সতর্ক বার্তা দিলেন অ্যাডিশনাল এসপি মাহমুদ হাসান

আরিফুর রহমান আরিফ : মরনঘাতী করোনা ভাইরাসের দোহাই দিয়ে কিছু দুস্কৃতিকারী বিভিন্ন রকমের অপকর্ম চুরি, ডাকাতি করার চেষ্টা করছে।আর সেইজন্য জনসাধারণকে সচেতন করতে সচেতনতামূলক সতর্ক বার্তা দিয়েছেন ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান।

রোববার (১৯ এপ্রিল ) এক বিবৃতিতে সতর্ক বার্তার মাধ্যমে এম এম মাহমুদ হাসান বলেন, আপনাদের জ্ঞাতার্থে জানান যাচ্ছে যে, কোন ব্যক্তি যদি পিপিই (PPE) পরিহিত অবস্থায় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ কিংবা সেনাবাহিনী পরিচয়ে কোন বাসা বাড়ীতে রাতের বেলা করোনা রোগীর খোঁজ নিতে বা করোনা রোগী নিয়ে যাবার জন্য দরজা খুলতে বলে তাহলে আপনারা কেউ দরজা খুলবেন না।

ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কিছু দুস্কৃতিকারী করোনা ভাইরাসের দোহাই দিয়ে ভুয়া ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ কিংবা সেনাবাহিনী পরিচয়ে অভিনব কৌশল অবলম্বন করে বিভিন্ন রকমের অপকর্ম (চুরি, ডাকাতি) করার চেষ্টা করছে।

তাই এমন পরিস্থিতির কেউ সম্মুখীন হলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

করোনা এবং দুস্কৃতিকারী/প্রতারক চক্র থেকে সুরক্ষা পেতে সচেতনতার কোন বিকল্প নেই।

অফিসার ইন-চার্জ, ঝালকাঠি থানা 01713374286 অফিসার ইন-চার্জ, নলছিটি থানা 01713374287 অফিসার ইন-চার্জ, রাজাপুর থানা 01713374288 অফিসার ইন-চার্জ,কাঠালিয়া থানা- 01713374289 অ্যাডিশনাল এসপি, সদর সার্কেল (ঝালকাঠি-নলছিটি থানা)মোবাইলঃ 01713374283 এএসপি, রাজাপুর সার্কেল (রাজাপুর – কাঠালিয়া) মোবাইলঃ 01713374284

তিনি আরও বলেন, উদ্ভূত যে কোন পরিস্থিতিতে 999 এ ফোন করেও আপনার কাঙ্খিত সেবা গ্রহণ করতে পারেন।করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে সতর্ক হতে হবে । আমাদের সতর্কতাই পারে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধ করতে ।তাই আমাদেরও এখনই সর্তক হওয়া জরুরী।

তাই উপরোক্ত নিয়মাবলী পালনের জন্য সাধারণ মানুষের প্রতি সবিনয় অনুরোধ রইলো।

ঝালকাঠিতে পুলিশের এসআই করোনায় আক্রান্ত

আরিফুর রহমান আরিফ:ঝালকাঠিতে পুলিশের এসআইয়ের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি শহরতলী এলাকার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সিভিল সার্জন শ্যামলকৃষ্ণ হাওলাদার এবং ঝালকাঠির এনডিসি আহমেদ হাসান।

শ্যামলকৃষ্ণ হাওাদার জানান, কদিন আগে আইইডিসিআরে নমুনা পাঠানো হয়েছিল। রোববার সকালে পরীক্ষায় ওই ব্যক্তির করোনা পজেটিভ রিপোর্ট আসে।

ঝালকাঠির এনডিসি আহমেদ হাসান জানান, ক’দিন আগে স্থানীয়দের দেয়া খবরে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে তার নমুনা সংগ্রহ করা হয়। ওই ব্যক্তির মধ্যে করোনার লক্ষণ দেখে তার বাড়িটি লকডাউন করা হয়েছিল।

প্রসঙ্গত, ১১ এপ্রিল সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে একই পরিবারের শিশুসহ তিনজনের দেহে প্রথমবারের মত করোনা ভাইরাস শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয় স্বাস্থ্য বিভাগ। ওই পরিবারটি নারায়ণগঞ্জ থেকে সম্প্রতি ঝালকাঠির গ্রামের বাড়ি আসে। আর এ পরিবারে যাতায়াতের ফলে স্থানীয় এক ইউপি সদস্যের দেহে ১৫ এপ্রিল করোনা শনাক্ত হয় বরিশাল শের-ইং বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষায়।

এদিকে নতুন আক্রান্ত ব্যক্তি ঝালকাঠি শহরতলীর নতুন এলাকার বাসিন্দা। তিনিও নারায়ণগঞ্জ থেকে সম্প্রতি ঝালকাঠি আসেন। সেখানে একটি পুলিশ ফাঁড়িতে তিনি এসআই পদে কর্মরত ছিলেন।

ঝালকাঠি সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান, ঝালকাঠিতে এবার পুলিশের এক এসআইয়ের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ইউপি সদস্য, শিশু, নারীসহ মোট আক্রান্তের সংখ্যা ৫ জন, হোম কোয়ারেন্টাইনে আছেন ৩৭৬ জন বলে জানিয়েছেন তিনি।

ইউপি সদস্যসহ ৪জন আক্রান্ত হবার পরে ১৭ এপ্রিল ঝালকাঠি সদর উপজেলাকে লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেন জেলা প্রশাসক জোহর আলী।

ঝালকাঠিতে মোটর শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে আন্তঃজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির তহবিল থেকে ৪শত মোটর শ্রমিককে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঝালকাঠি জেলা কেন্দ্রীয় বাস টার্মিনালে শুক্রবার সকালে সামাজিক দুরত্ব বজায় রেখে আয়োজিত এ ত্রান বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জোহর আলী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান ও বাস মালিক সমিতির সভাপতি সরদার মো. শাহআলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, উপস্থিত ছিলেন। করোনার প্রভাবে বন্ধ থাকা এই সমিতির আওতায় শতাধীক যাত্রীবাহী বাসের ৪শ জন চালক, হেলপার ও কন্টাকটারকে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, আলু, তেল, সাবান দেয়াহয়। উল্লেখ্য, নভেল করোনা (কভিট ১৯) ভাইরাসের সংক্রামন এড়াতে সরকারের নির্দেশনা অনুযায়ী গত ২৫ মার্চ থেকে এই সমিতির সকল রুটের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে বিধায় বেকার হয়ে পরছে ৭ শতাধীক স্থায়ী ও অস্থায়ী মোটর শ্রমিকরা। পর্যায়ক্রমে সকলকে মালিক সমিতির পক্ষ থেকে ত্রান সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

ঝালকাঠিতে দরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে ছাত্রলীগ নেতা নাদিম মাহমুদ এর খাদ্য সামগ্রী বিতরণ

দেশের পরিস্থিতি মোকাবেলায় সরকারের অঘোষিত লকডাউন চলছে সারাদেশের ন্যায় ঝালকাঠিতেও । এতে দরিদ্র ও নিম্নআয়ের মানুষ পড়েছে চরম বিপাকে ও আর্থিক সংকটে। এসব পরিবারের মধ্যে নিত্যদিনের খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে হতদরিদ্র পরিবারগুলো। কর্মহীন ও অসহায় দরিদ্রদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ঝালকাঠি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ।

শুক্রবার (১৭ এপ্রলি) সকাল থেকে বিকেল পর্যন্ত কর্মহীন ও দরিদ্র পরিবার ও নিম্ন আয়ের ৩০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

নাদিম মাহমুদ বলেন, ঝালকাঠির ছাত্রলীগ দরিদ্র মানুষের পাশে থেকে তৃণমূল পর্যায়ে কাজ করছে।এ দুর্যোগের সময়ে অন্তত তাদের পাশে থেকে সামর্থ্যমত খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি।এই মুহুর্তে সমাজের সকল বিত্তবানদের এ দরিদ্র মানুষের পাশে সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

আক্রান্তের সংখ্যা বাড়ায় ঝালকাঠি সদর উপজেলা লকডাউন

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে নতুন করে আরও একজনের দেহে নভেল করোনা ভাইরাসের (কভিট ১৯) সংক্রমন পাওয়া গেছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংক্যা ৪ জন। বৃহস্পতিবার রাতে ঝালকাঠি সদর উপজেলার ১০ টি ইউনিয়ন লকডাউন ঘোষনা করে প্রজ্ঞাপন জারি করেছে জেলা প্রসাশক মো. জোহর আলী। ঝালকাঠির জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়, মানুষকে ঘরে রাখা নিশ্চিত করতে ২৪ ঘন্টা মাঠে কাজ করছে পুলিশ। প্রতিটা প্রবেশদ্বারে চেকপোষ্টসহ শহর অভ্যন্তরে সার্বক্ষণিক পুলিশ সদস্যরা টহলে রয়েছে। এদিকে ঝালকাঠি সদর উপজেলা লকডাউন ঘোষনার পরপরই নৌপথ এবং সড়ক পথের সবক’টি প্রবেশদ্বার বন্ধ করে দেয়া হয়েছে। জেলা প্রসাশক মো. জোহর আলী বলেন, যেহেতু ঝালকাঠি সদরে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেহেতু পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সদর উপজেলা এলাকা লকডাউনের আওতায় থাকবে। ডিসি আরো বলেন লকডাউন শতভাগ বাস্তবায়ন করতে বাড়ানো হবে মোবাইল কোর্ট। এদিকে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে এক ইউপি সদস্য। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ ল্যাবে বুধবার রাতে তার নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ শ্যামল কৃষ্ণ হাওলাদার। এর আগে গত ১১ এপ্রিল ঝালকাঠিতে প্রথম একই পরিবারের তিন জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তারা স্বামী, স্ত্রী এবং ৬ মাসের শিশু সন্তান। অপরদিকে গত ২৪ ঘন্টায় ঝালকাঠিতে ঢাকা ফেরত পুলিশের এসআই, ইউপি চেয়ারম্যান, মেম্বরসহ ২৭৩ জনকে বাধ্যতামূলক হোমকোয়ারেন্টিনে রাখা হয়েছে। তবে ১৪ দিন পূর্ণ হওয়ায় ১৮৬ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত করে ছাড়পত্র দেয়া হয়েছে।

ঝালকাঠি সদর উপজেলা লকডাউন

আরিফুর রহমান আরিফ: অবশেষ ঝালকাঠি সদর উপজেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে বলে এক গণবিজ্ঞপ্তি জারি করছেন জেলা প্রশাসক মো: জোহর আলী।

ঝালকাঠি সদর উপজেলায় আজ নতুন করে আরও একজনের দেহে করোনাভাইরার সনাক্ত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হল।জেলায় এ নিয়ে মোট ৪ জন করোনা ভাইরাসে আক্রন্ত হলেন।

লকডাউন হওয়ার বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলী জানান, করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির জরুরী মিটিং করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল ঝালকাঠি সদর উপজেলায় প্রথমবার একই পরিবারের তিনজনের দেহে করোনা ভাইরাস আক্রন্ত বলে সনাক্ত হয়। আর ওই পরিবারের বাড়িতে যাতায়াতের ফলে আক্রান্ত নতুন সনাক্তব্যক্তি। প্রথমবার করোনা সনাক্তের খবর ছড়িয়ে পড়লে ঝালকাঠির বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ সামাজিক যোগযোগ মাধ্যমে ঝালকাঠিকে লকডাউন করার জন্য জোড়ালো দাবী জানিয়ে আসছিলেন।

করোনায় মৃত্যু বরণ করলে সেচ্ছায় দাফন-কাফনে প্রস্তুত সেচ্ছাসেবক

আরিফুর রহমান আরিফ:করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলে সেচ্ছায় দাফন-কাফনের ব্যবস্থা করতে প্রস্তুত একদল মানবিক হৃদয়ের মানুষ।
নলছিটিতে ১৬ এপ্রিল বৃহস্পতিবার এ কমিটি গঠন করা হয় । মাওলানা মুফতি যায়নুল আবেদিনকে আহ্বায়ক ও মাওলানা মুফতি হানযালা নোমানীকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন মোহম্মদ নাসিম সরদার,মুঌর্তজা আলী মামুন,শাহদাৎ আলম ফকির,আবদুর রহিম আকন,হাসিবুল হাসান সবুজ,আহমাদ ইমতিয়াজ খান,আবদুর রহমান,মোহম্মদ জুয়েল খান,মোহম্মদ আসাদুজ্জামান রনি, মোহম্মদ জুনায়েদ,মাহাদী হাসান শুভ। দেশের এই ক্রান্তিকালে যখন কিছু মানুষ করোনা ভাইরাসের কারনে মৃত্যু বরণ কারিদের তুচ্ছ তাচ্ছিল্য করছে ঠিক সেই সময়ে এ ধরনের মানবিক উদ্যোগ দেশ ও জাতীর জন্য কল্যাণ বয়ে আনবে। কমিটির বিষয়ে জানতে চাইলে সদস্য সচিব হানযালা বলেন বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়কে অবহিত করেছি। মানবিক দিক বিবেচনা করেই আমরা এমন একটা কমিটি গঠন করেছি। তিনি এই মানবিক কাজে সকলের সহযোগিতা কামনা।
এই মহামারী করোনার ভয়াবহতা থেকে রক্ষা পেতে আমাদের সবাইকে ঘরে থাকতে হবে এবং সচেতন হতে হবে।

ঝালকাঠিতে এক ইউপি সদস্য করোনা ভাইরাসে আক্রন্ত

আরিফুর রহমান আরিফ:ঝালকাঠিতে নতুন করে একজন করোনা ভাইরাসে আক্রন্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট ৪ জন করোনা ভাইরাসে আক্রন্ত। বৃহস্পতিবার বেলা সারে ১১ টায় ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালদার এ তথ্য জানিয়েছেন। আক্রন্ত ব্যক্তি একজন ইউপি সদস্য । তিনি এর আগে ওই এলাকায় আক্রান্ত একই পরিবারের তিন জনের বাড়িতে যাতায়াত করতেন। প্রাথমি অবস্থায় তাকে বাসায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। গত ১১ এপ্রিল ঝালকাঠিতে প্রথম এক পরিবারের তিন জন করোনা ভাইরাসে আক্রন্ত হয়। এছারা গত ২৪ ঘন্টায় ঝালকাঠিতে ঢাকা ফেরত পুলিশের এসআই, ইউপি চেয়ারম্যান, মেম্বরসহ ২৭৩ জনকে বাধ্যতামূলক হোমকোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদিকে ১৪ দিন পূর্ণ হওয়ায় ১৮৬ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। ঝালকাঠিতে ঢাকা নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক শত লোক প্রবেশ করায় শহরের প্রবেশদ্বারে পুলিশি চেক পোষ্টের উপর জোর দেয়া হয়েছে। বাড়ানো হয়েছে শহরে পুলিশের টহল। একইসাথে সেনা টহল ছিলো চোখে পরার মতো।

গৃহহীন সুবিধাবঞ্চিত মানুষের পাশে সংগঠন ইয়ুথ এ্যাকশন সোসাইটি

ঝালকাঠি প্রতিনিধিঃ

করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় গতকাল রাতে ঝালকাঠি শহরের বিভিন্ন স্থানে খাবার রান্না করে রাস্তায় থাকা গৃহহীন মানুষের রাতের ক্ষুধা নিবরণেরর জন্য খাবার বিতরণ করেন। এতে সার্বিক সহযোগিতা করেন ইয়ুথ এ্যাকশন সোসাইটির উপদেষ্টা ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী।

ইয়ুথ এ্যাকশন সোসাইটির সদস্যরা রাস্তায় ঘুরে ঘুরে অসহায় মানুষের হাতে ক্ষুধা নিবারনের জন্য খাবার তুলে দেয়।

ঝালকাঠির চাল আত্মসাত মামলা দুদকে ফেসে গেলেন ইউপি সদস্য মনিরুজ্জামান

জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে গত ৫ এপ্রিল রোববার রাতে ঝালকাঠির বাসন্ডা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আ’লীগ নেতা মো. মনিরুজ্জামান মনিরের আগরবাড়ি গ্রামের বাড়িতে তল্লাসী চালায় নির্বাহী ম্যাজিট্রেট (এনডিসি) আহম্মেদ হাসান। এ সময় তার ঘর থেকে আড়াই টন চাল, ৪৮ টি নুরজাহান ব্রান্ডের নতুন প্লাষ্টিক বস্তা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সম্বলীত ৭ টি চটের সরকারী চালের খালী বস্তা জব্দ করা হয়। এসময় ইউপি মেম্বার মনির বাড়িতে ছিলেন না। পরবর্তীতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কে প্রধান করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক। তদন্ত শেষে চাল কেলেঙ্কারির প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি। এদিকে ইউপি সদস্য মনির নিজেকে নির্দোষ দাবী করে জেলা খাদ্য গুদামের একটি কাগজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে বলেন, ইহা ত্রানের চাল নয়। এই চালের মালিক সে নিজেই। মরির জানায়, সে এমপি আমির হোসেন আমুর নামে এলাকায় বিতরণ করবেন বলে তিনি এ চাল ক্রয় করেছেন। কিন্তু তদন্ত কমিটি তাদের অনুসন্ধান শেষে প্রতিবেদনে উল্লেখ করেছেন যে, ইহা সরকারী চাল। এবং কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের চাল। এদিকে আ’লীগ নেতা প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান একটি (ডিইউ) কাগজ সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপন করে বলেছেন এই চাল ২০১৯ সনের জুন মাসে জেলা খাদ্য গোডাউন থেকে সে ছাড়িয়েছে। কিন্ত তদন্ত কমিটি বলছেন ঐ কাগজের সত্যতা থাকলেও এই চাল সরকারী, ইহা ৮ মাস মেম্বারের হেফাজতে থাকতে পারেনা। ১৩ এপ্রিল বিকেলে সরকারী চাল আত্মসাতের অভিযোগে ইউপি সদস্য মনির এর বিরুদ্ধে নিয়মিত মামলা দ্বায়ের করার জন্য নির্দেশ দেন জেলা প্রশাসক মো. জেহর আলী। এ নির্দেশের পরের দিন ১৪ এপ্রিল মঙ্গলবার রাতে কাবিখা’র প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোজাম্মেল হক বাদী হয়ে ঝালকাঠি থানায় একটি এজাহার দাখিল করেন। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ‘দেশ’কে বলেন, যেহেতু এটা সরকারী সম্পদ আত্মসাতের ঘটনা, সেহেতু এজাহারটি পরবর্তী ব্যাবস্থা গ্রহনের জন্য দুর্নিতী দমন কমিশন (দুদক) এর বরিশাল কার্যালয়ে প্রেরন করে দিচ্ছি। এদিকে আ’লীগ নেতা মনিরুজ্জামান মনিরের দাবী সে সরযন্ত্রের শিকার হয়েছেন।