বরগুনায় ডাকাত সর্দার ইদ্রিস মোল্লা গ্রেফতার’

কে.এম.রিয়াজুল ইসলাম, বরগুনা: পাঁচটি ডাকাতি মামলার আসামি ডাকাত সর্দার ইদ্রিস মোল্লাকে গ্রেফতার করেছে বরগুনা থানা পুলিশ। রবিবার ভোর রাতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বরগুনা সদর উপজেলার ৪ নং ইউনিয়েনের রোড পাড়া গ্রামের মুসলিম আলীর ছেলে ইদ্রিস মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায় ঢাকা তুরাগ থানায় দুইটি ও বরগুনা সদর থানায় তিনটি ডাকাতি মামলা রয়েছে ইদ্রিস মোল্লা নামে । গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর উপজেলার ৪ নং ইউনিয়নের রোড পাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবির মোহাম্মদ জানান, বরগুনা সদর থানার এস আই ওবায়দুল, এসআই আসাদ ও এএস আই সোহেল খান এর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ভোর রাতে ইদ্রিসকে গ্রেফতার করতে সক্ষম হয়। ইদ্রিস এর নামে তুরাগ থানা ২ টি ও বরগুনা সদর থানায় তিনটি মামলা রয়েছে। আমরা বিভিন্ন থানায় জানিয়েছি আরো কোন মামলা রয়েছে কিনা। তাকে কোটের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাড়ি ছেড়ে শহরের আত্মীয়দের কাছে আশ্রয় নিচ্ছে চরাঞ্চলের মানুষ

কে.এম রিয়াজুল ইসলাম,বরগুনা: চরাঞ্চলের মানুষের মনে আতঙ্কের নাম সাইক্লোন সিডর। ২০০৭ সালের ১৫ই নভেম্বর বাংলাদেশের উপকূলে আঘাত হানে ভয়াবহ সেই সিডর। সিডরের প্রভাবে নদীতে পানি বেড়ে গিয়ে ডুবে, গাছের চাপায় ও ঘরের নিচে পড়ে মারাগেছে অসংখ্য মানুষ। পানিতে ঘরবাড়ী ভাসিয়ে নিয়েছে নদীতে। ভয়াবহ সেই স্মৃতি কেউ আজো ভুলতে পারেনি। আর এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিলো চরাঞ্চলের মানুষগুলোই। সাইক্লোন সিডরের পর ঘূর্ণিঝড় নার্গিস, আইলা, হ্যারিকেন, মোরা এবং বর্তমানে ঘূর্ণিঝড় ফণী নাম নিয়ে আর্ভিভাব হয়েছে সাগরে। যেকোনো সময় আঘাত হানতে পারে উপকুলে। এ কারনে জীবন বাঁচাতে নদীরপাড় ও চরাঞ্চলে বসবাস করা মানুষ তাদের ঘরবাড়ী ছেড়ে বরগুনা শহরে আত্মীয়দের বাড়িতে আশ্রয়ের জন্য আসা শুরু করেছে। শুক্রবার (৩ মে) সকালে সদর উপজেলার গর্জনবুনিয়া গ্রাম থেকে রওয়ানা করে বরগুনা শহরের এক আত্মীয় বাড়ীতে এসেছেন ফাতিমা বেগম ও তার পরিবার। তিনি ২০০৭ সালের ১৫ই নভেম্বর সাইক্লোন সিডরে চার বছর বয়সী কন্যা শাহিনুরকে হারিয়েছেন। তাই সেই ভয়কে কেন্দ্র করে আগেই তারা এলাকা ছেড়েছেন। নিশানবাড়ীয়া চড়ের সুখি বেগম জানান, আমার স্বামী সিডরে মারাগেছে। আমি পরিবারের কাউকে আর হারাতে চাইনা। সেজন্য ছেলে-মেয়ে নিয়ে প্রাণে বাঁচতে আত্মীয় বাড়ি বরগুনায় এসেছি। ঘূর্ণিঝড় কমলে আবার বাড়ি চলে যাবো। বরগুনা জেলা প্রশাসক (ডিসি) কবীর মাহমুদ জানান, শুধুমাত্র সাইক্লোন শেল্টার নয়। মানুষের জীবন ও জানমাল রক্ষা করতে সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার ভবনও প্রস্তুত করা হয়েছে। উপকূলীয় এলাকায় বারবার মাইকিং করে সতর্ক করা হচ্ছে। নিরাপদ আশ্রয়ের জন্য বরগুনায় ৩৩৫টি সাইক্লোন শেল্টার খুলে রাখা হয়েছে। এতে অন্তত ২ লাখ মানুষ নিরাপদে আশ্রয় নিতে পারবে। এছাড়াও ঘূর্ণিঝড়ে সম্ভাব্য ক্ষতি পুষিয়ে উঠতে দুই’শ ২৬ বান্ডিল ঢেউটিন, চার’শ ২৩ মেট্রিক টন খাদ্য শষ্য, নগদ ১৩ লাখ ৯৬ হাজার টাকা, দুই হাজার প্যাকেট শুকনা খাবার মজুদ রয়েছে।

উপকূলীয় অঞ্চলের অর্থনীতিতে পরিবর্তন ঘটাবে তালতলীর পর্যটন কেন্দ্র সোনাকাটা

কে.এম.রিয়াজুল ইসলাম,বরগুনা: দেশের অর্থনীতির বিশাল সম্ভবনাময় খাত পর্যটন শিল্প। বাংলার অপরূপ প্রাকৃতিক নৈসর্গ যেন শিল্পীর রঙতুলির মতো আকা শিল্পকর্ম। এতো বৈচিত্রময় প্রাকৃতিক নৈসর্গ পৃথিবীর আর কোথাও দেখা যায় কি না তাতে সন্দেহ রয়েছে। আর এ কারনেই বাংলাদেশকে পযর্টন শিল্পের অমিত সম্ভাবনাময় দেশ বলা হয়। পৃথিবীর কোথাও এতো দীর্ঘ রূপালী বালুকনাময় আবৃত সমুদ্র সৈকত আর পাওয়া যাবে কিনা সন্দেহ। কক্সবাজার ও কুয়াকাটার পাশাপাশি প্রস্তাবিত পর্যটন কেন্দ্র তালতলীর সোনাকাটা সমুদ্র সৈকতকে পর্যটন নগরীর বৈশিষ্ট নিয়ে সাজাতে পারলে এক সময় জাতীয় বাজেটের অধিকাংশই যোগার হয়ে যাবে। পর্যটনকে দেশের অর্থনীতির প্রধান খাত হিসেবে প্রতিষ্ঠার লক্ষে কক্সবাজার ও কুয়াকাটার সামাজিক উন্নয়ন কর্মকান্ডে নিবেদিত অনেক মেধাবী ও পরিশ্রমী ধনাট্য উদ্যোক্তা এগিয়ে আসলে ও তালতলীর সোনাকাটায় তেমন কোন উদোক্তা এখন পর্যন্ত এগিয়ে আসেননি। তবে পর্যটন শিল্পের বিশাল সম্ভবনাকে কাছে লাগানোর জন্য তালতলীর সোনাকাটার প্রতি বেশ কিছু উদ্যোগতাদের দৃষ্টি পড়েছে বলে মন্তব্য করেছেন অনেকেই। দেশি বিদেশী পর্যটকদের আকৃষ্ট করার জন্য এখানে বিশেষ কিছু সুযোগ সুবিধা থাকা একান্ত দরকার। বিভিন্ন গ্র“প কোম্পানী গুলো কক্সবাজার ও কুয়াকাটার বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে কাজ করার পাশাপাশি তালতলীর সোনাকাটাকে একটু প্রাধান্য দিয়ে কাজ শুরু করলে এতোদিনে কক্সবাজার ও কুয়াকাটার কাছাকাছি না হলেও উন্ন্য়ন কর্মকান্ডে সোনাকাটা এতটা পিছিয়ে থাকতো না। কক্সবাজারের মত কুয়াকাটায় ও পর্যটকদের থাকা খাওয়ার জন্য অনেক হোটেল-মোটেল-গেষ্ট হাউস রয়েছে। আর ও নতুন নতুন তৈরি হচ্ছে। সোনাকাটায় সে অনুযায়ী তেমন কোন হোটেল-মোটেল ও গেষ্ট হাউস এখোনে গড়ে ওঠেনি। যার কারনে সোনাকাটার উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন উদোক্তাদের ও উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা অতিব জরুরী। সরকারের পাশাপাশি উদোক্তদের বিভিন্ন প্রকল্প গ্রহনের মাধ্যমে এক সময় সোনাকাটা পর্যটন শিল্পের একটি বিশাল বিল্পব ঘটবে। হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে এখানে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেরেও পুড়ো অর্থণীতি বদলে যাবে। উপকূলীয় অঞ্চলের অর্থনীতিতে ব্যাপক পারিবর্তন আসবে। দেশের অর্থনীতিকে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য এখানে নিরবে কাজ করে যাচ্ছেন স্থানীয় উপজেলা প্রসাশন সহ সমাজ সচেতন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। ফায়ার সার্ভিস,হাসপাতালসহ এখানে অনেক কিছু এখন ও স্থাপন করা হয়নি। মধ্যবিত্ত শ্রেণীর পর্যটকদের জন্য এখানে কিছু কিছু সুবিদা একান্ত প্রয়োজন। সকল ধর্মের উপাসনালয় এখানে এখনো গড়ে ওঠেনি, প্রস্তাবিত পর্যটন কেন্দ্রে কবরস্থান থেকে শুরু করে শশানঘাট পর্যন্ত সরকারের তত্তাবধানে পরিচালিত হওয়া দরকার। বড় ধরনের হোটেল-মোটেল না থাকার পর্যটকদের ম্যানেজ মেন্ট করার ও তেমন লোকবল এখানে নেই। পর্যটকদের প্রয়োজনীয় জিনিস পত্র কেনাকাটা ও রান্নবান্না করারও লোক মিলছেনা। এখানে ম্যানেজমেন্ট সার্ভিসে লোক নিয়োগ দিয়ে সরকারী ভাবে প্রশিক্ষন দেয়া উচিত। সোনাকাটায় যদি বড় বড় হোটেল-মোটেল-গেষ্ট হাউস থাকতো আর প্রতিটি রুমে বিশুদ্ধ পানি,নিজিস্ব বিদ্যুৎ সরবাহ সহ প্রতিটি রুমে ইন্টারনেট থাকতো তাহলে অতি কম খরচে দেশ বিদেশের পর্যটকরা তালতলী সোনাকাটায় এক মাস অবকাস জীবন যাপন করতে ও কোনরূপ দিধাবোধ করতো না। পর্যটকরা নদীমাতৃক প্রাকৃতিক সৌন্দার্য উপভোগ করে সোনাকাটা সমুদ্র সৈকতে ভ্রমন করে একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যোঅস্থ দেখতে পাড়েন। সারা বিশ্বের পর্যটকদের এখানে সংযুক করার জন্য আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করে বাংলাদেশে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পর্যটকদের অবকাশ যাপনে বাংলার সুন্দরতম স্থান তালতলীর ফাতরার জঙ্গল নামে এক সময়ের পরিচিত সোনাকাটা পর্যটন কেন্দ্র, সরকারের মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দেয়া উচিত। সরকার যদি তালতলীর সোনাকাটার সঙ্গে উন্নত যোগাযোগের জন্য কুয়াকাটার সাথে আন্দার মানিক নদীতে নিশানবাড়িয়া ব্রীজ বা ফেরী তৈরি করে দেয়,তাহলে দেশের দক্ষিণাঞ্চলে আর দারিদ্র বেকারত্ব অশিক্ষা থাকবেনা। পযর্টকদের জন্য যে সামাজিক নিরাপত্তা ও সুন্দার পরিবেশ দরকার তা ইতিমধ্যে এখানে তৈরি হতে শুরু করেছে। সময়ের চাহিদার সাথে সকল ধরনের আনন্দ বিনোদনের ব্যবস্থা থাকা এখানে একান্ত দরকার। এখানে বিনিয়োগ কারী উদোক্তরা বিনিয়োগ করলে সোনকাটা সহ গোটা বরিশাল বিভাগে অর্থনীতিতে এক সময় একটি ব্যাপক পরিবর্তন আসবে বলে অভিজ্ঞ মহলের ধারণা। সরকার যোগাযোগ অবকাঠানো সোনাকাটার সঙ্গে আরও উন্নত করলে অদুর ভবিষৎতে এখানে ব্যাপক উন্ন্য়ন কর্মকান্ড সৃষ্টি হবে, ফলে এখানে হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে। ঢাকা,কলকাতা, পাটনা,কাঠমুন্ড এই চারটি রাজধানী শহরের কাছের সমূদ্র সৈকত কুয়াকাটা ও সোনাকাটা। আর একারনেই এক সময় উপকূলীয় অঞ্চলের জন্য বিশাল অর্থনৈতিক সম্পদ হতে পারে প্রস্তাবিত পর্যটন কেন্দ্র তালতলীর সোনাকাটা। ###

বরগুনায় সেফুদার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

কে.এম রিয়াজুল ইসলাম,বরগুনা: ফেসবুক লাইভে পবিত্র কোরআন অবমাননাকারী সেফাতউল্লাহ ওরফে সেফুদার ফাঁসির দাবিতে বরগুনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বেলা ১১টার দিকে বরগুনা সদর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরগুনা প্রেস ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা সেফাতউল্লাহ ওরফে সেফুদার ফাঁসির দাবিতে ‘মহানবীর অপমান, সইবে না মুসলমান’, ‘ইসলাম ধর্মের অপমান, সইবে না মুসলমান’, ‘ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান’, ‘হই হই রই রই, সেফু তুই গেলি কই’ ইত্যাদি শ্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেয়।

স্কুল ছাদ ধসে নিহত মানসুরার পরিবারকে ব‍্যক্তিগত ভাবে সাহায্য করলেন বিভাগীয় শিক্ষা অফিসার

কে.এম রিয়াজুল ইসলাম,বরগুনা: বরগুনার তালতলী উপজেলার গত ৬ ই এপ্রিল ছোটবগী পিকে প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে তৃতীয় শ্রেণির ছাত্রী মানসুরা (৮)নিহত হয় আহত হয় আরো ৫জন।এর মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে আসে।

স্কুলের ছাদ ধসে নিহত ও আহতদের পরিবার গুলোকে আজ সোমবার ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক সাহায্য প্রধান করেন বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসার এস এম ফারুক। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঝালকাঠি, জানাব নভেজ আলী সরকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরগুনা,এস এম মিজানুর রহমান, পি.টি.আই সুপার পটুয়াখালী খাদিজা ইয়াসমিন, পি.টি.আই সুপার দীনা ইয়াসমিন, পি.টি.আই সুপার পিরোজ পুর ফরিদ আহমেদ, এডিপি এডিও ভোলা খলিলুর রহমান, এডিপিও বরগুনা নূর নবী, মফেজ উদ্দিন, উম্মে সালমা লাইজু, পটুয়াখালী।

উল্লেখ্য গত (৬ এপ্রিল) শনিবার ক্লাস চলাকালে বেলা সাড়ে ১২টার দিকে গ্রেড ভীম ভেঙ্গে ১০ জন শিক্ষার্থী আহত হয়। মাথায় আঘাতপ্রাপ্ত শিক্ষার্থী মানসুরাকে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুবরণ করেন। এবং এই ঘটনায় গুরুতর আহত রুমা (৮) ছাদিয়া (৮), ইসমাইল (৮) আহত হয়।

তিন শিক্ষার্থীকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত মানসুরার পরিবারকে একলক্ষ পঁচিশ হাজার টাকা,এবং আহত তিন শিক্ষার্থীর পরিবারকে বিশ হাজার টাকা করে দেওয়া হয়।

তিন কক্ষের একতলা বিদ্যালয় ভবনটি ২০০২ সালে নির্মাণ করেন, বরগুনা-১ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য মতিয়ার রহমান তালুকদারের ভাগ্নে সেতু এন্টারপ্রাইজের মালিক আবদুল্লাহ আল মামুন। এলাকাবাসি সূত্রে জানাযায়,ভবনটি নির্মাণের এক বছরের মধ্যেই গ্রেড ভিমে ফাটল ধরেছিল।

তালতলীত জাগো নারী প্রকল্পের সূচনা ও কার্যক্রম অবহিতকরন সভা অনুষ্ঠিত

কে.এম রিয়াজুল ইসলাম,বরগুনা: বরগুনার তালতলী উপজেলা সম্মেলন কক্ষে ‘বিপদাপন্ন এবং আদিবাসী নারীদের অর্ন্তভুক্তিমূলক নিরাপদ স্পেস’ জাগো নারী প্রকল্পের সূচনা ও কার্যক্রম অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার ১৭ এপ্রিল বেলা দশ ঘটিকায় বেসরকারী সংস্থা জাগো নারী’র আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হোসনে আরা হাসি,প্রধান নির্বাহী(জাগো নারী)।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ।
প্রজেক্ট কো অর্ডিনেটর,’সেইফ স্পেস’-জাগোনারী, আখতার জাহান এর প্রকল্প বিষয়ক উপস্থাপনায় স্বাগত বক্তব্য ও সংস্থা পরিচিতি করেন জাগোনারী প্রতিনিধিগন। ও উম্মুক্ত আলোচনা করেন অংশগ্রহণকারী ব্যক্তি বৃন্দ।
বক্তব্য রাখেন ডাঃমেজবা ইসলাম,তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,সুলতান ফরাজী,চেয়ারম্যান ৭নং শোনাকাট ইউনিয়ন পরিষদ।ইউপি সদস্য খালেদ মাসুদ,নজরুল ইসলাম লিটু, ফিরোজা বেগম ও আরে অনেকে। উপস্থিত ছিলেন কে.এম রিয়াজুল ইসলাম(রাজু),সভাপতি তালতলী রিপোর্টার্স ইউনিটি ও প্রচার সম্পাদক মাহমুদুল হাসান।

বক্তারা বলেন,সর্বজনীন মানবাধিকার ঘোষণায় নারী ও পুরুষের সমান অধিকার ঘোষিত হয়েছে ঠিকই কিন্তু বাস্তবে নারীরা একজন মানুষ হিসেবে তাদের জন্য প্রদত্ত অধিকারগুলো পুরুষের মতো সমভাবে ভোগ করতে পারে না। কমবেশি প্রায় প্রতিটি দেশের প্রচলিত সংস্কৃতি, রীতি-নীতি, প্রথা ও ঐতিহ্য ও আইন-কানুন চূড়ান্ত বিচারে নারীর প্রতি বৈষম্যমূলক হওয়ায় তা তাদের মানবাধিকারকে সংকুচিত করেছে। স্বাভাবিক কারণে তাই নারীরা সর্বক্ষেত্রে মানবাধিকার হরণের শিকার।

নারীর মানবাধিকার সুরক্ষা কোনো অনুগ্রহ নয়, বরং তা মানুষ হিসেবে তাদের অন্যতম ন্যায্য অধিকার। নারীর মানবাধিকার হচ্ছে ন্যায় বিচারের অন্যতম পূর্বশর্ত। তাই খাদ্য, শিক্ষা, আশ্রয়, সম্পদ, সম্পত্তি, যৌনতা ও পছন্দ-অপছন্দ, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, মতপ্রকাশ, সিদ্ধান্ত গ্রহণ, রাজনীতি-অর্থনীতি, সংস্কৃতি, ধর্মীয় স্বাধীনতা, নাগরিক সুযোগ-সুবিধা, অভিভাবকত্ব, উত্তরাধিকার এবং সকল প্রকার নির্যাতন থেকে মুক্তি সব কিছুতেই নারীর সমান অধিকার। এগুলো হলো নারীর মানুষ হিসেবে জন্মগত ও সহজাত অধিকার। কিন্তু প্রচলিত মানবাধিকার ঘোষণা ও কর্মকাঠামো নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় যথেষ্ট নয়। নারীর মানবাধিকার সংরক্ষণে প্রয়োজন আরও বাড়তি উদ্যোগ। একজন পরিপূর্ণ মানুষ রূপে প্রাপ্য সকল অধিকার উপভোগের জন্য নারীকে সক্ষম করে তুলতে বিশেষ মনোযোগ ও হস্তক্ষেপ আবশ্যক। নারীর মানবাধিকারকে আলাদাভাবে চিহ্নিত করা জরুরি।
মোবাইলঃ০১৭১৫৯১১৪৪৬

তালতলীতে ৭৯টি স্কুলের ৬৭টি ভবন ঝুকিপূর্ন

কে.এম. রিয়াজুল ইসলাম,বরগুনা: বরগুনার তালতলীতে প্রাথমিক বিদ্যালয়ের ৬৭টি ভবন ঝুকিপূর্ন রয়েছে। এর মধ্যে অধিক ঝুকিপুর্ন’র তালিকায় রয়েছে ৩৫টি ভবন। উপজেলা শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। অধিক ঝুকিপুর্ন ভবনে শিক্ষার্থীদের ক্লাশ না করার সুপারিশ করা হয়েছে।

গত ৬ এপ্রিল উপজেলার ছোটবগী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিম ধ্বসে পরে তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী মানসুরা বেগম (৮) নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছিল আরও ৫জন। নিহত মানসুরা উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের গেন্ডামারা গ্রামের নজির হোসেন তালুকদারের মেয়ে। এ ঘটনায় গত এক সপ্তাহে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থার উদ্যোগে দফায় দফায় তদন্ত হয়েছে। বিভিন্ন সংস্থা থেকে নিহত ও আহত’র পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে। ৭এপ্রিল নিহতের পক্ষ থেকে ১ কোটি টাকা ক্ষতি পূরণ দাবী করে সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান তারেক পলাশ ও মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে আইনজীবী হুমায়ুন কবির হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন।

অন্যদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম ‘এই ধরনের দুর্ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে দায়িত্বপ্রাপ্ত সংস্থা এলজিইডিকে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে চিহ্নিত করে দ্রুত সেখানে নতুন ভবন নির্মাণের পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।’
মন্ত্রীর এ নির্দেশনা অনুযায়ী উপজেলা শিক্ষা অফিসের এক তদন্তে জানা গেছে, এ উপজেলায়৭৯টি প্রাথমিক বিদ্যালয় ভবন রয়েছে। এর মধ্যে ৬৭টি ভবনই ঝুকিপূর্ন’র তালিকায়। ৩৫টি ভবনে ক্লাশ না করা সুপারিশ করেছে তদন্ত কমিটি। বাকী ৩২টি ভবন জরুরী ভিত্তিতে মেরামত করা না হলে তাও ব্যবহারের অনুপযোগী হয়ে পরবে বলে কমিটির ধারনা।

তালতলীতে শ্রেণিকক্ষের পলেস্তারা ধ্বসে অকালে ঝরে গেলো মানসুরার জীবন

কে.এম রিয়াজুল ইসলাম,বরগুনা: বরগুনা তালতলীতে শ্রেণিকক্ষের পলেস্তারা ধ্বসে তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৬ জন। আহতদের আমতলী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে তালতলীর ৫ নং ছোটবগী ইউনিয়নের পি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ছাত্রীর নাম মানসুরা (৮)। স্কুল নির্মানে নিম্নমানের কারণে শ্রেণিকক্ষে পলেস্তারা ধ্বসে এ দূর্ঘটনা ঘটেছে বলে জানান সংশ্লিষ্ট ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাঃ তৌফিকুজ্জামান তনু।
জানাগেছে, “অন্যান্য দিনের মতো শনিবারও তৃতীয় শ্রণিতে ক্লাশ করছিল ওই শ্রেণির শিক্ষার্থীরা। এসময় হঠাৎ শ্রেণিকক্ষের উপরের পলেস্তারা ধ্বসে শিক্ষার্থীদের মাথার উপর পড়ে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পরে শিক্ষকদের সহায়তায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মানসুরাকে মৃত ঘোষণ করে।”

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র হালদার বলেন, “এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থ পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

তালতলীতে পাওনা টাকা চাওয়ায় হত্যার হুমকি বসত বাড়িতে হামলা

কে.এম রিয়াজুল ইসলাম,বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলীতে ধার দেয়া টাকা ফেরত চাওয়ায় হামলা চালিয়ে ফারুক চৌকিদারকে আহত করা হয়েছে। পরে তাকে হত্যার উদ্দেশ্যে গভীর রাতে বসত বাড়িতে হামলা চালিয়ে না পাওয়ায় লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। হত্যা ও পুনঃ হামলার ভয়ে ফারুক চৌকিদার এখন পালিয়ে বেড়াচ্ছে। উপজেলার কবিরাজপাড়া গ্রামের ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে ফারুক চৌকিদারের মা বৃদ্ধা হালিমা বেগম বৃহস্পতিবার তালতলী প্রেসক্লাবে এসে এমন অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার কবিরাজপাড়া গ্রামের শাহজাহান কাজী ২০১৬ ইং সালে তার নিজ বসতঘর উঠানোর সময় পার্শ্ববর্তী ফারুক চৌকিদারের নিকট থেকে ২৮ হাজার টাকা ধার হিসেবে নেন। ফারুক চৌকিদারের কাছ থেকে ধার নেয়া এ টাকা আজ দেবে কাল দেবে বলে তিন বছর ঘুরাতে থাকে। গত শুক্রবার ওই টাকার জন্য স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিনের কাছে নালিস করলে মেম্বরের সামনেই শাহজাহান কাজীর লোকজন ফারুক চৌকিদারকে মারধর করে আহত করে। পরে ওই দিন রাতে শাহজাহানের ভাই নিজাম কাজী উরফে অপু হিজরা’র নেতৃত্বে ইব্রাহিম মিয়া, মাসুম হাওলাদার, সোহেল, আলমগীর মীর, জাহিদুল ইসলাম, সোহাগ খান ও রনি মল্লিকসহ ১০-১২জন দেশীয় অস্ত্র দা, ছেনা ও রামদা নিয়ে ফারুক চৌকিদারকে হত্যার উদ্দেশ্যে তার বাড়ীতে আসে। ফারুক চৌকিদারকে রাতে বাড়িতে না পেয়ে তারা হামলা চালিয়ে বাড়ীঘর ও টিলার মেশিন কুপিয়েছে। ওই সময় হামলাকারীরা আক্রশে ফারুকের ঘরের ট্রাংকে রাখা নগদ ১লক্ষ টাকা, স্বর্নালংকার, জমির কাগজপত্র ও বাইরে থাকা একটি গরু নিয়ে যায় পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দিতে চাইলে আরও হামলার হুমকি দিয়েছে দুবৃত্তরা। হত্যা ও পুনঃ হামলার ভয়ে ফারুক চৌকিদার এখন পালিয়ে বেড়াচ্ছে।
তালতলী থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, থানায় এ সংক্রান্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তালতলীতে মাদক বিরোধী সুধী সমাবেশ ও ওপেন হাউস ডে

কে.এম রিয়াজুল ইসলাম,বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলীতে বৃহস্পতিবার মাদক বিরোধী সুধী সমাবেশ ও ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। তালতলী থানার ওসি পুলক চন্দ্র রায়ের সভাপতিত্বে থানা চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরগুনার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ, অতিরিক্ত পুলিশ সুপার বিএম আশরাফুল্লাহ তাহের, সহকারি পুলিশ সুপার নাজমুল ইসলাম, বরগুনার ডিবি ওসি মোঃ হারুন অর রশিদ, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম খলিলুর রহমান, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জন সংখ্যা বিষয়ক সম্পাদক ফজলুল হক জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজবী-উল-কবির জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মুঃ তৌফিকউজ্জামান তনু, ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন আকন, আবুল বাসার তালুকদার, খালেদ মাসুদ, প্রেসক্লাব সভাপতি মু. আ. মোতালিব, মাস্টার আবু ছিদ্দিক, মুক্তিযোদ্ধা আঃ সাত্তার, ব্যাবসায়ী সমিতির সম্পাদক গোলাম মাওলা, মদিনা মসজিদের খতিব মুফতি ইসমাঈল বিন হোসাইন, রাখাইন নেতা মি. অংশিট তালুকদার, হিন্দু নেতা রতন কুমার বিশ্বাস প্রমুখ। বক্তারা মাদকের বিরুদ্ধে এলাকার সকল শ্রেণি-পেশার মানুষদেরকে সচেতন হওয়ার জন্য আহবান জানান। আগামী এক মাসের মধ্যে তালতলীকে মাদক মুক্ত উপজেলা ঘোষনার অঙ্গীকার ব্যক্ত করেন।