স্কুল ছাদ ধসে নিহত মানসুরার পরিবারকে ব‍্যক্তিগত ভাবে সাহায্য করলেন বিভাগীয় শিক্ষা অফিসার

কে.এম রিয়াজুল ইসলাম,বরগুনা: বরগুনার তালতলী উপজেলার গত ৬ ই এপ্রিল ছোটবগী পিকে প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে তৃতীয় শ্রেণির ছাত্রী মানসুরা (৮)নিহত হয় আহত হয় আরো ৫জন।এর মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে আসে।

স্কুলের ছাদ ধসে নিহত ও আহতদের পরিবার গুলোকে আজ সোমবার ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক সাহায্য প্রধান করেন বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসার এস এম ফারুক। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঝালকাঠি, জানাব নভেজ আলী সরকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরগুনা,এস এম মিজানুর রহমান, পি.টি.আই সুপার পটুয়াখালী খাদিজা ইয়াসমিন, পি.টি.আই সুপার দীনা ইয়াসমিন, পি.টি.আই সুপার পিরোজ পুর ফরিদ আহমেদ, এডিপি এডিও ভোলা খলিলুর রহমান, এডিপিও বরগুনা নূর নবী, মফেজ উদ্দিন, উম্মে সালমা লাইজু, পটুয়াখালী।

উল্লেখ্য গত (৬ এপ্রিল) শনিবার ক্লাস চলাকালে বেলা সাড়ে ১২টার দিকে গ্রেড ভীম ভেঙ্গে ১০ জন শিক্ষার্থী আহত হয়। মাথায় আঘাতপ্রাপ্ত শিক্ষার্থী মানসুরাকে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুবরণ করেন। এবং এই ঘটনায় গুরুতর আহত রুমা (৮) ছাদিয়া (৮), ইসমাইল (৮) আহত হয়।

তিন শিক্ষার্থীকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত মানসুরার পরিবারকে একলক্ষ পঁচিশ হাজার টাকা,এবং আহত তিন শিক্ষার্থীর পরিবারকে বিশ হাজার টাকা করে দেওয়া হয়।

তিন কক্ষের একতলা বিদ্যালয় ভবনটি ২০০২ সালে নির্মাণ করেন, বরগুনা-১ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য মতিয়ার রহমান তালুকদারের ভাগ্নে সেতু এন্টারপ্রাইজের মালিক আবদুল্লাহ আল মামুন। এলাকাবাসি সূত্রে জানাযায়,ভবনটি নির্মাণের এক বছরের মধ্যেই গ্রেড ভিমে ফাটল ধরেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *