শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় এর ৫৮তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ শাহাজাদা হীরা: আজ ১৬ মার্চ শনিবার বিকাল ৪ টায় বরিশাল বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে। বিদ্যালয় প্রাঙ্গণে ৫৮তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল ৬ এর মাননীয় সংসদ সদস্য, বেগম নাসরিন জাহান রতনা। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বাকেরগঞ্জ কাজী সালেহ মুস্তানজিব, সহকারী কমিশনার ভূমি বাকেরগঞ্জ, ঊর্মি ভৌমিক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরিশাল, রাসেল ইকবাল, চেয়ারম্যান ১২ নং রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ, মোঃ বশির উদ্দিন সিকদার, প্রতিষ্ঠাতা সদস্য, মিসেস ছায়া রায় চৌধুরী, লন্ডন প্রবাসী ও জমিদাতা, বিপ্লব বহৃি রায় চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম. এ. রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন। বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন পরে ছাত্র ছাত্রী দের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বরিশালে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বরিশাল সদর উপজেলার বন্দর থানাধীন টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে ৮ জন। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে জানা যায়, টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের মোহম্মদ আলী আকন ১৯৫৮ ইং সালে একই এলাকার আব্দুল আজিজ খানের কাজ থেকে ৩১ সতাংশ জমি দলিল মূল্যে ক্রয় করে। এরপর থেকেই ঐ জমি ক্রয় সূত্রে মোহম্মদ আলীর ৫ পুত্র বারেক আকন, ফোরক আকন, কালু আকন, জালাল আকন ও দুলাল আকন ভোগ দখল করে আসছে। হঠাৎ করে গত তিন বছর ধরে ওই দখলকৃত সম্পত্তিতিতে রুস্তুম শিকদারে স্ত্রী রেহেনা বেগম তার বাবা মৃত আব্দুল আজিজের সম্পত্তি বলে দাবি করে আসছে । এ নিয়ে আদালতে মামলা চলমান। আদালতের রায় উপেক্ষা করে শনিবার বেলা ১১ টায় রেহেনা বেহম ওই বিরোধকৃত জমির উপরে থাকা ঘড় ভাঙতে যায় স্থানীয় ইউপি সদস্য ধলু, কাছেম চাপরাসি, নাসির চাপরাসি, নাহিদ হাওলাদার, মামুন, আবুল ও বাবুল। এসময় বাঁধা প্রদান করে জালাল আকন ও তার স্ত্রী মঞ্জু বেগম ও দুলাল আকন। এ নিয়ে দু’গ্র“পই লাঠি সোটা নিয়ে উভয় পক্ষের উপর হামলা চালায়। এতে আহত হয় মিনারা বেগম (৫০), মঞ্জু বেগম (৫০), ডালিম (১৪) ও অপর দিকে রেহেনা বেগম (৪৫),শাহিনুর বেহম (৭০), আবুল(১৮) ও বাবুল (২০) আহত হয়। এসময় দুই গ্রুপের হামলা থামাতে কামাল হাওলাদার (৪০) ঘটনাস্থলে আসলে তার মাথায় রেহেনা গ্রুপের লাঠির আঘাত লাগে। পরে আতদের স্বজনরা তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিমে ভর্তি করেছেন। এ নিয়ে উভয় পক্ষই বন্দর থানায় মামলা করবে বলে জানায়।

চরহোগলা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ নিরোধে মুক্ত আলোচনা সভা

। উন্নত দেশ গঠনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কর্মসূচি হাতে নিয়েছে তা বাস্তবায়নের ক্ষেত্রে নারীদের ভূমিকা অপরিসীম। উন্নত দেশ গঠনে বাল্যবিবাহ উন্নয়নের ক্ষেত্রে একটি বাধা হতে পারে তাই বাল্যবিবাহ বন্ধে আমাদের সচেতন হতে হবে পাশাপাশি বাল্যবিবাহকে ‘না’ বলতে হবে। আজ ১৬ মার্চ শনিবার দুপুর ১২ টায় চরহোগলা মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে বাল্যবিবাহ নিরোধে করণীয় বিষয়ক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), বরিশাল শহিদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার, বরিশাল মোঃ আনোয়ার হোসেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি চরহোগলা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি, অধ্যাপক আমিনুল রহমান খান ঝান্ডা, মুক্তিযোদ্ধা, এনায়েত হোসেন চৌধুরীসহ বিভিন্ন অতিথিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রামকাঠী মাধ্যমিক বিদ্যালয় এর ২৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ শাহাজাদা হীরা: আজ ১৬ মার্চ সকাল ১০ টায় বরিশাল সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়নের রামকাঠী গ্রামে রামকাঠী মাধ্যমিক বিদ্যালয় ও মীনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে ২৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০১৯ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরিশাল, রাসেল ইকবাল, চেয়ারম্যান শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদ, মোঃ আরিফুজ্জামান মুন্না, সিনিয়র অফিসার, জনতা ব্যাংক লিঃ, প্রধান শিক্ষক রামকাঠী মাধ্যমিক বিদ্যালয়, মুহাঃ মোসলেম উদ্দিন, প্রধান শিক্ষক মীনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ আব্দুল মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ মিনহাজ উদ্দিন সিকদারসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন। অতিথিরা জাতীয় পতাকা উত্তোলন এবং ফেস্টুন উড়িয়ে ক্রিয়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন পরে ছাত্র ছাত্রী দের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বরিশালে জলবায়ুর সুরক্ষার দাবিতে শিশুদের পাশে জেলা প্রশাসক

মোঃ শাহাজাদা হীরা: শিশুদের সাথে র‍্যালিতে উপস্থিত থেকে জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এই আন্দোলনকে সমর্থন জানিয়ে একাত্মতা প্রকাশ করেন। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের নির্মম শিকার। গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক একটি শিশুদের আন্দোলন। শিশুদের ভবিষ্যতের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে অংশগ্রহন করেছেন বরিশালের অর্ধ শতাধিক শিশু ও তরুনরা। জলবায়ু পরিবর্তন জনিত সংকট মোকাবেলায় নিরাপদ ভবিষ্যৎ এবং প্যারিস চুক্তির বাস্তবায়নের দাবি নিয়ে ফ্রাইডে ফর ফিউচার বাংলাদেশ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস। বরিশাল সিটি কর্পোরেশন, ইউনিসেফ, প্ল্যান ইন্টার ন্যাশন্যাল, এ্যাকশন এইড, এম্পাওয়া ইয়ূথ ফর ওর্য়াক, সেইভ দ্যা চিলড্রেন বাংলাদেশ এর সহযোগিতায়। আজ ১৫ মার্চ শুক্রবার সকাল সাড়ে দশটায় বরিশালে বিবির পুকুর সংলগ্ন সোহেল চত্বর থেকে একটি কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় পরে সেখান সমাবেশ, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে পালন করেন কোমল মতি শিশুরা। র‌্যালি ও বিক্ষোভ সমাবেশে একাত্ততা প্রকাশ করে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। আরো উপস্থিত ছিলেন ইউনিসেফের বিভাগীয় প্রধান, এইচ এম তৌফিক আহমেদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরিশাল, রাসেল ইকবাল, প্ল্যান ইন্টারন্যাশনালের শিশু সুরক্ষা বিশেষজ্ঞ, রেজানুল হক, বরিশাল সাংস্কৃতিক সমন্বয় পরিষদ এর সভাপতি, কাজল ঘোষ, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের প্রধান সমন্বয়কারি, শাকিলা ইসলাম, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সম্বন্বয়কারি, সোহানুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী “গ্লোাবাল ক্লাইমেট স্ট্রাইক” বা “আন্তর্জাতিক জলবায়ু অবরোধের অংশ হিসেবে এক বিশাল বিক্ষোভের আয়োজন করা হয়েছে।

বরিশালে নানা আয়োজনে বাংলাদেশ প্রতিদিনের নবম বর্ষপূর্তি উদযাপন

মোঃ শাহাজাদা হীরা: বরিশালে আনন্দঘন পরিবেশে কেক কেটে বাংলাদেশ প্রতিদিনের নবম বর্ষপূর্তি এবং দশম বর্ষে পার্পন উদযাপন করা হয়। আজ ১৫ মার্চ শুক্রবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের বাংলাদেশ প্রতিদিন ব্যুরো অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ প্রতিদিন এর নবম বর্ষপূর্তি এবং দশম বর্ষে পার্পন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিস্ট শিক্ষাবিদ পরিবেশবিজ্ঞানী বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রফেসর ড. এস এম ইমামুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিনের বরিশাল প্রতিনিধি, রাহাত খান, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এস এম রবিন শীষ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রাসেল ইকবাল, বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী, মুরশিদ আবেদীন, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), মোঃ হুমাউন কবির, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি, কাজী আবুলকালাম আজাদ, আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এস এম জাকির, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি, পুলক চ্যাটার্জী, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি, গোপাল সরকার, বরিশালইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ ও সহসভাপতি গিয়াস উদ্দিন সুমন, চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি কাওছার হোসেন রানা, আঞ্চলিক দৈনিক ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরন ও দৈনিক কীর্তনখোলার সম্পাদক সালেহটিটু, ইত্তেফাকের ব্যুরো প্রধান শাহিন হাফিজসহ বাংলাদেশ প্রতিদিনের শুভাকাংখিরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বাংলাদেশ প্রতিদিনের দশম বর্ষে পার্পন উপলক্ষ্যে বরিশালের নিজস্ব প্রতিবেদক রাহাত খানসহ বাংলাদেশ প্রতিদিন পরিবারকে ফুলের শুভেচ্ছা জানান। তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশ প্রতিদিনের জন্মদিনে একটি কেক উপহারদেন।

বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

মোঃ শাহাজাদা হীরা: নিরাপদ মানসম্মত পণ্য এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ ১৫ মার্চ শুক্রবার সকাল ১০ টায় কনজ্যমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সহযোগিতায়, জেলা প্রশাসন, বরিশাল ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ, বরিশাল বিভাগীয় কার্যালয় বরিশাল এর আয়োজনে। বরিশালে ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে বরিশাল অশ্বিনী কুমার হল থেকে সার্কিট হাউসে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল, রাম চন্দ্র দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি পুলিশ কমিশনার বরিশাল, মেট্রোপলিটন পুলিশ বরিশাল, মোশারফ হোসেন বিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ বরিশাল, মোঃ শফিকুল ইসলাম, বিপিএম পিপিএম, উপ-পরিচালক (উপসচিব) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগ বরিশাল, খন্দকার আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক (ক্যাব) বরিশাল, হিরোন কুমার দাস মিঠুসহ বিভিন্ন অতিথি বৃন্দরা, সরকারি-বেসরাকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনায় অতিথি বৃন্দরা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন পরে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বরিশালে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল তিন কিশোরী

নিজস্ব প্রতিবেদক: নিজেদের অমতে পরিবারের স্বজনরা একপ্রকার জোরকরেই বাল্যবিয়ের সকল আয়োজন সম্পন্ন করেছিলো তিন কিশোরীর। উভয় কিশোরীর বাড়ির সামনে নির্মান করা হয়েছিলো সু-বিশাল বিয়ের গেট। ভেতরে অতিথি আপ্যায়নের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। বাকি ছিলো কেবল বর যাত্রীর আশার অপেক্ষা।
এমনই সময় উভয় কিশোরীর বাড়িতে বরযাত্রীর পরিবর্তে পুলিশ নিয়ে হাজির হয়েছেন চৌকস উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান। পরবর্তীতে পন্ড হয়ে যায় উভয় কিশোরীর বাল্যবিয়ের সব আয়োজন। ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে তিন কিশোরী। একটি ঘটনা ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের জঙ্গলপট্টি, অপরদুটি ঘটনা ঘটেছে বুধবার দিবাগত রাত নয়টার দিকে শংকরপাশা এবং অপরটি ওইদিন দুপুরে একই উপজেলার বড়দুলালী গ্রামে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাহিলাড়া ইউনিয়নের জঙ্গলপট্টি পীর বাদশা মিয়া দাখিল মাদ্রাসা থেকে সদ্য দাখিল পরীক্ষা দেয়া ছাত্রী ও জঙ্গলপট্টি গ্রামের শহিদ বেপারীর কন্যা মরিয়ম আক্তারের (১৬) বৃহস্পতিবার দুপুরে বিয়ের দিন ধার্য ছিলো। সেমতে কনের বাড়ির সামনে সু-বিশাল বিয়ের গেট, প্যান্ডেল, আলোকসজ্জা, অতিথি আপ্যায়নের সকল আয়োজন সম্পন্ন করা হয়েছিলো। বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু ওই বাড়িতে উপস্থিত হয়ে ছাত্রীর মা-বাবাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে সচেতন করেন। পরবর্তীতে ওই ছাত্রীর মা তাদের কন্যা মরিয়মকে ১৮ বছরের পূর্বে বিয়ে দিবেনা মর্মে লিখিত মুচলেকা দিয়ে বিয়েরপুরো অনুষ্ঠান বন্ধ করে দেয়।
অপরদিকে নলচিড়া ইউনিয়নের শংকরপাশা গ্রামের মনরঞ্জন ঢালী তার কন্যা প্রতিরানী ঢালী পুজার (১৫) অমতে হিন্দুরিতী অনুযায়ী বুধবার রাতে বিয়ের সকল আয়োজন সম্পন্ন করেন। কনের বাড়ির লোকজনে শুধুমাত্র বরযাত্রীদের আগমনের অপেক্ষায় ছিলেন। এমনই সময় রাত নয়টার দিকে বাল্যবিয়ের খবর পেয়ে প্রত্যন্ত গ্রামের কনের বাড়িতে থানা পুলিশ নিয়ে হাজির হন উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন। তিনি বাল্যবিয়ের সকল আয়োজন পন্ড করে দিয়ে কিশোরীর বাবাকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নগদ তিন হাজার টাকা জরিমানা করেন। একইসাথে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত কনের বাবা ও তার স্বজনদের কাছ থেকে মুচলেকা রাখেন। একইদিন দুপুরে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বড়দুলালী গ্রামের অলিল খন্দকারের বাড়িতে উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন হাজির হয়ে তার কন্যা সুমি আক্তারের (১৬) বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন।

 

বরিশালে ধানক্ষেতে বাস, আহত-১৫

নিজস্ব প্রতিবেদক: আগৈলঝাড়ায় ঢাকা থেকে পয়সারহাটগামী যাত্রীবাহী নৈশ কোচ গোল্ডেন লাইন পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে ধানক্ষেতে পড়ে নারী ও শিশু যাত্রীসহ অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে। চালক ও হেলপার পালিয়েছে, গুরুতর আহত নয় জনকে উদ্ধার করে উপজেলা ও স্থানীয় হাসাপতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীরা জানান, আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে আগৈলঝাড়ার-পয়সারহাট আঞ্চলিক মহাসড়কের ফুল্লশ্রী বাইপাস এলাকা অতিক্রমকালে গোল্ডেন লাইন পরিবহন, ঢাকা মেট্রো-ব ১৮-৮৬৮৬) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহা সড়কের পাশের ধান ক্ষেতে পরে যায়।
দুর্ঘটনায় আগৈলঝাড়ার জয়রামপট্টি গ্রামের সবুজ কীর্তুনীয়া, আদম আলী দাড়িয়া, শামীমা খানম, লাবিব দাড়িয়া, মতিবিবি ও তানজিমুল ইসলামসহ নারী ও শিশু যাত্রীসহ অন্তত ১৫জন আহত হয়।
আহত যাত্রীরা আরও জানান, ঢাকা থেকে বুধবার রাত ১০টায় যাত্রী নিয়ে পয়সারহাটের উদ্যেশ্যে ছেড়ে আসে গোল্ডেন লাইন পরিবহন। গাড়ির চালক ফরিদপুরের রাজবাড়ি এলাকার ইদ্রিস মিয়া চলন্ত গাড়িতেই ঘুমের ঘোরে ঝিমুচ্ছিলেন। পথে পথে যাত্রীরা চালককে ডেকে তুলতেন।
চালকের ঝিমুনির কারনেই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরপরই চালক ও হেলাপার পালিয়ে যায়। স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গুরুতর আহত নয় জনেেক বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।
থানার পুলিশ এসআই শাহাবুদ্দিন ও এসআই নাসির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গোল্ডেন লাইনের আগৈলঝাড়া কাউন্টার মালিক লিটু তালুকদার জানান, আহত যাত্রীরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। দুর্ঘটনা কবলিত পরিবহনটি উদ্ধারের কাজ শুরু হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

বরিশালে পরামর্শপত্র ছাড়া ওষুধ বিক্রিতে বাড়ছে মৃত্যুঝুঁকি

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীতে গত কয়েকদিন ধরেই ভোক্তা অধিকার ও জেলা প্রশাসন বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টার, ফার্মেসী, রেস্তোরাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে। অভিযানে একাধিক প্রতিষ্ঠান মালিককে অর্থদন্ডও দেয়া হয়েছে। এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। তবে অভিযানেও থেমেই চিকিৎসকের পরামর্শপত্র (প্রেসক্রিপশন) ছাড়াই ওষুধ বিক্রি। নগরীর অধিকাংশ ফার্মেসিগুলোতে চিকিৎসকের পরামর্শপত্র ছাড়াই দেদারসে বিক্রি হচ্ছে জীবন রক্ষাকারী ওষুধ। এ তালিকায় সর্দি-জ্বর থেকে শুরু করে ঘুম, নেশা, কিডনি সুরক্ষার ওষুধ ছাড়াও রয়েছে বেশি মাত্রার অ্যান্টিবায়োটিক। তাছাড়া কোন কোন ফার্মেসী মালিক অর্ধশিক্ষিত লোক দিয়েও তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, পরামর্শপত্র ছাড়া ওষুধ বিক্রি সেবনকারীর মৃত্যুঝুঁকিই বাড়াচ্ছে না, এ কারণে হত্যা, অপহরণ, আত্মহত্যা ও মাদক গ্রহণের মতো ঘটনাও ঘটছে অহরহ। আর বিক্রেতারা বলছেন, চিকিৎসা ফি ও পরামর্শপত্রে চিকিৎসক নির্দেশিত শারীরিক পরীক্ষার খরচ থেকে বাঁচতেই পরামর্শপত্র ছাড়া ওষুধ কিনছেন অধিকাংশ রোগী। সরেজমিনে বরিশাল নগরীর জেলখানা মোড়, নাজিরেরপুল, মরকখোলা পুল, নতুন বাজার, হাসপাতাল রোড, সদর রোড, মেডিকেলের সামনে, রুপাতলী, নথুল¬াবাদসহ কয়েকটি স্থানের ফার্মেসিগুলোতে ঘুরে দেখা যায়, ওষুধ বিক্রি হচ্ছে পরামর্শপত্র ছাড়াই। আর পরামর্শপত্র ছাড়া এসব ওষুধের মধ্যে অন্যতম রয়েছে নানান রকম ঘুমের ওষুধ। যা দিয়ে উঠতি বয়সী ছেলেরা নেশা করে থাকে। অথচ চিকিৎসকের পরামর্শপত্র ছাড়া ফার্মেসিতে ওষুধ বিক্রিতে রয়েছে নিষেধাজ্ঞা। কারণ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে অ্যাজমা, ডায়াবেটিসসহ অন্যান্য গুরুতর রোগের রোগীদের ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। নাম পরিচয় গোপন রাখার শর্তে কয়েকজন বিক্রেতা (ফার্মেসীর) জানান, মূলত চিকিৎসা ফি ও পরামর্শপত্রে চিকিৎসক নির্দেশিত শারীরিক পরীক্ষার খরচ থেকে বাঁচতেই পরামর্শপত্র ছাড়া ওষুধ কিনছেন অধিকাংশ রোগী। ফার্মেসিগুলোতে যক্ষ্মা, ক্যানসার, উচ্চ রক্তচাপসহ জটিল সব রোগের ওষুধও বিক্রি হচ্ছে পরামর্শপত্র ছাড়াই। বিক্রেতারা অবশ্য এর দোষ চাপালেন ক্রেতার ঘাড়ে। তারা জানান, বেশির ভাগ ক্ষেত্রেই রোগী বা তার স্বজনরা ওষুধ কিনে থাকেন রোগের উপসর্গের বর্ণনা দিয়ে। সরেজমিন নগরীর কয়েকটি ফার্মেসিতে গিয়ে দেখা যায়, চিকিৎসকের পরামর্শপত্র ছাড়া জ্বরের জন্য ব্যবহৃত কয়েকটি অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি হচ্ছে নিয়মিত। এর মধ্যে রয়েছে সিফ্রোফ্লক্সাসিন ৫০০ এমজি ও অ্যামোস্কাসিলিন ৫০০ এমজি। এ ছাড়া ব্যথানাশক ওষুধ ডাইক্লোফেনাক ১০০ এমজি ওষুধটিও প্রায়ই বিক্রি হতে দেখা যায় পরামর্শপত্র ছাড়া। অথচ পরামর্শপত্র ছাড়া কোনো কিডনি রোগী যদি ডাইক্লোফেনাক ওষুধটি সেবন করেন, তবে তার শারীরিক অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে যথেষ্ট বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক। সময়ের আলোচিত হত্যাকান্ড পুলিশ দম্পতি মাহফুজুর রহমান ও স্বপ্না রহমানকে ছুরিকাঘাতে হত্যা করেন মেয়ে ঐশী রহমান। হত্যার আগে কফিতে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ দিয়ে অচেতন করা হয় বাবা-মাকে। পুলিশকে ঐশী জানান, ঘুমের ওষুধ সরবরাহে সাহায্য করেন তার বন্ধু। ওই ওষুধ কেনা হয়েছিল চিকিৎসকের পরামর্শপত্র ছাড়াই। এটি পরামর্শপত্র ছাড়া ওষুধ কেনার মাত্র একটি উদাহরণ। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধপ্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফার”ক জানিয়েছেন, পরামর্শপত্র ছাড়া ওষুধ বিক্রির জন্য আইনে বিধিনিষেধ না থাকার কারণেই ঐশী ঘুমের ওষুধের অপপ্রয়োগ করতে পেরেছেন। অবশ্যই এ ধরনের স্পর্শকাতর ওষুধ বিক্রির সময় ক্রেতার কাছে চিকিৎসকের দেওয়া পরামর্শপত্র থাকতে হবে। নতুন ওষুধনীতি প্রণয়ন কাজে জড়িত এক সদস্য জানান, নতুন নীতিতে বেশ কয়েকটি চিহ্নিত ওষুধ বিক্রির সময় পরামর্শপত্র থাকা বাধ্যতামূলক করা হয়নি। উদ্বেগের বিষয় এই যে, এর মধ্যে ঘুম ও নেশাজাতীয় ওষুধও রয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন, ঘুম ও নেশাজাতীয় ওষুধের অপব্যবহার আরও বেড়ে যাবে এতে। বাড়বে হত্যা, অপহরণ, মাদক গ্রহণের মতো ঘটনাও। এদিকে নগরীর বিভিন্ন ফার্মেসীতে গিয়ে দেখা যায়, কোন কোন ফার্মেসীতে ডাক্তারতো নেই-ই, নেই কোন ফার্মাসিষ্ট। নামমাত্র শিক্ষিত (অভিজ্ঞতা থাকায়) লোক দিয়ে ফার্মেসী চালাচ্ছেন। নগরীর বিভিন্ন অলিগলিতে গজে উঠেছে অসংখ্য ফার্মেসী। যাদের নেই কোন অনুমোদন। অথচ এরা দেদারছে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফলে সচেতন মহল মনে করছে, ওষুধ প্রশাসনের কড়া নজরদারী ব্যতীত এ সকল অবৈধ ফার্মেসীগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই তারা সংশি¬ষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।