বরিশালে জলবায়ুর সুরক্ষার দাবিতে শিশুদের পাশে জেলা প্রশাসক

মোঃ শাহাজাদা হীরা: শিশুদের সাথে র‍্যালিতে উপস্থিত থেকে জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এই আন্দোলনকে সমর্থন জানিয়ে একাত্মতা প্রকাশ করেন। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের নির্মম শিকার। গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক একটি শিশুদের আন্দোলন। শিশুদের ভবিষ্যতের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে অংশগ্রহন করেছেন বরিশালের অর্ধ শতাধিক শিশু ও তরুনরা। জলবায়ু পরিবর্তন জনিত সংকট মোকাবেলায় নিরাপদ ভবিষ্যৎ এবং প্যারিস চুক্তির বাস্তবায়নের দাবি নিয়ে ফ্রাইডে ফর ফিউচার বাংলাদেশ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস। বরিশাল সিটি কর্পোরেশন, ইউনিসেফ, প্ল্যান ইন্টার ন্যাশন্যাল, এ্যাকশন এইড, এম্পাওয়া ইয়ূথ ফর ওর্য়াক, সেইভ দ্যা চিলড্রেন বাংলাদেশ এর সহযোগিতায়। আজ ১৫ মার্চ শুক্রবার সকাল সাড়ে দশটায় বরিশালে বিবির পুকুর সংলগ্ন সোহেল চত্বর থেকে একটি কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় পরে সেখান সমাবেশ, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে পালন করেন কোমল মতি শিশুরা। র‌্যালি ও বিক্ষোভ সমাবেশে একাত্ততা প্রকাশ করে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। আরো উপস্থিত ছিলেন ইউনিসেফের বিভাগীয় প্রধান, এইচ এম তৌফিক আহমেদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরিশাল, রাসেল ইকবাল, প্ল্যান ইন্টারন্যাশনালের শিশু সুরক্ষা বিশেষজ্ঞ, রেজানুল হক, বরিশাল সাংস্কৃতিক সমন্বয় পরিষদ এর সভাপতি, কাজল ঘোষ, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের প্রধান সমন্বয়কারি, শাকিলা ইসলাম, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সম্বন্বয়কারি, সোহানুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী “গ্লোাবাল ক্লাইমেট স্ট্রাইক” বা “আন্তর্জাতিক জলবায়ু অবরোধের অংশ হিসেবে এক বিশাল বিক্ষোভের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *