নলছিটিতে ভোট না দেয়া ব্যাক্তিদের সরকারী ত্রান দিচ্ছেন না কাউন্সিলর প্রিন্স

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির নলছিটি পৌরএলাকার বৈচন্ডীতে ২/১ জন ছাড়া সরকারী সহায়তা পাচ্ছেননা কেউ। কারণ পর পর দু’নির্বাচনে এই এলাকা থেকে ভোট পাননি কাউন্সিলর লুৎফুর কবির প্রিন্স। এমনটাই অভিযোগ করেছেন এলাকাবাসী। বৈচন্ডী এবং নাঙ্গুলী এই দুটি এলাকা নিয়ে পৌরসভার ২ নং ওর্য়াড। কিন্তু লুৎফুর কবির প্রিন্স শুধুমাত্র নাঙ্গুলী এলাকার ভোটারদের ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বিধায় এখাকার মানুষদের নাগরিক সুবিধা থেকে বিগত দিনেও বঞ্চিত করে আসছে তিনি। নলছিটি পৌর এলাকার অবহেলিত বৈচন্ডীর খেটে খাওয়া মানুষেরা বলেন, করোনা ভাইরাসের সংক্রামন এড়াতে সরকারের নির্দেশনা অনুযায়ী বন্ধ রয়েছে দোকানপাঠ এবং যান চলাচল। আর তাই পরিবার পরিজন নিয়ে ঘরে বসে বেকার দিন কাটাতে হিমসিম খেতে হচ্ছে তাদের। কিন্তু এ এলাকা থেকে নলছিটি পৌরসভার গত দুই নির্বাচনে প্রিন্স সাহেব তার প্রত্যাশা অনুযায়ী ভোট না পাওয়ায় আমাদের ঘরে সরকারের দেয়া ডাল, চাল টকুও দেননি। এখন ঘরের চাউলটকুুও শেষে হতে চলেছে। এলাকাবাসীর এমন অভিযোগের কথা জানতে পেরে, মেয়র তছলিম উদ্দিন চৌধূরীকে জিজ্ঞাসা করা হলে তিনি এ প্রতিবেদককে পরিস্কার বলেদেন, সকল ওয়ার্ডের কাউন্সিলরদের স্ব স্ব বরাদ্দ বুঝিয়ে দেয়া হয়েছে তারা নিজেরাই বিতরণ করেছে। সরজমিনে গিয়ে এই ওয়ার্ডে দেখা গেছে ভিন্ন চিত্র অন্যান্য বারের মতো এবারও পৌরসভার বরাদ্ধকৃত চাল সবই নাঙ্গুলীর নানা মহল্লায় বিতরণ করা হয়েছে। কারন একটাই সেখানকার ভোট সেন্টারের ভোটে তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তবে বৈচন্ডী এলাকার ভোট কেন্দ্রে তার যে ক’জন একনিষ্ট কর্মী ছিলো তাদেরকে সরকারী এ সহায়তা পাইয়ে দেয়া হয়েছে। এবিষয়ে ২নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর কবির প্রিন্স এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার নির্বাচিত এলাকার ৭০ ভাগ খানা নাঙ্গুলীতে আর ৩০ ভাগ বৈচন্ডীতে সেকারনেই শতকরা হিসেব অনুযায়ী নাঙ্গুলীতেই সহায়তা বেশি দেয়া হয়েছে। প্রিন্স আরো বলেন, আমার ২ নং ওয়ার্ডে ৫শর বেশি চাহিদা রয়েছে কিন্তু আমি বরাদ্দ পেয়েছি ১৩০ জনের। এই কাউন্সিলর তার ব্যবহৃত মোবাইলল ফোন বন্ধ রেখে বরিশালে অবস্থান করেন এবং তার এক সহচর রহিমকে দিয়ে অনিয়ম করে ত্রান কার্যক্রম চালাচ্ছে এমন অবিযোগ থাকলেও কাউন্সিলর প্রিন্স তা অস্বিকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *