যে দুই কারনে করোনার দ্রুত সংক্রমন ঘটছে বরিশালে

বরিশাল বিভাগে সামলানো যাচ্ছে না করোনা সংক্রমন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই বিভাগে আক্রান্তের সংখ্যা। মূলত নারায়নগঞ্জ, গাজীপুর ও ঢাকা ফেরত মানুষের মাধ্যমে ব্যাপক হারে সামাজিক ট্রান্সিমিশন হয়েছে। ফলে একলাফে আক্রান্তের সংখ্যা গিয়ে দাড়িয়েছে ৬৮তে। পর্যবেক্ষণ বলছে, বিভাগের পাঁচ জেলায় যে কয়জন আক্রান্ত তার সমান আক্রান্ত হয়ে পড়েছে বরিশাল জেলায়। স্বাস্থ্য দফতরের হিসেব বলছে, বরিশাল বিভাগে সর্বমােট ৬৮ জন আক্রান্ত। যারমধ্যে ৩১ জন আক্রান্ত বরিশাল জেলায়। আর এই জেলায় ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৭ জন। বাকি ৫ জেলায় ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১৭ জন।

চিকিৎসকরা বলছেন, এই বিভাগে দুটি কারনে সংক্রমনের হার হঠাৎ করেই বেড়ে গেছে। প্রথমত মানুষ অসচেতন। দ্বিতীয়ত করোনা আক্রান্ত রােগী নিজের তথ্য গোপন করেন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের করোনা ইউনিটে দায়িত্ব পালনকারী এক চিকিৎসক জানিয়েছেন, রোগীরা তথ্য গােপন না করলে এত ভয়াবহভাবে ছড়াতো না। ইতিমধ্যে এই হাসপাতালে বেশ কয়কটি ঘটনা ঘটেছে। যেখানে রোগীরা মিথ্যা তথ্য দিয়ে অন্য ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছিল। এতে করে ওই ওয়ার্ডের মাঝেও ছড়িয়ে পড়ছে। এই ঘটনায় হাসপাতালের মেডিসিন ওয়ার্ড লকডাউন করা হয়েছে।

ওই চিকিৎসকদের পরামর্শ হলো, কোভিড-১৯ বা করোনা ভাইরাসটি অভিশাপ। কিন্তু যিনি আক্রান্ত হচ্ছেন তিনিতো অভিশাপ নন। সে কারনেই জীবনবাজি রেখে চিকিৎসকরা সেবা দিচ্ছেন। সেখানে রোগীরা মিথ্যা তথ্য দিলে অপূরনীয় খেসারত দিতে হবে। মিথ্যা যেমন মানুষকে ধ্বংস করে; তেমনি করোনাক্রান্তরা মিথ্যা তথ্য দিলে এই জাতি ধ্বংস হয়ে যেতে পারে।

মিথ্যা তথ্যে সর্বশেষ আক্রান্ত হয়েছেন বানারীপাড়া উপজেলার মা-মেয়ে। ওই নারীর ছেলে নারায়নগঞ্জ থেকে এলেও তাকে বলা হয়েছে বাগেরহাট থেকে এসেছে। এমনকি ভুল তথ্য দিয়ে সেই ছেলেকে কোয়ারেন্টাইনেও রাখেনি। ফলে ঘরের দুইজন ইতিমধ্যে আক্রান্ত হয়ে গেছেন।

করোনা ছড়ানোর আরেকটি কারন হচ্ছে, এখনো এই অঞ্চলের মানুষ অসচেতন। সামাজিক দূরত্ব রক্ষা করছে না, সরকারি নির্দেশ অমান্য করে বাজার, চায়ের দোকান, মসজিদে ভিড় করছেন। স্বাস্থ্য বিধিও মানছেন না অধিকাংশ মানুষ। করোনা আক্রান্ত রোগীদের কেস স্ট্যাডি করতে গিয়ে এমন তথ্য পেয়েছেন ওই চিকিৎসক। তিনি বলেন, এখনো দক্ষিণাঞ্চলের মানুষ নিজেদের অবস্থান না পাল্টালে করুন পরিণতি হতে পারে এই বিভাগে।

বিভাগীয় স্বাস্থ্য দফতর বলছে, মঙ্গলবার (২১ এপ্রিল) সব শেষ খবর অনুযায়ী জেলার বাবুগঞ্জ উপজেলায় একজন নারী (৩৬) ও একজন পুরুষ (২৬), বানারীপাড়ায় একজন নারী (১৭) ও একজন পুরুষ (৪০), উজিরপুরে একজন পুরুষ (৩৮), হিজলা উপজেলায় একজন পুরুষ (৬৫) এবং বরিশাল নগরীর একজন পুরুষ (৪৫) নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত বরিশাল জেলার বাবুগঞ্জ ১০জন, মুলাদী ১জন, হিজলায় ২জন, আগৈলঝাড়ায় ১জন, গৌরনদীতে ২জন, উজিরপুর ১জন, বানারীপাড়া ২জন, মেহেন্দীগঞ্জে ২জন এবং বাকেরগঞ্জে ১জন করে করোনা রোগী শনাক্ত হয়েছে।

গত ১২ এপ্রিল শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন ২ রোগীর দেহে প্রথমবারের মতো করোনা শনাক্ত হওয়ার পর ওইদিন রাতেই বরিশাল জেলা লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, সব শেষ রিপোর্ট পাওয়ার পরপরই ওই ৭জন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। তাদের বসবাসের আশপাশের অবস্থান চিহ্নিত করা সহ তাদের যাতায়াত এবং প্রতিবেশী ও স্বজন যাদের সংস্পর্শে তারা ছিলেন তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।

সব শেষ খবর অনুযায়ী গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ২৪জন। যা সোমবার পর্যন্ত ছিল ৪৪জন।

মঙ্গলবার সব শেষ রিপোর্ট অনুযায়ী বিভাগে ৬৮জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

বানারীপাড়ায় মা ও মেয়ের প্রাণঘাতি করোনা ভাইরাস শনাক্ত

বানারীপাড়া:
বরিশালের বানারীপাড়ায় মা ও মেয়ের প্রাণঘাতি করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ খবরে গোটা উপজেলা জুড়ে জনমনে “করোনা’ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কবির হাসান জানান গত ১৭ এপ্রিল শুক্রবার উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা-মধুরভিটা গ্রামের এক তরুনী ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ১৮ এপ্রিল ওই তরুনী রোগী ও তার সঙ্গে থাকা তার মায়ের (৪৫) নমুনা সংগ্রহ করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষায় ২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে ওই মা ও মেয়ের করোনা পজেটিভ আসে।

এদিকে ২০ এপ্রিল তারা সুস্থ হয়ে হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে চলে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ জানান করোনা আক্রান্ত ওই দুই মা-মেয়েকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানোর জন্য তাদের বাড়িতে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। উদয়কাঠি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন জানান আক্রান্তরা মধুরভিটা গ্রামের খলিলুর রহমানের স্ত্রী ও কন্যা।

ওই মেয়েটি (১৬) চলতি বছর স্থানীয় ইউনিয়ন প্রগতি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে রেজাল্টের অপেক্ষায় রয়েছে। তিনি আরও জানান খলিলুর রহমানের ছেলে বালুর জাহাজের শ্রমিক গাফ্ফার(২০) সম্প্রতি নারায়নগঞ্জ থেকে বাড়িতে এসে তথ্য গোপন করে বাগেরহাট থেকে এসেছে বলে এলাকায় প্রচারণা চালায়। প্রসঙ্গত মা-মেয়ে এ দু’জনই বানারীপাড়া উপজেলায় প্রাণঘাতি নভেল করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী।

দেশপ্রেম থেকেই করোনাযুদ্ধে মাঠে থাকছি-ইউএনও শুভ্রা

নিজস্ব প্রতিবেদক:
মরণঘাতি নোভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে অভিযান পরিচালনা করতে চরম ঝুঁকি রয়েছে। মৃত্যুর ছায়া যেন চারপাশে। অদৃশ্য ভাইরাস শরীরে নিয়ে ঘরে ফিরি কিনা কে জানে। ইতোমধ্যে মাঠ প্রশাসন ক্যাডারের ৮ জন করোনায় আক্রান্ত। তবুও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, দায়িত্ব ও দেশপ্রেম থেকেই প্রায় প্রতিদিনই অভিযানে যাচ্ছি, মাঠে থাকছি।’

জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই অভিযানে যাচ্ছেন কেন, এমন প্রশ্নের জবাবে বরিশাল জেলার মুলাদী উপজেলা নির্বাহী কর্কর্তা শুভ্রা দাস মঙ্গলবার (২১ এপ্রিল) গণমাধ্যমকে এসব কথা বলেন।

তিনি বলেন, শুধু ঝুঁকি না মৃত্যুঝুঁকি রয়েছে এই সময়ে। তবুও তো মানুষকে সচেতন করতে হবে। আমরা ছাড়া কে সচেতন করবে সাধারণ মানুষকে। সবার মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে না দিলে তো সংক্রমণ আরো বেড়ে যাবে। মাঠে আছি, থাকব। বাকিটা সৃষ্টিকর্তা ভরসা।

মুলাদী উপজেলার শহরের বাজার এবং প্রত্যন্ত অঞ্চলের বাজার ব্যবস্থাপনা মনিটরিং, সামাজিক দূরত্ব নিশ্চিত করা, মানুষকে সচেতন করায় নিয়মিত ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন মাঠ প্রশাসনের এই কর্মকর্তা। পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

(ইউএনও) শুভ্রা দাস জানান, প্রতিদিনের মতো রোববার (১৯ এপ্রিল) সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে দোকানিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মানুষকে বিভিন্নভাবে সচেতনতার জন্য চেষ্টা করা হলেও তারা ঘরে থাকতে চাচ্ছে না। মানুষকে ভদ্র, বিনয়ী হয়ে অনুরোধ করে বলেও লাভ হচ্ছে না।

এদিকে, মঙ্গলবার (২১ এপ্রিল) সবশেষ খবর অনুযায়ী মাঠ প্রশাসনের ১৩ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে অধিকাংশের শরীরে পিপিই, মাস্ক ও গ্লাভসও ছিল। তারপরেও আক্রান্ত থেকে রক্ষা পান নি তারা। এমন অবস্থায় সুরক্ষা সামগ্রীর মান নিয়েও প্রশ্ন উঠেছে।

বানারীপাড়ায় ৫২০ বোতল ফেন্সিডিল সহ আটক-২

বানারীপাড়া:
বরিশালের বানারীপাড়ায় ৫২০ বোতল ফেন্সিডিল সহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার চাখার ইউনিয়নের ছোট ভৈৎসর গ্রামে একটি পিকআপ ভ্যান দেখতে পেয়ে টহল পুলিশের সন্দেহ হয়। এসময় এএসআই মহসিন ও কনষ্টেবল রফিকুল ইসলাম ওই এলাকার মিয়া বাড়ীর জামে মসজিদের সামনের রাস্তার ওপর ওই পিকআপ ভ্যান থামিয়ে বেনাপোল থানার বুত্তিপাশা গ্রামের আ. রউফের ছেলে মনিরুজ্জামান (২৮) ও যশোর কোতয়ালী থানার দত্তপাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসানকে (২৬) আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে গাড়ির ভিতরে বিশেষ কায়দায় তারা ফেন্সিডিল নিয়ে এসেছে। ওই ফেন্সিডিল তারা মাদক ব্যবসায়ী হুমায়ুনের লোকের হাতে তুলে দিতে ঘটনাস্থলে এসেছিলো বলে জানায়।

এসময় ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হয়। বিষয়টি এএসআই মহসিন থানার অফিসার ইনচার্জ (ওসি) শিশির কুমার পালকে জানালে তিনি ও উপ-পরিদর্শক মো. রিয়াজ ঘটনাস্থলে গিয়ে জনসন্মুখে ওই পিকআপ ভ্যানের পিছনের চালি খুলে বিশেষ কায়দায় রাখা ৫২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পিকআপ ভ্যান সহ ওই দুইজনকে থানায় নিয়ে আসেন। এ ব্যপারে মঙ্গলবার সকালে উপ-পরিদর্শক মো. রিয়াজ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ ব্যপারে চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার জানান ওই পিকআপ ভ্যান আটক করার পরে ছোট ভৈৎসর গ্রামের সোহাগ একই এলাকার ওয়ার্কসপ মালিক মনিরকে মুঠোফোনে কল দিয়ে ওই পিকআপ ভ্যান তরমুজ নিতে এসেছে জানিয়ে তা ছেড়ে দিতে বলেন।

তিনি আরও জানান সোহাগ চাখার বাজারে সোহাগ ফার্মেসী নামে ওষুধ ব্যবসার অন্তরালে মূলত মাদক ব্যবসা করে। এর আগে সে মাদক সহ গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাবাসও করেছে। উদ্ধার হওয়া ওই ফেন্সিডিল সোহাগ ও পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার নারায়ণপুর এলাকার তার ভগ্নিপতির হতে পারে বলে তার ধারণা।

এদিকে বরিশাল জেলা সহকারী পুলিশ সুপার (বাকেরগঞ্জ.উজিরপুর ও বানারীপাড়া সার্কেল) আনোয়ার সাঈদ মঙ্গলবার সকালে থানায় এসে ওই দুই আসামীকে জিঙ্গাসাবাদ করেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শিশির কুমার পাল জানান ফেন্সিডিল সহ আটককৃতরা জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যা যাচাই-বাছাই করা হচ্ছে। এদিকে মঙ্গলবার দুপুরে চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার সোহাগের ফার্মেসীতে তালাবদ্ধ করে দিয়েছেন।

 

বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ: পিছু ছাড়ছেনা কেলেংকারী

স্টাফ রিপোর্টার :বরিশালের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছিল বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ। অল্প দিনেই সুনাম ছড়িয়েছিল বিভাগ জুড়ে। একের পর এক কেলেংকারীতে স্কুলটির সুনাম আজ শুন্যের কোঠায়। প্রতিনিয়ত পত্র -পত্রিকার শিরোনাম হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানটিতে শিক্ষকরা যেমন বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে পড়ছেন তাতে প্রতিষ্ঠানটির ভবিষ্যত নিয়ে সংকিত শিক্ষার্থী ও অভিভাবকরা।

এই শিক্ষা প্রতিষ্ঠানটির এক শিক্ষক একজন নারী হত্যার ঘটনার সন্দেহ জনক আসামী হিসেবে জেল খেটে কারাগার থেকে সম্প্রতি জামিন পেয়েছেন। ঐ শিক্ষক এখন সাময়িক বরখাস্ত।

শিক্ষকরা তিন গ্রুপে বিভক্ত :
স্কুলটিতে এখন কোন লেখা পড়া নেই। শিক্ষকরা তিনটি গ্রুপে বিভক্ত। একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন শিক্ষক আবু মামুন । এ গ্রুপে রয়েছেন মাজেদা, হুমায়ুন কবির,মাসুম বিল্লাহ,সিরাজুল ইসলাম মোস্তফা কামাল,ওয়াহিদুজ্জামান,মাজহারুল ইসলাম,রাজিব হুমায়ুন,পলাশ কুমার,রনজিৎ সাহা,শিখা রানী ও অনামিকা।
দ্বিতীয় গ্রুপটির নেতৃত্ব দিচ্ছেন এস এম মাইনুদ্দিন, এ গ্রুপে রয়েছেন অলোক কুমার সরকার,এম সাজ্জাতুল ইসলাম, মোঃ জাহাদ হোসেন (যুক্তিবিদ্যা) ,মোঃ জাহিদুল ইসলাম (ইংরেজী) ,মুহাম্মদ রেজাউল করিম খান,কাজী আসিফ মাহমুদ হোসেন,এইচ এম শাহজালাল,সুশান্ত অধিকারী,ফারজানা আক্কার ঝুমা,অসীমা বেপারী,মোঃ শাজাহান ও অরিন্দম চৌধুরী।
তৃতীয় গ্রুপ স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে গৌরী প্রসাদ রায়,নুর উদ্দিন সমীর কুমার বিশ্বাষ ও মোহিব্বুল্লাহ মুহিব।

তৃমুখী গ্রুপিংয়ের ফলে বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের চেইন্ড অব কমান্ড ভেঙ্গে পড়েছে। কেউ শুনেনা কারো কথা। শিক্ষরা ক্ষমতার দ্বন্ধে জড়ানোর ফলে শিক্ষার্থীদের লেখা পড়ার পরিবেশ নেই।অর্থ আত্মসাৎ, কোচিং বানিজ্য,ক্ষমতা আর স্বেচ্ছাচারিতা ও চরম গ্রুপিংয়ের কারনে প্রায়ই হট্টোগোল হয় প্রতিষ্ঠানটিতে।

অধ্যক্ষ আছেন ঢাকা :
বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠানটির অধ্যক্ষ স্টেশন লিভ দেয়ায় ও তিনি একটি গ্রুপকে বেশী পছন্দ করায় তার আদেশ কেউ মানছেন না। অধ্যক্ষ মাসের অর্ধ সময় ঢাকা থাকেন। করোনার এই দুঃসময়েও তিনি বরিশালে নেই। ঢাকায় থাকার কারনে গত ১০ এপ্রিল বেতন দেয়া হয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের। এছাড়া প্রতিষ্ঠানটির ফল ফলাদী অধ্যক্ষ বিগত দিনের রেওয়াজ ভেঙ্গে বস্তা ভরে নিয়ে যান ঢাকাতে বলে অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীদের।
এদিকে অধ্যক্ষ হাজার হাজার টাকার উন্নয়ন কর্মকান্ড করেছেন টেন্ডার ও একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ছাড়াই। অথচ প্রতিষ্ঠানটি সরকারি ঘোষনার ফলে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আর্থিক ব্যয়ের জন্য শিক্ষা ও অর্থ মন্ত্রনালয়ের অনুমোদন নিতে হয়। অনুমোদন না নিয়েই প্রতিষ্ঠানটির সংস্করন কাজসহ বিভিন্ন কর্মকান্ড করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা। তারা বলেন অধ্যক্ষ আইন -কানুন ও নির্দেশনা মানছেন না। কলেজ ফান্ডের টাকা অতিরিক্ত ব্যয়ের ফলে বর্তমানে শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের বেতন -ভাতা দিতে হিমশিম খাচ্ছে কলেজ কর্তৃপক্ষ। বর্তমানে করোনার এই দুর্যোগে গুরুত্বপুর্ন এ প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় শিক্ষার্থীরা চরম হতাশায় ভুগছে। শিক্ষার্থীদের এই মহামারি দুর্যোগে কোন নির্দেশনা না দেয়ায় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন।

বছরে বন্ধ থাকে ২৪৫ দিন :
বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের একাধিক শিক্ষকরা জানিয়েছেন,বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের আগের সুনাম এখন আর নেই। তারা বলেন শিক্ষকদের দ্বন্ধ,অধ্যক্ষকে ম্যানেজ করে আরবি শিক্ষকরা অংক ও ইংরেজী পড়ান। এসব কারনেই আজ এ প্রতিষ্ঠানের সুনাম নেই। এছাড়া পিএস সি,জে এসসি,এস এসসি,এইচ এসসিসহ বিভিন্ন সরকারি পরীক্ষার কারনে বছরে ১০০ দিন,একাডেমিক ৮৫ দিন,শুক্রবার ৫২ দিন এবং স্পোর্টসে ২দিন , কালচারাল প্রোগ্রামে ২ দিন ও প্রাস্টিসের কারনে ৪ দিন ক্লাশ বন্ধসহ মোট ২৪৫ দিন বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ বন্ধ থাকে। এসব কারনে ক্লাস বন্ধ থাকার ফলে শিক্ষার্থীরা চরম হতাশায় ভুগছে।

কোচিং বানিজ্য রমরমা :
বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের কোন শিক্ষার্থী যদি এই প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছে কোচিং না পড়েন তাহলে সেসব শিক্ষার্থীদের পরিক্ষায় ফেল করানোর অভিযোগ রয়েছেে অনেক। বরিশালে একটি মাত্র শিক্ষা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের অভ্যান্তরে কোচিং পড়ানো হয় এক্সট্রা ক্লাশের নামে। অথচ প্রতি সাবজেক্ট বাবদ শিক্ষার্থীদের থেকে নেয়া হয় পাচঁ শত টাকা করে। অথচ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বানিজ্য বন্ধ নীতিমালা ২০১২ গেজেট আকারে ২০১৯ সালের ২৪ জানুয়ারী প্রকাশিত হয়েছে। গেজেটের অনুচ্ছেদ ১ এর “চ”তে উল্লেখ রয়েছে স্পষ্ট ভাবে যে,কোচিং শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যায়নরত শিক্ষার্থীদের শিক্ষা কার্য্যক্রম চলাকালীন শিক্ষকের নির্ধারিত ক্লাশের বাইরে বা এর পুর্বে অথবা পরে শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যান্তরে /বাইরে কোনো স্থানে পাঠদান করাকে কোচিং বোঝাবে। অনুচ্ছেদ ১ এর ২নং ক্রসিকের (ক) তে উল্লেখ রয়েছে আগ্রহী শিক্ষার্থীদের জন্য,শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত সময়ের পুর্বে বা পরে শুধুমাত্র অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে প্রতিষ্ঠান প্রধান অতিরিক্ত ক্লাশের ব্যবস্থা গ্রহন করতে পারবেন। (খ) তে উল্লেখ রয়েছে প্রতি বিষয়ে মেট্রোপলিটন শহরে সর্বোচ্চ তিনশত টাকা,জেলা শহরে দুইশত টাকা ও উপজেলা বা স্থানীয় পর্যায়ে দেড়শত টাকা রশিদের মাধ্যমে অতিরিক্ত সময় ক্লাশ পরিচালনার জন্য আগ্রহী শিক্ষার্থীদের নিকট থেকে ফি আকারে গ্রহন করা যাবে। যা সর্বোচ্চ ১২০০ টাকার অধিক হবেনা।
সরকারি গেজেট অমান্য করে বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজে এক্সট্রা ক্লাশের নামে কোচিং পড়ানো হচ্ছে প্রতি বিষয়ে পাচঁ শত টাকা নিয়ে। এ টাকা সরাসরি নেয়া হয় কোন রশিদ ছাড়াই।
নাম প্রকাশে অনিচ্ছুক কোচিংয়ে জড়িত এক শিক্ষক জানান, আমরা অধ্যক্ষ স্যারকে শতকরা ১৫ থেকে ১৬ পার্সেন্ট টাকা দিয়ে প্রতিষ্ঠানের অভ্যান্তরে কোচিং পড়াই শিক্ষার্থীদের।
নির্দেশনা উপেক্ষা করে বরিশালে চলছে রমরমা কোচিং বাণিজ্য। সরকারি বিদ্যালয়গুলো এর বাইরে নয়, নিয়ম ভেঙে অতিরিক্ত ক্লাসের নামে চলছে অতিরিক্ত আয়।

কোচিং এ আসা বেশির ভাগ শিক্ষার্থী জানায়,বিদ্যালয়ের ক্লাসে তেমন লেখাপড়া না হওয়ার কারণে কোচিং করছেন তারা। আবার অনেকে বলছে বিদ্যালয়ে নির্ধারিত ক্লাসে বুঝে ওঠার আগেই ঘণ্টা বেজে যায়। শিক্ষকরা না বুঝানোর কারণে কোচিং এ এসে তারা সেই শিক্ষকের কাছেই পুনরায় বেশি করে তা বুঝে নেয়।
বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের একাধিক শিক্ষার্থীরা জানান, তারা স্কুলের ভেতরে সকালে ও বিকালে কোচিং ক্লাস করে। কোচিং পড়া অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, স্কুল চলাকালীন ক্লাসে স্যাররা আজে বাজে কথা বলে সময় পার করে । নির্ধারিত সময় পার হতে না হতেই ঘণ্টা পড়ে যায় এবং পরবর্তী অন্য বিষয়ের ক্লাস শুরু হয়। কিন্তু কোচিং ক্লাসে স্যারেরা এক ঘণ্টা সময় দেন।
একই বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর শিক্ষার্থীরা জানায়, স্কুলের তুলনায় কোচিংয়ে ভালো লেখাপড়া হয়। স্কুলে ভালো লেখাপড়া হয় না। এ ছাড়া বিদ্যালয়ে শিক্ষকরা সময়ের অভাবে সেভাবে ক্লাস নিতে পারে না, তবে কোচিং এ সময় দেন শিক্ষকরা। আরেক শিক্ষার্থী জানায়, স্যাররা প্রতি শিক্ষার্থীর কাছ থেকে প্রতি বিষয় মাসে ৫০০ টাকা নেন।

বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অভ্যান্তরের ক্লাসে শিক্ষার্থীদের কোচিং করানোর দৃশ্য দেখা গেলেও এ বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন সংশ্লিষ্ট শিক্ষকরা। তারা বলেন অতিরিক্ত ক্লাশ (কোচিং) বন্ধ রাখার সরকারিভাবে কোনো নির্দেশনা তাদের জানা নেই। সরকারি কোনো নোটিশ তারা পাননি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অবিভাবক জানান, বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ নামে মডেল। এখানে কোন লেখাপড়া নেই। এ প্রতিষ্ঠানে শিক্ষকদের তিনটি গ্রুপ। সারাদিন গ্রুপিং নিয়ে শিক্ষকরা ব্যস্ত থাকে। এছাড়া বছরে ৩৬৫ দিনের মধ্য পি এস সি,জেএসসি,এস এস সি, এইচ এসসি পরীক্ষা হয় এখানে ফলে পরিক্ষাজনিত কারনে বন্ধ থাকে প্রায় চার মাস। এছাড়া বিভিন্ন সরকারি, বেসরকারি অনুষ্ঠানের কারনেও বন্ধ থাকে এ প্রতিষ্ঠান। সব মিলিয়ে এখানে লেখাপড়া তেমন হচ্ছে না, শিক্ষকরাও ঠিকমতো মনোযোগ সহকারে বাচ্চাদের ক্লাস নিচ্ছেন না। শিক্ষকরা নিজেরাই ছাত্র-ছাত্রীদের কোচিংমুখী করে তুলছেন। স্কুলের ক্লাস শিক্ষকের কাছে কোচিং না করালে পরীক্ষার ফলাফলে বাচ্চাদের নম্বর কম দেন। অনেকটা বাধ্য হয়েই বেশির ভাগ অবিভাবক তাদের সন্তানদের কোচিং এ পড়াচ্ছেন। এখানের শিক্ষকদের আচরণ এখন আর প্রকৃত শিক্ষকদের মতো নেই। বরিশাল মডেল স্কুল এন্ড কলেজে চাকরি করা বেশির ভাগ শিক্ষক এখন কোচিং ব্যবসা খুলে বসেছেন প্রতিষ্ঠানটির অভ্যান্তরেই। যেখানে বেতন বাদ দিয়েও শিক্ষকরা প্রতিমাসে দেড় থেকে দুই লাখ টাকা অতিরিক্ত আয় করছেন। এ বিষয়ে কোনো অবিভাবক প্রতিবাদ করলে তাদের সন্তানদের ভিন্ন চোখে দেখেন শিক্ষকরা। তাই অবিলম্বে বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজে কোচিং বন্ধ করা উচিত।
এব্যাপারে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সাংবাদিকদের জানিয়েছিলেন বাসা বাড়িতে শিক্ষকদের কোচিং বন্ধের জন্য লিখিত আকারে নোটিশ প্রদান করা হয়েছে।
এদিকে কোচিং বানিজ্য বন্ধ নীতিমালা ২০১২তে বলা হয়, কোচিং বাণিজ্যে জড়িত শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্যদ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে সরকার পরিচালনা পর্যদ ভেঙে দেওয়াসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি, স্বীকৃতি ও অধিভুক্তি বাতিল করতে পারবে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষক কোচিং বাণিজ্যে জড়িত থাকলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারি বিধিমালার অধীনে অসদাচরণ হিসাবে গন্য করে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষক যখন মাদকসহ আটক :
বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক(চারু-কারু) মাদকসহ বেনাপোলে আটক।
করোনা সংক্রমণ রোধে মোড়ে মোড়ে বিজিবির বসানো কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেদ ফেন্সিডিলের চালান পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে ৮২ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ বরিশাল সরকারী মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নজরুল ইসলাম সুমন (৪৪) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ।
২০ এপ্রিল’২০ সোমবার বেলা ১২টার সময় বেনাপোল পোর্ট থানার শিকড়ী বটতলা থেকে তাকে আটক করে বেনাপোল বিজিবি কোম্পানী সদরের সদস্যরা ।
আটক নজরুল বরিশালের সদর উপজেলার মকবুল আহমেদের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ সেলিম রেজা জানান, একটি ফেন্সিডিল পাচার চক্র বরিশাল থেকে বেনাপোলে এসে ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় একজনকে আটক করা হয়েছে। আটক ও তার সহযোগীদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শিক্ষের ডাস্টারের আঘাতে ছাত্র রক্তাক্ত :
বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে ক্লাশ চলাকালে ডাস্টার ছুড়ে মো. নাহিয়ান ইসলাম নিলয় (১৪) নামে এক শিক্ষার্থীকে রক্তাক্ত করেছেন শিক্ষক। মঙ্গলবার (২৩ জানুয়ারি’১৮) সকাল সাড়ে ১০টার দিকে বাংলা দ্বিতীয়পত্র ক্লাশে এই ঘটনা ঘটান শিক্ষক অরুন কান্তি।

শিক্ষা প্রতিষ্ঠানটির ইতিহাস :
শিক্ষা প্রসারের মহতী লক্ষ্যকে সামনে রেখে ২০০৭ সালে তৎকালীন সরকার বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ স্থাপন করে।
শিক্ষা মন্ত্রণালয় এর অধীনে ১১৪ কোটি টাকা ব্যয়ে ঢাকা মহানগরী সহ দেশের ৬টি বিভাগীয় শহরে ১১টি মডেল স্কুল ও কলেজ প্রতিষ্ঠার প্রকল্প হাতে নেয়া হয়। ঐ ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাঝে ঢাকা মহানগরীতে ৫টি, বাকী ৫টি বিভাগীয় শহরে ৫টি এবং বগুড়াতে একটি বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা করা হয়। ২০০৬ সালের ৩১ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির এক সভায় প্রকল্পটি গৃহীত হয় ও বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়। এ প্রকল্পের অংশ হিসেবে ঢাকা মহানগরীতে ৪ টি (মোহাম্মদপুরে ১টি, মিরপুরের রূপনগরে ১টি, শ্যমপুরে ১টি, লালবাগে ১টি) এবং রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও খুলনায় ১টি করে মোট ৯টি মডেল কলেজ প্রতিষ্ঠা করা হয়। বাকি দু’টি প্রতিষ্ঠান (ঢাকা ও বগুড়ায়) বর্তমানে বিয়াম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হচ্ছে।২০০৭ সালে বরিশাল শহরের রাজাবাহাদুর সড়কের পাশে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রফেসর নুরুল আমিন ১৫ এপ্রিল ২০০৭ এ প্রতিষ্ঠানটির প্রথম অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। পর্যায়ক্রমে শিক্ষক ও কর্মচারীদের নিয়োগ দেয়া হয় ও ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক শ্রেনীর ছাত্রছাত্রীদের জন্য ভর্তির ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০০৮ সালে মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য ষষ্ঠ – দশম শ্রেনীর কার্যক্রম শুরু হয়। বর্তমানে তৃতীয় শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত পাঠদান চলছে। ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রনালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ১২টি কলেজের মধ্যে বরিশাল মডেল স্কুল এন্ড কলেজটিকেও সরকারি করন করা হয়েছে।শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১২টি কলেজকে সরকারি করন করা হয়।যার মধ্যে বরিশাল বিভাগে শুধুমাত্র বরিশাল মডেল স্কুল এন্ড কলেজকে সরকারি করন করা হয়।

এ ব্যাপারে বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে জানা গেছে অধ্যক্ষ বর্তমানে ঢাকা রয়েছেন। কলেজের টেলিফোনে একাধিকবার কল করা হলেও কেউ রিসিভ করেন নি।

বরিশালের ১০ উপজেলায় জেলা পরিষদের ত্রাণ বিতরণ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বরিশাল সিটি করপোরেশন সহ ১০ উপজেলায় কর্মহীন হয়ে পড়া ক্ষতিগ্রস্থ, দু:স্থ, দিনমজুর ও অসহায় পরিবারের মাঝে মঙ্গলবার বরিশাল জেলা পরিষদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মইদুল ইসলাম কার্যালয় প্রাঙ্গনে প্রায় দেড় শতাধিক অসহায় মানুষকে সহায়তা দিয়ে এ কার্যক্রম শুরু করেন।

এসময় তিনি জানান, জেলার ১০ উপজেলায় প্রায় দু’ হাজার মানুষের মাঝে এ সহায়তা পৌঁছে দিচ্ছে পরিষদের সদস্যরা। এ কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে শুরু করেন জেলা পরিষদ চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মানিকহার রহমান, জেলা পরিষদের সদস্য মোঃ মনুওয়ারুল ইসলাম অলি, সদস্য জিল্লুর রহমান মিয়া,

সদস্য সহিদুল ইসলাম হাওলাদার, সেলিনা বাদল প্রমুখ। বরিশাল জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় ২ হাজার পরিবারকে চাল, আলু, ডাল, তেল ও সাবান দেয়া হবে বলে পরিষদ সূত্র জানায়।

বরিশালে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা

বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজও বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত আছে।

আজ ২১ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে বরিশাল মহানগরীর চৌমাথা মোড়, নথুল্লাবাদ, কাশিপুর বাজার, বাংলা বাজার, আমতলার মোড়, সাগরদী, রুপাতলী, পুলিশ লাইন, বাজার রোড, কাঠপট্টি, পোট রোড, ফলপট্টি, গীর্জা মহল্লা, চকবাজার, হাসপাতাল রোড, নতুন বাজার এলাকায় জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

জনসমাগম করে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে সামাজিক দূরত্ব নিশ্চিত ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বরিশাল জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৩ টি দোকান এবং দুউ জন ব্যক্তি কে মোট ১১ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।

নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ নজমূল হুদা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রাব্বী।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি এ সময় বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে তা ছত্রভঙ্গ করা হয় এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা, মাক্স পরার নির্দেশনা প্রদানের পাশাপাশি জেলা প্রশাসন এর পক্ষ থেকে মাক্স বিতরণ করা হয়।

এসময় সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয় এবং সন্ধ্যা ৬ টার মধ্যে জরুরি ঔষধ ব্যতীত সকল প্রকার দোকান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। এসময় মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা ।

অভিযান পরিচালনাকালে নগরীর বগুড়া রোড এলাকায় রিগাল এম্পোরিয়াম ও ভিসন এম্পোরিয়াম লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে দোকান খোলা রেখে জনসমাগম করায় দন্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই স্থানে রেজাউল করিম নামে এক ব্যক্তি মোবাইল কোর্টের কার্যক্রম মোবাইলে ভিডিও করে অভিযানকে বাধাগ্রস্ত করায় একই আইনে ৫০০ টাকা জরিমানা করা হয়।

বগুরা রোডে মুন্সি গেরেজ এলাকায় অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার অপরাধে একই আইনে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

জিলা স্কুল মোড়ে বিনা প্রয়োজনে বাইরে ঘোরাঘুরির জন্য এক ব্যক্তিকে ১০০ টাকা জরিমানা করা হয়। এসময় আইন-শৃঙ্খলা রক্ষা সহযোগিতা করেন এএসপি মুকুর চাকমার নেতৃত্বাধীন র‍্যাব-৮ এর একটি টিম।

অপরদিকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রাব্বী এর নেতৃত্বে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

এসময় নগরীর বিভিন্ন স্থানে প্রচার প্রচারণাসহ সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি ঘরে অবস্থা করার অনুরোধ করেন। অভিযানে আইনানুগ সহযোগিতা প্রদান করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদ্বয় বলেন, জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা এবং করোনা ভাইরাসের বিস্তার এবং এটিকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীদের বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা রোধকল্পে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান সদা সচেষ্ট এবং তাঁর নির্দেশনায় নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বরিশালে ১৪৪ ধারা জারি

 নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযোদ্ধার জানাজায় লোকসমাগম ঠেকাতে বরিশাল নগরীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৩টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান এ আদেশ দেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে বলে ওই আদেশে জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মেয়র শওকত হোসেন হিরনের বড় ভাই মুক্তিযোদ্ধা মো. হারুণ অর রশিদ মঙ্গলবার সকালে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন। সন্ধ্যায় বরিশাল নগরীর নুরিয়া স্কুল মাঠে তার নামাজের জানাজা এবং এরপর মুসলিম গোরস্থানে দাফন করার কথা। তার জানাজা ও দাফনে লকডাউন ভেঙে লোকসমাগম ঘটতে পারে এমন আশঙ্কায় বিকেল ৩টা থেকে নগরীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এ অবস্থার মধ্যে লকডাউন থাকা সত্ত্বেও দু-একটি জায়গায় হাজারো মানুষ জানাজায় অংশ নেন। এমন পরিস্থিতি নগরীতে যেন না ঘটে সেজন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান আরও জানান, নগরীর কোথাও পাঁচজনের বেশি লোক জড়ো হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল নগরীর থানাগুলো ও মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ১২ এপ্রিল থেকে বরিশাল জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে লোকসমাগমের আশঙ্কা থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ পরিস্থিতিতে নগরীতে লোকসমাগম নিয়ন্ত্রণ ও সামাজিক দূরত্ব নিশ্চিতে দায়িত্ব পালনের জন্য চারজন ম্যাজিস্ট্রেটকে নিয়োজিত করা হয়েছে। নগরীর কোথাও ১৪৪ ধারার লংঘন দেখলে তারা তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে এ সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

বরিশালে আজ শনাক্ত আরও ৭, মোট শনাক্ত ৩১

বরিশালে আজ পর্যন্ত করোনায় আক্রান্ত ৩১ জন। আজ করোনা শনাক্ত ৭ জন বরিশালে গত ২৪ ঘন্টায় আরো ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ৩১ জনে। আজ বাবুগঞ্জ বাসিন্দা ২ জন তাদের মধ্য একজন নারী (৩৬) একজন পুরুষ (২৬), বানারীপাড়া বাসিন্দা ২ জন তাদের মধ্য একজন নারী (১৭) একজন পুরুষ (৪০), উজিরপুর বাসিন্দা ১ জন তাদের মধ্য একজন পুরুষ (৩৮), বরিশাল মহানগরীর বাসিন্দা ১ জন তাদের মধ্য একজন পুরুষ, হিজলা বাসিন্দা ১ জন তাদের মধ্য পুরুষ (৬৫)। আজ নতুন করে দুটি উপজেলায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বানারীপাড়া এবং উজিরপুর উপজেলায়।

আজ মঙ্গলবার বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে সাতজন এর নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পরেজটিভ আসে। বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই সাতজন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে।

পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ হল বাবুগঞ্জ ১০জন, বরিশাল মহানগরী ৯জন, মুলাদী ১জন , হিজলা ২জন, আগৈলঝাড়া ১জন, গৌরনদীতে ২জন, উজিরপুর ১জন, বানারীপাড়া ২জন, মেহেন্দীগঞ্জ ২জন এবং বাকেরগঞ্জে ১জন করে করোনা রোগী শনাক্ত করা হয়। উল্লেখ্য গত ১২ এপ্রিল বরিশাল জেলায় প্রথমবারের মতো ২ জন রোগীর করোনা শনাক্ত হয়।

ব্রাক্ষ্মণবাড়িয়া কান্ডে জামায়াতে ইসলামীর ইন্ধন ছিল, ফোনালাপ ফাঁস (ভিডিও)

ব্রাক্ষ্মণবাড়িয়ার মাওলানা জোবায়ের আহমদ আনসারীর জানাজায় লাখো লোক সমাগমে পেছনে জামায়াতে ইসলামি ইন্ধন ছিল।

আনসারীর অনুসারী মুফতি মাহফুজুল হকের সাথে লোক সমাগমের বিষয়ে জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমানের কথোপকথন হয়েছে।

এক মিনিট ৪৫ সেকেন্ডের সেই কথোপকথনটি ভাইরাল হয়েছে। কথোপকথনে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, লকডাউন ফকডাউন পাত্তা দিয়েন না। অনেক লোক সমাগম করতে হবে। মাদ্রাসার লোকজনকে টান দেন। একটা শিক্ষা দিতে হবে। পুলিশ কিছুই করতে পারবে না। একটা থানা-ফাঁড়িতে কয়টা পুলিশ থাকে। হাজার হাজার মানুষের তারা কিছুই করতে পারবেন। আর যদি করেও আমাদের লোক থাকবে।

যদি বাঁধা দেয়া তবে মতিঝিলের চেয়া খারাপ অবস্থা করে দেয়া হবে। বিষয়টি ফখরুল সাহেব জানেন।

মুফতি মাহফুজুল হক বলেন, সব কিছু ঠিক থাকবে। প্রচুর লোক সমাগম করা হবে।