বরগুনায় শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার নিলেন আ’লীগ-বিএনপি’র মনোনীত প্রার্থী

ডেস্ক রিপোর্টঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা – ১ আসনের বাংলাদেশ আওয়ামীলীগ এবংবাংলাদেশজাতীয়তাবাদী দল-এর মনোনীত প্রার্থীরাশান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার নিলেন প্রায় ৩০০ যুব ভোটারদের উপস্থিতিতেবরগুনা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামেডেমোক্রেসিইন্টারন্যাশনাল আয়োজিত“শান্তিতে বিজয়” ক্যাম্পেইনের“শান্তির উৎসব” – এ।

আয়োজনে অংশ নেয় বরগুনাজেলার প্রধান দুইটি দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, যুব প্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিকগণসহ ভোটারদের একটি অংশ।একজাঁকজমকপূর্ণপরিবেশেতিন শতাধিক মানুষের অংশগ্রহণে ছিলশান্তি র‍্যালী, বিতর্ক প্রতিযোগীতা, কুইজ সেশন, ভিডিও প্রদর্শনী, শান্তির অঙ্গীকার পাঠ, শান্তির পক্ষে ভোট ওদেশাত্মবোধক গান।অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ -এর মনোনীত প্রার্থী এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবংবাংলাদেশজাতীয়তাবাদী দল-এর মনোনীত প্রার্থী মতিউর রহমান তালুকদার।অনুষ্ঠানে শুভেচ্ছা/স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসিইন্টারন্যাশনালের রিজিওনাল ম্যানেজার দিপু হাফিজুর রহমান এবং নাগরিক সমাজের পক্ষ থেকে সমাপনী বক্তব্য রাখেন হামিদা বেগম।

এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, আমি অবশ্যই চাইবো আমার দেশের জনগণ আওয়ামী লীগে ভোট দিক। তবে আওয়ামী লীগ এর তরফ থেকে প্রচার প্রচারণায় কোনো বাঁধা সৃষ্টি করা হবে না। আপনারাও চেষ্টা করবেন প্রচার প্রচারণায় কোথাও যেন কোনো বাঁধা সৃষ্টি না হয়। শান্তিপূর্ণ ভাবে আমরা দেশটাকে এগিয়ে নিতে চাই।এসময়ে তরুনদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদেরকে আদর্শ নাগরিক হিসেবে সকল অপশক্তির উপর ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।নির্বাচন সম্পর্কে উপস্থিত তরুণ ভোটারদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আশা করি নির্বাচন কমিশন তার এই ক্ষমতা কাজে লাগিয়ে শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দেবেন।

মতিউর রহমান তালুকদার তার বক্তব্যে বলেন, একটি সুপ্রতিষ্ঠিত গণতন্ত্রের মাধ্যমেই দেশে নিরপেক্ষ সুষ্ঠু সুন্দর নির্বাচন সম্ভব।উপস্থিত তরুণ ভোটারদের উদ্দেশ্যে তিনিবলেন, তোমরা দেখে শুনে যাকে সৎ ও যোগ্য প্রার্থী বলে মনে করবে তাকেই ভোট দেবে।নির্বাচন সম্পর্কে উপস্থিত তরুণ ভোটারদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার ক্ষেত্রে যদি প্রশাসনের অর্থনৈতিক কোনো হস্তক্ষেপ না থাকে, নির্বাচন কমিশনের যদি কোনো নীল নকশা না থাকে, ভোট কেন্দ্রে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারে তবেই দেশের মানুষের উন্নয়ন, শান্তি এবং তাদের মতামতের প্রতিফলন হবে।

 

বক্তব্য ও প্রশ্ন-উত্তর পর্ব শেষে দুই প্রার্থীই এক মঞ্চে শান্তিপূর্ণ নির্বাচনেরশপথ গ্রহণ করেন।সকল অংশগ্রহণকারীকে শপথ পাঠ করান প্রবীণ শিক্ষাবিদ প্রতাপ চন্দ্র বিশ্বাস।

 

 

তালতলীতে হাত পাখার প্রার্থীর গণসংযোগ

তালতলী প্রতিনিধি: বরগুনা তালতলীতে হাত পাখার  প্রার্থীর গনসংযোগ ও প্রশাসনের সাথে সাক্ষাত করেছেন বরগুনা ১আসনের চরমোনাই পীর মনোনীত প্রার্থী জনাব মাও: .মাহমুদুল হোসাইন ওলিউল্লাহ সহ
৫নং বড়বগীর ইউনিয়ন,৬নং নিশানবাড়ীয়া ইউনিয়ন ও ৭নং সোনাকাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে নেতা কর্মিরা গণসংযোগ করেন।
উক্ত  গণসংযোগে আরো উপস্তিত ছিলেন ইসলামী  আন্দোলনের সি.সহ.সভাপতি শাহ আলম তালুকদার,যুগ্ম সম্পাদক মো.জাকির,বরগুনা জেলা কমিটি ও সাবেক সভাপতি মাও.আফজাল হোসাইন,ইসলামী  আন্দোলন তালতলী  উপজেলা শাখা প্রমুখ।

পটুয়াখালী-৪: নৌকা প্রতীকের প্রার্থীর বিশেষ দোয়া-মোনাজাতে জনসমূদ্র

কলাপাড়া প্রতিনিধি: ১১৪ পটুয়াখালী ৪ (কলাপাড়া-রাঙ্গাবলী) আসনের মহাজোট প্রার্থী নৌকা প্রতীকের অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিবের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারের আগে মিলাদ ও বিশেষ দোয়া মোনাজাতে মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার বেলা ১১টায় কলাপাড়া পৌরশহরের হেলিপ্যাড মাঠে হাজার হাজার মানুষ এই দোয়া মোনাজাতে অংশ নেন। এসময় সমর্থকরা নৌকা প্রতীকের স্লোগান দেয়। দোয়া মোনাজাত পুর্ব আলোচনাসভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সুলতান মাহমুদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিব্বুর রহমানের বড় ভাই শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম (সিআইপি)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহাজোট প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মো. আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম রাকিবুল আহসান, জাতীয় পার্টি উপজেলা শাখার সভাপতি আলহাজ আমজাদ হোসেন হাওলাদার, আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক মঞ্জুরুল আলম প্রমুখ। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষার প্রতীক নৌকা এবং দেশের সঠিক নেতৃত্বের জন্য সবসময় দরকার, শেখ হাসিনার সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করা হয় বিশেষ দোয়া মোনাজাতে। নৌকার শক্ত মাঝি মহিব্বুর রহমান বলেন, ‘ আমরা পারিবারিকভাবে ১৯৭০ সালের প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। সেই থেকে আজ অবধি সারা বছর মানবসেবায় কাজ করে যাচ্ছি। নিজ উদ্যোগে কলেজ প্রতিষ্ঠা করে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য অবহেলিত মানুষকে শিক্ষার সুযোগ করে দিয়েছি। বিশেষ শিক্ষা বৃত্তির পাশাপাশি বিশেষ অনুদান দিয়ে যাচ্ছি। মানুষের সেবা করাই আমাদের পরিবারের ঐতিহ্য। এর ধারাবাহিকতায় আমরা রাজনীতি করছি। আমার চাওয়া-পাওয়ার কিছুই নেই। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন কাজে শুধু সহায়তা করতে চাই। এই দোয়া চান মহিব্বুর রহমান মহিব। বর্তমান সরকার প্রধানের উন্নয়ন মহসড়কের পরিধি বৃদ্ধি করতে তিনি উপস্থিত জনতার সহায়তা কামনা করেন। মুহুর্মুহু স্লোগানে এসময় গগনবিদারী আওয়াজ তোলেন হাজার হাজার নেতা-কর্মী। এক কথায় মানুষের ঢল নামে বিশেষ দোয়া-মোনাজাতে।

বরিশালে মনোনয়ন বঞ্ছিতদের ক্ষোভে জ্বলছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: মনোনয়ন নিয়ে ক্ষোভ ও অসন্তোষের কারণে বরিশালে বিএনপির জন্য অশুভ সংকেত দেখা দিয়েছে। মনোনয়ন বঞ্ছিতরা নয়া পল্টনে তালা ঝুলানোর পরেও কোন সুফল না পেয়ে এবার তৃণমূল পর্যায়ে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে কিংবা মাঠে না নামার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে বিএনপির নির্বাচন ব্যবস্থাপনার সংকট প্রকাশ্যে বের হয়ে এসেছে।
সূত্রমতে, বরিশালের যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তারা দলের দুর্দীনের সঙ্গী। বিগত ওয়ান ইলেভেন থেকে শুরু করে একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েও তারা দলের হাল ছাড়েননি। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে তারা আন্দোলনের মাঠে থেকে কারাবরন করেও জনবিচ্ছিন্নদের কাছে মনোনয়ন বঞ্ছিত হয়েছেন। তাদের স্থলে যারা মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে কেউ কেউ এখনও নির্বাচনী এলাকায় ঢুকতে পারেননি।
বরিশালে উল্লেখযোগ্য মনোনয়নবঞ্চিতদের মধ্যে রয়েছেন ওয়ান ইলেভেনের পরীক্ষিত নেতা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বরিশাল-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। তারস্থলে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে সংস্কারপন্থি নেতা জহির উদ্দিন স্বপনকে। বিএনপির একাধিক নেতৃবৃন্দরা জানান, বিগত এক যুগেরও অধিক সময় ধরে তিনি (স্বপন) দলীর নেতাকর্মীদের তোপের মুখে নিজ নির্বাচনী এলাকায় ঢুকতে পারছেন না। জনবিচ্ছিন্ন জহির উদ্দিন স্বপনকে দলীয় মনোনয়ন দেয়া হলেও অদ্যবর্ধি তিনি নির্বাচনী এলাকায় আসতে পারেননি। এজন্য নির্বাচনী এলাকার দলীয় নেতৃবৃন্দরা প্রার্থী পরিবর্তন করার দাবি তুলে দলের মহাসচিবের কাছে আবেদন করেও কোন সুফল পায়নি।
বরিশাল-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা উত্তর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মেজবা উদ্দিন ফরহাদ। শরিকদের মধ্যে আসন বন্টন করার ক্ষেত্রে দলের শক্তিশালী প্রার্থী মেজবা উদ্দিন ফরহাদকে বাদ দিয়ে ওই আসনে মনোনয়ন দেয়া হয়েছে নুরুর রহমান জাহাঙ্গীরকে। একইভাবে পটুয়াখালী-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ঢাবি ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। পরীক্ষিত এ নেতাকে বাদ দিয়ে তারস্থলে দলের মনোনয়ন দেয়া হয়েছে সদ্য বিএনপিতে যোগ দেয়া গোলাম মাওলা রনিকে। ঝালকাঠী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু। তাকে বাদ দিয়ে ওই আসনে মনোনয়ন দেয়া হয়েছে বিএনপি নেত্রী জেবা খানকে।
বিএনপির নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, যারা মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ হয়েছেন তারা জেল-জুলুম ভোগ করা ও সংকটে দলের জন্য ত্যাগ শিকার করার অভিজ্ঞতা সম্পন্ন। শরিকদের মধ্যে আসন বন্টন করার ক্ষেত্রেও দলের শক্তিশালী প্রার্থীদের কোরবানি করা হয়েছে। বিএনপির নির্দিষ্ট আসনের নিশ্চিত প্রার্থীকে বাদ দেয়া হয়েছে। সেখানে শরিক দলের ভুঁইফোড় ও সংস্কারপন্থি জনবিচ্ছিন্নদের মনোনয়ন দেয়ায় দলের তৃণমূলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। নির্বাচনের আগেই মনোনয়ন নিয়ে বিএনপিতে বিরাজমান ক্ষোভ ও অসন্তোষ দলের জন্য অশুভ সংকেত বহন করছে। অতি দ্রুত এসব ক্ষোভ ও অসন্তোষ দূর করা না হলে নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বরিশাল-২: ধানের শীষ ফুঁরফুঁরে, লাঙ্গল নিয়ে মহা টেনশনে নৌকা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ৩ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের পরও ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। তারা হলেন, আওয়ামী লীগের মো. শাহে আলম, বিএনপির সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, জাতীয় পার্টির চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা, স্বতন্ত্র (জাসদ-আম্বিয়া) মো. আনিছুজ্জামান, ওয়ার্কার্স পার্টির মো. জহুরুল ইসলাম টুলু, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নেছার উদ্দিন ও এনপিপির সাহেব আলী। জেলার উজিরপুর ও বানারীপাড়া উপজেলার ২টি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন। মোট ৩ লাখ দুই হাজার ৩শ তেত্রিশ ভোটের এক লাখ ৪৯ হাজার ৮৬ জন নারী। নতুন ভোটার রয়েছে ৪৩ হাজার ২৭৯ জন। তবে এ আসনে একক কোনো দলের আধিপত্য নেই বলে নব্বইয়ের পর ৬টি নির্বাচনে বিএনপি, আওয়ামী লীগ ছাড়া ওয়ার্কার্স পার্টি ও জেপির (মঞ্জু) প্রার্থীরাও বিজয়ী হয়েছেন। দেশের প্রথম নির্বাচনে এ আসন থেকে জেতে আওয়ামী লীগ। এরপর তা ফিরে পেতে লেগেছে ৩৬ বছর। মোট আওয়ামী লীগ ৩, ওয়ার্কার্স পার্টি ও বিএনপি জিতেছে দুই বার করে। তবে স্বাধীনতা পর এই আসনে সবচেয়ে বেশি ৪ বার সংসদ সদস্য পেয়েছে জাতীয় পার্টি। এ কারনে এবারও আসনটি দখলে নিতে মরিয়া জাতীয় পার্টির হেভিওয়েট প্রার্থী দলটির প্রেসিডিয়াম সদস্য ও চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা। তিনি এ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পাওয়ায় বেশ উজ্জীবিত হয়ে উঠেছেন জাতীয় পার্টির কর্মী-সমর্থকরা। এদিকে এ আসনের উজিরপুর উপজেলার ৪টি ইউনিয়নে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অধিবাসী বেশি হওয়ায় ওইসব এলাকায় যেমন আ’লীগের সমর্থন বেশি তেমনি পৌর এলাকাসহ বাকি ৫টি ইউনিয়নেও শক্ত অবস্থানে রয়েছে বিএনপি। একইসঙ্গে বিএনপির মনোনিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করবেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সরদার সরফুদ্দিন সান্টু। তিনি চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় এ আসনের তৃনমূলের কর্মী-সমর্থকদের মাঝে যেন পুন:রায় প্রান ফিরে এসেছে। ক্ষমতাসীন দলের প্রার্থীর সাথে লড়াই করতে এ আসনের বিএনপির কর্মী-সমর্থকরা তাদের দলীয় চূড়ান্ত প্রার্থীকে নিয়ে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকতে একাট্টা হচ্ছেন। এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী থাকার পরও মাঠে মহাজোটের শরিকদল জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মাসুদ পারভেজ সোহেল রানা থাকায় নির্বাচনী মাঠে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে বিএনপি। যার কারনে নির্বাচনী মাঠে ত্রিমুখী টানাহেচড়ায় পড়তে হবে আওয়ামী লীগের মনোনিত নৌকার প্রার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহে আলম তালুকদারকে। তিনি বানারীপাড়া উপজেলার সন্তান হওয়ায় আসনির অপর উপজেলা উজিরপুরে তেমন কোনো প্রভাব নেই তার। সেক্ষেত্রে বিএনপির প্রার্থী সরফুদ্দিন সান্টু এ উপজেলায় ভোটের মাঠে বেশ প্রভাব ফেলবেন বলে স্থানীয় শীর্ষ বিএনপি নেতাদের অভিমত। তবে আওয়ামী লীগের নেতারা বলছেন এ আসনটি বরাবরই নৌকার দূর্গ হিসেবে পরিচিত। যার কারনে আগামী ৩০ ডিসেম্বর ভোটের মাঠে বিএনপিসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের বিপুল ভোটে হারিয়ে নৌকার বিজয় নিশ্চিত হবেই।

ঝালকাঠির ২ আসনে মহাজোট বিভক্তি

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি জেলার ২টি আসনে মহাজোটের প্রধান দল আওয়ামীলীগ ও শরিক দল জাতীয়পার্টি প্রার্থীরা মাঠে অবস্থান করায় রাজনীতি সচেতন মহলে নানা আলোচনা-সমালোচনা চলছে। ঝালকাঠি-১ আসনে মহাজোটের হয়ে আওয়ামীলীগের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং ঝালকাঠি-১ আসনে আ’লীগের বর্তমান সংসদ সদস্য বজলুর হক হারুনের সাথে মাঠে আছেন মহাজেটের অন্যতম শরিক জাপা মনোনীত প্রার্থী এমএ কুদ্দুস খান।
খোজ নিয়ে জানা গেছে, জাতীয় পার্টির পক্ষ থেকে ১৩২ আসনে উম্মুক্ত ভাবে প্রার্থীতার অংশ হিসাবে এ দুটি আসনেই তিনি নির্বাচন করছেন। যে কারনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঝালকাঠি জেলার ২টি সংসদীয় আসনে রবিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন মনোনয়ন বহাল রাখে ও সোমবার তার দলীয় প্রতীক লাঙ্গল মার্কা গ্রহন করে এমএ কুদ্দুস খান নির্বাচনী প্রচারনা শুরু করে।
এ বিষয় এমএ কুদ্দুস খান সাংবাদিকদের জানান, মহাজোটের শরিক দল হিসাবে জাতীয় পার্টিকে জোটগত ভাবে ২৯টি আসন পেলেও আরো ১৩২টি আসনে তারা উন্মুক্ত ভাবে প্রতিদ্বন্দিতা করবে। আমি দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এমএ কুদ্দুস খান ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) ও ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে চূড়ান্ত প্রতিদ্বন্দিতার মাঠে নেমেছেন।
এ বিষয়ে স্থানীয় রাজনীতি সচেতন মহল মনে করে, সর্বশেষ ৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি জেলার দুটি আসনে জাতীয় পার্টির জয়লাব করেছিল। সর্বশেষ ২০০৮ সাল থেকে মহাজোটের শরিক হিসাবে জাতীয় পার্টির দলীয় কার্যক্রম সচল থাকায় জেলায় জাতীয় পার্টির বেশ কিছু ভোটার রয়েছে। যে কারনে মহাজোটের দুই শরিকদল নির্বাচনী মাঠে থাকলে নিশ্চিত ভাবে তারা আওয়ামীলীগের ভোটে ভাগ বসাবে।

পটুয়াখালী-২: নৌকার প্রার্থী আ.স.ম ফিরোজ’র গণসংযোগ

এম.এ হান্নান,বাউফল: ১১২পটুয়াখালী-২ বাউফল সংসদীয় আসনের বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব আ.স.ম ফিরোজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন।
সোমবার (১০ডিসেম্বর) বিকাল ৩টার দিকে বাউফল উপজেলার কালাইয়া বন্দরে গণসংযোগ করেন।
 তিনি বন্দরের বিভিন্ন ব্যবসায়ী ও উপস্থিত জনগণের কাছে দোয়া ও ভোট চায়।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মোশারেফ হোসেন খাঁন, বাউফল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সহপ্ররচার সম্পাদক কবিরুজ্জামান, বাউফল উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান এনামুল হক আলকাছ মোল্লাসহ উপজেলা ও কালাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে বেলা ১১টার দিকে বাউফল পৌর শহরে আ.স.ম ফিরোজ গণসংযোগ করেন।

জনপ্রিয়তায় ভীত হয়ে আ’লীগ বাসা ভাংচুর করেছে- নাজিম উদ্দীন আলম

এম ইউ মাহিম চৌধুরী, চরফ্যাশন হতে ফিরে: জনপ্রিয়তায় ভীত হয়ে  বাসা ভাংচুর করা হয় বলে মন্তব্য করেছেন ভোলা-৪(চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সাংসদ ও ডাকসু এজিএস ৯০ এর গনঅভ্যুথানের মহানায়ক মৃত্যুঞ্জয়ী জননেতা আলহাজ্ব নাজিম উদ্দীন আলম। রবিবার তার শরীফপাড়াস্থ বাসভবনে হামলা করে দরজা,জানালা,খাট,চেয়ার, ড্রেসিং টেবিল, সোফাসেট,টেলিভিশন,টয়লেট সহ বাসার যাবতীয় মুল্যবান আসবাবপত্র ভাংচুর করে তছনছ করে। সোমবার সকাল ১১ টায় তার বাসভবনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি বলেন,সারা দেশে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে ধানের শীষের গনজোয়ার সৃস্টি হয়েছে। বন্দী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ও জনগনের ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষেই বিএনপি নির্বাচনে অংশগ্রহন করছে।আমি বিএনপির মনোনয়ন দাখিলের উদ্দেশ্য চরফ্যাশনে আসলে হাজার হাজার জনতা আমাকে বরন করে নেন। আমার জনপ্রিয়তায় আ’লীগ ইর্ষান্বিত হয়েই উপজেলার বিভিন্ন ইউনিয়নে আমার নেতা কর্মীদের হামলা করে নির্যাতন করছে। তারই ধারাবাহিকতায় আমার বাসায় আ’লীগ নেতা কর্মীরা ভাংচুর করে লুটপাট করেছে।আ’লীগ জনগনকে ভীত ও আতংকিত করার উদ্দেশ্যই আমার বাসায় বার বার তারা হামলা করে ভাংচুর করছে।

এসময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, অধ্যক্ষ মাকসুদুর রহমান,সাধারন সম্পাদক আলমগীর মালতিয়া,পৌর যুবদল সভাপতি সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম রাসেল, যুগ্ন সম্পাদক কাইয়ুম শিকদার, ছাত্রদল নেতা শেখ নোমান, ফজলে রাব্বী, চরফ্যাশন কলেজ ছাত্রদল নেতা আকতার,মৎসজিবী দল সভাপতি সোহাগ খাঁন,সাইবার দল সভাপতি জোবায়ের হাসান সুমন মাদ্রাজী সহ উপজেলা, পৌর, ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।

বরিশাল জেলায় ১১ জনের ম‌নোনয়ন প্রত্যাহা‌র

মোঃ শাহাজাদা হিরা: আজ ৯ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে ম‌নোনয়ন প্রত্যাহা‌রের শেষ দি‌নে বরিশালের ৬ টি আসনের ১১ জন প্রার্থী ম‌নোনয়ন প্রত্যাহার ক‌রে নি‌য়ে‌ছেন। ব‌রিশাল রিটা‌র্নিং অ‌ফিসা‌রের কার্যাল‌য় থেকে মোঃ মোজাম্মেল হক চৌধুরী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট সূ‌ত্রে জানা গে‌ছে, ব‌রিশাল ১ আসন থে‌কে বিএনপি প্রার্থী আব্দুস সোবাহান, ব‌রিশাল ২ আস‌নে বিএন‌পির প্রার্থী শ‌হিদুল হক জামাল, আওয়ামী লী‌গের বি‌দ্রোহী প্রার্থী রু‌বিনা আক্তার, ফাইয়াজুল হক রাজু, ক্যা‌প্টেন মোয়া‌জ্জেম হোসেন, ব‌রিশাল ৩ আস‌নে বিএন‌পির প্রার্থী সে‌লিমা রহমান, ব‌রিশাল ৪ আস‌নে বিএন‌পির প্রার্থী মেজবাহ উ‌দ্দিন ফরহাদ, ব‌রিশাল ৫ আস‌নে বিএন‌পির প্রার্থী এবায়দুল হক চান, ব‌রিশাল ৬ আস‌নে বিএন‌পির প্রার্থী অধ্যক্ষ আব্দুর র‌শিদ খান, গন‌ফোরা‌মের প্রার্থী হিরন কুমার দাস ও ফোরকান আলম খান তা‌দের ম‌নোনয়ন পত্র প্রত্যাহার ক‌রে নি‌য়ে‌ছেন। এদের মধ্যে আওয়ামী লী‌গের তিন বি‌দ্রোহী প্রার্থী তা‌দের ম‌নোনয়ন প্রত্যাহার ক‌রে‌ছে ।

৫২ জন প্রার্থী ম‌নোনয়ন পত্র দা‌খিল ক‌রেছি‌লেন। কিন্তু ম‌নোনয়ন যাচাই বাছাই‌য়ে বাদ প‌ড়ে ৯ জন প্রার্থী। কিন্তু এ‌দের ম‌ধ্যে ৬ জন ‌আপিল ক‌রে টি‌কে যান। এরপর ১১জন প্রার্থী ম‌নোনয়ন প্রত্যাহার ক‌রেন। সর্ব‌শেষ ৩৮ জন প্রার্থী ব‌রিশা‌লের ৬টি সংসদীয় আস‌নে বি‌ভিন্ন দল থে‌কে প্র‌তিদ্ব‌ন্দিতা কর‌বেন।

ব‌রিশাল-১ আস‌নে আওয়ামী লী‌গের প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ, বিএন‌পির প্রার্থী জ‌হির উ‌দ্দিন স্বপন ।

ব‌রিশাল-২ আস‌নে আওয়ামী লী‌গের শা‌হে আলম, জাতীয় পা‌র্টির মাসুদ পার‌ভেজ সোহেল রানা, বিএন‌পির সরফু‌দ্দিন আহ‌ম্মেদ সান্টু

ব‌রিশাল-৩ আস‌নে জাতীয় পা‌র্টির প্রার্থী গোলাম কিব‌রিয়া টিপু, ওয়ার্কার্স পা‌র্টির শেখ টিপু সুলতান, বিএন‌পির জয়নুল আবেদীন।

ব‌রিশাল-৪ আস‌নে আওয়ামী লী‌গের পঙ্কজ নাথ, বিএন‌পির কেএম নুরুর রহমান ।

ব‌রিশাল-৫ আস‌নে বিএন‌পির ম‌জিবর রহমান স‌রোয়ার, আওয়ামী লী‌গের জা‌হিদ ফারুখ শামীম ।

ব‌রিশাল-৬ আস‌নে জাতীয় পা‌র্টির নাস‌রিন জাহান রত্না আমিন, বিএন‌পির আবুল হোসেন খান সহ ৩৮ প্রার্থী বরিশাল জেলার ৬টি আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঝালকাঠি নলছিটি দুই আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী জীবা আমিনা খান

আরিফ সরদারঃ আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে ঝালকাঠি- ২   আসন  থেকে    দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন বিএনপির ৮নেতা, সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু, সহসভাপতি মিঞা আহমেদ কিবরিয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, জেলা যুবদল সভাপতি জি এম সবুর কামরুল ও কেন্দ্রীয় বাস্তুহারা দলের সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম বাদল। ইসরাত সুলতানা ইলেন ভূট্টোর পক্ষে স্থানীয় কয়েকজন নেতাকর্মী এবং মাহাবুবুল হক নান্নু কারাগারে থাকায় তাঁর পক্ষে স্ত্রী মনোনয়ন ফরম ক্রয় করেন। এছাড়া অন্যরা নিজে উপস্থিত থেকে দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম ক্রয় করেন।বিএনপি মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। গত ২৮ নভেম্বর  বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকতা ও সহকারী রিটার্নিং কর্মকতা আশ্রাফুল ইসলামের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন ইসরাত সুলতানা ইলেন ভূট্টোর সহকর্মীরা।এদিকে ৭ই ডিসেম্বর বিএনপির চূড়ান্ত ভাবে প্রার্থী ঘোষনা করা হয়।ঝালকাঠি নলছিটি -২ আসনে চূড়ান্ত প্রার্থী হিসাবে জীবা আমিনা খান নির্বাচিত হয়।