উজিরপুরে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা

মোঃ শাহাজাদা হীরা: আজ ১৪ মার্চ দুপুর ১২ টায় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকা এর আয়োজনে। আলহাজ্ব বি. এন. খান ডিগ্রি কলেজ, উজিরপুর বরিশালের হলরুমে। ৫ম উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ উপলক্ষে উজিরপুর উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজিরপুর, মাসুমা আক্তার, অফিসার ইনচার্জ, উজিরপুর মডেল থানা, শিশির কুমার পাল, আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা বির্বাচন কর্মকর্তা বরিশাল নুরুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা বরিশাল সদর, আব্দুল মান্নান, উজিরপুর উপজেলার নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা, আবদুল আলিমসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ভোটগ্রহণ কর্মকর্তাগণ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এবং ৫ম উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ এর আয়োজনে। উজিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে। ৫ম উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভিজিল্যান্স ও অবজারভেশন এবং মনিটরিং টিমের সদস্যবৃন্দের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *