সতর্ক বার্তা দিলেন অ্যাডিশনাল এসপি মাহমুদ হাসান

আরিফুর রহমান আরিফ : মরনঘাতী করোনা ভাইরাসের দোহাই দিয়ে কিছু দুস্কৃতিকারী বিভিন্ন রকমের অপকর্ম চুরি, ডাকাতি করার চেষ্টা করছে।আর সেইজন্য জনসাধারণকে সচেতন করতে সচেতনতামূলক সতর্ক বার্তা দিয়েছেন ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান।

রোববার (১৯ এপ্রিল ) এক বিবৃতিতে সতর্ক বার্তার মাধ্যমে এম এম মাহমুদ হাসান বলেন, আপনাদের জ্ঞাতার্থে জানান যাচ্ছে যে, কোন ব্যক্তি যদি পিপিই (PPE) পরিহিত অবস্থায় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ কিংবা সেনাবাহিনী পরিচয়ে কোন বাসা বাড়ীতে রাতের বেলা করোনা রোগীর খোঁজ নিতে বা করোনা রোগী নিয়ে যাবার জন্য দরজা খুলতে বলে তাহলে আপনারা কেউ দরজা খুলবেন না।

ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কিছু দুস্কৃতিকারী করোনা ভাইরাসের দোহাই দিয়ে ভুয়া ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ কিংবা সেনাবাহিনী পরিচয়ে অভিনব কৌশল অবলম্বন করে বিভিন্ন রকমের অপকর্ম (চুরি, ডাকাতি) করার চেষ্টা করছে।

তাই এমন পরিস্থিতির কেউ সম্মুখীন হলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

করোনা এবং দুস্কৃতিকারী/প্রতারক চক্র থেকে সুরক্ষা পেতে সচেতনতার কোন বিকল্প নেই।

অফিসার ইন-চার্জ, ঝালকাঠি থানা 01713374286 অফিসার ইন-চার্জ, নলছিটি থানা 01713374287 অফিসার ইন-চার্জ, রাজাপুর থানা 01713374288 অফিসার ইন-চার্জ,কাঠালিয়া থানা- 01713374289 অ্যাডিশনাল এসপি, সদর সার্কেল (ঝালকাঠি-নলছিটি থানা)মোবাইলঃ 01713374283 এএসপি, রাজাপুর সার্কেল (রাজাপুর – কাঠালিয়া) মোবাইলঃ 01713374284

তিনি আরও বলেন, উদ্ভূত যে কোন পরিস্থিতিতে 999 এ ফোন করেও আপনার কাঙ্খিত সেবা গ্রহণ করতে পারেন।করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে সতর্ক হতে হবে । আমাদের সতর্কতাই পারে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধ করতে ।তাই আমাদেরও এখনই সর্তক হওয়া জরুরী।

তাই উপরোক্ত নিয়মাবলী পালনের জন্য সাধারণ মানুষের প্রতি সবিনয় অনুরোধ রইলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *