বরিশাল শেবা‌চিমের মে‌ডি‌সিন ওয়ার্ড লকডাউন

একজন ক‌রোনা আক্রান্ত রো‌গী তথ্য গোপন ক‌রে ভ‌র্তি হওয়ায় ব‌রিশাল শে‌রে বাংলা মে‌ডি‌কেল কলেজ হাসপাতা‌লের মে‌ডি‌সিন-৩ ওয়ার্ড লকডাউন করা হ‌য়ে‌ছে। হাসপাতা‌লের প‌রিচালক ডাঃ মোঃ বা‌কির হো‌সেন গভীর রা‌তে তার ফেসবুক পেই‌জে পো‌স্টে এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন। তি‌নি জানান, একই সা‌থে এ ওয়া‌র্ডের সকল চি‌কিৎসক, নার্সদের কোয়ারান্টি‌নে যাবার নি‌র্দেশ দি‌য়ে‌ছেন। তি‌নি লে‌খেন, এই সিদ্ধান্ত মে‌ডি‌কেল ক‌লে‌জের অধ্যক্ষ, মে‌ডি‌সিন বিভা‌গের প্রধা‌নের সাথে আ‌লোচনার পর নেয়া হল। আই ই সি ডি আর‌কেও জানা‌নো হ‌য়ে‌ছে। কেন লকডাউন করা হ‌য়ে‌ছে তার ব্যাখ্যাও তি‌নি দি‌য়ে‌ছেন। তি‌নি জানান, ১৩ এ‌প্রিল এ ওয়া‌র্ডে এক অজ্ঞান রো‌গীকে স্বাসকষ্টের তথ্য গোপন ক‌রে ভ‌র্তি করা হয়। ১৫ এপ্রিল তার এক্স‌রে রি‌পোর্ট এ‌লে চি‌কিৎসক‌দের স‌ন্দেহ হয়।

তারা তার ক‌রোনা পরীক্ষা করা‌লে প‌জে‌টিভ রি‌পোর্ট আ‌সে। একার‌ণে ঐ ওয়া‌র্ডের সকল চি‌কিৎসক ও নার্স‌দের কোয়ারেন্টিনে পা‌ঠি‌য়ে ওয়ার্ড লকডাউন করা হল। তি‌নি প্রশ্ন রা‌খেন, একজন রো‌গী তথ্য গোপন কর‌লে কি করার থা‌কে। এ‌দিকে হাসপাতা‌লের গুরুত্বপুর্ন এ বিভাগ‌টি লকডাউন করায় সাধারণ রো‌গীরা যে চরম বিপা‌কে পড়‌বে তা বলার অ‌পেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *