কুয়াকাটায় তরুন ক্লাবের সৌজন্যে অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

এস এম আলমাস (কুয়াকাটা প্রতিনিধি):
দেশে করোনা ভাইরাসের প্রকপে অনির্দিষ্ট কালের জন্য লকডাউন করা হয়েছে গোটা দেশ। বেকার হয়ে পরে লক্ষ লক্ষ নিম্ন আয়ের মানুষ গুলো। যে মানুষ গুলো দিন আনে দিন খায়, তারা আজ কর্মহীন অসহায়। তাদের কথা চিন্তা করে কুয়াকাটায় স্বেচ্ছাসেবী সংগঠন তরুন ক্লাবের উদ্যোগে অসহায় মানুষদের মাঝে খাদ্য দ্রব্য তথা চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যাদি বিতরন করা হয়।

 

গত সোমবার (৩০/০৩/২০২০) সকাল ৯টা থেকে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা কাউন্সিল শাহ আলম হাওলাদার, মাসুম আল বেলাল, সংগঠনের সভাপতি ইব্রাহীম ওয়াহীদসহ সদস্যবৃন্দ। সংগঠনের সভাপতি ইব্রাহীম ওয়াহীদ বলেনঃ- আর্ত মানবতার সেবায় নিয়জিত কুয়াকাটা তরুন ক্লাব দুর্যোগপর্ণ মুহুর্তে দুস্থ ও অসহায় মানুষদের পাশে দাড়িয়ে থাকে।

 

তারই ধারাবাহিতায় বর্তমান পরিস্থিতিতে এটি আমাদের ক্ষুদ্র প্রচেস্টা মাত্র। আগামী দিন গুলোতেও এর ধারাবাহিতা অব্যহত থাকবে। এই কাজে যারা সহযোগীতা করে থাকেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পটুয়াখালীতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক ভুঁইয়ার খাদ্য সামগ্রী বিতরন

স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাস কোভিড-১৯  সংক্রমন প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনায় উদ্বুদ্ধ হয়ে পটুয়াখালীতে ১০ সহাস্রাধিক অসহায় দিনমজুর, নিম্ন আয়ের নারী পুরুষের মাঝে খাদ্য দ্রব্য চাল, ডাল,তেল, পেয়াজ, মাস্ক, সাবান বিতরন কার্যক্রম শুরু করেছে ছাত্রলীগ।

৩০ মার্চ সোমবার দুপুরে নিউমার্কেট এলাকায় করোনা প্রতিরোধে অসহায় দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন  জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ওমর ফারুক মোঃ ইকবাল হোসেন ভুইয়া। এ সময় তার সাথে ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিএম শাহজাহান পারভেজ শাহজাহান ভুইয়া। খাদ্য দ্রব্য প্রদানে সহযোগিতা করেন সদর উপজেলা ছাত্রলীগের আসাদুল ইসলাম, সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমরান সুলতান, পলিটেকনিক কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক আরিফুর রহমান প্রমুখ ছাত্রলীগ কর্মী।

জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ওমর ফারুক মোঃ ইকবাল হোসেন ভুইয়া জানান, প্রধানমন্ত্রী জননেত্রী বিশ্ব মানবতারনেত্রী শেখ হাসিনা এর নির্দেশনায় জেলা আওয়ামীলীগের সহযোগিতায় ছাত্রলীগের পক্ষ থেকে সদর উপজেলায় নিম্ন আয়ের  ১০ হাজার নারী পুরুষের কাছে খাদ্র দ্রব্য চাল, ডাল,তেল, পেয়াজ, সাবান ও মাস্ক পৌছে দেয়ার প্রস্তুতি নিয়েছি, আজ শুরু করলাম মাত্র।

কুয়াকাটায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মুক্তিযোদ্ধার জমি দখল

কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি :
জেলার কলাপাড়া উপজেলার  মহিপুর থানাধীন কুয়াকাটার লতাচালী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা  করে এক মুক্তিযোদ্ধা পরিবারের  জমি দখল করেছেন স্হানীয় এক বিএনপি নেতা ।
 আদালতের নথি ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব বরাবরে লিখিত অভিযোগ থেকে জানা যায় উপজেলার মহিপুর থানার লতাচালী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আঃ সত্তার ফরাজী গং বিরোধীয় জমি আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা  করে দখল করছে স্হানীয় মোঃ খালেক খলিফা ও লতাচাপলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান  মতি ও তার সন্ত্রাসী বাহিনীর লোকজন।
জানা যায়, গত ২২ মার্চ  পটুয়াখালী বিজ্ঞ যুগ্ন জেলা জজ আদালত ১ থেকে ২৯৮/ ২০১৮ বিচারাধীন মামলার ধার্য তারিখ  আগামী ২৯ এপ্রিল ২০২০  পর্যন্ত বিরোধীয় জমিতে কোন প্রকার স্হাপনা নির্মাণ আকার পরিবর্তন, সৃজন সহ সকল ব্যাপারে পুরাতন নিষেধাজ্ঞা আদেশের সময় বৃদ্ধি করে বাদী ও বিবাদীদের প্রতি আদেশ জারি করা হয়।
 মামলার বিবাদী মো: খালেক খলিফা,  পিতা: মৃতু জবান আলী খলিফা, সাং: আলি পুর,  মো: ইব্রাহীম, পিতা: রশিদ, সাং:কুয়াকাটা; মো:  চানমিয়া, পিতা: জাহাগির ব্যাপারি, সাং: আলীপুর; মোঃ জাকির মুন্সী, পিতা: মতি মুন্সী,সাং আলীপুর, মো:  সোনামিয়া,  পিতা: কাদের শরীফ,  সাং আলীপুর। মো: ওহাব মুসুল্লী, মো: পিতা হোসেন মুসুল্লী, সাং: আলীপুর, মো: হাবিব,  পিতা:  মোক্তার আলী, সাং আলীপুর; মো: বয়োজিদ, পিতা: মো: খলিল, সাং: আলীপুর; মোঃ জাফর পিতা- মোঃ করিম, সাং: আলীপুর ; মোঃ মতিউর রহমান,  পিতা- মোঃ মৃত: আমির হোসেন গং ও বাদী বীর মুক্তিযোদ্ধা মোঃ সত্তার ফরাজী গং প্রতি আদালত স্হিরাবস্হা নিষেধাজ্ঞা জারি করেন।
গত ২২ মার্চ ২০২০ ইং পটুয়াখালী বিজ্ঞ যুগ্ম জেলা আদালত -১ থেকে এই নিষেধাজ্ঞা জারি করার পর, সারা বিশ্ব যখন মরনঘাতী করোনা ভাইরাস সংক্রাম রোধে, বিশ্ব ন্যায় বাংলাদেশ সরকার “লক ডাউন” ঘোষনা করছে,  তখনই মোঃ খালেক খলিফা ও মতি গং সেই সুযোগে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল করেছে। ।
মহিপুর থানা শ্রমিকলীগের সভাপতি মোঃ কালাম ফরাজী বলেন, এবিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ বরারব লিখিত অভিযোগ দেওয়া সত্বেও  পুলিশ কোন ব্যবস্থা না নিয়ে বিবাদীদের শেল্টার দিচ্ছে  তিনি এ  ফলে অভিযুক্তরা আরো উৎসাহিত হয়ে ওঠে বলে জানান তিনি। এব্যাপারে মহিপুর থানায় অফিসার ইনচার্জ মনিরুজ্জামান’র সাথে যোগাযোগের চেষ্টা  করা হলে তার সেল ফোনটি বন্ধ পাওয়া যায়।

করোনা ভাইরাসের প্রকোপ রোধে মহিপুরে ভবঘুরে, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে দুপুরের খাবার বিতরন

মহিবুল্লাহ পাটোয়ারী:
করোনা ভাইরাসের প্রকোপ রোধে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রশাসনের সহায়তায় ও মহিপুর প্রেসক্লাবের সার্বিক তত্বাবধানে মহিপুরে দুস্থ, শারিরীক প্রতিবন্ধী ও বাক প্রতিবন্ধীদের মাঝে দুপুরের খাবার বিতরন করা হয়েছে।

আজ রবিবার ২৯ মার্চ মহিপুর প্রেসক্লাবের সামনে থেকে ভবঘুরে, দুস্থ, শারিরীক প্রতিবন্ধীদের বাড়িতে বাড়িতে গিয়ে এবং রাস্তার পাশে অবস্থানরত দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
প্রায় শতাধিক দুস্থ, শারিরীক প্রতিবন্ধী ও বাক প্রতিবন্ধীদের মাঝে দুপুরের খাবার বিতরন করা হয়।
এ কর্মসূচি তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‍্যাব ৮ পটুয়াখালী ক্যাম্প এর কোম্পানি কমান্ডার রইছ উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন, সিপিপির ইউনিয়ন টিম লিডার জাহিদুল ইসলাম সেলিম, মহিপুর থানা শ্রমিক লীগের সভাপতি কালাম ফরাজি, মহিপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জামাল হোসেন হাওলার, থানা ছাত্রলীগ সভাপতি সোয়াইব খান।

এছাড়া আরো উপস্থিত ছিলেন মহিপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাহিন সিকদার, সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম, কার্যকরী সদস্য ওহাব হাওলাদার, আরিফ মাহামুদ সুমন, সাংবাদিক মেহেদী হাসান সুমন, মহিপুর প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও মহিপুর থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল্লাহ পাটোয়ারী, প্রেসক্লাব সদস্য মনির হাওলাদার অন্যতম।

মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম জানান যতদিন পর্যন্ত দেশের এই অবস্থা থাকবে ততদিন পর্যন্ত আমরা এ ধরনের খাবার বিতরন কর্মসূচি অব্যহত রাখবো ইনশাআল্লাহ।

করোনাভাইরাস: লকডাউন আদেশে পর্যটক শূন্য কুয়াকাটা,ব্যাপক ক্ষতির সম্ভাবনা

এস এম আলমাস,কুয়াকাটা প্রতিনিধি:
চেনাজানা কুয়াকাটা সমুদ্র সৈকত এখন যেন স্থানীয়দের কাছেই অচেনা লাগছে। এমন সমুদ্র সৈকত গত দুই/তিন দশকেও স্থানীয়রা দেখেনি। জনমানবহীন সৈকতের পুর্ব-পশ্চিমে শুধু মরুভূমির মতো বালু ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। নভেল করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে পর্যটকদের ভ্রমনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করার কারনে পর্যটক শুন্য হয়ে গেছে কুয়াকাটার সৈকতে। দীর্ঘ সমুদ্র সৈকতের বেলাভূমে দুই চারজন স্থানীয় মানুষ ছাড়া কোন পর্যটকের পদচারনা নেই।

 

নেই স্থানীয় মানুষেরও কোলাহল। পর্যটনমুখী ব্যবসায়ীরা অলস সময় পার করছেন। ব্যাপক ক্ষতির সম্মুখীণ হয়েছে হোটেল মোটেল,ক্ষুদ্র ব্যবসায়ী সহ কুয়াকাটায় অবস্থানরত ট্যুর অপারেটররা। বেকার হয়ে পরেছে পর্যটনমুখী স্বল্প আয়ের মানুষগুলো। সন্ধ্যার পরে মানুষ শুন্য কুয়াকাটা সৈকতে নামলে গা ছম ছম করে। নেই আলোক সজ্জা,মরণব্যাধি, ঘাতক করোনা প্রতিরোধে সরকারের সর্বোচ্চ সতর্কতার কারণে কুয়াকাটার এমন দৃশ্য বিরাজ করছে। ব্যবসা-বাণিজ্যে ধস নামায় পর্যটন নির্ভর হাজার হাজার ব্যসায়ীসহ সাধারণ মানুষ হতাশা ব্যক্ত করেছেন।

 

দীর্ঘ সৈকত জুড়ে এখন বিরাজ করছে শুনশান নিরবতা। কোথাও নেই পর্যটকের কোলাহল। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮মার্চ (বুধবার) পটুয়াখালী জেলা প্রশাসনের নির্দেশে কুয়াকাটায় সৈকতে পর্যটদের চলাচল নিষিদ্ধ করেছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ। বন্ধ করে দেওয়া হয়েছে আবাসিক হোটেল মোটেল সহ সকল বিনোদন কেন্দ্র গুলো। করোনা ভাইরাস থেকে সাবধান থাকার জন্য আগত পর্যটকদের স্ব স্ব বাড়ি ফিরে যাওয়াার জন্য মাইকিং করে সৈকতের বিভিন্ন পয়েন্টে। একই সঙ্গে সৈকতের সকল দোকানপাট সরিয়ে দেওয়া হয়েছে। এর পর থেকেই পর্যটক শূন্যের কোঠায় নেমে আসে। পর্যটকদের ভ্রমনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি থাকায় হোটেল-মোটেলসহ খাবার রেষ্টুরেন্টগুলো বন্ধ রয়েছে। দু’একটি চায়ের দোকান খোলা থাকলেও ২৬ মার্চ থেকে সারা দেশের ন্যায় কুয়াকাটাকে লক ডাউন ঘোষণা করা হয়েছে।

 

অন্যদিকে কুয়াকাটা সমুদ্র উপকুলের জেলেরাও পরেছে বিপাকে। সমুদ্রে মাছধরা নিষিদ্ধ না থাকলেও ক্রেতা সংকটের কারনে মাছের দাম কমে গেছে। বাজারজাত করতে পারছেন না আড়তদারা। যার কারনে কোন সরকারী নির্দেশনা ছাড়াই অধিকাংশ জেলেরা সমুদ্রে মাছ শিকার বন্ধ রেখেছে। বেকার হয়ে পরেছে এর সাথে জরিত শত শত শ্রমিক এবং জেলেরা। করোনা ভাইরাসের কারনে সারা দেশ লক ঢাউন হয়ে পরার কারনে সমুদ্র উপকুলে চুরি ডাকাতি শুরু হয়ে গেছে বলে মৎস্যজীবিরা জানান। আবাসিক হোটেল সৈকতের মালিক জিয়াউর রহমান শেখ বলেন, উপজেল প্রশাসনের নির্দশনার পর আমাদের হোটেল বন্ধ রাখা হয়েছে। করোনা ভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বেশিরভাগ হোটেলের কর্মচারীদের ছুটি দেয়া হয়েছে।

 

কুয়াকাটা ট্যুর অপারেটরস এসোসিয়েশনের প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার জানান, করোনা ভাইরাসের কারনে পর্যটনমুখী ব্যবসায়ীরা শত কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। ট্যুরিষ্ট গাইড,পর্যটন নির্ভর ক্ষুদ্র ব্যবসায়ী ও ট্যুর অপারেটররা সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। তিনি বলেন, ট্যুরিষ্টদের উপর নির্ভরশীল নিন্ম আয়ের মানুষ গুলোর কর্মহীন হয়ে পড়ায় সংসার চালাবেন কিভাবে এনিয়ে দূঃসচিন্তায় পরেছেন তারা।

 

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এ মোতালেব শরীফ বলেন, ‘আমরা জেলা প্রশাসন ও ট্যুরিষ্ট পুলিশের পক্ষ থেকে নির্দেশনা পাওয়ার পরই আবাসিক হোটেল বন্ধ করে দিয়েছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো পর্যটককে কুয়াকাটায় আবাসিক সুবিধা না দেওয়ার বিষয়েও জেলা প্রশাসনের নির্দেশ রয়েছে। এমন নির্দেশের বিষয়টি আমরা কুয়াকাটার শতাধিক আবাসিক হোটেলের মালিকদের চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি।

পটুয়াখালীতে এক ব্যক্তির মৃত্যু; করোনা সন্দেহে নমুনা সংগ্রহ

পটুয়াখালীতে সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে আব্দুর রশিদ (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকেলে শহরের কালিকাপুর এলাকার বাদবরবাড়ি সংলগ্ন এলাকায় নিজ বাসায় ওই ব্যক্তির মৃত্যু হয়। তবে রাতে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।

ভোলা জেলার লালমোহন উপজেলার সাতবাড়িয়া গ্রামের মৃত কেরামত আলী পুত্র। তিনি পটুয়াখালী সদর উপজেলার টাউন কালিকাপুর এলাকার নতুন জেলখানার দক্ষিণ পাশে বসবাস করতেন।

পটুয়াখালীর সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, মৃত রশিদ দীর্ঘদিন যাবৎ সর্দি-কাশিতে ভুগছিলেন। করোনাভাইরাস সন্দেহ করায় তার মরদেহ থেকে স্যাম্পল গ্রহণ করে পরীক্ষার জন্য আইইডিসিআর এ পাঠানো হচ্ছে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, মৃত ব্যক্তি পেশায় ভ্যানচালক ছিলেন। তার মেয়ের বাড়ি বেড়াতে এসেছিলো।

করোনা ভাইরাস প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হউন: -সেনা বাহিনী

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে টহল দিয়েছেন বাংলাদেশ সেনা বাহিনী।
শনিবার (২৮মার্চ) বাউফল উপজেলা শহরে সেনা বাহিনীর একটি দল টহল দেয়। এছাড়াও উপজেলার বগা, বিলিবিলাস, দাশপাড়া ইউনিয়নে টহল দেয় দলটি।

এসময় মাইক প্রচারের মাধ্যমে জন সাধারনকে সচেতন করা হয়। সেনাবাহিনী বলেন- “করোনা ভাইরাস প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হউন” । বিদেশ ফেরত সকলে নিজ ঘরে অবস্থান করুন। সামাজিক দুরত্ব বজায় রাখুন।
এছাড়াও সরকার প্রয়োজনী ব্যাতিত হাট বাজারে আড্ডা ও ফার্মেসী ও মুদিদোকান ব্যাতিত সকল দোকান বন্ধ রাখার নির্দেশ দেন।

বাউফলের বিভিন্ন সচেতন নাগরিক, শিক্ষক ও সাংবাদিকেরা বলেন, ‘করোনা প্রতিরোধে সকলের সচেতনতার বিকলাপ নেই। সকলকে সরকারের নিয়ম মেনে ঘরে থাকতে হবে। সেনা বাহিনীর টহল অব্যাহত থাকলে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে।

চাল ডাল নিয়ে রিক্সাচালকের বাড়িতে পুলিশ

বাউফল প্রতিনিধি:
চাল ডাল আলু পিয়াজ তেল নিয়ে এক রিক্সচালকের বাড়িতে হাজির হলেন বাউফল থানা পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার দাশপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত- ফজর আলী হাওলাদারের ছেলে লাল মিয়া হাওলাদার (৭০) এর বাড়িতে বিনামূল্যে খাদ্যদ্রব্য নিয়ে হাজির হলেন বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান।

জানা যায়, লাল মিয়া পেশায় একজন রিক্সাচালক। তাঁর পরিবারের তিনিই একমাত্র উপার্জনক্ষম। করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাউফলে সকল প্রকার যোগাযোগ বন্ধ ঘোষনা করে প্রশাসন। এতে তাঁর আয়-রোজগাড় বন্ধ হয়ে যায়। বিপাকে পরে পরিবারের ছয় সদস্য। বিষয়টি জানতে পেরে বাউফল থানা পুলিশ তাঁর বাড়িতে খাদ্যদ্রব্য নিয়ে যান।

বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন- লাল মিয়ার পরিবারের জন্য ১০ কেজি চাল, ৫কেজি আলু, ১কেজি পিয়াজ, ১কেজি সোয়াবিন ও আধাকেজি ডাল দেওয়া হয়। এছাড়াও তার পরিবারের সুরক্ষার জন্য মাস্ক দেওয়া হয়।
তিনি আরো বলেন- আমাদের এই কার্যক্রম অবক্যাহত থাকবে।

করোনা সচেতনতায় মাঠ পর্যায়ে কাজ শুরু করল র‍্যাব 

করোনা সচেতনতায় মাঠ পর্যায়ে কাজ শুরু করল র‍্যাব। আজ বৃহস্পতিবার ২৬ মার্চ   বিকেল আনুমানিক ৫ টার দিকে র‍্যাবের বিশেষ টহল টিম পটুয়াখালী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বাজার এলাকায় প্রদক্ষিণ করে এবং সাধারণ জনগন কে নিজ বাড়িতে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করে।এছাড়াও, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ রাখার জন্যও অনুরোধ জানানো হয়।র‍্যাবের এই বিশেষ টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‍্যাব ৮ পটুয়াখালী ক্যাম্প এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন।

বাউফলে সচেতনতা লিফলেট ও সাবান বিতরণ

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে নোবেল করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সাধারন মানুষের মাঝে সচেতনতা লিফলেট ও বিনামূল্যে সাবান বিতরণ করেন পটুয়াখালী জেলা ছাত্রলীৈগের সহ-সভাপতি ও পৌর ছাত্রলীগের (একাংশ) আহ্বায়ক নিয়াজ মোর্শেদ এবং যুগ্ম-আহ্বায়ক এইচ.এম সুমন মুন্সী।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৌর শহরের পাবলিক মাঠ, বটতলা, মহিলা কলেজ রোড ও বাংলাবাজার এলাকায় ঘুরে ঘুরে সচেতনতা লিফলেট ও সাবান বিতরণ করা হয়।
জেলা ছাত্রলীগ সহ-সভাপতি নিয়াজ মোর্শেদ বলেন- ‘নিম্ন আয়ের মানুষ জানে না করোনা ভাইরাস কি? এটা কিভাবে প্রতিরোধ করতে হয়। আমরা সাধারন মানুষের দ্বারে দ্বারে গিয়ে বুঝাতে চেষ্টা করছি কিভাবে প্রতিরোধ করতে হয়। আমাদের সেবামুলক কার্যক্রম অব্যাহত থাকবে।