তালতলীতে মাদক বিরোধী সুধী সমাবেশ ও ওপেন হাউস ডে

কে.এম রিয়াজুল ইসলাম,বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলীতে বৃহস্পতিবার মাদক বিরোধী সুধী সমাবেশ ও ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। তালতলী থানার ওসি পুলক চন্দ্র রায়ের সভাপতিত্বে থানা চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরগুনার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ, অতিরিক্ত পুলিশ সুপার বিএম আশরাফুল্লাহ তাহের, সহকারি পুলিশ সুপার নাজমুল ইসলাম, বরগুনার ডিবি ওসি মোঃ হারুন অর রশিদ, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম খলিলুর রহমান, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জন সংখ্যা বিষয়ক সম্পাদক ফজলুল হক জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজবী-উল-কবির জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মুঃ তৌফিকউজ্জামান তনু, ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন আকন, আবুল বাসার তালুকদার, খালেদ মাসুদ, প্রেসক্লাব সভাপতি মু. আ. মোতালিব, মাস্টার আবু ছিদ্দিক, মুক্তিযোদ্ধা আঃ সাত্তার, ব্যাবসায়ী সমিতির সম্পাদক গোলাম মাওলা, মদিনা মসজিদের খতিব মুফতি ইসমাঈল বিন হোসাইন, রাখাইন নেতা মি. অংশিট তালুকদার, হিন্দু নেতা রতন কুমার বিশ্বাস প্রমুখ। বক্তারা মাদকের বিরুদ্ধে এলাকার সকল শ্রেণি-পেশার মানুষদেরকে সচেতন হওয়ার জন্য আহবান জানান। আগামী এক মাসের মধ্যে তালতলীকে মাদক মুক্ত উপজেলা ঘোষনার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *