছের সাথে প্লাস্টিক এর দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। জামাই লিটন তালুকদার একই গ্রামের বাসিন্দা ।বাড়ি থেকে হারুন হাওলাদার গতকাল দুপুরে বলে যায় সে নলছিটির আখর পাড়া বাজারে যায়, কিন্তু রাতে আর বাড়িতে ফিরে না এবং মেয়ের বাড়িতেও যায়নি । পরে জামাইয়ের বাড়ি এর পূর্ব পাশ ছাড়া ভিটায় আম গাছের তার ঝুলন্ত লাশ দেখতে পায় সকালে শুভ (১৪)। শুভ জামাইয়ের বড় ভাইয়ের ছেলে, মাঠে গরু বাধতে গেলে হারুন হাওলাদার এর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ডাক চিৎকার করলে আশেপাশের লোক জন জর হয়ে দেখে হারুন হাওলাদারের মৃত দেহ আম গাছের সাথে ঝুলছে । এর পর স্থানীয় লোক জন তার লাশটি গাছ থেকে খুলে এনে জামাইয়ের বাড়িতে আনে। এর পর নলছিটি থানায় মুঠোফোনের মাধ্যমে জানানো হলে নলছিটি থানার সাব ইনেসপেক্টর হুমায়ন আহম্মদ এর নেতৃত্বে একটি টিম গিয়ে সরজমিনএ পর্যবেক্ষন করে এবং লাশটি পোশমাডামের জন্য নলছিটি থানায় নিয়ে যায়। জানা যায় হারুন হাওলাদার নানা ভাবে ঋণ গ্রস্থ ছিল এবং মানুষের কাছ থেকেও হাত দেনা ছিল প্রচুর। পরিবারে ছেলে থাকলেও না থাকার মত। একটি মেয়ে তার সমস্ত বরন পোশন করতো কিন্তু বিভিন্ন ভাবে মানুষের কাছ থেকে এবং ব্যাংক ঋন নিয়ে তা পরিশোধ করা তার পক্ষে সম্ভাব হচ্ছিল না বলেই তিনি এমন কাজ করছে বলে ধারনা করে তার পরিবারের লোক জন ।

ঝালকাঠিতে বঙ্গবন্ধুর ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

ইয়াছিন আলম অভি: ঝালকাঠিতে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন’ এই প্রতিপাদ্য নিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,বাংলাদেশের স্থপতি জাতির পিতা ব্ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি,শহর প্রদক্ষিন শেষে শিশু পার্কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন,আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালদার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

নলছিটিতে প্রেমিককে ফাঁসাতে বাবা মেয়ের নাটক!

 নলছিটি প্রতিনিধি: নলছিটির দপদপিয়ায় প্রেমিককে ফাঁসাতে নিজের হাত কেটে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি হয়েছে প্রেমিকা । এছাড়া প্রেমিকার বাবা উজিরপুর থানার কনস্টেবল পুলিশ সদস্য হান্নান সরদারও মেয়েকে এ কাজে সহায়তা করছে। ঐ প্রেমিকা দপদপিয়া ইউনিয়ন ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। সম্প্রতি প্রেমিক ওই এলাকার বায়েজিদকে একই এলাকার হান্নানের মেয়ে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে। গত বুধবার রাতে হান্নানের মেয়ে বায়েজিদকে ফাঁদে ফেলতে পালিয়ে যাবার কথা বলে ১ লাখ টাকা নিয়ে গভীর রাতে বাসায় আসতে বলে। এ সময় বায়েজিদ বাসায় আসতে না চাইলেও হান্নানের মেয়ে জোর করে তাকে বাসায় ডেকে নেয়। কিন্তু বায়েজিদ বিষয়টি বুঝতে না পেরে ফাঁদে পড়ে হান্নানের মেয়ের। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বায়েজিদ ঐ প্রেমিকার বাসায় গেলে তার বাবা হান্নান ও বড় ভাই দরজা খুলে বায়েজিদকে ঘরের মধ্যে নিয়ে যায়। পরে বাবা হান্নান ও বড় ভাইসহ ২/৩ জন বায়েজিদের সাথে থাকা নগদ ৭৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। একপর্যায়ে বায়েজিদের হাত-পা বেধে ফেলে ও চোর বলে মিথ্যা নাটক সাজায়। পরে হান্নানসহ অন্যান্যরা বায়েজিদকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। একই সাথে নলছিটি থানায় খবর দিয়ে তাকে চোর আখ্যায়িত করে পুলিশের হাতে সোপর্দ করে। কিন্তু বায়েজিদকে বিভিন্ন পর্যায়ে জিজ্ঞাসাবাদ করে চুরির কোন আলামত না পেয়ে তাকে ছেড়ে দেয়। বায়েজিদকে মিথ্যা চোর আখ্যায়িত করে মারধর করার অপরাধে হান্নানের কাছে কারণ জানতে চায়। কিন্তু হান্নান কোন সদুত্তর দিতে পারেনি। এজন্য হান্নানকে ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড থেকে সাবধান করে দেন। পরে হান্নান ও বড় ভাইয়ের মারধরে অসুস্থ হয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হয় বায়েজিদ। অপরদিকে হান্নান নিজেকে বাঁচাতে ঘটনার ১২ ঘন্টা পর ব্লেড দিয়ে মেয়ের হাত কেটে নাটকীয়ভাবে শেবাচিম হাসপাতালে ভর্তি করিয়েছে। সেখানেও সাংবাদিকরা একাধিক প্রশ্ন করলে মেয়ে ও বাবা হান্নান দু’রকম বক্তব্য দেয়। জিজ্ঞাসাবাদে তাদের সাথে থাকা স্বজন জানান, এটা রাগের বশত করা হয়েছে। কিন্তু পুলিশ সদস্য হান্নান দাবী করে তার মেয়েকে হামলা চালিয়ে বায়েজিদ আহত করেছে। এলাকাবাসী জানান, বায়েজিদের হামলায় হান্নানের মেয়ের হাত কেটে গেলে সে দীর্ঘ ১২ ঘন্টা পর হাসপাতালে কেন ভর্তি হয়েছে। এনিয়ে তাদের মধ্যেও রয়েছে একাধিক প্রশ্ন। হান্নানের মেয়ে দীর্ঘদিন ধরে একাধিক ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে তাদের ফাঁদে ফেলে টাকা-পয়সা হাতিয়ে নেয়। ওই এলাকার জাকারিয়া জানান, হান্নানের মেয়ে কয়েকমাস পূর্বে কর্নকাঠী এলাকার সজীব নামে এক ছেলেকে প্রেমের ফাঁদে ফেলে। পরে তার কাছ থেকে টাকা-পয়সা নিয়ে তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। এর পূর্বেও তার এক খালাতো ভাইয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তার সাথে পালিয়ে যায়। প্রকৃতপক্ষে বায়েজিদের টাকা হাতিয়ে নিতে হান্নান ও মেয়ে এ মিথ্যা নাটক সাজায়। এদিকে বায়েজিদ জানান, কয়েকদিন ধরে হান্নানের মেয়ে মোবাইলে বায়েজিদকে প্রেমের প্রস্তাব দেয় ও বিয়ে করবে জানায়। বায়েজিদ বিশ্বাস করে ঘটনার দিন হান্নানের মেয়ের কথা মত বাসায় গেলে ওই মেয়ে ও বাবা হান্নান তাকে চোর সাজায়। পরে তাকে মারধর করে এবং তার সাথে থাকা ৭৫ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে পুলিশের হাতে দিয়ে দেয়। পরে এলাকার চেয়ারম্যান আলহাজ্ব সোহরাব হোসেন বাবুল মৃধা ঘটনার আদোপান্ত জেনে থানায় গেলে পুলিশ তার জিম্মায় বায়েজদিকে ছেড়ে দেয়। এ ব্যাপারে নলছিটি থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, হান্নানের মেয়ে ফাঁদে ফেলতে বায়েজিদকে নাটকীয়ভাবে চোর সাজায় ও তাকে মারধর করে। এরপূর্বেও ওই মেয়ে একাধিক ছেলেকে এভাবে ফাঁদে ফেলেছে। মেয়েকে শোধরানো জন্য বাবা হান্নানকে বলা হয়েছে। মেডিকেলে ভর্তি হওয়ার বিষয়টি আবার হান্নানের নতুন নাটক।

নলছিটিতে শশুর বাড়িতে জামাইয়ের আত্মহত্যা

মো: ইয়াছিন আলম অভি, নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে সুবিদপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে শশুর বাড়িতে জামাই নান্না সিকদার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আজ ১৪ই মার্চ সকাল সাড়ে ১০ টায় নলছিটি থানা পুলিশ তার মৃত দেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মধ্য কামদেবপুর গ্রামের মৃত সাহেব আলী জোমাদ্দারের ছেলে নান্না জোমাদ্দারের সঙ্গে ১০ বছর আগে পশ্চিম গোপালপুর গ্রামের শাহজাহান হাওলাদারের মেয়ে রেমি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নান্না শ্বশুর বাড়িতে থাকেন। বিভিন্ন সময় শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে শ্বশুর বাড়ির পেছনে একটি গাছের সঙ্গে নান্না জোমাদ্দারের লাশ ঝুলতে দেখে শাশুড়ি চিৎকার শুরু করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বলে জানিয়েছেন স্থানীয় মোল্লারহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই চাঁন মিয়া।

নলছিটির সুবিদপুর ইউনিয়নে বসত বাড়িতে আগুন

নলছিটি প্রতিনিধি: নলছিটি সুবিদপুর ইউনিয়ানে জমি নিয়ে বিরোধ এর জেরে মধ্যরাতে স্বামী-স্ত্রী ও বাচ্চা সহ ঘরের মধ্যে আটকে রেখে ঘরে আগুন দেয়ার অভিযোগ পাওয়া যায় তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে। গত মঙ্গলবার আনুমানিক রাত ২.৩০(দুইটা ত্রিশ) মিনিটের নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামে এই ঘটনা ঘটে । এই ঘটনায় হায়দার হাওলাদারের বসত বাড়ীটি ক্ষতিগ্রস্থ হয় । জানাযায় একই গ্রামের সাহাবউদ্দীন হাওলাদারের ছেলে ইউসুফ আলী হাওলাদারের সাথে জমি নিয়ে বিরোদ চলছে হায়দার হাওলাদারের। হায়দার হাওলাদার পেশায় গাড়ী চালক , সে ঢাকায় বাস চালায় । স্ত্রী লাকি বেগম ও তিন সন্তান বাড়িতে বসবাস করে । হায়দার হাং বাড়িতে না থাকায় তার বসত বাড়ী ও আশেপাশের জমি তার প্রতিবেশি ইউসুফ হাওলাদার দখল করার চেষ্ট চালিয়ে আসছিল এবং এও জানাযায় যে গত ৭ই মার্চ আনুমানিক সকাল ১১ টার দিকে ইউসুফ এর নেতৃত্বে একদল বখাটে যুবক হায়দার হাওলাদারের বসত বাড়িতে প্রবেশ করে এবং তারা হয়দার হাওলাদার ও তার স্ত্রী লাকি বেগমকে মারধর করে । এবং ঘরে থাকা জিনিসপত্র ভাংচুর করে । ঘটনাটি নলছিটি থানার ওসিকে জানানো হয় । এ ব্যাপারে ১২ ই মার্চ হায়দার হাওলাদার নলছিটি থানায় মামলা করতে গেলে সুবিদপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মিমাংশার কথা বলে তাদেরকে ফিরিয়ে আনেন। কিন্তু ঐ রাতেই ইউসুফ ও তার লোকজন হায়দার ও তার স্ত্রীকে প্রচুর মারধর করে । মারধর করে হায়দার সহ তিন সন্তান ও স্ত্রী কে বসত ঘরের মধ্যে আটকিয়ে রেখে বাহির থেকে বসত ঘরে আগুন ঘরিয়ে দেয় । দরজা ভেঙ্গে হায়দার ও তার তিন সন্তান, স্ত্রী সহ সকলে বাইরে বেড়িয়ে এসে ডাক চিৎকার দেয় । ডাক চিৎকার শুনে এলাকবাসি এসে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলে । আগুনে ঘরের আংসিক ক্ষতি হয়। হায়দার হাওলাদার আরো জানান যে আগুন দেয়ার পরে প্রতিপক্ষ আমাদের মৃত্যর হুমকি দেখায় । এ ঘটনা মুঠো ফোনের মাধ্যমে নলছিটি থানা পুলিশ কে জানানো হয়েছে । অভিযুক্ত ইউসুফের বাবা সাহাবউদ্দীন হাং বলেন রাতে মারামারির খবর পেয়ে আমি গিয়ে তা থামিয়ে দিয়েছি । হায়দারের ঘরে আমার ছেলে আগুন দেয় নি , তারা একটি মিথ্যা নাটক সৃষ্টি করেছে । নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে ।

ঝালকাঠিতে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নলছিটি প্রতিনিধি: ঝালকাঠি প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক এবং কালের কণ্ঠ ও এনটিভির জেলা প্রতিনিধি কে এম সবুজের ওপর মাদকসেবীদের হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। ঝালকাঠি প্রেস ক্লাব এ মানববন্ধনের আয়োজন করে। পরে আসামীদের শাস্তির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক মো. হামিদুল হক ও পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান স্মারকলিপি গ্রহন করেন। মানববন্ধনে ঝালকাঠি প্রেস ক্লাবের সদস্য ছাড়াও একাতœতা প্রকাশ করে সামাজিক, সাস্কৃতিক, সেচ্ছাসেবী ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সহসভাপতি প্রবীন সাংবাদিক শ্যামল সরকার, সহসভাপতি আক্কাস সিকদার, সাধারণ সম্পাদক মানিক রায়, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, সাধারণ সম্পাদক দুলাল সাহা, প্রেস ক্লাবের সদস্য অলোক সাহা, রাজাপুর প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব সোহাগ ও কাঁঠালিয়া প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শহিদুল আলম। মানববন্ধনে বক্তারা সাংবাদিক কে এম সবুজের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূল শাস্তির দাবি জানান। সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতন বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতিও আহ্বান জানান বক্তারা। এছাড়া মানববন্ধন থেকে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদেরপ্রতি আহ্বান জানানো হয়। গত শনিবার বেলা সাড়ে ১২টার দিকে প্রেস ক্লাবের সামনে থেকে ধরে নিয়ে গিয়ে সাংবাদিক কে এম সবুজকে মারধর করে সন্ত্রাসী মায়েজ হোসেন, তরিকুল ইসলাম অপু ও কাজী মারুফ হোসেন ইরানসহ কয়েকজন যুবক। এ ঘটনায় রাতেই ঝালকাঠি থানায় তিনজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন কে এম সবুজ।