নলছিটির সুবিদপুর ইউনিয়নে বসত বাড়িতে আগুন

নলছিটি প্রতিনিধি: নলছিটি সুবিদপুর ইউনিয়ানে জমি নিয়ে বিরোধ এর জেরে মধ্যরাতে স্বামী-স্ত্রী ও বাচ্চা সহ ঘরের মধ্যে আটকে রেখে ঘরে আগুন দেয়ার অভিযোগ পাওয়া যায় তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে। গত মঙ্গলবার আনুমানিক রাত ২.৩০(দুইটা ত্রিশ) মিনিটের নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামে এই ঘটনা ঘটে । এই ঘটনায় হায়দার হাওলাদারের বসত বাড়ীটি ক্ষতিগ্রস্থ হয় । জানাযায় একই গ্রামের সাহাবউদ্দীন হাওলাদারের ছেলে ইউসুফ আলী হাওলাদারের সাথে জমি নিয়ে বিরোদ চলছে হায়দার হাওলাদারের। হায়দার হাওলাদার পেশায় গাড়ী চালক , সে ঢাকায় বাস চালায় । স্ত্রী লাকি বেগম ও তিন সন্তান বাড়িতে বসবাস করে । হায়দার হাং বাড়িতে না থাকায় তার বসত বাড়ী ও আশেপাশের জমি তার প্রতিবেশি ইউসুফ হাওলাদার দখল করার চেষ্ট চালিয়ে আসছিল এবং এও জানাযায় যে গত ৭ই মার্চ আনুমানিক সকাল ১১ টার দিকে ইউসুফ এর নেতৃত্বে একদল বখাটে যুবক হায়দার হাওলাদারের বসত বাড়িতে প্রবেশ করে এবং তারা হয়দার হাওলাদার ও তার স্ত্রী লাকি বেগমকে মারধর করে । এবং ঘরে থাকা জিনিসপত্র ভাংচুর করে । ঘটনাটি নলছিটি থানার ওসিকে জানানো হয় । এ ব্যাপারে ১২ ই মার্চ হায়দার হাওলাদার নলছিটি থানায় মামলা করতে গেলে সুবিদপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মিমাংশার কথা বলে তাদেরকে ফিরিয়ে আনেন। কিন্তু ঐ রাতেই ইউসুফ ও তার লোকজন হায়দার ও তার স্ত্রীকে প্রচুর মারধর করে । মারধর করে হায়দার সহ তিন সন্তান ও স্ত্রী কে বসত ঘরের মধ্যে আটকিয়ে রেখে বাহির থেকে বসত ঘরে আগুন ঘরিয়ে দেয় । দরজা ভেঙ্গে হায়দার ও তার তিন সন্তান, স্ত্রী সহ সকলে বাইরে বেড়িয়ে এসে ডাক চিৎকার দেয় । ডাক চিৎকার শুনে এলাকবাসি এসে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলে । আগুনে ঘরের আংসিক ক্ষতি হয়। হায়দার হাওলাদার আরো জানান যে আগুন দেয়ার পরে প্রতিপক্ষ আমাদের মৃত্যর হুমকি দেখায় । এ ঘটনা মুঠো ফোনের মাধ্যমে নলছিটি থানা পুলিশ কে জানানো হয়েছে । অভিযুক্ত ইউসুফের বাবা সাহাবউদ্দীন হাং বলেন রাতে মারামারির খবর পেয়ে আমি গিয়ে তা থামিয়ে দিয়েছি । হায়দারের ঘরে আমার ছেলে আগুন দেয় নি , তারা একটি মিথ্যা নাটক সৃষ্টি করেছে । নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *