এমপি আমির হোসেন আমু মহোদয় এর পক্ষে সেচ্ছাসেবক লীগের ২য় দফায় পিপিই বিতরণ

বিশ্ব মহামারী সৃষ্টিকারী করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধের এই দুর্যোগ মূর্হুতে ঝালকাঠি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সকল নেতৃবৃন্দ, টেলিভিশন সাংবাদিক সমিতি ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে পিপিই ও নিরাপত্তা সামগ্রী বিতরণ করলেন জননেতা আলহ্বাজ আমির হোসেন আমু এর পক্ষে স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ইজাজ তালুকদার।

তিনি জানান যে, করোনাকালের এই মুর্হুতে আওয়ামী নেতৃবৃন্দরা বিভিন্ন ভাবে তৃনমুল পর্যায়ে কাজ করে যাচ্ছেন। তাদের এই সময়ে নিজস্ব সেফটির দরকার আছে। সেই ভাবনা মাথায় রেখেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক আলহাজ্ব খান সাইফুল্লাহ পনির ঝালকাঠি জেলা আওয়ামীলীগ, বিশেষ অতিথি হিসেবে নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ঝালকাঠিতে ঢাকা ফেরত একজনের করোনা শনাক্ত, ১০ বাড়ি লকডাউন

ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে ঢাকা থেকে আসা এক ব্যক্তির (৫১) করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিভিল সার্জন কার্যালয়ে নমুনা সংগ্রহের পাঠানো রিপোর্টে তাঁর করোনা পজিটিভ আসে। এ নিয়ে জেলায় ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।

এ ঘটনায় করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে। করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে তাঁর বাড়িতে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ঝালকাঠিতে আতঙ্ক বিরাজ করছে।

জেলা সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান, গত ৩ মে ঢাকা থেকে পালিয়ে গ্রামের বাড়িতে আসে ওই ব্যক্তি। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের লোকজন তাঁর নমুনা সংগ্রহ করে। পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়। তাঁকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

ঝালকাঠিতে ৩য় দফায় অ্যাডভোকোট রিজভীর খাদ্য সামগ্রী বিতরন

নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনা ভাইরাস কোভিড-১৯ পরিস্থিতিতে মধ্যবিত্ত শ্রমজীবী কর্মহীন অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক,কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস. এম. রুহুল আমীন রিজভী।

তার ব্যাক্তিগত তহবিল থেকে ৩য় দফায় খাদ্য সামগ্রী বিতরন করেন । ১ম দফায় জেলার শতাধিক ২য় দফায় পঁয়তাল্লিশ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেন

বুধবার (৬ মে ) আরও বত্রিশ পরিবার সহ মোটমাট ১৭৭ পরিবারের মাঝে বাড়িতে বাড়িতে গিয়ে পুরো একমাসের খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । খাদ্যদ্রব্যে চাল পঁচিশ কেজি, মুশুড়ি ডাল দুই কেজি,আলু পাঁচ কেজি,পিঁয়াজ পাঁচ কেজি, তেল দুই লিটার, চিনি তিন কেজি, চিঁড়া এক কেজি, মুড়ি এক কেজি,লবন এক কেজি, মুরগী দুইটি, মাছ একটি,ডিম দুই ডজন, মিষ্টি কুমাড় একটি,লাউ একটি বিতরণ করা হয়।

অ্যাডভোকেট এস. এম. রুহুল আমীন রিজভী বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক শিল্প ও খাদ্য মন্ত্রী আমির হোসেন আমু এমপির পক্ষ থেকে আমার সামর্থ্য অনুযায়ী এসব পরিবারের পাশে দাঁড়িয়েছি।পুরো এক মাসের খাদ্য সামগ্রী পেয়ে পরিবার গুলো স্বস্তি প্রকাশ করে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

করোনা জয় করল একই পরিবারের তিনজন

আরিফুর রহমান আরিফ:ঝালকাঠিতে প্রথম করোনা সনাক্ত হওয়া এক পরিবারের তিনজনই সুস্থ হয়েছেন। আক্রান্ত হবার পরে চিকিৎসায় সুস্থ হন। এর পরে পরপর দুই বার পরিক্ষায় তাদের রির্পোট নেগেটিভ আসে। বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালদার। সুস্থ হওয়া ব্যাক্তিরা হলেন, ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের বিন্নাপাড়া গ্রামের নাছির হাওলাদার ( ২৮), তার স্ত্রী সুমা আক্তার ( ২৩) ও তাদের ৬ মাসের শিশু পুত্র মো. সাজিদ । খোজ নিয়ে জানাগেছে, এই পুরো পরিবার নারায়নগঞ্জে বসবাস করতেন। এর মধ্যে নাছির উদ্দিন দোকানে দোকানে বিভিন্ন মালামল সরবারহ করতেন। ৮ এপ্রিল এরা নারায়নগঞ্জ থেকে গ্রামের বাড়িতে আসেন। এর পরে এদের জ্বর সর্দি দেখা দিলে করোনা পরিক্ষা করা হলে পজেটিভ আসে। শুরুতে করোনায় আক্রান্ত হওয়ার খবর পেয়ে আতঙ্কিত হয়ে পরে পুরো পরিবার ও এর আস পাসের লোকজন। এসময় ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালদারের নির্দেশনা অনুযায়ে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক এর তত্তাবধয়নে হোম আইসোলেশনে থেকেই চিকিৎসা শুরু হয় এদের। স্বাস্থ্য সহকারি মো. জুবায়ের হোসেন নিয়মিত এদের সাথে যোগাযোগ রাখতেন। এরা জ্বর ও কাশির ওষুধ খেতেন নিয়মিত। এছাড়া লেবু, আদা, এলাচি, দারুচিনি গরম পানির সাথে মিসেয়ে ভালো ভাবে ফুটিয়ে ভাব নিতেন এবং পান করতেন। এর বাহিরে নিয়মিত ব্যায়ামকরাসহ অন্যান্যা নিয়ন কানুন মেনে চলায় এক মাসের মধ্যেই করোনাকে জয় করতে স্বক্ষম হয়েছে পুরো পরিবার। অসুস্থ্য থাকা কালিন সময়ে পুরো পরিবার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় জন প্রতিনিধিদের কাছ থেকে পর্যাপ্ত সহযোগীতা পেয়েছে। করোনাকে জয় করা নাছির হাওলাদার বলেন,‘ প্রথম যেদিন শুনেছি আমার পুরো পরিবার করোনায় আক্রান্ত তখন একদম ভেঙ্গে পরেছিলাম। গরীবের সংসার কিভাবে চিকিৎসা নিব, কি খাব। কিন্তু জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জন প্রতিনিধিরা সহযোগীতায় এগিয়ে এসেছেন। তারা আমাদের চিকিৎসা ও খাদ্য সাহায্যসহ সব ধরনের সহযোগীতা করেছেন। যা জন্য আমরা দ্রæত সুস্থ হতে পেরেছি। আমাদের সহযোগীতায় যারা এগিয়ে এসেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারি মো. জুবায়ের হোসেন বলেন,‘ আমি প্রতিনিয়ত এই পরিবারের খোঁজ খবর নিতাম। এরা নিয়ম মেনে চিকিৎসা নিচ্ছে কিনা সে বিষয়ে খেয়াল রাখতাম। সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক বলেন,‘ আমাদের পক্ষ থেকে সব সময় চেষ্ঠা ছিল কিভাবে এদের সুস্থ করে তোলা যায়। যখন সে ওষুধ দরকার হত আমরা তা দিয়ে দিতাম। আর তাদের মনোবল সব সময় চাঙ্গা রাখতাম। নিয়ম মেনে চিকিৎসা নেয়া এরা করোনাকে জয় করতে স্বক্ষম হয়েছে। সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালদার ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রিফাত আহম্মেদের নির্দেশ অনুজানে আমরা কাজ করেছি। ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালদার বলেন,‘ করোনার হাত থেকে বাঁচতে হলে এই মুহুর্তে সবার ঘরে থাকতে হবে। আর জরুরী প্রযোজনে বের হলে মাক্স ও গ্লোভস পরতে হবে এছাড়া অন্যান্য স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

রাজাপুরে বিনামূল্যে সোনবাহিনীর স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ

ঝালকাঠির রাজাপুরে দিনব্যাপি সোনবাহিনীর চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজাপুর সরকারি কলেজ মাঠে ৭ পদাতিক ডিবিশনের সৌজন্যে এবং বরিশালের সিএমএইচ’র পরিচালনায় ও ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। করোনা ভাইরাস পরিস্থিেিত সঠিকভাবে চিকিৎসা সেবা বঞ্চিত শতাধিক মানুষ সোনাবাহিনীর এ চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে বেশ খুশি।

ক্যাম্পের প্রবেশ মুখের জীবানুনাশক বুথের মাধ্যমে পুরো শরীর জীবানুমক্ত করার পর সাবান দিয়ে হাত ধুয়ে সামাজিক দুরত্ব নিশ্চিত করে সারিবন্ধ হয়ে বসে একের পর একজনকে সিরিয়ালে নিয়ে তাদের নানা সমস্যার কথা শুনে পরামর্শ, চিকিৎসা ও ঔধষ দেয়া হয়। চিকিৎসা সেবা নেতৃত্ব দানকারী মেজর ডা. শারমিন হক জানান, বিভিন্ন রোগের প্রাথমিক ও ঔষধ দেয়া হচ্ছে এবং বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে।

সেনাবাহিনীর ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক (পিএমসি) লে. কর্নেল মোঃ সারওয়ার ই আলম জানান, করোনা সংকটের কারনে সাধারণ মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে না, এ কারনে এ চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন রোগের প্রাথমিক ও ঔষধ দেয়া হচ্ছে। এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

নলছিটিতে ভোট না দেয়া ব্যাক্তিদের সরকারী ত্রান দিচ্ছেন না কাউন্সিলর প্রিন্স

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির নলছিটি পৌরএলাকার বৈচন্ডীতে ২/১ জন ছাড়া সরকারী সহায়তা পাচ্ছেননা কেউ। কারণ পর পর দু’নির্বাচনে এই এলাকা থেকে ভোট পাননি কাউন্সিলর লুৎফুর কবির প্রিন্স। এমনটাই অভিযোগ করেছেন এলাকাবাসী। বৈচন্ডী এবং নাঙ্গুলী এই দুটি এলাকা নিয়ে পৌরসভার ২ নং ওর্য়াড। কিন্তু লুৎফুর কবির প্রিন্স শুধুমাত্র নাঙ্গুলী এলাকার ভোটারদের ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বিধায় এখাকার মানুষদের নাগরিক সুবিধা থেকে বিগত দিনেও বঞ্চিত করে আসছে তিনি। নলছিটি পৌর এলাকার অবহেলিত বৈচন্ডীর খেটে খাওয়া মানুষেরা বলেন, করোনা ভাইরাসের সংক্রামন এড়াতে সরকারের নির্দেশনা অনুযায়ী বন্ধ রয়েছে দোকানপাঠ এবং যান চলাচল। আর তাই পরিবার পরিজন নিয়ে ঘরে বসে বেকার দিন কাটাতে হিমসিম খেতে হচ্ছে তাদের। কিন্তু এ এলাকা থেকে নলছিটি পৌরসভার গত দুই নির্বাচনে প্রিন্স সাহেব তার প্রত্যাশা অনুযায়ী ভোট না পাওয়ায় আমাদের ঘরে সরকারের দেয়া ডাল, চাল টকুও দেননি। এখন ঘরের চাউলটকুুও শেষে হতে চলেছে। এলাকাবাসীর এমন অভিযোগের কথা জানতে পেরে, মেয়র তছলিম উদ্দিন চৌধূরীকে জিজ্ঞাসা করা হলে তিনি এ প্রতিবেদককে পরিস্কার বলেদেন, সকল ওয়ার্ডের কাউন্সিলরদের স্ব স্ব বরাদ্দ বুঝিয়ে দেয়া হয়েছে তারা নিজেরাই বিতরণ করেছে। সরজমিনে গিয়ে এই ওয়ার্ডে দেখা গেছে ভিন্ন চিত্র অন্যান্য বারের মতো এবারও পৌরসভার বরাদ্ধকৃত চাল সবই নাঙ্গুলীর নানা মহল্লায় বিতরণ করা হয়েছে। কারন একটাই সেখানকার ভোট সেন্টারের ভোটে তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তবে বৈচন্ডী এলাকার ভোট কেন্দ্রে তার যে ক’জন একনিষ্ট কর্মী ছিলো তাদেরকে সরকারী এ সহায়তা পাইয়ে দেয়া হয়েছে। এবিষয়ে ২নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর কবির প্রিন্স এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার নির্বাচিত এলাকার ৭০ ভাগ খানা নাঙ্গুলীতে আর ৩০ ভাগ বৈচন্ডীতে সেকারনেই শতকরা হিসেব অনুযায়ী নাঙ্গুলীতেই সহায়তা বেশি দেয়া হয়েছে। প্রিন্স আরো বলেন, আমার ২ নং ওয়ার্ডে ৫শর বেশি চাহিদা রয়েছে কিন্তু আমি বরাদ্দ পেয়েছি ১৩০ জনের। এই কাউন্সিলর তার ব্যবহৃত মোবাইলল ফোন বন্ধ রেখে বরিশালে অবস্থান করেন এবং তার এক সহচর রহিমকে দিয়ে অনিয়ম করে ত্রান কার্যক্রম চালাচ্ছে এমন অবিযোগ থাকলেও কাউন্সিলর প্রিন্স তা অস্বিকার করেন।

ঝালকাঠিতে ত্রান সামগ্রী নিয়ে ১২শ পরিবারের পাশে আনসার

ঝালকাঠি প্রতিনিধি ॥ কভিড ১৯ নভেল করোনা থমকে দিয়েছে বাংলাদেশসহ গোটা বিশ্ব। মহামারীর এই পরিস্থিতিতে দিন দিন অচলাবস্থা বৃদ্ধি পাচ্ছে নিম্ম আয়ের মানুষের। বেকার অবস্থায় সরকার ও ব্যক্তি উদ্যোগে ত্রান পাবার আশায় পথ চেয়ে থাকতে হচ্ছে দৈনিক খেটে খাওয়া মানুষদের। আর এ দুর্যোগ মেকাবেলায় অসহায়দের পাশে দাঁড়ালো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বুধবার সকালে ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট এর কার্যালয় প্রাঙ্গনে শারীরিক দুরত্ব বজায় রেখে সদর উপজেলার আনসার ও ভিডিপি’র ৩শ সদস্যদেরকে এ খাদ্য সহায়তা দেয়া হয়। প্রত্যেককে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ, ১ লিটার তেল, ১টি সাবান তুলে দেয়া হয়। এছাড়া প্রত্যেককে ১টি করে মাক্স দেয়া হয়। জেলার ৪টি উপজেলায় ৩শ জন করে মোট ১২শ সেচ্ছাসেবী সদস্যকে এ খাদ্য সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খাদ্য সামগ্রী বিতরনকালে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র ঝালকাঠি কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহম্মেদ, সহকারী জেলা কমান্ড্যান্ট মো. জাহিদুল ইসলাম, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাহিনীটির ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহম্মেদ বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা পরিচালকের নির্দেশনা মোতাবেক সারা দেশে আনসার ও ভিডিপি’র ৬১ লক্ষ স্বেচ্ছাসেবী সদস্যদেরকে ত্রান বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে ঝালকাঠির ৪ টি উপজেলার ১২শ স্বেচ্ছাসেবী সদস্যকে খাদ্য সহায়তা বিতরন করা হচ্ছে।

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে জীবানুনাশক বুথ স্থাপন

রাজাপুর প্রতিনিধি:
ঝালাকঠির রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যক্তি উদ্যোগে জীবানুনাশক বুথ স্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে মূল ভবনের প্রবেশ ফটকে করোনা পরিস্থিতির এ সময়ে সংক্রিয় পদ্ধতির এ বুথটি উপজেলার নিজ গালুয়া গ্রামের মাস্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে কুমিল্লার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের অর্থায়নে স্থাপন করা হয়েছে।

এসময় ইউএনও সোহাগ হাওলাদার, টিএইচও আবুল খায়ের রাসেল ও মাস্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি সাবেক ওসি মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মাস্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি সাবেক ওসি মনোয়ার হোসেন জানান, যেহেতু স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও অসুস্থ্য ব্যক্তি বেশি আসে তাই, তাদের সুরক্ষার কথা চিন্তা করে জীবানুনাশক বুথটি হাসপাতালে স্থাপন করা হয়েছে।

টিএইচও আবুল খায়ের রাসেল জানান, ব্যক্তির শরীরের জিবানুমুক্ত করতে এ বুথ স্থাপনের উদ্যোগটি খুবই প্রসংশনীয়। ইউএনও সোহাগ হাওলাদার জানান, ব্যক্তি উদ্যোগে এটাই প্রথম জীবানুনাশক বুথ স্থাপন করা হলো। এভাবে ব্যক্তিগতভাবে অন্য কেহ যদি এগিয়ে আসে তাহলে পর্যায়ক্রমে জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্থাপন করা হবে যাতে করে শরীরের সকল স্থান জীবানুুমুক্ত হবে।

রাজাপুরে খালে বিষ প্রয়োগ চক্রের ২ ব্যক্তিকে এক বছরের সাজা

রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে মঠবাড়ি ইউনিয়নের পুখরিজানা মানকি খালে বিষ প্রয়োগের প্রস্তুতিকালে আটক খালে বিষ প্রয়োগ চক্রের ২ ব্যক্তিকে এক বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে তাদের এ কারাদন্ড দেন ইউএনও সোহাগ হাওলাদার। এদের কাছ থেকে প্যারাক্রম ও ফাইটারমেথিন নামে একশ’ এমএল’র ২ বোতল বিষ, একটি বেহুন্দি জাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হল- ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে মাসুম খলিফা (২৪) ও চাঁনপুরা গ্রামের হাবিব বেপারীর ছেলে জসিম বেপারী। ইউএনও সোহাগ হাওলাদার জানান, দীর্ঘদিন ধরে এ চক্রটি রাজাপুর উপজেলার বিভিন্ন খালে বিষ প্রয়োগ করে মাছসহ বিভিন্ন প্রাণী নিধন করে আসছিলো।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে খালে বিষ প্রয়োগের প্রস্তুতি দিলে পুখরিজানা মানকি খালের স্লুইজগেট এলাকায় তাদের এলাকাবাসী আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

নলছিটিতে কৃষকলীগ সভাপতি ফিরোজ আলমের নেতৃত্বে কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দেয়া হলো

আরিফুর রহমান আরিফ:ঝালকাঠির নলছিটিতে করোনাভাইরাসের প্রভাবে শ্রমিক সংকটে পড়ায় কৃষকের চার বিঘা জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন উপজেলা কৃষক লীগের নেতাকর্মীরা। সোমবার সকাল ৬ টা থেকে দুপুর পযন্ত উপজেলার নান্দিকাঠি এলাকায় কৃষক লীগের সভাপতি ফিরোজ আলম ও সাধারণ সম্পাদক হানিফ হাওলাদারের নেতৃত্বে কৃষক সিদ্দিক হোসেনের জমির পাকা ধান কাটা হয়।
উপজেলা কৃষক লীগের সভাপতি ফিরোজ আলম জানান, বর্তমানে করোনাভাইরাসের কারণে উপজেলার কৃষকরা অসহায় হয়ে পড়েছে। ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। সেজন্য আমাদের নেতাকর্মীরা কৃষকদের পাশে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, করোনার কারণে কৃষক যেনো ক্ষতিগ্রস্ত না হন সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনায় ও শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক শিল্প ও খাদ্য মন্ত্রী আমির হোসেন আমু এমপির সহযোগিতায় এ কাজ করা হচ্ছে। আগামীতেও কৃৃৃষকলীগের সহযোগিতা অব্যাহত থাকবে।

ধান কাটা বিষয়ে কৃষক সিদ্দিক হোসেন কৃষক লীগের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, করোনাভাইরাসের কারণে ধান কাটা শ্রমিক সংকটের ফলে মাঠের পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলাম না। এমন দুর্দিনে কৃষক লীগের নেতাকর্মীরা এসে আমার জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে। এতে আমি খুব আনন্দিত।