ইউক্রেনের শরনার্থীদের জন্য দ্বার খুলছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক প্রতিবেদক:

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর এক মাস পর কতজন শরণার্থী আশ্রয় দেবে তা জানালো যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার জো বাইডেন প্রশাসন ঘোষণা দিয়েছে, তারা সর্বোচ্চ এক লাখ ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দিতে রাজি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইউরোপ সফর চলাকালে এ ঘোষণা দিলো ওয়াশিংটন। খবর রয়টার্সের।

জাতিসংঘের তথ্যমতে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত ৩৫ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন। এদের সিংহভাগই আশ্রয় নিয়েছেন আশপাশের দেশগুলোতে।

বাইডেন প্রশাসন বলেছে, তারা যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে আগ্রহী ইউক্রেনীয়দের জন্য শরণার্থী পুনর্বাসন কর্মসূচিসহ বৈধ সবধরনের উপায় ব্যবহার করবে।

রয়টার্স এর আগে জানিয়েছিল, বাইডেন প্রশাসন ইউক্রেনীয় শরণার্থীদের জন্য পরিবারভিত্তিক ভিসা বা ‘মানবিক প্যারোল’ নামে পরিচিত আরেকটি অস্থায়ী প্রক্রিয়া ব্যবহার করতে পারে।

অবশ্য মার্কিন কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় শরণার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত হলেও এসব মানুষ ইউরোপে থাকতেই বেশি আগ্রহী, যেখানে তারা ভিসামুক্ত চলাচলের সুবিধা পাবেন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে প্রতিবেশী দেশ পোল্যান্ড। এ ছাড়া হাঙ্গেরি, রোমানিয়া, স্লোভাকিয়াসহ রাশিয়াতেও লাখ লাখ ইউক্রেনীয় প্রবেশ করেছেন।

ইউক্রেনীয় শরণার্থী ও তাদের আশ্রয়দাতা দেশগুলোর জন্য কয়েক বিলিয়ন ডলারের অর্থসহায়তা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র।

পরমানু অস্ত্র ব্যাবহার করবে রাশিয়া!

আন্তর্জাতিক প্রতিবেদক:

ক্রেমলিন হুমকি দিয়েছে, অস্তিত্ব হুমকির মুখে পড়লেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া। বুধবার এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন ক্রেমলিনের একজন মুখপাত্র। এদিকে, অবরুদ্ধ মারিওপোল শহরে লক্ষাধিক মানুষ খাবার ও পানির সংকটে রয়েছে। আর দনেৎস্কে একটি শহরে রাশিয়ার বিরুদ্ধে ফসফরাস অস্ত্র দিয়ে হামলার অভিযোগ করেছে ইউক্রেন।
মানবিক সংকটে মারিওপোলের অবরুদ্ধ বাসিন্দারা। খাবার ও পানি সংকটের মধ্যে দিন পার করছেন লক্ষাধিক মানুষ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, খেরসনেও দ্রুত ফুরিয়ে আসছে খাবার ও ওষুধ সামগ্রী।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, মারিওপোলে অনবরত বোমা হামলা চালাচ্ছে রাশিয়া। মাঙ্গুশের কাছে রাষ্ট্রীয় জরুরি পরিষেবার কর্মচারী ও বাস চালকদের বন্দি করা হয়েছে। আমাদের নাগরিকদের মুক্ত করতে ও মানবিক সহায়তা বহনকারীদের চলাচল বাধামুক্ত করতে আমরা সব ধরনের চেষ্টা করছি। কিন্তু তারা আমাদের সব প্রচেষ্টা বিনষ্ট করছে।

কিয়েভের মার্কিন দূতাবাস জানিয়েছে, লুহানস্ক ও দনেৎস্কে ২ হাজারের বেশি ইউক্রেনিয় শিশুকে অপহরণ করেছে রাশিয়ার সেনারা। দনেৎস্কের ক্রামাতোর্স্ক শহরে রাশিয়ার বিরুদ্ধে ফসফরাস অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে।

এদিকে, ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ও পশ্চিমা নেতাদের সতর্কবার্তার জবাব দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ। মঙ্গলবার মার্কিন গণমাধ্যম সিএনএনে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অস্তিত্ব হুমকির মুখে পড়লেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া।

ক্রেমলিনের মুখপাত্র বলেন, আমাদের পথে যে-ই বাধা হয়ে দাঁড়াবে, রাশিয়া জনগণের জন্য হুমকি হয়ে উঠবে, মস্কো তাকে জবাব দেবে, সে যেই হোক না কেন।

ইউক্রেন পরিস্থিতি নিয়ে ন্যাটোর মিত্রদের সাথে বৈঠক করতে ইউরোপ সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মেলনে রাশিয়ার আইনপ্রণেতাদের ওপর আরও নিষেধাজ্ঞা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বৃহস্পতিবার ন্যাটো সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

অন্যদিকে, ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের রসদ ফুরিয়ে এসেছে বলে দাবি করেছেন ইউক্রেনের সামরিক কমান্ডাররা। তাদের হাতে আর মাত্র তিনদিন যুদ্ধ চালানোর মতো খাবার, জ্বালানি ও অস্ত্র রয়েছে বলে দাবি করেন তারা। পেন্টাগনের এক উর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, অভিযানের আগের তুলনায় রাশিয়ার সামরিক ক্ষমতা ৯০ শতাংশ হ্রাস পেয়েছে।তীব্র শীতে রুশ বাহিনী নাস্তানাবুদ হয়ে পড়েছে বলেও দাবি করেছেন ইউক্রেনের কর্মকর্তারা।

ফের সরব মডেল তিন্নি হত্যা মামলা

ডেস্ক রিপোর্ট:

২০০২ সালের ঢাকার কেরাণীগঞ্জে মডেল ও অভিনেত্রী সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন তিন্নির চাচা সৈয়দ রেজাউল করিম।

আজ বুধবার ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক কেশব রায় চৌধুরীর আদালতে তিনি সাক্ষ্য দেন। সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৭ এপ্রিল দিন ধার্য করেছেন।

আদালতের সরকারি কৌঁসুলি ভোলানাথ দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ এ মামলায় নিহত তিন্নির বাবা সৈয়দ মাহবুবুল করিম ও চাচা সৈয়দ রেজাউল করিমের সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। সকালে সাক্ষ্য দিতে তিন্নির বাবা সৈয়দ মাহবুবুল করিম ও চাচা সৈয়দ রেজাউল করিম আদালতে উপস্থিত হন। এরপরে সাক্ষী মাহবুবুল হকের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। তাঁর সাক্ষ্য শেষে সাক্ষী রেজাউল করিমের জবানবন্দি শেষ হয়। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে রাষ্ট্রপক্ষ সাক্ষ্য গ্রহণের জন্য সময়ের আবেদন করে। শুনানি শেষে বিচারক নতুন দিন ধার্য করেন।

করোনাভাইরাসে আক্রান্ত হিলারি ক্লিনটন

আন্তর্জাতিক প্রতিবেদক:

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন (৭৪) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর বিবিসির। মঙ্গলবার (২২ মার্চ) এক টুইট বার্তায় তিনি নিজেই একথা জানান। তিনি জানান, আমার শরীরে করোনার হালকা লক্ষণ রয়েছে। তবে আমি ভালো বোধ করছি।

তিনি আরও জানান, তার স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে, তবে তিনি কোয়ারেন্টিনে আছেন। বিল ক্লিনটনের একজন মুখপাত্র টুইটার বার্তায় জানান, বিধি অনুযায়ী সাবেক প্রেসিডেন্ট নিয়ম অনুসারে করোনা পরীক্ষা করাবেন। হিলারি বলেন, ভ্যাকসিন নেওয়ার কারণে গুরুতর অসুস্থতা থেকে রক্ষা পেয়েছি। অনুগ্রহ করে সবাই টিকা নিন, যদি এখনও না নিয়ে থাকেন।

চীনের দক্ষিণাঞ্চলে ১৩২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

ডেস্ক রিপোর্ট:

চীনের দক্ষিণাঞ্চলে ১৩২ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার দেশটির ইস্টার্ন এয়ারলাইন্সের বোয়িং সেভেন-থ্রি-সেভেন বিমানটি কুনমিং থেকে গুয়াংঝুতে যাচ্ছিল।

পথে গুয়ানঝি অঞ্চলে দুর্ঘটনার শিকার হয় বিমানটি। পাহাড়ের উপর বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি। দুর্ঘটনায় সব আরোহীর মৃত্যুর আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তবে হতাহতের ব্যাপারে এখনও পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, চীনের সিভিল এভিয়শেন কর্তপক্ষ (সিএএ) জানিয়েছে, দুর্ঘটনার শিকার বিমানটিতে ১২৩ জন যাত্রী ও ৯ জন ক্রু ছিল। তবে এর আগে, দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম দুর্ঘটনার শিকার হওয়া বিমানটিতে ১৩৩ জন আরোহী ছিল বলে জানিয়েছিল।

বিমানবন্দরের কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম বলেছে, চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ওই বিমানটি কুনমিং শহর থেকে স্থানীয় সময় বেলা ১টার দিকে উড্ডয়ন করেছিল। বিমানটির গন্তব্য ছিল গুয়াংঝু শহর।

সিসিটিভি জানিয়েছে, এরইমধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।

এদিকে, ফ্লাইট রাডার-২৪ এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২ টা ২২ মিনিটে ৩ হাজার ২২৫ ফুট উচ্চাতায় ফ্লাইটটির সর্বশেষ অবস্থানের তথ্য পাওয়া যায়। এরপরই চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ওই বিমানটি বিধ্বস্ত হয়।

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলা

আন্তর্জাতিক প্রতিবেদক:

ইউক্রেনের রাজধানী কিয়েভের আবাসিক ভবনগুলোতে রুশ সেনাদের তুমুল গোলাবর্ষণের পর নগরীতে ৩৫ ঘণ্টার কারফিউ জারির ঘোষণা দিয়েছেন মেয়র ভিতালি ক্লিৎসকো। আবাসিক ভবনগুলোতে হামলায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মেয়র বলেন, ‘আজ আমরা এক কঠিন এবং বিপজ্জনক মুহূর্তে উপস্থিত হয়েছি।’ খবর বিবিসি ও রয়টার্সের।

খবরে বলা হয়, কিয়েভে কারফিউ শুরু হচ্ছে মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা থেকে (১৮.০০ জিএমটি) এবং চলবে বৃহস্পতিবার সকাল ৭টা (০৫.০০ জিএমটি) পর্যন্ত।

এই সময়ে বিশেষ অনুমতি ছাড়া কারও চলাফেরা নিষিদ্ধ থাকবে। তবে কেবল বোমা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে যাওয়া যাবে বলে জানিয়েছেন মেয়র ক্লিৎসকো। মেয়র বলেন, ‘রাজধানী (কিয়েভ) ইউক্রেনের প্রাণকেন্দ্র। একে সুরক্ষিত রাখতে হবে। বর্তমানে এটি ইউরোপের স্বাধীনতা এবং নিরাপত্তার অগ্রভাগে থাকা কার্যকর একটি ঘাঁটি এবং প্রতীক। একে আমাদের হাতছাড়া করা যাবে না।’

‘আজ আমরা এক কঠিন এবং বিপজ্জনক মুহূর্তে আছি। এ কারণে আমি কিয়েভের সব বাসিন্দাকে দুদিনের জন্য ঘরে থাকতে বলছি। আর যদি সাইরেন বাজে তাহলে বোমা শেল্টারে যান।’

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর দেশে লড়াইরত রুশ সেনাদের আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন। তা ছাড়া, যুদ্ধের মধ্যে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে আলোচনায় ‘ভালো অগ্রগতি হয়েছে’ বলেও মন্তব্য করেছেন তিনি।

ফের ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ হামলা, নিহত ৩৫

আন্তর্জাতিক প্রতিবেদক:

ইউক্রেনের পশ্চিমাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩৫ জন। এছাড়া আহত হয়েছে আরও ১৩৪ জন।
দেশটির পশ্চিমাঞ্চলের একটি সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ওই হামলার ঘটনা ঘটেছে।

লিয়েভ শহরের আঞ্চলিক গভর্নর মাকসিম কোজিতস্কি রাশিয়ার হামলায় ওই সামরিক ঘাঁটিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামরিক ঘাঁটিতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কর্তৃপক্ষ। কোজিতস্কি জানান, ইয়াভোরিভ সামরিক স্থাপণায় ৩০টির বেশি রকেট দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। হামলার পর বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে দেখা গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়ার অভিযান শুরুর পর এ পর্যন্ত ১৩শ ইউক্রেনীয় সেনা মারা গেছে। কিয়েভে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রুশ সৈন্যদের প্রাণহানি হয়েছে এর চেয়ে দশ গুণ বেশি। তিনি বলেন, শত শত রুশ সৈন্য আত্মসমর্পণ করেছে। যদিও তার দাবি কতটা সত্য তা নিশ্চিত করা সম্ভব হয়নি।

রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পর স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করেন রাশিয়ার সেনারা। উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক থেকে, এমনকি বেলারুশ থেকেও হামলা চালানো শুরু হয়। ধীরে ধীরে রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হয় রুশ সেনারা।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। ইউক্রেনের প্রায় প্রতিটি অঞ্চলে স্থানীয় সময় শনিবার (১২ মার্চ) বিমান হামলার সতর্ক সংকেত পাওয়া গেছে। খারকিভ, চেহেরনিভ, সুমি ও মারিউপোলের মতো শহর ঘিরে রেখেছে রুশ বাহিনী।

প্রবাসী সরকার গঠন করবে ইউক্রেন

প্রতিবেদনে বলা হয়েছে, রসদ ও মনোবল ঘাটতিতে থাকা রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে অপ্রত্যাশিত প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের সেনাবাহিনী। কিন্তু যুদ্ধ মাত্র দুই সপ্তাহে গড়িয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের কর্মকর্তারা মনে করছেন, রুশ বাহিনী প্রাথমিক দিককার ক্ষতি শিগগিরই সামলে নেবে এবং এর মাধ্যমে দীর্ঘমেয়াদি রক্তাক্ত লড়াই শুরু হবে। এ ক্ষেত্রে গড়ে ওঠা ইউক্রেনীয়দের প্রতিরোধ অব্যাহত রাখার জন্য পরিকল্পনা করছে পশ্চিমারা।

কর্মকর্তারা সেই পরিকল্পনার বিস্তারিত না জানালেও কিয়েভের সম্ভাব্য পতন বিবেচনায় নিয়েই তাঁরা ইউক্রেনের প্রবাসী সরকার গঠনের পরিকল্পনা নিতে শুরু করেছেন। রুশ বাহিনীর বিরুদ্ধে এই লড়াই হতে পারে গেরিলা যুদ্ধ।

কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সেনাবাহিনীকে অস্ত্র পাঠিয়েছে, যা সামনের দিনগুলোতেও বজায় রাখবে। গেরিলা যুদ্ধের সফলতার জন্য এই অস্ত্র খুবই গুরুত্বপূর্ণ।

বাইডেন প্রশাসন এরই মধ্যে ইউক্রেনে মানবিক ও সামরিক সহায়তার জন্য ১ হাজার কোটি মার্কিন ডলার ছাড় দিতে কংগ্রেসকে অনুরোধ করেছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যদি গেরিলা যুদ্ধকে সমর্থন দেয়, তাহলে রাশিয়ার দখলকৃত ইউক্রেনে নাগরিকদের মনোবল ধরে রাখতে এবং শত্রু রুশ সেনাদের প্রতিহত করতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হবেন প্রধান শক্তি।

রুশ বাহিনীর হাতে কিয়েভ পতনের বিষয়টি ধরে নিয়েই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, সামরিক দপ্তর পেন্টাগনসহ অন্য সংস্থাগুলো যেসব পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, তার মধ্যে জেলেনস্কি সরকারের দেশ ছাড়ার বিষয়টিও রয়েছে। স্পর্শকাতর বিষয় বিবেচনায় নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, ‘আমরা প্রতিটি ঘটনার জন্য সম্ভাব্য পরিকল্পনা তৈরি করছি। এর মধ্যে পোল্যান্ডে জেলেনস্কির প্রবাসী সরকার গঠনের বিষয়টিও রয়েছে।’

ইউক্রেনের হাসপাতাল ও স্কুলসহ বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে রাশিয়া

রাশিয়া ইউক্রেনের হাসপাতাল ও স্কুলসহ বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির দেশটির উপপ্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা।

স্টেফানিশিনা বিবিসিকে বলেন, ইউক্রেনের সামরিক বাহিনীর শক্ত প্রতিরোধের মুখে বেসামরিক লোকদের ওপর নির্বিচারে হামলা চালাচ্ছে রাশিয়া।

তিনি বলেন, রুশ সেনারা আকাশ ও স্থলভাগে সন্ত্রাসবাদ চালাচ্ছে।

চিকিৎসাসেবা কেন্দ্রে হামলা চালানোর বিষয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ইউক্রেনের একাধিক হাসপাতালে হামলা চালিয়েছে রুশ বাহিনী।

রবিবার সংস্থার প্রধান তেদ্রোস আধানম গ্রেব্রেয়াসাস বলেন, ইউক্রেনের হাসপাতালে রুশ হামলায় বহু মানুষ হতাহত হয়েছে।

হাসপাতালে হামলার বিষয়ে নিন্দা জানিয়েছে ব্রিটিশ সরকার।

যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দা সংস্থা বলছে, ইউক্রেনের জনবহুল এলাকা লক্ষ্য করে হামলা চালাচ্ছে রাশিয়ান বাহিনী। তবে ইউক্রেনের প্রতিরোধের ফলে রুশ অগ্রযাত্রা কিছুটা ধীর হয়ে গেছে।

সংস্থাটি বলছে, মস্কো ইউক্রেনের বিভিন্ন শহরে নির্বিচারে হামলা অব্যাহত রেখেছে। এর মধ্যে খারকিভ, চেরনিহিভ এবং মারিউপুলের বেসামরিক জনবহুল এলাকা টার্গেট করে অভিযান চালাচ্ছে। রাশিয়া ১৯৯৯ সালে চেচনিয়া এবং ২০১৬ সালে সিরিয়ায় একই কৌশল অবলম্বন করে বলে অভিযোগ ব্রিটিশ গোয়েন্দাদের।

ব্রিটেনের গোয়েন্দারা সবশেষ জানিয়েছে, ইউক্রেনীয় প্রতিরোধের মাত্রা এবং শক্তি বিস্মিত করেছে রাশিয়াকে।

ব্রিটেনসহ পশ্চিমা অন্যান্য দেশের এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে মস্কো। দেশটি জানিয়েছে, বেসামরিক স্থাপনা এরিয়ে পরিকল্পিতভাবেই অভিযান চলছে। গত ২৪ ফেব্রুয়ারি পুতিনে নির্দেশের পরপরই বিশাল ব্যবহর ঢুকে পড়ে ইউক্রেনে। উভয়পক্ষের লড়াইয়ে এখন পর্যন্ত অনেক বেসামরিকের পাশাপাশি সামরিক সদস্যও নিহত হয়েছেন।

২রা মার্চ উক্রেনের উত্তর-পূর্ব শহর খারকিভে হামলা চালিয়েছে রাশিয়ান প্যারাট্রুপাররা। সেখানে একটি সামরিক হাসপাতালে হামলা করা হয়েছে।

মঙ্গলবার থেকে শহরটির ওপর রুশ গোলাবর্ষণ আরও তীব্র হয়ে ওঠার পর এ আক্রমণের খবর এলো বলে জানিয়েছে বিবিসি।

ইউক্রেন সরকারের উপদেষ্টা অ্যান্টন জেরেশেঙ্কো টেলিগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, প্যারাট্রুপারদের হামলায় একটি ভবনে আগুন জ্বলছে।

ভবনটি কারাজিন ন্যাশনাল ইউনিভার্সিটির কাছাকাছি অবস্থিত।

ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্যানুযায়ী, বুধবার ভোরে (স্থানীয় সময়) খারকিভ ও আশপাশের এলাকায় বিমান হামলার সাইরেন বেজে ওঠে।

বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খারকিভে রাশিয়ার বোমাবর্ষণকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছেন।

এর আগে মঙ্গলবার সকালে খারকিভের কেন্দ্রস্থলে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত এবং ৩৫ জন আহত হন। এ হামলা শহরের কেন্দ্রস্থলে ফ্রিডম স্কয়ারের সরকারি ভবনগুলো লক্ষ্য করে চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

পরে খারকিভের একটি আবাসিক এলাকায় আরেকটি ক্ষেপণাস্ত্র হামলা হয়।

এদিন শহরটিতে অন্তত ১৭ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে শহরটির জরুরি বিভাগের কর্মকর্তারা জানান।

এদিকে জাতিসংঘ জানিয়েছে রুশ হামলায় এ পর্যন্ত ১৩৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৩ শিশু রয়েছে।

এদিকে সিএনএন নিশ্চিত করেছে ইউক্রেনের শহর খেরসন দখলে নিয়েছে রুশ বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল কিছু স্ক্রিনশট ও ভিডিওর আলোকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

পূর্ব ইউরোপের এই দেশটির উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে বৃহস্পতিবার (৩ মার্চ) রুশ বাহিনী স্কুলসহ বহুতল আবাসিক অ্যাপার্টমেন্টে হামলা  চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে। শুক্রবার (৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

চেরনিহিভ শহরটি ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ১২০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। উত্তর দিক থেকে এই শহরটিতে ব্যাপক হামলা চালাচ্ছে রুশ সামরিক বাহিনী।

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে ঢুকে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো।

সর্বাত্মক হামলা শুরুর পর এই এক সপ্তাহেই পূর্ব ইউরোপের এই দেশটির বহু শহর কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। সামরিক অবকাঠামোর বাইরে রাশিয়ার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে আবাসিক ভবন, স্কুল ও হাসপাতাল। আর তাই জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ১০ লাখেরও বেশি ইউক্রেনীয়।

চেরহিনিভ শহরের ডেপুটি মেয়র রেজিনা গুসাক এএফপিকে জানিয়েছেন, শহরে রাশিয়ার সামরিক বাহিনী বোমা হামলা করেছে। এদিকে চেরহিনিভ শহরে রুশ হামলার বেশ কিছু ছবি সামনে এনেছে ইউক্রেনের জরুরি বিষয়ক দফতর।

ছবিগুলোতে দেখা যাচ্ছে, রুশ হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ অ্যাপার্টমেন্টগুলো থেকে ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসছে এবং ভবনের ধ্বংসাবশেষ চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এছাড়া উদ্ধারকারীদেরকে স্ট্রেচারে করে হামলায় নিহতদের মৃতদেহও বহন করতে দেখা যায়।

চেরনিহিভ অঞ্চলের গর্ভনর ব্যাচেস্লাভ চাউস টেলিগ্রামে বলেন, ‘রুশ যুদ্ধবিমান চেরনিহিভের স্টারায়া পদুসিকভা এলাকায় দু’টি স্কুলে এবং সেখানকার বাড়ি-ঘরে হামলা চালিয়েছে। উদ্ধারকারীরা ওই এলাকায় কাজ করছেন।’

এক সপ্তাহের বেশি সময় আগে রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালালেও মস্কো বরারবরই দাবি করছে যে, তারা বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে না। যদিও রুশ এই দাবির বিপরীতে ব্যাপক প্রমাণ রয়েছে।

নিরাপদে রোমানিয়া পৌঁছলেন বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক

আন্তর্জাতিক ডেস্ক:
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক নিরাপদে রোমানিয়া পৌঁছেছেন। শিগগিরই তারা দেশে ফিরবেন। এ ছাড়াও ইউক্রেনে আটকেপড়া পাঁচ বাংলাদেশির বিষয়ে নিয়মিত খোঁজ-খবর রাখছি। তাদের বিষয়ে তথ্য সংগ্রহেরও চেষ্টা করছি আমরা।’

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে সি এম তোফায়েল সামীর স্মরণসভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

ইউক্রেনে পাঁচ বাংলাদেশিকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে, রাশিয়া দূতাবাসের ফেসবুক পেজে শেয়ার করা এ সংক্রান্ত একটি ভিডিওর বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের তথ্য আমরা জানতে চেষ্টা করছি। তাদের নিরাপদে পোল্যান্ড ও রোমানিয়ায় ফিরিয়ে নেওয়া জন্য আমরা কাজ করছি। আমাদের দূতাবাসের কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখবেন।’

ড. মোমেন বলেন, ‘ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের উদ্ধারে ভারতও সহযোগিতা করছে। আমরা তাদের সহযোগিতা চেয়েছি।’