কুয়াকাটায় তরুন ক্লাবের সৌজন্যে অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

এস এম আলমাস (কুয়াকাটা প্রতিনিধি):
দেশে করোনা ভাইরাসের প্রকপে অনির্দিষ্ট কালের জন্য লকডাউন করা হয়েছে গোটা দেশ। বেকার হয়ে পরে লক্ষ লক্ষ নিম্ন আয়ের মানুষ গুলো। যে মানুষ গুলো দিন আনে দিন খায়, তারা আজ কর্মহীন অসহায়। তাদের কথা চিন্তা করে কুয়াকাটায় স্বেচ্ছাসেবী সংগঠন তরুন ক্লাবের উদ্যোগে অসহায় মানুষদের মাঝে খাদ্য দ্রব্য তথা চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যাদি বিতরন করা হয়।

 

গত সোমবার (৩০/০৩/২০২০) সকাল ৯টা থেকে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা কাউন্সিল শাহ আলম হাওলাদার, মাসুম আল বেলাল, সংগঠনের সভাপতি ইব্রাহীম ওয়াহীদসহ সদস্যবৃন্দ। সংগঠনের সভাপতি ইব্রাহীম ওয়াহীদ বলেনঃ- আর্ত মানবতার সেবায় নিয়জিত কুয়াকাটা তরুন ক্লাব দুর্যোগপর্ণ মুহুর্তে দুস্থ ও অসহায় মানুষদের পাশে দাড়িয়ে থাকে।

 

তারই ধারাবাহিতায় বর্তমান পরিস্থিতিতে এটি আমাদের ক্ষুদ্র প্রচেস্টা মাত্র। আগামী দিন গুলোতেও এর ধারাবাহিতা অব্যহত থাকবে। এই কাজে যারা সহযোগীতা করে থাকেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *