বরগুনায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালী

মো:মিজানুর রহমান তালতলী: ‘আদিবাসীদের স্থানান্তর ও সংগ্রাম’   প্রতিপাদ্য বিষয় নিয়ে বৃহস্পতিবার সকাল ১০ টায় বরগুনার তালতলীতে রাখাইন সম্প্রদায় আর্ন্তজাতিক আদিবাসী দিবস পালন করেছে। রাখাইন সম্প্রদায় নারী ও পুরুষের একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে রাখাইন ডেভলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) ভবনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মংতাহান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালতলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার, ইত্তেফাক সংবাদদাতা ও তালতলী প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি আরিফ হোসেন ফসল, নয়াদিগন্ত সংবাদদাতা ও তালতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ইউসুফ, রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মংচিন থান, সমাজ সেবক মংথিনজো, মিসেজ চানন্দাওয়েন ও উথান প্রমূখ।
এ সময় বক্তারা সরকারের কাছে, সমতল আদিবাসিদের জন্য আলাদা ভূমি কমিশন ,রাখাইন ছাত্র-ছাত্রিদের জন্য রাখাইন ভাষা শিক্ষার ব্যাবস্থা , তাদের সংস্কৃতির সংরক্ষন ও সংস্কারের জন্য তালতলীতে রাখাইন বৌদ্ধকৃষ্টি একাডেমি পূনঃ প্রতিষ্ঠা , রাখাইনদের ভূমি ও সাংস্কৃতিক ঐতিহ্য বিপর্যয় সৃষ্টিকারীদের শাস্তির বিধান রাখার দাবি জানান।

বরগুনায় শিক্ষকের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগ!

আমতলী প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর এক ছাত্রীকে (১৩) বিয়ের প্রলোভন দিয়ে সহকারী শিক্ষক সফিউল বাশার দিনের পর দিন ধর্ষন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ শিক্ষকের বিচার দাবী করে বিদ্যালয় এলাকায় লিফলেট বিতরন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।
জানাগেছে, খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রী প্রতিদিন সন্ধ্যায় স্কুলে কোচিং করতে যেত। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিউল বাশার কৃষি শিক্ষা বিষয়ে ক্লাস নিত। কোচিং ক্লাস শেষে শিক্ষক শফিউল বাশার ছাত্রীকে তার খেকুয়ারী বাজারের ফার্মেসীর নিয়ে যেত। ওই ফার্মেসীর পিছনে নিয়ে শিক্ষক সফিউল দিনের পর দিন বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করতো বলে জানা গেছে। ধর্ষনের শিকার হওয়া ওই ছাত্রী কিছুদিন পূর্বে অসুস্থ্য হয়ে পড়লে শিক্ষক শফিউলকে ছাত্রীর পরিবার বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু শিক্ষক সফিউল বিয়ে করতে অস্বীকার করেন এবং ছাত্রীকে এ বিষয়টি কাউকে না জানানোর জন্য চাপ প্রয়োগ এবং ভয়ভীতি দেখান। ধর্ষনের শিকার হওয়া ছাত্রী অসুস্থ্য হয়ে পড়লে সোমবার ছাত্রীর বাবা স্কুলের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন স্বপনকে জানান। শিক্ষকের এ অনৈতিক ঘটনার বিচার দাবীকে বিদ্যালয় এলাকার লিফলেট বিতরন করা হয়েছে। এতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিচার দাবী করেছেন। এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ধর্ষনের শিকার হওয়া ছাত্রী জানান, স্কুলের স্যার সফিউল বাশার দীর্ঘদিন আমাকে তার ফার্মেসীর পিছনের একটি কক্ষে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করেছে।
ধর্ষনের শিকার হওয়া ছাত্রীর বাবা মো. রিপন ঘটনার সত্যতা স্বীকার করে এ ঘটনার সুষ্ঠ বিচার দাবী করেছেন।
অভিযুক্ত শিক্ষক সফিউল বাশারের কাছে এ বিষয়টি জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে স্থানীয় একটি মহল যড়যন্ত্র করেছে।
খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে ঘটনার সত্যতা স্বীকার করে ওই শিক্ষকের বিচার দাবী করেছেন।
খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন স্বপন বলেন, বিষয়টি আমি শুনেছি, এ বিষয়ে এলাকায় লিফলেটও বিতরন হয়েছে। স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতির অনুমতি নিয়ে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্ত্রীর গাল ও কান কেটে দিলেন পাষন্ড স্বামী!

আমতলী প্রতিনিধিঃ টাকা না দেয়ায় কুপিয়ে তিন সন্তানের জননী স্ত্রী ছকিনা বেগমের গাল ও কান কেটে দিলেন পাষন্ড স্বামী হাবিব খাঁন। অসহায় এ নারী আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। অর্থাভাবে সঠিক চিকিৎসা হচ্ছে না তার। খেয়ে না খেয়ে হাসপাতালের বেডে অসহ্য যন্ত্রনায় কাতরাচ্ছেন। ঘটনা ঘটেছে বরগুনার আমতলী উপজেলার মহিষডাঙ্গা গ্রামে।
জানাগেছে, পটুয়াখালী সদর উপজেলার বদরপুর গ্রামের হানিফ হাওলাদারের কন্যা ছকিনা বেগম। জন্মের দু’বছরের মাথায় পিতা-মাতাকে হারিয়ে এতিম হয় ছকিনা। আলীপুরের রাখাইন সম্প্রাদায়ের মইয়্যা নামের এক পরিবারে বেড়ে উঠে। ২০০৩ সালে আমতলী উপজেলার মহিষডাঙ্গা গ্রামের হাবিব খানের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে ছকিনা দিন মজুরের কাজ করে স্বামীর সংসার পরিচালনা করে আসছে। তাদের দাম্পত্যে তিনটি সন্তানের জন্ম দেয় ছকিনা। এদিকে স্বামী হাবিব খান ২০০৬ সালে কক্সবাজারে দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় স্ত্রী খাদিজা বেগমকে নিয়ে স্বামী হাবিব খান দিন যাপন করে। প্রথম স্ত্রী ছকিনাকে ভরণপোষন দেয় না। প্রায়ই স্বামী হাবিব খান সকিনার কাছে টাকা দাবী করে আসছে। গত মঙ্গলবার রাতে হাবিব খান ছকিনার কাছে টাকা দাবী করে। সকিনা তাকে টাকা দিতে অস্বীকার করে। এতে ক্ষিপ্ত হয়ে হাবিব খান সকিনাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ছকিনার বাম গাল ও কান কেটে যায়। সকিনার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ হাবিব খানকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
রবিবার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখাগেছে, গত পাঁচ দিন ধরে ছকিনা হাসপাতালে বিষম ব্যথায় কাতরাচ্ছেন। অর্থাভাবে তার সঠিক চিকিৎসা হচ্ছে না। খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গৌরাঙ্গ হাজড়া বলেন, ছকিনার মুখের বাম অংশ থেকে শুরু করে কান পর্যন্ত কেটে গেছে।
আহত ছকিনা বেগম জানান, জন্মের পরেই মানে মোরে পালছে। মানের বাড়ী কাম হরে বড় অইছি। মানে মোরে বিয়ে দেছে। বিয়ের পর অইতে স্বামীর লগে দিন মজুরের কাম হইর‌্যা সোংসার চালাই। স্বামী দ্বিতীয় বিয়া হরছে।হেইয়্যার পর হইতেই মোরে স্বামী এ্যাকছের জালায়। প্রায়ই আইয়্যা টাকা চায়। টাহা না দিলে মারে। গত মঙ্গলবার টাকা চাইছে মুই টাহা দিতে রাজি না অওয়ায় মোরে মাইর‌্যা হালানোর জন্য ধাহান দিয়া কোপাইয়্যা গাল ও কান কাইট্টা দেছে। মুই এ্যাইয়্যার বিচার চাই।
আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ নুরুল ইসলাম বাদল বলেন, খবর পেয়ে স্বামী হাবিব খানকে গ্রেফতার করা হয়েছে।

জুয়া খেলার প্রতিবাদ করায় বৃদ্ধর পা ভাঙল সন্ত্রাসীরা

আমতলী প্রতিনিধিঃ জুয়া খেলায় প্রতিবাদ করায় বৃদ্ধ মোঃ শাহজাহান গাজীকে পিটিয়ে দু’পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। ঘটনা ঘটেছে বরগুনার আমতলী উপজেলার নাচনাপাড়া গ্রামে শনিবার সন্ধ্যায়। রাতে বৃদ্ধকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার নাচনাপাড়া গ্রামে জুয়েল গাজী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় জুয়া খেলে আসছিল। এতে ওই এলাকায় চুরি, হাইজ্যাকসহ অনৈতিক কাজ কর্ম বৃদ্ধি পায়। শুক্রবার সকালে জুয়েল গাজীর নেতৃত্বে ৮/১০ যুবক নাচনাপাড়া ব্রীজ সংলগ্ন একটি পরিত্যাক্ত ঘরে জুয়া খেলার আসর বসায়। এতে বাঁধা দেয় বৃদ্ধ শাহজাহান গাজী। এ সময় শাহজাহান গাজী ও জুয়ারী জুয়েল গাজীর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায় খেলা পন্ড হয়ে যায়। এতে ক্ষিপ্ত হয় জুয়েল গাজী ও তার সহযোগীরা। শনিবার সন্ধ্যায় বৃদ্ধ শাহজাহান গাজী নাচনাপাড়া ব্রীজের উপরে দাড়িয়ে ছিল। এ সময় পিছন দিক থেকে জুয়েল গাজী লোহার রড দিয়ে বৃদ্ধকে পিটিয়ে দু’পা ভেঙ্গে দেয়। তাৎক্ষনিক স্থানীয়রা উদ্ধার করে তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার পরপর সন্ত্রাসী জুয়েল ও তার সহযোগীরা এলাকা ছেড়ে পালিয়েছে।
রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, বৃদ্ধ শাহজাহান গাজী শরীরের যন্ত্রনায় কাতরাচ্ছেন। তার দু’পায়ে ব্যান্ডেজ রয়েছে।
আহত শাহজাহান গাজী জানান, জুয়া খেলার প্রতিবাদ করায় জুয়েল গাজী ও তার সহযোগীরা আমাকে পিটিয়ে দু’পা ভেঙ্গে দিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।
আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ গৌরাঙ্গ হাজড়া বলেন, বৃদ্ধ শাহজাহান গাজীর দু’পায়ের হাটুর নিচে ভেঙ্গে গেছে।
আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ নুরুল ইসলাম বাদল বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

শহীদদের স্মরনে লাগানো গাছ উপড়ে ফেলেছে দুবৃত্তরা

আমতলী প্রতিনিধিঃ শহীদদের স্মরনে দেয়া বিদ্যালয়ের গাছ উপড়ে ফেলেছে একদল দুবৃত্তরা। ঘটনা ঘটেছে তালতলী উপজেলার ১৪ নং আলীরবন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার। এ ঘটনা এলাকার মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দুবুত্তদের দ্রুত বিচার দাবী করছেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফিজুর হক শিকদার তালতলী থানায় সাধারণ ডায়েরী করেছেন।
জানাগেছে, উপজেলার আলীরবন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৯৪২ সালে প্রতিষ্ঠিত হয়। ওই সময় স্থানীয় আবদুর রশিদ খান বিদ্যালয়ের নামে ৭৮ শতাংশ জমি দান করেন। ওই জমি সংলগ্ন ৫২ শতাংশ জমি সরকারী খাস খতিয়ানভুক্ত রয়েছে। এ জমিতে বিদ্যালয় প্রতিষ্ঠার পরে সুন্দর ও সুষ্ঠভাবে বিদ্যালয় পরিচালিত হয়ে আসছে। ২০১৭ সালে ওই বিদ্যালয়ের জমি জহিরুল খান, আইউব আলী খান, ইয়াসিন খান, জাকির খান ও সিদ্দিক খান নিজেরে দাবী করে ভোগ দখলের চেষ্টা করে আসছে। গত বুধবার সারাদেশ ব্যাপী শহীদ স্মরনে বিদ্যালয়ে গাছ রিতরন করেন সরকার। ওই বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির শতাধিক ফলদ ও বনজ গাছ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারজানা আক্তার বিতরন করেছেন। বৃহস্পতিবার দুপুরে ওই গাছ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী ও অভিভাবকরা রোপন করে। চারা রোপনের দু’ঘন্টার মধ্যে ওই দুবৃত্তরাসহ ১৫/২০ জন দুবৃত্ত মিলে সকল চারা গাছ উপড়ে ফেলে। শিক্ষকরা এতে বাঁধা দিলে দুবৃত্তরা শিক্ষকদের লাঞ্চিত করার চেষ্টা করে। এ সময় বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীসহ তিন শতাধিক লোকজন উপস্থিত থেকে ঘটনা প্রত্যক্ষ করে। পরে তালতলী থানাকে অবহিত করলে দুবৃত্তরা গাছ নিয়ে পালিয়ে যায়। ওইদিন বিকেলে তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ফারজানা আক্তার খবর পেয়ে বিদ্যালয় পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, কিছু বোঝার আগেই জহিরুল খান, আইউব আলী খান, ইয়াসিন খান, জাকির খান ও সিদ্দিক খানসহ ১৫/২০ জনে বিদ্যালয়ের জমিতে লাগানো গাছ উপড়ে ফেলে নিয়ে গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলহাফ হোসেন মোবারক বলেন, দুবৃত্তরা প্রকাশ্যে দিবালোকে এসে আমাদের হুমকি দিয়ে শহীদদের স্মরনে দেয়া গাছ উপড়ে ফেলে গাছ নিয়ে গেছে। এ ঘটনার দ্রুত বিচার দাবী করছি।
জহিরুল ইসলাম খান জানান, আমার জমিতে রোপিত গাছ উপড়ে ফেলেছি। আমি বিদ্যালয়ের গাছ উপড়ে ফেলিনি।
এ বিষয়ে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফিজুর হক শিকদার বলেন, দুবৃত্তরা শহীদদের স্মরনে দেয়া গাছ উপড়ে ফেলে শহীদদের অবমাননা করেছে। এ বিষয়ে তালতলী থানায় দুবৃত্তদের নামে সাধারণ ডারেয়ী করেছি।
তালতলী থানার ওসি (তদন্ত) মোঃ শহীদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফিজুর হক সিকদার সাধারণ ডায়েরী করেছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ফারজানা আকতার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দিয়েছি। প্রতিবেদন পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শহীদদের স্মরনে ১৪ হাজার গাছের চারা রোপন

আমতলী প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় বুধবার সকাল ১০টায় আমতলীতে শহীদদের স্মরনে ১৪ হাজার ১শ, ৪০ টি গাছের চারা রোপন করা হয়। এ উপলক্ষে আমতলী একেহাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এক উদ্বোধনী সভার আয়োজন করা হয়। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী পৌর মেয়র ও আমতলী উপজেলা আওয়ামীলীগ সম্পাদক এবং আমতলী একে হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো: মতিয়ার রহমান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলাউদ্দিন মিলন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মজিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আকমল হোসেন, বন কর্মকর্তা মো: কুদ্দুস, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: জাকির হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মেহেরুন নেছা ও প্রধান শিক্ষক মো: আ; মন্নান প্রমুখ। সভা শেষে স্কুল প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেয়র মো: মতিয়ার রহমান। আমতলী শিক্ষা কর্মকর্তা মো: মজিবুর রহমান জানান, ৩০ লক্ষ শহীদ মুক্তি যোদ্ধাদের স্মরনে বন বিভাগের সহযোগিতায় আমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয় সমূহে ১৪ হাজার ১শ ৪০টি ফলদ বৃক্ষ রোপন করা হয়

বরগুনায় ৫শ’পিচ ইয়াবাসহ আটক ১

আমতলী প্রতিনিধিঃ বরগুনা জেলার আমতলীর পুজাখোলা স্লুইস গেট থেকে রবিবার রাত সাড়ে ৯টার সময় দুলাল হাওলাদার (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে ৫ শ’ পিচ ইয়াবাসহ আটক করে আমতলী থানা পুলিশ। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। দুলাল আমতলীর আঠারগাছিয়া ইউনিয়নের গোডাঙ্গা গ্রামের মৃতু ইছাহাক হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্ততে আমতলী থানার ওসি মো: আলাউদ্দিন মিলনের নেতৃত্বে একদল পুলিশ রবিবার রাত সাগে ৯টার সময় আমতলী সদর ইউনিয়নের পুজাখোলা স্লুইস সংলগ্ন বাজারে অভিযান চালিয়ে দুলাল হাওলাদারকে (৪৫) আটক করা হয়। পরে তার দেহ তল্লাসী করে ৫শ’ পিচ ইয়াবা জব্দ করা হয়। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলাউদ্দিন মিলন জানান, আটক দুলালের বিরুদ্ধে আমতলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়। সেমবার সকালে তাকে আমতলী উপজেলা সিনিয়র জুপিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালতের বিজ্ঞ বিচারক মো: হুমায়ুন কবির শুনানি শেষে জামিন আবেদন না মজ্ঞুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এক অত্যাচারীর পতন: তালতলীতে স্বস্তির নিঃশ্বাস

নিজস্ব প্রতিবেদক: বরগুনার তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু কে [উপজেলা পরিষদ (সংশোধন) আইন ২০১১ দ্বারা সংশোধিত] (এর ধারা ১৩(১)(গ) অনুযায়ী) অসদাচরণ, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় জনস্বার্থে সরকার তাকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করেছে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এর উপসচিব আনজুমান আরা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য পাওয়া গেছে। চিঠিতে উল্লেখ রয়েছে, জনাব মনিরুজ্জামান মিন্টু তালতলী উপজেলার বড়বগী ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী জসিম উদ্দিন মধুকে মারধর ও লাঞ্ছিত করা, তালতলী উপজেলা নির্বাহী অফিসার কাজী তোফায়েল হোসেন কে লাঞ্ছিত করা, তালতলী সিনিয়র মাদ্রাসার দপ্তরি জনাব মোঃ শাহজাহান মিয়া, রাখাইন development foundation এর চেয়ারম্যান জনাব উসিৎ মং কে মারধর ও লাঞ্ছিত করা, ছোট অংকুজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব সুন্দর আলী, তালতলী পাড়ার শাহজাহান চৌধুরী, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব কমলেশ ও এসআই আব্দুল খালেক এবং তালতলী এলাকার রাসেলকে মারধর ও লাঞ্ছিত করা, তালতলী বন্দরে ওয়াপদা ও পানি উন্নয়ন বোর্ডের ৩ একর জমি বেআইনিভাবে দখল করে হাওলাদার স’মিল স্থাপন এবং সরকারি গাছ বেআইনিভাবে কেটে উক্ত স’মিলে নিয়ে কর্তন ও ব্যবহার করা, রাখাইন কে মং এর জমি দখলের জন্য তাঁকে মারধর ও লাঞ্ছিত করা, টিউবওয়েল বরাদ্দের নামে এলাকার দুই শতাধিক লোকের কাছ থেকে ১৫-২০ হাজার টাকা নেয়ার অভিযোগের সত্যতা বিভাগীয় কমিশনার, বরিশাল এর তদন্তে প্রমাণিত হয়েছে।

গতকাল বরখাস্তের আদেশ বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌছেছে।  দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারকারী উপজেলা পরিষদ চেয়ারম্যানের অপসারণের খবরে তালতলী সহ গোটা বরগুনা জেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাধারন মানুষ।

বরগুনার নিম্নাঞ্চল প্লাবিত

আমতলী প্রতিনিধিঃ পূর্ণিমার জোঁ’র প্রভাবে পায়রা নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে উপকুলীয় আমতলী ও তালতলীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তেতুলবাড়িয়া ও বালিয়াতলীর বাঁধ ভেঙ্গে ১০ গ্রাম তলিয়ে গেছে। কৃষককদের আমন মৌসুমের বীজতলা পানিতে তলিয়ে পচে যাচ্ছে।
জানাগেছে, পূর্ণিমার জোঁ প্রভাবে পায়রা নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ ফুট পানি বৃদ্ধি পেয়ে উপকুলীয় আমতলী ও তালতলীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা নিয়ন্ত্রন বাঁধের বাহিরের বসবাসরত মানুষের ঘরবাড়ী তলিয়ে গেছে। তারা কষ্টে জীবনযাপন করছে। তালতলীর নিশানবাড়িয়া, ফকির হাট, সোনাকাটা, নিদ্রাসকিনা, তেতুলবাড়িয়া, আশার চর, নলবুনিয়া, তালুকদারপাড়া, চরপাড়া, গাবতলী, মৌপাড়া, ছোটবগী, জয়ালভাঙ্গা,পচাঁকোড়ালিয়া ও আমতলীর ঘোপখালী, বালিয়াতলী, পশুরবুনিয়া, আড়পাঙ্গাশিয়া, পশ্চিম আমতলী, ফেরীঘাট, পুরাতন লঞ্চঘাট, আমুয়ার চর, পানি উন্নয়ন বোর্ড, আঙ্গুরকাটা, গুলিশাখালী ও হরিদ্রবাড়িয়া নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ সকল এলাকার মানুষের ঘর বাড়ী জোয়ারের পানিতে তলিয়ে গেছে।
তালতলীর তেতুঁলবাড়িয়া গ্রামের নজরুল হাওলাদার বলেন জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে সেলিম চৌকিদার বাড়ীর নিকট থেকে পানি উন্নয়ন বোর্ডের ৫০ মিটার বাঁধ ভেঙ্গে ভিতরে পানি প্রবেশ করে তেতুঁলবাড়িয়া ও নলবুনিয়া গ্রাম পানিতে প্লাবিত হয়েছে।
বালিয়াতলী গ্রামের বাকী বিল্লাহ বলেন, বয়াতি বাড়ীর পাশ দিয়ে ভাঙ্গা ভেড়ীবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে এলাকা তলিয়ে গেছে। কৃষকরা আমন ধানের বীজতল তৈরি করতে পারছে না।
গাবতলী আবাসনের জহিরুল ইসলাম বলেন জোয়ারের পানিতে ঘর তুলিয়ে গেছে। ছেলে সন্তান নিয়ে ওয়াবদায় অবস্থান নিয়েছি।
আমতলীর পৌর শহরের আমুয়ার চর গ্রামের ফাতেমা বেগম বলেন জোয়ারের পানিতে ঘর তুলিয়ে গেছে।
বরগুনা পানি উন্নয়র বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মশিউর রহমান বলেন স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ ফুট পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
পরিতোষ কর্মকার

আমতলীতে ইয়াবাসহ আটক ১

আমতলী প্রতিনিধিঃ আমতলীর মাদক সম্রাট ১২ টি মাদক মামলার আসামী কাওছারকে (৩৬) বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার সময় নিজ বাসা থেকে ৪৩ পিচ ইয়াবাসহ আটক করে র‌্যাব পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। শুক্রবার তাকে জেল হাজতে পাঠানো হয়।
আমতলী থানা পুলিশ ও পটুয়াখালী র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক সহকারী পরিচালক মো: হাসান আলীর নেতৃত্বে একদল র‌্যাব সদস্যরা আমতলী পোষ্ট অফিস সংলগ্ন বাসায় অভিযান চালিয়ে কাওছারকে আটক করে। এসময় কাওছারের বাসা থেকে ৪৩ পিচ ইয়াবা জব্দ করা হয়। রাতেই তাকে ইয়াবাসহ আমতলী থানায় সোপর্দ করা হয়। কাওছারের পরিবারের অধিকাংশ নারী পুরুষ সদস্য দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। তার আরেক ভাই মিজান ১৫ বছরের সাজাপ্রাপ্ত। উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। বর্তমানে সে আমতলী ছেড়ে বরিশালে বসবাস করছে এবং পুরো বরিশাল অঞ্চলের মাদক ব্যবসা নিয়ন্ত্র করছে বলেও অভিযোগ রয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো: আলাউদ্দিন মিলন জানান, কাওছারকে ৪৩ পিস ইয়াবাসহ র‌্যাব আটক করে থানায় সোপর্দ করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার পর শুক্রবার সকালে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়া ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। তিনি আরো জানান, কাওছারের বিরুদ্ধে আমতলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আরো ১২টি মামলা রয়েছে।