ইউক্রেনের শরনার্থীদের জন্য দ্বার খুলছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক প্রতিবেদক:

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর এক মাস পর কতজন শরণার্থী আশ্রয় দেবে তা জানালো যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার জো বাইডেন প্রশাসন ঘোষণা দিয়েছে, তারা সর্বোচ্চ এক লাখ ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দিতে রাজি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইউরোপ সফর চলাকালে এ ঘোষণা দিলো ওয়াশিংটন। খবর রয়টার্সের।

জাতিসংঘের তথ্যমতে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত ৩৫ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন। এদের সিংহভাগই আশ্রয় নিয়েছেন আশপাশের দেশগুলোতে।

বাইডেন প্রশাসন বলেছে, তারা যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে আগ্রহী ইউক্রেনীয়দের জন্য শরণার্থী পুনর্বাসন কর্মসূচিসহ বৈধ সবধরনের উপায় ব্যবহার করবে।

রয়টার্স এর আগে জানিয়েছিল, বাইডেন প্রশাসন ইউক্রেনীয় শরণার্থীদের জন্য পরিবারভিত্তিক ভিসা বা ‘মানবিক প্যারোল’ নামে পরিচিত আরেকটি অস্থায়ী প্রক্রিয়া ব্যবহার করতে পারে।

অবশ্য মার্কিন কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় শরণার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত হলেও এসব মানুষ ইউরোপে থাকতেই বেশি আগ্রহী, যেখানে তারা ভিসামুক্ত চলাচলের সুবিধা পাবেন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে প্রতিবেশী দেশ পোল্যান্ড। এ ছাড়া হাঙ্গেরি, রোমানিয়া, স্লোভাকিয়াসহ রাশিয়াতেও লাখ লাখ ইউক্রেনীয় প্রবেশ করেছেন।

ইউক্রেনীয় শরণার্থী ও তাদের আশ্রয়দাতা দেশগুলোর জন্য কয়েক বিলিয়ন ডলারের অর্থসহায়তা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *