ঝালকাঠিতে ত্রান সামগ্রী নিয়ে ১২শ পরিবারের পাশে আনসার

ঝালকাঠি প্রতিনিধি ॥ কভিড ১৯ নভেল করোনা থমকে দিয়েছে বাংলাদেশসহ গোটা বিশ্ব। মহামারীর এই পরিস্থিতিতে দিন দিন অচলাবস্থা বৃদ্ধি পাচ্ছে নিম্ম আয়ের মানুষের। বেকার অবস্থায় সরকার ও ব্যক্তি উদ্যোগে ত্রান পাবার আশায় পথ চেয়ে থাকতে হচ্ছে দৈনিক খেটে খাওয়া মানুষদের। আর এ দুর্যোগ মেকাবেলায় অসহায়দের পাশে দাঁড়ালো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বুধবার সকালে ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট এর কার্যালয় প্রাঙ্গনে শারীরিক দুরত্ব বজায় রেখে সদর উপজেলার আনসার ও ভিডিপি’র ৩শ সদস্যদেরকে এ খাদ্য সহায়তা দেয়া হয়। প্রত্যেককে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ, ১ লিটার তেল, ১টি সাবান তুলে দেয়া হয়। এছাড়া প্রত্যেককে ১টি করে মাক্স দেয়া হয়। জেলার ৪টি উপজেলায় ৩শ জন করে মোট ১২শ সেচ্ছাসেবী সদস্যকে এ খাদ্য সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খাদ্য সামগ্রী বিতরনকালে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র ঝালকাঠি কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহম্মেদ, সহকারী জেলা কমান্ড্যান্ট মো. জাহিদুল ইসলাম, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাহিনীটির ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহম্মেদ বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা পরিচালকের নির্দেশনা মোতাবেক সারা দেশে আনসার ও ভিডিপি’র ৬১ লক্ষ স্বেচ্ছাসেবী সদস্যদেরকে ত্রান বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে ঝালকাঠির ৪ টি উপজেলার ১২শ স্বেচ্ছাসেবী সদস্যকে খাদ্য সহায়তা বিতরন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *