পটুয়াখালী-৪: নৌকা প্রতীকের প্রার্থীর বিশেষ দোয়া-মোনাজাতে জনসমূদ্র

কলাপাড়া প্রতিনিধি: ১১৪ পটুয়াখালী ৪ (কলাপাড়া-রাঙ্গাবলী) আসনের মহাজোট প্রার্থী নৌকা প্রতীকের অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিবের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারের আগে মিলাদ ও বিশেষ দোয়া মোনাজাতে মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার বেলা ১১টায় কলাপাড়া পৌরশহরের হেলিপ্যাড মাঠে হাজার হাজার মানুষ এই দোয়া মোনাজাতে অংশ নেন। এসময় সমর্থকরা নৌকা প্রতীকের স্লোগান দেয়। দোয়া মোনাজাত পুর্ব আলোচনাসভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সুলতান মাহমুদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিব্বুর রহমানের বড় ভাই শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম (সিআইপি)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহাজোট প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মো. আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম রাকিবুল আহসান, জাতীয় পার্টি উপজেলা শাখার সভাপতি আলহাজ আমজাদ হোসেন হাওলাদার, আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক মঞ্জুরুল আলম প্রমুখ। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষার প্রতীক নৌকা এবং দেশের সঠিক নেতৃত্বের জন্য সবসময় দরকার, শেখ হাসিনার সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করা হয় বিশেষ দোয়া মোনাজাতে। নৌকার শক্ত মাঝি মহিব্বুর রহমান বলেন, ‘ আমরা পারিবারিকভাবে ১৯৭০ সালের প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। সেই থেকে আজ অবধি সারা বছর মানবসেবায় কাজ করে যাচ্ছি। নিজ উদ্যোগে কলেজ প্রতিষ্ঠা করে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য অবহেলিত মানুষকে শিক্ষার সুযোগ করে দিয়েছি। বিশেষ শিক্ষা বৃত্তির পাশাপাশি বিশেষ অনুদান দিয়ে যাচ্ছি। মানুষের সেবা করাই আমাদের পরিবারের ঐতিহ্য। এর ধারাবাহিকতায় আমরা রাজনীতি করছি। আমার চাওয়া-পাওয়ার কিছুই নেই। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন কাজে শুধু সহায়তা করতে চাই। এই দোয়া চান মহিব্বুর রহমান মহিব। বর্তমান সরকার প্রধানের উন্নয়ন মহসড়কের পরিধি বৃদ্ধি করতে তিনি উপস্থিত জনতার সহায়তা কামনা করেন। মুহুর্মুহু স্লোগানে এসময় গগনবিদারী আওয়াজ তোলেন হাজার হাজার নেতা-কর্মী। এক কথায় মানুষের ঢল নামে বিশেষ দোয়া-মোনাজাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *