আগামীকাল দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপে তার প্রথম ছয় দিনের দ্বিপক্ষীয় সফর শেষে আগামীকাল দেশের উদ্দেশে রওনা হবেন।

প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট আগামীকাল বেলা ১৩.০০ টায় (স্থানীয় সময়) ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।’

ফ্লাইটটির ঢাকার স্থানীয় সময় আগামীকাল সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

 

প্রধানমন্ত্রী দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ’র আমন্ত্রণে গত ২২ ডিসেম্বর মালদ্বীপে পৌঁছান।
২৩ ডিসেম্বর তার সফরের দ্বিতীয় দিনে, যোগ্য স্বাস্থ্য পেশাদারদের নিয়োগ এবং যুব ও ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে দুটি সমঝোতা স্মারক এবং দ্বৈত আয়কর বিলোপের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়াও, বাংলাদেশ ও মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক (এমওইউ) নবায়ন করা হয়েছে।

দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দিয়েছে।

দ্বিপাক্ষিক আলোচনা এবং উপকরণ হস্তান্তর অনুষ্ঠানের পর একটি যৌথ ইশতেহার ঘোষণা করা হয়।
সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সোলিহ, ভাইস-প্রেসিডেন্ট ফয়সাল নাসিম, পিপলস মজলিসের স্পিকার (জাতীয় সংসদ) মোহাম্মদ নাশিদ এবং প্রধান বিচারপতি উজ আহমেদ মুথাসিম আদনানের সঙ্গে পৃথক বৈঠক করেন।

২৩ ডিসেম্বর বিকালে মালদ্বীপের সংসদে ভাষণ দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা তার সম্মানে মালদ্বীপের রাষ্ট্রপতি ও দেশটির ফার্স্ট লেডি আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেন। ২৪ ডিসেম্বর, তিনি মালে প্রবাসী বাংলাদেশিদের দেয়া একটি সংবর্ধনায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। সূত্র: বাসস

রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে একসঙ্গে কাজ করার ঘোষণা

রোহিঙ্গা সংকট সমাধান এবং জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশ ও মালদ্বীপ একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফরের প্রথম দিনে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে দেয়া যৌথ বিবৃতিতে এ কথা দেয়া হয়।

বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যাবে এমন আশা প্রকাশ করেছেন মালদ্বীপ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ঢাকা ও মালের মধ্যে সরাসরি বিমান চালু হয়েছে। যা দু’দেশের পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চালুর পরিকল্পনা চলছে বলেও জানান প্রধানমন্ত্রী।

এ সময়, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ বলেন, মালদ্বীপের শিক্ষার্থীরা যেন বাংলাদেশে গিয়ে উচ্চশিক্ষা নিতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে দু’দেশের মধ্যে। মালদ্বীপের নাগরিকদের জন্য বাংলাদেশে ভিসা উন্মুক্ত করার আহ্বান জানান মালদ্বীপের প্রেসিডেন্ট। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে মালদ্বীপ বাংলাদেশের পাশে রয়েছে বলেও উল্লেখ করেন ইব্রাহিম মোহাম্মদ সলিহ।

শেখ হাসিনা এবং ইব্রাহিম মোহাম্মদ সলিহ’র মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে দু’দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, যুব ও ক্রীড়া এবং রাজস্ব বিষয় সংক্রান্ত বেশকয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এ সময় বন্ধুত্বের নিদর্শন হিসেবে মালদ্বীপ সেনাবাহিনীকে উপহার হিসেবে দেয়া সামরিক যানের চাবি হস্তান্তর করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দিনের সফরে মালেতে সে দেশের প্রেসিডেন্টের কার্যালয়ে পৌঁছালে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ তাঁকে লাল গালিচা সংবর্ধনাসহ আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও গান স্যালুট দেয়া হয়। প্রধানমন্ত্রী উভয় দেশের ‘লাইন অব প্রেজেনটেশন’ পরিদর্শন করেন। শেখ হাসিনা প্রেসিডেন্টের কার্যালয়ে রক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং সেখানে ফটো সেশনে অংশ নেন।

স্কুলে ভর্তি ৩০শে ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা

আগামী শিক্ষাবর্ষে সব স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ৩০শে ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।

প্রতি বছরই ডিসেম্বর মাসজুড়ে সারা দেশের স্কুলগুলোতে সমাপনী পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা সম্পন্ন নিয়ে ব্যস্ত সময় পার করেন সংশ্লিষ্টরা। করোনা পরবর্তী সময়ে এবারও অল্প সময়েই শেষ হয়েছে বিভিন্ন স্কুলের সমাপনী এবং ভর্তির লটারি। নতুন শিক্ষাবর্ষ ভালোভাবে শুরু করতে মাউশি অপেক্ষমান তালিকা থেকে ভর্তির কাজ ৩০শে ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছে।

তবে অভিভাবকরা করোনা পরবর্তী সময় বিবেচনা করে এই সময়সীমা কিছুটা বাড়ানোর দাবি জানিয়েছেন। তারা বলেন, অনেক স্কুলে ভর্তির সময় জন্ম নিবন্ধনের সঙ্গে সঙ্গে টিসি চাচ্ছে। এগুলো নিতে আমাদের কিন্তু আলাদ করে টাকা দিতে হচ্ছে। সব বাবা-মা’ই চায় তার সন্তানদের ভালো স্কুলে ভর্তি করাতে।

মাউশির সিদ্ধান্তকে স্বাগত জানালেও স্কুলগুলো কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করেন শিক্ষকরা।

ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল ও কলেজের অধ্যক্ষ সেলিনা আক্তার বলেন, যে ডেডলাইনটা দেয়া হয়েছে তা অনেক অভিভাবকদের জন্যই চ্যালেঞ্জিং। কারণ করোনার ফলে অনেকেই আর্থিকভাবে সমস্যায় পড়েছেন। অনেক অভিভাবকই কম বেতন, যেতে যাতায়াত খরচ কমসহ অনেক কিছু বিবেচনা করেই স্কুল খুঁজছেন। সেক্ষেত্রে তাদের ভর্তির ডেডলাইনটা ফলো করা কষ্টের হয়ে যায়।

এই সময় আর বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছেন মাউশি মহাপরিচালক। তবে স্কুল কর্তৃপক্ষ কিছু বিষয় সমন্বয় করতে পারবে বলে জানান তিনি।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক বলেন, এই সময়টা আরও বর্ধিত করার সিদ্ধান্ত আমরা নেইনি এখনো। ডিসেম্বরের ৩০ তারিখ পর্যন্ত যে সময়সীমা রয়েছে এরমধ্যেই শিক্ষার্থীদের ভর্তি হতে হবে। যদি কোন শিক্ষার্থীর বিশেষ কোন সমস্যা থাকে সেটা লোকালি সমাধান করতে পারবে এটার জন্য সময়সীমা বাড়ানোর কোন দরকার আছে বলে মনে করি না। যদি কোন স্কুল অন্যায়ভাবে বেশি ফি নিয়ে থাকে তাহলে যে কেউ আমাদের কাছে অভিযোগ করতে পারবে।

আগামী শিক্ষাবর্ষের জন্য সারাদেশের ৩ হাজার তিনশ ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ লাখ ২০ হাজার ৯শ’ ৬৭টি আসনের জন্য ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির আবেদন জমা পড়ে ৭ লাখ ১৪ হাজার ৮শ’ ২১টি।

মালদ্বীপ পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ’র আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে প্রথমবারের মতো ছয় দিনের সফরে মালদ্বীপের রাজধানী মালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার, স্থানীয় সময় বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে ভেলানা আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করে। সেখানে মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এ সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

মালদ্বীপ সফরকালে ২৩ ডিসেম্বর দুই দেশের মধ্যে দুটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। চুক্তিগুলোর মধ্যে রয়েছে দ্বৈত কর পরিহার এবং বন্দী বিনিময়, স্বাস্থ্য সেবা ও চিকিৎসা বিজ্ঞান (নবায়ন) ও দুদেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা।

এছাড়া বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগে যে চুক্তি তাও নবায়ন করা হবে বলে জানা গেছে। একই সাথে দক্ষিণ এশিয়ার দেশ দুটির মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দেবে।

সফরকালে মালের হোটেল জিনে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ এবং সে দেশের প্রধান বিচারপতি উজ আহমেদ মুতাসিম আদনান সৌজন্য সাক্ষাৎ করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল বিকেলে মালদ্বীপের পার্লামেন্টে ভাষণ দেবেন। সন্ধ্যায় মালদ্বীপের রাষ্ট্রপতি ও সে দেশের ফার্স্টলেডি আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় শেখ হাসিনা যোগ দেবেন। শেখ হাসিনা শুক্রবার মালেতে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দেবেন। এরপর ২৭ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন।

মার্কেন্টাইল ইন্স্যুরেন্সে এএমডি পদে যোগদান করলেন কবি মোহাম্মদ এমরান

স্টাফ রিপোর্টার: বরিশালের কৃতি সন্তান, বিশিষ্ট কবি ও লেখক, সংগঠক, মিডিয়া ব্যক্তিত্ব জাতীয় পুরস্কারপ্রাপ্ত বীমাবিদ আলহাজ্ব মোহাম্মদ এমরান সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এ যোগদান করেছেন। ২১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তার যোগদান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (সি.সি) মোহাম্মদ সাইদুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুর রশিদ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা রিজিওন ইনচার্জ মজিবুল মাওলা লিটন এবং বিভিন্ন ডিভিশনাল ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে ইথার মিডিয়া করপোরেশন, বরিশাল বাণী, মুক্তবুলি, বরিশাল সাংবাদিক ফোরাম ও বরিশাল মেডিকেল জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সদ্য যোগদানকারী এএমডি মোহাম্মদ এমরানকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।
কবি মোহাম্মদ এমরান এর আগে প্রায় ২১ বছর যাবৎ ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে কর্মরত ছিলেন। তিনি সেখানে পেশাগত সফলতার স্বীকৃতি স্বরুপ তিন বার “Foreign Award” সম্মাণনা অর্জন , ২০১৪ সালে চট্টগ্রামে দায়ীত্ব পালনকালীন সময়ে তিনি সারাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে কোম্পানীর সর্বোচ্চ সম্মাননা হজ্ব এ্যাওয়ার্ড প্রাপ্ত হয়ে ২০১৬ সালে হজ্ব করে এসেছেন। তাছাড়া মোহাম্মদ এমরান ২০১১ সালে শতভাগ ব্যবসা অর্জন করে চেয়ারম্যান এ্যাওয়ার্ড, ২০১৩ সালে সারাদেশে ২য় হয়ে “Foreign Award”, ২০১৪ সালে চেয়ারম্যান এওয়ার্ড (গোল্ড) এবং ২০১৫ সালেও সারাদেশে ২য় হয়ে “Foreign Award” সম্মাণনা গ্রহণ করেন। এছাড়াও মোহাম্মদ এমরান ফারইস্টে কর্মকালে ০৫ বার গোল্ড মেডেল সহ অসংখ্য জাতীয় পুরস্কার অর্জন করেছেন। নানা মুখি প্রতিভার অধিকারী তরুন কবি মোহাম্মদ এমরান ১জানুয়ারি ১৯৮০ সালে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মরহুম জাহাঙ্গীর আলম ডিহিদার পেশায় একজন প্রধান শিক্ষক ছিলেন। মা রেহান-আরা-বেগম একজন ধর্মভীরু সু-গৃহিনী। কবি মোহাম্মদ এমরান বরিশাল সরকারী ব্রজমোহন কলেজ থেকে রসায়ন শাস্ত্রে অধ্যায়ন শেষ করে বীমা পেশায় আত্মনিয়োগ করেন। বর্তমানে বরিশাল সিটির তিন নং ওয়ার্ডের পুরানপাড়ায় “রেহান-আরা মঞ্জিলে” কবির স্থায়ী নিবাস। কবি’র ছয় ভাইবোন, তিনি দু’ভাইয়ের মধ্যে ছোট। ভাই বোনেরা সবাই উচ্চতর ডিগ্রিধারী। তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ “জীবন এক জলকণা” অমর একুশে বইমেলা ২০২০ প্রকাশিত হয়। একই বছরে কবির আরও দুটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়- “মৃত্যুর মিছিল” ও “শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি”। ২০২১ অমর একুশে বই মেলায় প্রকাশিত কবির ২য় একক কাব্যগ্রন্থ “কেঁদে ফিরে স্বাধীনতা” পাঠক হৃদয়ে ব্যাপক সারা ফেলে।  নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেছেন কবি মোহাম্মদ এমরান।

ক্যাপশন: প্রখ্যাত বীমাবিদ মোহাম্মদ এমরান এএমডি পদে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সে যোগদান করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান শীর্ষ কর্মকর্তারা।

আ.লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু বৃহস্পতিবার

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু ২৩শে ডিসেম্বর, বৃহস্পতিবার। দলের পক্ষ থেকে আগ্রহীদের ফরম সংগ্রহের আহ্বান জানান হয়েছে।

ষষ্ঠ ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ৩১শে জানুয়ারি ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শেষ ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব কুমার বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানান হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৩শে ডিসেম্বর থেকে ২৫শে ডিসেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে।

কোনও ধরনের লোকসমাগম ছাড়া এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। এছাড়া প্রার্থী যোগ্য প্রতিনিধি মাধ্যমেও ফরম সংগ্রহ করতে পারবেন। তবে, মনোনয়ন ফরম সংগ্রহের সময় অবশ্যই প্রার্থী জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।

এদিকে, তফসিল অনুযায়ী আগামী ৩১শে জানুয়ারি ষষ্ঠ ধাপে সারা দেশে ২১৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা ৩রা জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৬ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারি।

দেশে বিনা ভোটে জনপ্রতিনিধি হওয়ার রেকর্ড

এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম পাঁচ ধাপেই বিনা ভোটে জনপ্রতিনিধি হওয়ার রেকর্ড হয়েছে।

৩৬০ জন চেয়ারম্যানসহ ১৬শ’ প্রার্থী বিনা ভোটে জয়ী হওয়া নিয়ে একদিকে যেমন জনমনে প্রশ্ন উঠেছে, অন্যদিকে স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, এত বিপুল সংখ্যক প্রার্থীর এমন জয়ই প্রমাণ করে, ভেঙে পড়েছে নির্বাচন ব্যবস্থা। আর এই ধরনের ঘটনা গণতন্ত্রের কাঠামোবিরোধী বলে মনে করেন খোদ নির্বাচন কমিশনের একজন সদস্যও।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার সংখ্যা বলছে তৃণমূলের জমজমাট নির্বাচন উৎসবের চিত্র এখন শুধুই স্মৃতি। কিছুদিন আগে ষষ্ঠ ধাপের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগের পাঁচ ধাপেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সব মিলিয়ে এক হাজার ৬০০ জন। চেয়ারম্যান পদে ভোট ছাড়াই বিজয়ী ৩৬০ জন। এর মধ্যে একজন ছাড়া সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত। আর কোনও প্রার্থী না থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করতে কোনো আইনি বাধা নেই। তবু এভাবে বিপুল সংখ্যক জনপ্রতিনিধি বিনাভোটে নির্বাচিত হওয়ায় দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় এত বিপুল সংখ্যক প্রার্থী জয়ী হওয়া দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙ্গে পড়ার প্রমাণ- যার দায় নিতে হবে সরকারকেই।

এদিকে, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াকে উৎসাহিত করা সমীচীন নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার একটা সংস্কৃতি গড়ে উঠেছে দেশে। নির্বাচন প্রক্রিয়ায় পরিবর্তন আনলে এ অবস্থার পরিবর্তন হবে কিনা তা নতুন করে ভাবতে হবে। আগামীতে যারা দায়িত্বে আসবেন নির্বাচন কমিশনে তারা নিশ্চই এই বিষয়গুলো ভেবে দেখবেন। আসন্ন নির্বাচনগুলোকে সু্ষ্ঠু করার লক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবকিছু করা হবে বলে জানান তিনি।

এ পর্যন্ত পাঁচটি ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৬০ জন, সাধারণ সদস্যপদে ৮৫৮ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৩৬৪ জন বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হয়েছেন। আগামী ৩১শে জানুয়ারি ষষ্ঠ ধাপে আরও ২১৯টি ইউপির ভোট অনুষ্ঠিত হবে।

গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে আশাবাদ রাষ্ট্রপতির

নির্বাচন কমিশন পুনর্গঠনে বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হলো। প্রথম দিনের সংলাপ শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে আশা প্রকাশ করেছেন।

নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির সংলাপ শুরু হয়েছে। জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম  কাদেরের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল সোমবার আলোচনায় অংশ নেয়। রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বঙ্গভবনে তাদের স্বাগত জানান।

রাষ্ট্রপতি বলেন, নির্বাচন কমিশন নির্বাচনি প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ ফেব্রুয়ারি মাসেই শেষ হবে। তার পূর্বেই একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার এই উদ্যোগ। তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে এবং নতুন নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদন করতে সক্ষম হবে।

নতুন নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে সকল রাজনৈতিক দল ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন রাষ্ট্রপতি।

এদিকে, অল্প সময়ে আইন করা সম্ভব না হলে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনসহ তিন দফা প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি। এজন্য সবার কাছে গ্রহনযোগ্য এমন ৫ জনের নামও তারা রাষ্ট্রপতির কাছে দিয়েছে। বঙ্গবভনে রাষ্ট্রপতির সাথে আলোচনা শেষে এসব কথা জানান দলটির নেতারা।

যারা সংলাপে অংশ নিচ্ছে তারা দেশ ও গণতন্ত্রের শত্রু

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলের সংলাপে যারা অংশ নিচ্ছে তারা দেশ ও গণতন্ত্রের শত্রু। এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, সার্চ কমিটির নামে দেশে তামাশা ও নাটক শুরু হয়েছে।

সোমবার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনায় এসব মন্তব্য করেন দলটির নেতারা।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা সংলাপে অংশ নিচ্ছে তারা দেশ, সংবিধান ও গণতন্ত্রবিরোধী। সংলাপে অংশ নেয়ার বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আজকের আলোচনা সভায় যারা উপস্থিত আছেন তাদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, যতদিন শেখ হাসিনা ক্ষমতায় আছে।

বিজয় দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে বঙ্গভবনে আজ নাটক মঞ্চস্থ হলো। সার্চ কমিটি গঠনের নামে দেশে তামাশা শুরু হয়েছে। নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া বিএনপি কোনও নির্বাচনে যাবে না বলেও উল্লেখ করেন তিনি।

আলোচনা সভার সভাপতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেন। তার মুক্তির জন্য সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। তবে, দলের মহাসচিব সার্চ কমিটি গঠন ও সংলাপ নিয়ে কোনও মন্তব্য করেননি।

নির্বাচন কমিশন গঠন নিয়ে বঙ্গভবনে সোমবার রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু হয়েছে। প্রথম দিন এতে অংশ নেয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টি।

সার্চ কমিটির জন্য পাঁচজনের নাম প্রস্তাব জাতীয় পার্টির

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি সঙ্গে প্রথম দিনের সংলাপে অংশ নিয়েছে জাতীয় পার্টি। সংলাপে শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, সার্চ কমিটি গঠনে পাঁচজনের নাম প্রস্তাব করেছেন তারা।

সোমবার বিকেল চারটায় প্রথম রাজনৈতিক দল হিসেবে সংলাপে অংশ নেয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। সংলাপ শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি যে সার্চ কমিটি গঠন করবেন তার জন্য পাঁচজনের নাম প্রস্তাব করেছে তার দল। তবে নির্বাচন কমিশন আইন প্রণয়নকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন বলে জানান তিনি। জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, যাদের নাম প্রস্তাব করা হয়েছে তারা সকলের কাছে গ্রহণযোগ্য হবেন।

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে জাতীয় পার্টির চেয়ারম্যান স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে তাদের প্রস্তাবসমূহ তুলে ধরেন। তারা আলোচনার এই উদ্যোগ নেয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের প্রস্তাব করেন এবং সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাহী বিভাগ কর্তৃক নির্বাচন কমিশনের সার্বিক কার্যক্রমে সহযোগিতা নিশ্চিত করতে আরেকটি আইন প্রণয়নের প্রস্তাব করেন। জাতীয় পার্টির পক্ষ থেকে আরও বলা হয়, যদি এই সময়ের মধ্যে আইন প্রণয়ন সম্ভব না হয় তাহলে অধ্যাদেশ জারির মাধ্যমে এটি করা যেতে পারে।

যদি আইন প্রণয়ন ও অধ্যাদেশ জারি সম্ভব না হয় সেক্ষেত্রে সবার কাছে গ্রহণযোগ্য একটি সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করেন। তারা রাষ্টপতির এই উদ্যোগে সার্বিক সহযোগিতা প্রদানেরও প্রতিশ্রুতি দেন দেন। এছাড়া যদি সার্চ কমিটি গঠন না করে সরাসরি নির্বাচন কমিশনের সদস্য মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত হয় সেক্ষেত্রে জাতীয় পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনার হিসেবে যোগ্য ব্যক্তিদের নাম সুপারিশ করা হবে।

এর আগে, সংলাপে অংশ নিতে জাতীয় পার্টির ৮ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাদের স্বাগত জানান। সংলাপ শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ জানান, জাতীয় পার্টির প্রস্তাব বিবেচনা করে দেখা হবে।