অসহায় দুস্থ পরিবারের পাশে ধানখালী যুব ফোরাম

কামাল হাসান রনি:
বিশ্বব্যাপি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় অসহায় হয়ে পড়েছে খেটেখাওয়া মানুষ।দিন দিন বাড়ছে মৃত্যুর সংখ্যা।লক ডাউনে আটকে গেছে মানুষের জীবানযাত্রা।দিন মজুর,স্বল্প আয়ের মানুষের বাড়ছে দীর্ঘ শ্বাস।

অসহায় দুস্থ পরিবারগুলোর পাশে দাড়িয়েছে ধানখালী ইউনিয়ন যুব ফোরাম।ধানখালী যুব ফোরামের উদ্যোগে করোনা মহামারীর এই দুঃসময়ে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয়ে ইউনিয়নের ১০টি ওয়ার্ডের দুই শতাধিক পরিবারের জন্য রমজানের উপহার হিসেবে ইফতার সামগ্রী প্রদান করেছে।

চিনি, মুড়ি,বুট,চিড়া,ভূশি,ট‍্যাং এসব নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে।ফোরামের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী পৌঁছে দেয়।

ফোরামের প্রতিনিধিদের সাথে

কথা বলে জানা যায়,যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারবদ্ধ এই ধানখালী যুব ফোরাম।

রমজানের উপহার হিসেবে খাদ্যসামগ্রী দিল কলাপাড়া পোস্ট গ্রাজুয়েট ক্লাব

কামাল হাসান রনি:
করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশে দিন দিন বাড়ছে আক্রান্তের হার, যোগ হচ্ছে মৃত্যুর সংখ্যা, অনিশ্চিত দিন গুনছে অসহায় দুস্থ পরিবারগুলো।
খেটে খাওয়া মানুষগুলো আজ উপার্জনহীন।সংকটময় পরিস্থিতিতে অসহায়ত্ব আর দুশ্চিন্তায় কাটছে দিন।
রমজান উপলক্ষে “রমজানের উপহার”হিসেবে খাদ্য সামগ্রী নিয়ে এসব অসহায় দুস্থ মানুষের পাশে কলাপাড়া পোস্ট গ্রাজুয়েট ক্লাব।
কলাপাড়া পোস্ট গ্রাজুয়েট ক্লাবের সদস্যরা রমজানের জন্য চাল, চিনি, চিড়া, আলু, তেল, পেঁয়া, ছোলা নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন।
কলাপাড়া পোস্ট গ্রাজুয়েট ক্লাব আজ প্রায় ১৫০ টি পরিবারের মাঝে “রমজানের উপহার” পৌঁছে দেয়।

কলাপাড়া পোস্ট গ্রাজুয়েট ক্লাবের নেছার উদ্দিন টিপু ও রোকনুজ্জামান পান্নু কলাপাড়ার পৌর শহর এবং টিয়াখালী ইউনিয়নে বিতরন করে।শাফিন শাহাদাত আলীপুরে, এবিএম কাওসার চাকামাইয়া ইউনিয়নে,এম এ ইউসুফ নীলগঞ্জ ইউনিয়নে,কামাল হাসান রনি ধুলাসার ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে “রমজানের উপহার “পৌঁছে দেন।

ইতিপূর্বে এই সংগঠনটি অর্ধশতাধিক শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে নগত অর্থ সহায়তা দিয়েছে।
করোনা মহামারীতে যে পরিবারগুলোর আয়ের পথ বন্ধ হয়ে পড়েছে, এমন প্রায় শতাধিক পরিবারের নিত্য প্রয়োজনীয় বাজার দিয়েছিল তারা।
কলাপাড়া পোস্ট গ্রাজুয়েট ক্লাব একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কলাপাড়ার শিক্ষিত মানুষদের নিয়ে একটা প্লাটফর্ম। যারা মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। কলাপাড়া পোস্ট গ্রাজুয়েট ক্লাবের এডমিন মহিবুল্লাহ মুহিব জানান, দেশের এই সংকটময় অনিশ্চিত পরিস্থিতিতে কলাপাড়া পোস্ট গ্রাজুয়েট ক্লাবের সকল সদস্য মানবতার কাজে এগিয়ে এসেছে।ভবিষ্যতেও এই গ্রুপ মানুষ এবং সমাজের কল্যাণে কাজ করবে।

পটুয়াখালীর সেই চাল চোর চেয়ারম্যান বরখাস্ত

পটুয়াখালীতে জেলেদের ভিজিএফ‘র চাল চুরির মামলায় কমলাপুর ইউপি চেয়ারম্যান মনির হোসেন মৃধাকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের আদেশ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে যেহেতু প্রশাসন কর্তৃক মামলায় তিনি জেল হাজতে আছেন তাই সরকারী চাল আত্মসাতের অভিযোগে স্থাণীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে গত ৬ এপ্রিল চাল চুরির ঘটনায় পটুয়াখালী সদর থানা পুলিশ মনির চেয়ারম্যানকে গ্রেফতার করে জেলে পাঠালে ১৬ এপ্রিল জামিনে মুক্ত হন তিনি।

গত ৩১ মার্চ রাতে জেলেদের মাঝে বরাদ্দ দেয়া ভিজিএফের ১০ বস্তা চাল বিতরণ না করে কমলাপুর ইউপি চেয়ারম্যান মনির মৃধার নির্দেশে মো. জাকির হোসেন ও সোহাগ স্থানীয় বাজারে সরকারী চাল বিক্রির পায়তারা চালায়।

এ সময় কলাগাছিয়া পুলিশ ইনচার্জ ইন্সপেক্টর সাইদুর ইসলাম চালসহ চেয়ারম্যানের ওই দুই সহযোগীকে আটক করে। এ ঘটনায় পটুয়াখালী সদর কমলাপুর ইউপি চেয়ারম্যান মনির হোসেন মৃধাকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা হয়।

রাঙ্গাবালীতে ভিজিএফ সুবিধাবঞ্চিত জেলেদের অবস্থান কর্মসূচি

রাঙ্গাবালী থেকে: করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ভিজিএফ সুবিধাবঞ্চিত জেলেরা অবস্থান কর্মসূচি করেছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ চত্ত্বরে সদর ইউনিয়নের জুগির হাওলা ও চরকানকুনি গ্রামের বাসিন্দা অর্ধশতাধিক জেলে এ কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে অংশ নেওয়া জেলেদের অভিযোগ, কার্ডধারী জেলে হওয়া সত্ত্বেও ভিজিএফ সুবিধা পাচ্ছেন না তারা। অথচ জেলে নয়, অন্য পেশার লোক অনৈতিক সুবিধার মাধ্যমে ভিজিএফ সুবিধা ভোগ করছে। শুধু তাই নয়, এই করোনা পরিস্থিতিতে সরকারি কোন ত্রাণ সহায়তা না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন জেলেরা। তাই এর প্রতিবাদ ও প্রতিকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য তাদের এই কর্মসূচি। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলে জানান, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যদের টাকা না দিলে সুবিধা পাওয়া যায় না। নাম প্রতি নির্ধারিত অংকের টাকা দিলেই ভিজিএফসহ অন্যান্য সুবিধার তালিকায় নাম ওঠানো যায়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, এ বিষয়ের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সদর ইউনিয়নের জুগির হাওলা গ্রামের একটি বাড়ি থেকে ৮ বস্তা ত্রাণের চাল জব্দের ঘটনায় গত ২০ এপ্রিল স্থানীয় ইউপি সদস্য মাসুদ তালুকদারসহ দুইজনের নাম উল্লেখ করে ২-৩জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

বাউফলে লকডাউন না মানায় ৪২ জনের অর্থদন্ড

এম.এ হান্নান, বাউফল:
পটুয়াখালীর বাউফলের উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) বিভিন্ন হাটবাজারে ভিন্ন ভিন্ন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে লকডাউনের বিধি না মানায় ৪২ জনকে অর্থদন্ডে দন্ডিত করেছেন।

বৃহষ্পতিবার বেলা ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন জানান, শারীরিক দুরত্ব না মানা, অযথা বাহিরে ঘোরাঘুরি করা , অপ্রয়োজনীয় দোকান খুলে বেচাকেনা করা এবং চায়ের দোকানে আড্ডা দেয়ার অপরাধে বাউফল পৌর বাজারে ৮জন এবং কালাইয়া বন্দরে ২৫ জনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে আর্থিক দন্ড দেয়া হয়েছে। এতে মোট ৭৭ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। অপরদিকে সহকারি কমিশনার(ভূমি) মো. আনিচুর রহমান বালি জানান, উপজেলার হাজির হাট ও বিলবিলাস বাজারে আইন অমান্য করে দোকান খোলা এবং বাজার বসানোর অপরাধে ৮ জনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় ভ্রাম্যমাণ আদালতে মোট ১ লাখ ১১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার(ভূমি) জানান, করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসক ঘোষিত লকডাউনকে সম্পূর্ণ বাস্তবায়ন করতে তাদের এই অভিযান অব্যহত থাকবে।

মহিপুরে ১০ টাকা কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল গ্রামপুলিশের পেটে

মহিপুর থানা প্রতিনিধি: করোনা ভাইরাসের মহামারীতে দেশের মানুষ যখন মানবেতর জীবন অতিবাহিত করছেন ঠিক তখনই পটুয়াখালীর মহিপুর থানাধীন ডালবুগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আবু সালেহ’র বিরুদ্ধে ১১ অসহায় পরিবারের ফেয়ার কার্ডের চাল দীর্ঘ ১৭ মাস ধরে আত্মসাৎ করে খাওয়ার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে যানাযায় ডালবুগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আবু সালেহ চৌকিদার দীর্ঘ মাস ধরে ১১ অসহায়ের চাল পৃথক ভাবে কার্ডের উপরে অন্য ব্যাক্তিদের ছবি বসিয়ে আত্মসাৎ করে আসছেন।

এমতবস্থায় ৮ নং ওয়ার্ড বরকোতিয়ার মেম্বার মেজবা খান ডিলারের কাছ থেকে চৌকিদারের প্রদত্ত কার্ড উদ্ধার করে। সেখানে দেখা যায় ১১ টি কার্ডে কারো কারো কার্ড থেকে ১০ মাস, কারো থেকে ১৭ মাস ধরে গ্রাম চৌকিদার নিজে এবং পরিবারের লোকজন দিয়ে চাল উত্তলন করে আসছে।

একটি কার্ডের নামে দেখাযায় মোঃ হান্নান সরদার কিন্তু ছবিতে দেখাযায় চৌকিদারের বাবার ছবি লাগানো এবং সে নিজের স্বাক্ষর দিয়ে চাল উত্তলন করেছেন। ১১ টি ফেয়ার কার্ডের ভিতরে রয়েছে কেউ ভিখারি, কেউ স্বামী পরিত্যাক্তা, কেউ প্রতিবন্ধী এবং কেউ জেলে কাজ করে যাদের চাল তিনি আত্মসাৎ করেছেন।

ভুক্তভোগী স্বামী পরিত্যাক্তা সালেহা জানান প্রথম পর্যায়ে তিনি ৩ বার ফেয়ার কার্ডের চাল উত্তলন করেছেন পরবর্তীতে চৌকিদার তার কাছ থেকে কার্ড অফিসে প্রয়োজন বলে নিয়ে গেলে তার কার্ড আর দেন নি চৌকিদার। যখনি চৌকিদারকে বলা হতো কার্ডের কথা চৌকিদার বলতো আসনি আসলে পেয়ে যাবেন।

পরবর্তীতে মেম্বারের কাছে বলার পরে মেম্বার কার্ড উদ্ধার করে দিলে সেখানে দেখি ১৭ বার উত্তলন করা হয়েছে। ভুক্তভোগী জেলে আমির হোসেন জানান তার কার্ড থেকে তিনি ১ বার চাল উত্তলন করার পরে চৌকিদার একই কথা বলে কার্ড নিয়ে পার্শবর্তী খবিরের কাছে বিক্রি করে দেয়। খবির জানান তাকে কার্ড দেওয়ার কথা বলে চৌকিদার ৫০০ টাকা নেয় এবং সেই কার্ডের উপরে তার ছবি বসিয়ে দেয় এবং তার থেকে সে ১ বার চাল উত্তলন করে একই ভাবে আবার চৌকিদার কার্ড নিয়ে যায়।

এসময় আরো এক ভুক্তভোগী নুরভানু জানান একই কথা বলে চৌকিদার তার কার্ডও নিয়ে যায়। এছাড়াও প্রায় শতাধিক গ্রামবাসী সাংবাদিকদের কাছে তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ জানান। যানাগেছে তিনি নানা ধরনের অপকর্মের সাথে ও মাদকের সাথে জরিত এবং বিভিন্ন সময়ে গ্রামবাসীদের উপরে নির্বিচারে অত্যাচার চালায়।

৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজবা খান জানান আমার কাছে ভুক্তভোগীরা অভিযোগ দিলে আমি চেয়ারম্যানের সাথে আলোচনা করি এবং চেয়ারম্যান সাহেব আমাকে ডিলারের কাছ থেকে কার্ড নিয়ে আসতে বললে কর্ড এনে দেখি এই অবস্থা। চালের ডিলার মাওলানা ওমর ফারুক বলেন আমি কার্ড পেয়ে চাল দেই। এগুলো আমার দেখার দায়িত্ব নয় এগুলো দেখবেন এবং ছবি সনাক্ত করবেন চেয়ারম্যান ও মেম্বাররা।

তদারকি কর্মকর্তা লিটন চন্দ্র রায় বলেন আমার কাছে কখনো কোন অভিযোগ আসেনি অভিযোগ আসলে অবস্যই ব্যবস্থা নিতাম। এব্যাপারে চৌকিদারে কাছ থেকে চাল ক্রেতা আব্দুস সালাম চাল ক্রয়ের সত্ততা সিকার করেন। ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম সিকদার সাংবাদিকদের মুঠোফোনে ঘটনার সত্ততা স্বীকার করে বলেন অভিযুক্ত চৌকিদার এমনিতেই বেপরোয়া এবং একজন মাদক সেবি।

আমি এ বিসয়ে উপজেলা নির্বাহী স্যারের সাথে আলোচনা করে অভিযুক্ত ব্যাপারে ব্যাবস্থা গ্রহন করবো। এ ব্যাপারে কলাপারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন প্রাথমিক ভাবে অভিযোগের প্রেক্ষিতে ঘটনা সত্য বলে মনে হচ্ছে এবং ভুক্তভোগী দের লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত চৌকিদারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হবে এবং আমরা অভিযুক্তর ব্যাপারে যথাযথ ব্যাবস্থা গ্রহন করবো।

রাঙ্গাবালীতে সরকারি সহায়তা থেকে বঞ্চিত ৫ হাজার জেলে! নেপথ্যে জনপ্রতিনিধিদের উৎকোচ বানিজ্য

পটুয়াখালি প্রতিনিধি:
রাঙ্গাবালী বঙ্গোপসাগর বিধোত বাংলাদেশের মুল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন পটুয়াখালী জেলার একজনপদ।  ১৮১.৫১ বগমাইল আয়তনের ছয়টি ইউনিয়নের এই ছোট উপজেলার ১ লক্ষ ১০ হাজার মানুষের বসবাস যাদের অধিকাংশের পেশা কৃষি ও মৎস্যজীবি জেলে সম্প্রদায় । সরকারি হিসাব মতে রাঙ্গাবালী উপজেলায় কার্ডধারী জেলের সংখ্যা ১৩০১৫ জন কিন্তু বেসরকারি হিসেবে এই সংখ্যা আরো বেশী।

উপজেলার জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ মানু‌ষ মৎস্যজীবি, মৎস্য  শ্রমিক ও মাছ ব্যবসার সাথে জড়িত। এদের অধিকাংশ অন্যের মহাজনের ট্রলার ও নৌকায় মাছ ধরে।  বছরের সব সময় জেলেদের জালে মাছ পাওয়া যায় না তাই আয় না থাকায় পরিবারের সদস্যদের নিয়ে অর্ধাহারে অনাহারে জীবন কাটাতে হয়।

রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগীরহাওলা গ্রামের বাসিন্দা ফোরকান হাওলাদার, তারা গাজী, রসুলবাড়িয়ার মনির হোসেন, ছোমেদ গাজী, সবুজ তালুকদার, নিজহাওলার আবদুল কাদের, চরকালকুনীর ইউসুফ আলী, উত্তরী পাড়ায় খলিল, রজব আলী, মৌডুবি ইউনিয়নের মাঝের দেওর গ্রামের জাহিদুল বাইলাবুনিয়ার আবদুর রহমান, মনিপাড়া গ্রামের ইব্রাহিম শিকদার, আজাহার হাওলাদার, ১১ ডিক্রি গ্রামের সফেজ মাঝি, ছোট বাইশদিয়ার কোড়ালিয়ার সবুজ, লিমন, চরমোন্তাজের সফিক, স্লুইস গেটের আয়েশা, মরিয়ম এরকম ৫ হাজার জেলে পরিবার যারা সরকারি সহায়তা থেকে বঞ্চিত।

যারা গত ৫ বছরে সরকারি দপ্তরে সাহায্যের জন্য আবেদন নিবেদন করে কোন সহায়তা পাননি। আবার জেলে না হয়েও ১ হাজার টাকা উৎকোচ দিয়ে সরকারি সহায়তা পাচ্ছেন যুগীরহাওলা গ্রামের আইয়ুব আলী, একই পরিবারের পান্নু পেয়াদা, ফজলু, বজলু, সজল, লিমন তালুকদার, রফিক তালুকদার, ছালাউদ্দীন গাজী, সাগর গাজী, সেরাজুল সরদার, কালাম, নাসির, আমলীবাড়িয়ার নেতাবাজারের কাইয়ুম, নাসির রসুল বাড়িয়ার  আতাহার তালুকদার, ইমাম ফরাজী আবু তাহের, বেল্লাল হোসেন,  গংগী পাড়ার রহমান, হানিফ মৃধা, ফারুক কাজি,  ফিরোজ শিকদার,  মৌডুবির গিয়াস উদ্দীন, মাঝের দেওর গ্রামের শিপন, আব্বাস, ১১ নং ডিক্রির ফরিদ সহ এরকম কয়েকহাজার জেলে।

উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও জনপ্রতিনিদের সাথে আলোচনা করে জানাগেছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রাঙ্গাবালী সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন উপজেলা মৎস্য অফিসের এক শ্রেনীর অসাধু কর্মকর্তা, কর্মচারী ও আওয়ামী লীগের কিছু নেতাদের দিয়ে একটি সিন্ডিকেটের মাধ্যমে প্রতিটি জেলে কার্ডের নামের বিপরীতে ১ হাজার করে টাকা নিয়ে সমগ্র উপজেলায় কমপক্ষে ৪-৫ হাজার অজেলেকে জেলে কার্ড পাইয়ে দিয়ে ৩-৪ কোটি টাকা আত্মসাৎ করেছে কিন্তু বঞ্চিত করা হয়েছে প্রকৃত জেলেদের।

যুগীর হাওলা গ্রামের বাসিন্দা ফোরকান হাওলাদার, মনির হোসেন বলেন আমরা এসব অন্যায়ের বিরুদ্ধে অনেকবার প্রতিবাদ জানিয়েছে। আমরা ঝড় বৃস্টি উপেক্ষা করে অথৈ সাগরে মাছ ধরি, এদেশের অধিকাংশ মানুষের মাছের চাহিদা পুরন করি। বছরে দুইবার ইলিশ শিকারে অবরোধ এবং  বৈরী আবহাওয়ার কারনে মাছ ধরা বন্ধ থাকে তখন বাবা মা স্ত্রী সন্তান নিয়ে আমাদের অনাহারে থাকতে হয়। সরকার আমাদের জন্য সহায়তা দিলেই তা আমরা পাচ্ছিনা, মামুন চেয়ারম্যান ও মেম্ববারেরা আমাদের নাম মাস্টার রোলে না দেয়ার কারনে আমরা সহায়তা পাইনা অথচ অনেকে জেলে না হয়েও টাকার বিনিময়ে সরকারি সহায়তা পাচ্ছেন। এসব অভিযোগের ব্যাপারে রাঙ্গাবালি সদর ইউপি চেয়ারম্যানে সাইদুজ্জামান মামুনের সাথে যোগাযোগ চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাতোয়ারা লিপি বলেন আমার বাড়ি মৌডুবিতে আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে উপজেলার মাসিক সভায় এসব অনিয়মের কথা কয়েকবার উথ্থাপন করেছি কিন্তু কোন সুরাহা করতে পারিনি। উপজেলা চেয়ারম্যান ডাঃ জহির উদ্দীন আহমেদ জানান জেলেদের সরকারি সহায়তা প্রকল্পে ব্যাপক অনিয়ম দূর্নীতি হয়েছে, একটি অসাধু চক্র প্রকৃত জেলেদের বাদ দিয়ে অজেলেদের নামে কার্ড বরাদ্দ দিয়ে তাদের নামেই সরকারি সহায়তা বরাদ্দ করিয়েছে।  আমি দায়িত্ব নেয়ার পর এসব অভিযোগের সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী অফিসারকে ব্যবস্থা নিতে বলেছি।

এব্যাপারে রাঙ্গাবালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা হুমায়ুন কবীরের কাছে জানতে চাইলে তিনি বলেন জেলেদের সরকারি সহায়তা প্রকল্পের তালিকা ও চাহিদা তৈরী করে উপজেলা মৎস্য অফিস তারা আমাদের কাছে শুধু চাহিদা প্রেরন করে আমরা তাদের চাহিদা অনুযায়ী সরকারি সহায়তায় বরাদ্দকৃত অর্থ বা খাদ্য তাদের অনুকুলে বরাদ্দ দেই।

উপজেলা মৎস্য কর্মকতা মোঃ জাহিদুল ইসলাম বলেন যে পরিমাণ জেলে আছে সে পরিমাণ সরকারি বরাদ্দ নাই।
তাছাড়া এই তালিকা করা হয়েছে অনেক আগে সেখানে দুর্নীতি বা স্বজনপ্রীতি  হতে পারে। তিনি জানান আমাদের তালিকাভুক্ত জেলের সংখ্যা ১৩ হাজারের বেশী কিন্তু এখনও প্রায় ৫ হাজার জেলে তালিকার বাহিরে আছে। আবার অজেলে হয়েও যে অনেকে তালিকায় নাই সেটা নয়। তালিকা করেছেন স্হানীয় জনপ্রতিনিধিরা তাই এখানে অজেলে থাকলেও আমাদের কিছু করার নাই।  তিনি আরো জানান এখানে অনেক জেলে মারা গেছেন কেউ পেশা পরিবর্তন করেছেন কিন্তু তালিকা হালনাগাদ করা হয়নি তালিকা হালনাগাদ করা হলে প্রকৃত জেলেরা সরকারি সহায়তা পেত। তিনি আরো বলেন বর্তমানে ৬৫০ জন জেলেকে দুমাসের জন্য সরকারি সহায়তার একটি অতিরিক্ত বরাদ্দ আছে আমি চেষ্টা করবো যেসব প্রকৃত জেলে সহায়তা পাচ্ছেন না তাদের সহায়তা দিতে।

তবে আজ বুধবার সরকারি সহায়তা বঞ্চিত জেলেরা তাদের অধিকারের দাবীতে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করে।  এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাশফাকুর রহমান বলেন আমার দপ্তরে এরকম দুটি অভিযোগ পেয়েছি বর্তমান পরিস্হিতিতে তা সরেজমিনে তদন্ত করা সম্ভব নয় তবে প্রকৃত জেলারা যাতে সরকারের অন্যান্য সহায়তা প্রকল্প জিআর, ন্যায্য মুল্যের চাল, ভিজিডি, আশ্রয়ন প্রকল্প থেকে সহায়তা পায় সেজন্য ব্যবস্থা নেয়া হবে।

পটুয়াখালি জেলা প্রশাসক মো মতিউল ইসলাম চৌধুরীর কাছে এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন এ তালিকা করা হয়েছে ৫-৬ বছর আগে তারপর আর তালিকা হালনাগাদ করা হয়নি তারপরও যদি তদন্ত  দূর্নীতির প্রমাণ পাওয়া যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।  তিনি আরো বলেন পটুয়াখালী জেলার কোন মানুষ অনাহারে থাকবে না। রাঙ্গাবালীর ব্যাপারে আমাদের আলাদা দৃষ্টি রয়েছে সেখানকার মানুষের জন্য সকল ধরনের সহায়তা দেয়া হবে।

রাঙ্গাবালীতে ৪ করোনা আক্রান্ত শনাক্ত

মনজু সরদার,রাঙ্গাবালী পটুয়াখালী:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় প্রথমবারের মত চারজনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল এই উপজেলা থেকে ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়।

এরমধ্যে চারজনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে তাবলিগ জামাতে আসা দুইজন ভারতের বিহারের নাগরিক এবং একজন পাবনা জেলার। এছাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়োজিত এক উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসারেরও করোনা শনাক্ত হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার বিকেল পর্যন্ত করোনা শনাক্ত হওয়ায় তাবলিগ জামাতের ওই তিন ব্যক্তি উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামে অবস্থিত মারকাজ মসজিদে কোয়ারেন্টাইনে রয়েছেন।

তাবলিগ জামাতের উপজেলা আমির মো. ফয়সাল আহম্মেদ বলেন, ‘তাবলিগ জামাতে আসা ওই তিনজন ব্যক্তির মধ্যে করোনা (উপসর্গ) নেই। তারা পুরোপুরি সুস্থ্য আছেন। সুতরাং পুন:রায় তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার দাবি জানাচ্ছি।’ এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, ‘রাঙ্গাবালীতে প্রথমবারের মত চারজন করোনা শনাক্ত হয়েছে।

তাদেরকে শিগগিরই আইসোলেশনে নেওয়া হবে।’ ঝুঁকি এড়াতে এ উপজেলাকে পুরোপুরি লকডাউন করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘উর্ধ্বতণ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পটুয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার দিকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, ওই ব্যক্তি জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সদর উপজেলার সেহাকাঠি এলাকার বাসিন্দা।

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সকালে করোনার উপসর্গ নিয়ে ওই বৃদ্ধ পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাকে করোনায় মারা যাওয়া ব্যক্তির মতো দাফন করা হবে।

করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে বলা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না।

করোনা: বাউফলে অতিলোভী ব্যবসায়ীদের কান্ড!

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে করোনা সংক্রমণ বিস্তার প্রতিরোধে “লকডাউন” সিদ্ধান্ত মানছে না কিছু অতিলোভী ব্যবসায়ী। তাদের এ জ্ঞানহীন কান্ডের কারনে হুমকির মুখে রয়েছে পৌরসভা’সহ সমগ্র উপজেলার জনস্বাস্থ্য।
সরেজিমন ঘুরে দেখা যায়, পৌর শহরের বিভিন্ন ব্যবসায়ী অভিনব কৌশলে ব্যবসা পরিচালনা করে আসছে।

দোকনের হাফ শার্টার খুলে চলে বেচাকেনা। কোনো কোনো জায়গায় বাহির থেকে বন্ধ করে ভিতরে চলে বেচাকেনা।আবার কোথাও দোকানের শার্টারে টোকা দিলে খুলে দেওয়া হয় দোকান। পৌর শহরের জোমাদ্দার মার্কেটে কাজলের কাপড়ের দোকান, নুরিয়া মার্কেটে সুধীরের জুতার দোকান, মোকলেস ভবনে একাধিক কাপড়ের দোকানের হাফ শার্টার খুলে ভবনের সামনে কেচি গেট বন্ধ রেখে চলে বেচাকেনা।
এছাড়াও বাজারের নিমাই বনিকের কসমেটিকসের দোকানে শিশু খাদ্য বিক্রির কথা বললেও তার কসমেটিকস ব্যবসা চলছে বহাল তবিয়তে, শংকর বনিকের হার্ডওয়ারের দোকানের চাবি নিয়ে বাইরে দাড়িয়ে থাকে কাস্টমার আসলে বেচা কেনা শেষে আবার দোকানের সামনে দাড়িয়ে থাকে।

হাচন দালাল মার্কেটে আনোয়ার আর কার্তিকের কসমেটিকসের দোকান করোনা পরিস্থিতিতে চালু রাখতে কিছু চাল ডাল তুলে রাতারাতি মুদী ব্যবসায়ী সাজলেও তাদেরও কসমেটিকস ব্যবসা চালানোর জন্যই মূলত এই ছলচাতুরী। বকুলতলা রোডে আমির আলীর কাপড়ের দোকান, হাচন দালাল মার্কেটে এনায়েত ও কালামের জুতার দোকান সহ অধিকাংশ জুতার দোকান। একই এলাকায় কয়েকটি কাপড়ের দোকান, পাবলিক মাঠের পাশে সঞ্জয়ের ইলেকট্রনিকসের দোকান, মুজাহিদ কমিটির মসজিদের উল্টা পাশে সেলিমের প্লাস্টিকের দোকান, ইউনুচ উকিলের মার্কেটে রাজিবের ইলেকট্রনিকসের দোকান, কালামের স্টেশনারীর দোকান, হাসপাতালের সামনে সবুজের ফ্লেক্সির আড়ালে কাপড়ের দোকানসহ কয়েকজন ভাসমান মাস্ক ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাকি দিয়ে চালিয়ে যায় রমরমা ব্যবসা।

একই চিত্র উপজেলার কালাইয়া, কাছিপাড়া, বগা, কেশাবপুর নওমালা, আদাবাড়িয়া ও দাশপাড়া ইউনিয়নের ছোট বড় হাটবাজার গুলোতে।
মাঝে মাঝে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া চোখে পড়লেও জোরালো ভূমিকা না নেওয়ায় ব্যবসায়ীদের টনক নড়ছে না।

বাউফলের একাধিক সাংবাদিক ও সচেতন নাগরিকেরা বলেন,‘ করোনা প্রতিরোধের প্রধান কাজ হলো সংক্রমণে ঠেকানো। সংক্রমণ ঠেকাতে লকডাউন ও সামাজিক দূরত্ব নিশ্চিতের বিকল্প নেই। আর এতে সফলতা আনতে অপ্রয়োজনীয় দোকান গুলো বন্ধ করে আইনের আওতায় আনতে হবে।
এবিষয়ে ইউএনও জাকির হোসনে বলেন,‘আমরা চেষ্টা করছি। কেবল আমরা একা চেষ্টা করলে সফলতা আসবে না। এ জন্য সবাইকে এক সাথে কাজ করতে হবে।