বরিশালে পরামর্শপত্র ছাড়া ওষুধ বিক্রিতে বাড়ছে মৃত্যুঝুঁকি

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীতে গত কয়েকদিন ধরেই ভোক্তা অধিকার ও জেলা প্রশাসন বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টার, ফার্মেসী, রেস্তোরাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে। অভিযানে একাধিক প্রতিষ্ঠান মালিককে অর্থদন্ডও দেয়া হয়েছে। এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। তবে অভিযানেও থেমেই চিকিৎসকের পরামর্শপত্র (প্রেসক্রিপশন) ছাড়াই ওষুধ বিক্রি। নগরীর অধিকাংশ ফার্মেসিগুলোতে চিকিৎসকের পরামর্শপত্র ছাড়াই দেদারসে বিক্রি হচ্ছে জীবন রক্ষাকারী ওষুধ। এ তালিকায় সর্দি-জ্বর থেকে শুরু করে ঘুম, নেশা, কিডনি সুরক্ষার ওষুধ ছাড়াও রয়েছে বেশি মাত্রার অ্যান্টিবায়োটিক। তাছাড়া কোন কোন ফার্মেসী মালিক অর্ধশিক্ষিত লোক দিয়েও তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, পরামর্শপত্র ছাড়া ওষুধ বিক্রি সেবনকারীর মৃত্যুঝুঁকিই বাড়াচ্ছে না, এ কারণে হত্যা, অপহরণ, আত্মহত্যা ও মাদক গ্রহণের মতো ঘটনাও ঘটছে অহরহ। আর বিক্রেতারা বলছেন, চিকিৎসা ফি ও পরামর্শপত্রে চিকিৎসক নির্দেশিত শারীরিক পরীক্ষার খরচ থেকে বাঁচতেই পরামর্শপত্র ছাড়া ওষুধ কিনছেন অধিকাংশ রোগী। সরেজমিনে বরিশাল নগরীর জেলখানা মোড়, নাজিরেরপুল, মরকখোলা পুল, নতুন বাজার, হাসপাতাল রোড, সদর রোড, মেডিকেলের সামনে, রুপাতলী, নথুল¬াবাদসহ কয়েকটি স্থানের ফার্মেসিগুলোতে ঘুরে দেখা যায়, ওষুধ বিক্রি হচ্ছে পরামর্শপত্র ছাড়াই। আর পরামর্শপত্র ছাড়া এসব ওষুধের মধ্যে অন্যতম রয়েছে নানান রকম ঘুমের ওষুধ। যা দিয়ে উঠতি বয়সী ছেলেরা নেশা করে থাকে। অথচ চিকিৎসকের পরামর্শপত্র ছাড়া ফার্মেসিতে ওষুধ বিক্রিতে রয়েছে নিষেধাজ্ঞা। কারণ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে অ্যাজমা, ডায়াবেটিসসহ অন্যান্য গুরুতর রোগের রোগীদের ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। নাম পরিচয় গোপন রাখার শর্তে কয়েকজন বিক্রেতা (ফার্মেসীর) জানান, মূলত চিকিৎসা ফি ও পরামর্শপত্রে চিকিৎসক নির্দেশিত শারীরিক পরীক্ষার খরচ থেকে বাঁচতেই পরামর্শপত্র ছাড়া ওষুধ কিনছেন অধিকাংশ রোগী। ফার্মেসিগুলোতে যক্ষ্মা, ক্যানসার, উচ্চ রক্তচাপসহ জটিল সব রোগের ওষুধও বিক্রি হচ্ছে পরামর্শপত্র ছাড়াই। বিক্রেতারা অবশ্য এর দোষ চাপালেন ক্রেতার ঘাড়ে। তারা জানান, বেশির ভাগ ক্ষেত্রেই রোগী বা তার স্বজনরা ওষুধ কিনে থাকেন রোগের উপসর্গের বর্ণনা দিয়ে। সরেজমিন নগরীর কয়েকটি ফার্মেসিতে গিয়ে দেখা যায়, চিকিৎসকের পরামর্শপত্র ছাড়া জ্বরের জন্য ব্যবহৃত কয়েকটি অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি হচ্ছে নিয়মিত। এর মধ্যে রয়েছে সিফ্রোফ্লক্সাসিন ৫০০ এমজি ও অ্যামোস্কাসিলিন ৫০০ এমজি। এ ছাড়া ব্যথানাশক ওষুধ ডাইক্লোফেনাক ১০০ এমজি ওষুধটিও প্রায়ই বিক্রি হতে দেখা যায় পরামর্শপত্র ছাড়া। অথচ পরামর্শপত্র ছাড়া কোনো কিডনি রোগী যদি ডাইক্লোফেনাক ওষুধটি সেবন করেন, তবে তার শারীরিক অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে যথেষ্ট বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক। সময়ের আলোচিত হত্যাকান্ড পুলিশ দম্পতি মাহফুজুর রহমান ও স্বপ্না রহমানকে ছুরিকাঘাতে হত্যা করেন মেয়ে ঐশী রহমান। হত্যার আগে কফিতে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ দিয়ে অচেতন করা হয় বাবা-মাকে। পুলিশকে ঐশী জানান, ঘুমের ওষুধ সরবরাহে সাহায্য করেন তার বন্ধু। ওই ওষুধ কেনা হয়েছিল চিকিৎসকের পরামর্শপত্র ছাড়াই। এটি পরামর্শপত্র ছাড়া ওষুধ কেনার মাত্র একটি উদাহরণ। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধপ্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফার”ক জানিয়েছেন, পরামর্শপত্র ছাড়া ওষুধ বিক্রির জন্য আইনে বিধিনিষেধ না থাকার কারণেই ঐশী ঘুমের ওষুধের অপপ্রয়োগ করতে পেরেছেন। অবশ্যই এ ধরনের স্পর্শকাতর ওষুধ বিক্রির সময় ক্রেতার কাছে চিকিৎসকের দেওয়া পরামর্শপত্র থাকতে হবে। নতুন ওষুধনীতি প্রণয়ন কাজে জড়িত এক সদস্য জানান, নতুন নীতিতে বেশ কয়েকটি চিহ্নিত ওষুধ বিক্রির সময় পরামর্শপত্র থাকা বাধ্যতামূলক করা হয়নি। উদ্বেগের বিষয় এই যে, এর মধ্যে ঘুম ও নেশাজাতীয় ওষুধও রয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন, ঘুম ও নেশাজাতীয় ওষুধের অপব্যবহার আরও বেড়ে যাবে এতে। বাড়বে হত্যা, অপহরণ, মাদক গ্রহণের মতো ঘটনাও। এদিকে নগরীর বিভিন্ন ফার্মেসীতে গিয়ে দেখা যায়, কোন কোন ফার্মেসীতে ডাক্তারতো নেই-ই, নেই কোন ফার্মাসিষ্ট। নামমাত্র শিক্ষিত (অভিজ্ঞতা থাকায়) লোক দিয়ে ফার্মেসী চালাচ্ছেন। নগরীর বিভিন্ন অলিগলিতে গজে উঠেছে অসংখ্য ফার্মেসী। যাদের নেই কোন অনুমোদন। অথচ এরা দেদারছে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফলে সচেতন মহল মনে করছে, ওষুধ প্রশাসনের কড়া নজরদারী ব্যতীত এ সকল অবৈধ ফার্মেসীগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই তারা সংশি¬ষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *