আক্রান্তের সংখ্যা বাড়ায় ঝালকাঠি সদর উপজেলা লকডাউন

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে নতুন করে আরও একজনের দেহে নভেল করোনা ভাইরাসের (কভিট ১৯) সংক্রমন পাওয়া গেছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংক্যা ৪ জন। বৃহস্পতিবার রাতে ঝালকাঠি সদর উপজেলার ১০ টি ইউনিয়ন লকডাউন ঘোষনা করে প্রজ্ঞাপন জারি করেছে জেলা প্রসাশক মো. জোহর আলী। ঝালকাঠির জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়, মানুষকে ঘরে রাখা নিশ্চিত করতে ২৪ ঘন্টা মাঠে কাজ করছে পুলিশ। প্রতিটা প্রবেশদ্বারে চেকপোষ্টসহ শহর অভ্যন্তরে সার্বক্ষণিক পুলিশ সদস্যরা টহলে রয়েছে। এদিকে ঝালকাঠি সদর উপজেলা লকডাউন ঘোষনার পরপরই নৌপথ এবং সড়ক পথের সবক’টি প্রবেশদ্বার বন্ধ করে দেয়া হয়েছে। জেলা প্রসাশক মো. জোহর আলী বলেন, যেহেতু ঝালকাঠি সদরে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেহেতু পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সদর উপজেলা এলাকা লকডাউনের আওতায় থাকবে। ডিসি আরো বলেন লকডাউন শতভাগ বাস্তবায়ন করতে বাড়ানো হবে মোবাইল কোর্ট। এদিকে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে এক ইউপি সদস্য। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ ল্যাবে বুধবার রাতে তার নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ শ্যামল কৃষ্ণ হাওলাদার। এর আগে গত ১১ এপ্রিল ঝালকাঠিতে প্রথম একই পরিবারের তিন জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তারা স্বামী, স্ত্রী এবং ৬ মাসের শিশু সন্তান। অপরদিকে গত ২৪ ঘন্টায় ঝালকাঠিতে ঢাকা ফেরত পুলিশের এসআই, ইউপি চেয়ারম্যান, মেম্বরসহ ২৭৩ জনকে বাধ্যতামূলক হোমকোয়ারেন্টিনে রাখা হয়েছে। তবে ১৪ দিন পূর্ণ হওয়ায় ১৮৬ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত করে ছাড়পত্র দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *