ঝালকাঠি সদর উপজেলা লকডাউন

আরিফুর রহমান আরিফ: অবশেষ ঝালকাঠি সদর উপজেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে বলে এক গণবিজ্ঞপ্তি জারি করছেন জেলা প্রশাসক মো: জোহর আলী।

ঝালকাঠি সদর উপজেলায় আজ নতুন করে আরও একজনের দেহে করোনাভাইরার সনাক্ত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হল।জেলায় এ নিয়ে মোট ৪ জন করোনা ভাইরাসে আক্রন্ত হলেন।

লকডাউন হওয়ার বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলী জানান, করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির জরুরী মিটিং করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল ঝালকাঠি সদর উপজেলায় প্রথমবার একই পরিবারের তিনজনের দেহে করোনা ভাইরাস আক্রন্ত বলে সনাক্ত হয়। আর ওই পরিবারের বাড়িতে যাতায়াতের ফলে আক্রান্ত নতুন সনাক্তব্যক্তি। প্রথমবার করোনা সনাক্তের খবর ছড়িয়ে পড়লে ঝালকাঠির বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ সামাজিক যোগযোগ মাধ্যমে ঝালকাঠিকে লকডাউন করার জন্য জোড়ালো দাবী জানিয়ে আসছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *