চরহোগলা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ নিরোধে মুক্ত আলোচনা সভা

। উন্নত দেশ গঠনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কর্মসূচি হাতে নিয়েছে তা বাস্তবায়নের ক্ষেত্রে নারীদের ভূমিকা অপরিসীম। উন্নত দেশ গঠনে বাল্যবিবাহ উন্নয়নের ক্ষেত্রে একটি বাধা হতে পারে তাই বাল্যবিবাহ বন্ধে আমাদের সচেতন হতে হবে পাশাপাশি বাল্যবিবাহকে ‘না’ বলতে হবে। আজ ১৬ মার্চ শনিবার দুপুর ১২ টায় চরহোগলা মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে বাল্যবিবাহ নিরোধে করণীয় বিষয়ক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), বরিশাল শহিদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার, বরিশাল মোঃ আনোয়ার হোসেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি চরহোগলা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি, অধ্যাপক আমিনুল রহমান খান ঝান্ডা, মুক্তিযোদ্ধা, এনায়েত হোসেন চৌধুরীসহ বিভিন্ন অতিথিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *