বরিশালে ৬ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে ডিপ্লোমা ইন প্রাইমারী এডুকেশনের (ডিপিএড) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সাগরদী পিটিআই ক্যাম্পাসে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সহকারী শিক্ষক সমাজ কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম জাফর। পিটিআই ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মো. শহিদুল্লাহ, মো. মনিরুজ্জামান, স্বপন কুমার দাস ও হাসানাত ইব্রাহীম সহ অন্যান্যরা। বক্তারা প্রাথমিক বিদ্যালয়ের অভ্যন্তরে গ্রেড বৈষম্য দূর, প্রধান শিক্ষকের পরের ধাপেই বেতন নির্ধারন, সহকারী প্রধান শিক্ষক পদ বাতিল, শতভাগ পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ এবং ডিপিএড/সি-ইন-এড/বিএড প্রশিক্ষণপ্রাপ্ত সহ শিক্ষকদের উচ্চতর ধাপে বেতন নির্ধারণ এবং প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদ বিলুপ্ত করার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *