করোনা ভাইরাস প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হউন: -সেনা বাহিনী

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে টহল দিয়েছেন বাংলাদেশ সেনা বাহিনী।
শনিবার (২৮মার্চ) বাউফল উপজেলা শহরে সেনা বাহিনীর একটি দল টহল দেয়। এছাড়াও উপজেলার বগা, বিলিবিলাস, দাশপাড়া ইউনিয়নে টহল দেয় দলটি।

এসময় মাইক প্রচারের মাধ্যমে জন সাধারনকে সচেতন করা হয়। সেনাবাহিনী বলেন- “করোনা ভাইরাস প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হউন” । বিদেশ ফেরত সকলে নিজ ঘরে অবস্থান করুন। সামাজিক দুরত্ব বজায় রাখুন।
এছাড়াও সরকার প্রয়োজনী ব্যাতিত হাট বাজারে আড্ডা ও ফার্মেসী ও মুদিদোকান ব্যাতিত সকল দোকান বন্ধ রাখার নির্দেশ দেন।

বাউফলের বিভিন্ন সচেতন নাগরিক, শিক্ষক ও সাংবাদিকেরা বলেন, ‘করোনা প্রতিরোধে সকলের সচেতনতার বিকলাপ নেই। সকলকে সরকারের নিয়ম মেনে ঘরে থাকতে হবে। সেনা বাহিনীর টহল অব্যাহত থাকলে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *