আমতলীতে জমির দখল নিয়ে দফায় দফায় সংঘর্ষে আহত ১০

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
জমির দখল নিয়ে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত দুই নারীসহ ৯ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে বরগুনার আমতলী উপজেলার রায়বালা গ্রামে বুধবার সকালে।
জানাগেছে, উপজেলার রায়বালা গ্রামের জয়নাল হাওলাদার একই গ্রামের হানিফ গাজীর কাছ থেকে ৩৩ শতাংশ জমি ক্রয় করেন। ওই জমি সংলগ্ন মোস্তফা গাজীর ২০ শতাংশ জমি জয়নাল হাওলাদার জোর করে চাষাবাদ করেন এমন দাবী মোস্তফা গাজীর। ওই জমি চাষাবাদে তিনি (মোস্তফা গাজী) বাঁধা দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় জয়নাল হাওলাদারের ছেলে ফিরোজ হাওলাদার মোস্তফা গাজীর জামাতা জসিমকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে যখম করে। জসিমকে রক্ষায় আনোয়ার গাজী এগিয়ে এলে তাকেও মারধর করে এমন দাবী আনোয়ার গাজীর। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে দু’পক্ষের ১০ জন আহত হয়। গুরুতর আহত জসিম, মোস্তফা গাজী, হানিফ গাজী, মাজেদা বেগম, সোনিয়া, ইমরান, রিয়াজ ও ফিরোজকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আনোয়ার গাজীকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মোস্তফা গাজী বলেন, জয়নাল হাওলাদার আমার জমি জোরপূর্বক দখল করে চাষাবাদ শুরু করেন। এতে আমি বাঁধা দিলে কয়েক দফায় আমাকে, আমার মেয়ে, আমার জামাতা ও ভাইসহ ছয়জনকে পিটিয়ে আহত করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
জয়নাল হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার জমি দখল ও মারধরের কথা অস্বীকার করে বলেন, আমার বাবার কেনা জমি আমি চাষাবাদ করতে গেলে মোস্তফা গাজী ও তার লোকজন আমার মাসহ পরিবারের চারজনকে মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মার্জিয়া তাজিন বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বরিশালে মুক্তিযোদ্ধার নামের সলিং রাস্তার বেহাল দশা

শামীম আহমেদ ॥ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা কাদের খান সড়কের বেহাল দশা। ইটের সলিংয়ের ব্যস্ততম এ সড়কটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করতে গিয়ে ছোট-বড় দুর্ঘটনার পাশাপাশি চরম ভোগান্তি পোহাচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, সড়কের প্রায় আড়াই কিলোমিটার অংশ বর্তমানে চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পরেছে। নির্মানের পর অদ্যবর্ধি রাস্তা সংস্কার না করায় খানাখন্দে ভরে গেছে। গ্রামীণ সড়কের বেহাল দশার বিষয়টি যেন দেখার কেউ নেই। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ইউনিয়নের ১নং ওয়ার্ডের আরজিকালিকাপুর এলাকার মুক্তিযোদ্ধা কাদের খান সড়কটি ইউনিয়নের মধ্যে ব্যস্ততম একটি সড়ক। এ সড়ক দিয়ে নোমরহাট হয়ে খাঁনপুরা ও এয়ারপোট, রেনট্রিতলা হয়ে টেপেরহাট যাতায়াত করেন ইউনিয়নের হাজারও মানুষ। দীর্ঘ প্রায় একযুগেরও অধিক সময় ধরে সড়টি বেহাল দশায় পরিনত হলেও বিষয়টি সমাধানে জনপ্রতিনিধিদের নেই কোন উদ্যোগ।
১নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা কাদের খান ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম সক্রিয় নেতা। অথচ তার নামে নামকরণ হওয়া ইট সলিংয়ের রাস্তাটি ইউনিয়নবাসীর চলাচলে অনুপযোগী হয়ে পরেছে।
চাঁদপাশা ইউনিয়নের চেয়ারম্যান আনিচুর রহমান সবুজ জানান, জনগুরুত্বপূর্ণ কাদের খান সড়কসহ ইউনিয়নে আরও প্রায় ১০ কিলোমিটারের ইটের সলিংয়ের সড়ক রয়েছে। দীর্ঘদিন থেকে জনসাধারণের চলাচলে যা সম্পূর্ণ অনুপযোগী হয়ে পরেছে।
এ বিষয়ে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু বলেন, মুক্তিযোদ্ধা কাদের খান সড়কসহ আরও কয়েকটি রাস্তা পিজিপি প্রকল্পে পাশ হয়েছে। যার টেন্ডারও হয়েছে। করোনার কারণে সবকিছু এলোমেলো হয়ে যাওয়ায় হয়তো ঠিকাদার এখনও কাজ শুরু করেনি। তবে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সড়ক নির্মান কাজ শুরু করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

আশ্রয়ণ প্রকল্পের ঠিকাদারের টাকা পরিশোধ না করায় আমতলীর ইউএনওর বিরুদ্ধে অভিযোগ

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণকারী ঠিকাদারকে টাকা পরিশোধ না করায় আমতলীর ইউএনও আসাদুজ্জামানের বিরুদ্ধে বরগুনার জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেয়া হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নাঈম এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোঃ ফয়সাল হোসেন নয়ন সোমবার এ অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, তালতলী উপজেলায় হতদরিদ্রদের জন্য ‘ক’ শ্রেণীর ১১০টি এবং ‘খ’ শ্রেণির জন্য ৫০ টিসহ মোট ১৬০টি ঘর বরাদ্ধ দেয় সরকার। ওই ঘর নির্মাণের জন্য তৎকালিন তালতলীর ইউএনও মোঃ আসাদুজ্জামান (বর্তমানে আমতলীতে কর্মরত) ভোলার নাঈম এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী মোঃ ফয়সাল হোসেন নয়নের সাথে চুক্তি করে। ইউএনও ঠিকাদারকে তালতলীর ‘ক’ শ্রেণির ৮৩টি এবং “খ” শ্রেনীর ৪৯ টি এবং আমতলীর “ক” শ্রেনীর ৯ টি ঘরের কাজ দেন। চুক্তিমত ঠিকাদায় নয়ন ঘরের কাজ সম্পন্ন করেন বলে দাবী করেন। তালতলীর দুই শ্রেনীর ১৩২ টি ঘরের নির্মাণ ব্যয় ২ কোটি ৪ লক্ষ ৫ হাজার টাকা এবং আমতলীর ৯টি ঘরের নির্মাণ ব্যয় ১৭ লক্ষ ১০ হাজার টাকা। দুই উপজেলার ১৪১ টি ঘরের নির্মাণ ব্যয় ২ কোটি ২১ লক্ষ ১৫ হাজার টাকা। ওই সমুদয় নির্মাণ ব্যয়ের বিপরীতে ইউএনও মোঃ আসাদুজ্জামান বিভিন্ন সময়ে ঠিকাদার মোঃ ফয়সাল হোসেন নয়নকে ২ কোটি ৫ লক্ষ ৭ হাজার টাকা পরিশোধ করেছেন। অবশিষ্ট ১৬ লক্ষ ৮ হাজার টাকা পরিশোধ করেননি। ঠিকাদার নয়ন গত তিন মাস ধরে এ টাকার জন্য ইউএনওকে তাগাদা দিলেও তিনি টাকা দিতে অস্বীকার করেন। এ ঘটনায় ঠিকাদার ফয়সাল হোসেন নয়ন ইউএনও মোঃ আসাদুজ্জামানের বিরুদ্ধে সোমবার বরগুনার জেলা প্রশাসক বরাবওে লিখিত অভিযোগ দেন।
ঠিকাদার ফয়সাল হোসেন নয়ন বলেন, ইউএনও আসাদুজ্জামানের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণের ঘর নির্মাণ বাবদ পাওনা ১৬ লক্ষ ৮ হাজার টাকা পরিশোধ করেনি। বর্তমানে তিনি টাকা পরিশোধ করতে অস্বীকার করছেন। তিনি আরো বলেন, ইউএনও ওই ১৪১ ঘরের মধ্যে ঘর প্রতি ১০ হাজার টাকা করে ১১৯ ঘর বাবদ আমার কাছ থেকে মোট ১১ লক্ষ ৯০ হাজার টাকা ঘুষ নিয়েছেন।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ঘুষ নেয়ার কথা অস্বীকার করে বলেন, ঠিকাদার মোঃ ফয়সাল হোসেন নয়নকে সমুদয় টাকা পরিশোধ করে দিয়েছি বলেই তিনি ফোন কেটে দেন।
বরগুনার জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, আমতলীর ইউএনওকে ঠিকাদার ফয়সাল হোসেন নয়নের সাথে ঝামেলা মিটানোর জন্য মৌখিকভাবে নির্দেশ দিয়েছি।

আমতলীতে ২৬ জন করোনায় আক্রান্ত ১১ জন হাসপাতালে ভর্তি

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
নমুনা পরীক্ষায় আমতলী উপজেলায় ২৬ ব্যাক্তি প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। অপর আক্রান্তরা বাড়ীর আইশোলেসনে চিকিৎসাধীন রয়েছেন।
জানাগেছে, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সোম ও মঙ্গলবার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৯ জন ব্যাক্তি নমুনা দেয়। ওই ৫৯ জনের নমুনা পরীক্ষায় ২৬ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সোমবার ১৫ এবং মঙ্গলবার ১১ জন। আক্রান্তদের মধ্যে ১১ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। অপর আক্রান্ত ১৫ জন বাড়ীর আইসোলেশনে থেকে মুঠোফোনে যথাযথ চিকিৎসা দিচ্ছেন বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কেএম তানজিরুল ইসলাম।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কেএম তানজিরুল ইসলাম বলেন, আক্রান্ত রোগীদের বাড়ীর আইসোলেশনে রেখেই মুঠোফোনে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল মোনায়েম সাদ বলেন, ৫৬ জনের নমুনা পরীক্ষায় ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১১ জন হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি হয়েছেন।

আমতলীতে জমির দখল নিয়ে সংঘর্ষে আহত ৬

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
জমির দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত নারীসহ ৫ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে বরগুনার আমতলী উপজেলার রায়বালা গ্রামে মঙ্গলবার সকালে।
জানাগেছে, উপজেলার রায়বালা গ্রামের জয়নাল হাওলাদার একই গ্রামের হানিফ গাজীর কাছ থেকে ৩৩ শতাংশ জমি ক্রয় করেন। ওই জমি সংলগ্ন মোস্তফা গাজীর ২০ শতাংশ জমি জয়নাল হাওলাদার জোর করে চাষাবাদ করেন এমন দাবী মোস্তফা গাজীর। ওই জমি চাষাবাদে মোস্তফা গাজী বাঁধা দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরেন। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়। গুরুতর আহত মোস্তফা গাজী, হানিফ গাজী, আনোয়ার গাজী, মাজেদা বেগম ও সোনিয়াকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত রিয়াজ হাওলাদারকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।
আহত মোস্তফা গাজী বলেন, জয়নাল হাওলাদার আমার জমি জোরপূর্বক দখলে চাষাবাদ শুরু করেন। এতে আমি বাঁধা দিলে আমাকে, আমার মেয়ে ও ভাইসহ চারজনকে মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
জয়নাল হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার জমি দখল ও মারধরের কথা অস্বীকার করে বলেন, আমার বাবার কেনা জমি আমি চাষাবাদ করতে গেলে মোস্তফা গাজী ও তার লোকজন আমার মাকে এবং আমাকে মারধর করেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ হিমাদ্রী রায় বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমতলীতে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলায় প্রাণঘাতী করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। চারজনের মধ্যে দুই জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, একজন বরগুনা জেনারেল হাসপাতালে ও একজন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে । মঙ্গলবার স্বজনরা তাদের দাফন ও সৎকার সম্পন্ন করেছেন।
জানাগেছে, উপজেলার হলদিয়া গ্রামের মজনু মোল্লা করোনার উপসর্গ নিয়ে সোমবার দুপুরে এবং কড়াইতলা গ্রামের সুগন্ধা রানী আক্রান্ত হয়ে একইদিন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি হয়। ওইদিন সন্ধ্যায় মজনু মোল্লা (৬৫) এবং রাতে সন্ধ্যা রানী (৪৫) মারা যান। নাচনাপাড়া গ্রামের লুৎফা বেগম শনিবার করোনায় আক্রান্ত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালের ভর্তি হয়। ওই হাসপাতালে সোমবার রাতে তার মৃত্যু হয়। আমতলী পৌর শহরের স্বর্নকার পট্টির রানু কর্মকার করোনা উপসর্গ নিয়ে রবিবার রাতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ওই হাসপাতালে সোমবার সন্ধ্যায় তিনি মারা যান। করোনায় আক্রান্ত চারজনকে স্বজনরা দাফন ও সৎকার সম্পন্ন করা হয়েছে।
সুগন্ধা রানীর স্বামী শরৎ গোমস্তা বলেন, আমার স্ত্রীর সৎকার সম্পন্ন করেছি।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ বলেন, করোনা ইউনিটি একজন বৃদ্ধ পুরুষ এবং এক নারী মারা গেছেন।

আমতলীতে ঘর তোলা নিয়ে সংঘর্ষ, ৫ জন আহত

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
ক্রয়কৃত জমিতে ঘর তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ঝরনা ও লাল মিয়া মাঝিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার ছোটনীলগঞ্জ গ্রামে সোমবার দুপুরে।
জানা গেছে, আমতলী সদর ইউনিয়নের ছোটনীলগঞ্জ গ্রামের শানু সিকদার একই গ্রামের রব মাঝির ১০ শতাংশ জমি দলিল মুলে ক্রয় করেন। সোমবার দুপুরে শানু সিকদার ওই জমিতে ঘর তুলতে গেলে বিক্রেতা রব মাঝির চাচাতো ভাই জব্বার মাঝি ও ফোরকান মাঝি, বাদশা মাঝি, কালা মাঝি, আমির মাঝি ও হাবুল মাঝি তাদের জমি দাবী করে ঘর তুলতে বাঁধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটি হয়। এ পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু’পক্ষের সংঘর্ষে শানু সিকদার (৪৫) তার স্ত্রী ঝরনা বেগম (৪০), শ্বশুর লাল মিয়া মাঝি (৭০), সেকান্দার মাঝি (৬০) ও আলমগীর মাঝি (৫৬) আহত হয়। গুরুতর আহত ঝরনা বেগম ও লাল মিয়া মাঝিকে স্বজনরা উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
শানু সিকদার বলেন, আমার ক্রয় করা ১০ শতাংশ জমিতে ঘর তুলতে গেলে জব্বার মাঝি এবং তার লোকজন আমাকে আমার স্ত্রী ও শ্বশুরকে মারধর করেছে। আমি এর বিচার চাই।
জব্বার মাঝি মারধরের কথা অস্বীকার করে বলেন, আমাদের পৈত্রিক জমি দখল করে শানু সিকদার জোরপূর্বক ঘর তুলতে গেলে তাকে নিষেধ করেছি মাত্র।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ফারজানা আক্তার দীনা বলেন, ঝরনা এবং লাল মিয়া মাঝির শরীরে এবং মাথায় জখমের চিহ্ন রয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, এ বিষয়ে অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালা বদ্ধ ঘরে আগুন। সবকিছু পুড়ে ছাই!

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বৃদ্ধ আইউব আলী হাওলাদারসহ পরিবারের তিন সদস্য জেল হাজতে। তালা বদ্ধ ঘরে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। স্বজনদের অভিযোগ ভিটে মাটি থেকে উচ্ছেদ এবং বাড়ী দখল করতেই প্রতিপক্ষ জয়নাল মাতুব্বর ও তার লোকজন আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে রোববার রাতে। খবর পেয়ে পুলিশ ওই রাতেই ঘটনাস্থল পরির্দশন করেছেন।
জানাগেছে, ১৯৮৯ সালে রেনু বেগম ১.৫০ একর খাস জমি স্থায়ী বন্দোবস্থ পায়। ওই জমিতে ঘর-বাড়ী নির্মাণ করে গত ৩০ বছর ধরে রেনু বেগম ও তার পরিবার বসবাস করে আসছে। গত ১৭ জুন জয়নাল মাতুব্বর তার জমি দাবী করে ওই জমিতে কাজ বন্ধের অভিযোগ এনে বরগুনা পারিবারিক আদালতে আইউব আলী হাওলাদার, তার স্ত্রী রেনু বেগম ও ছেলে বশির হাওলাদাকে আসামী করে মামলা দায়ের করেন। আদালতের বিচারক আরিফুর রহমান তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। গত ২ জুন রাতে ওই মামলায় পুলিশ বৃদ্ধ আইউব আলী হাওলাদার (৭০), তার স্ত্রী রেনু বেগম (৬৫) ও ছেলে বশির হাওলাদারকে (৩৫) গ্রেফতার করে। গত ১০ দিন ধরে তারা বরগুনা জেল হাজতে রয়েছেন। ওই সুযোগে জমি থেকে উচ্ছেদ ও বাড়ী দখলের জন্য জয়নাল মাতুব্বরের ছেলে নজরুল মাতুব্বর তার সহযোগী লালন ফকির ও আমিনুল ইসলাম রোববার রাত সাড়ে নয়টার দিকে তালা বদ্ধ ঘরে আগুন দেয় এমন দাবী স্বজনদের। স্থানীয় লোকজন দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনের লেলিহান শিখায় ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান স্বজন ফাতেমা বেগম। খবর পেয়ে ওই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শী শামীম মোল্লা, ইমরান মাতুব্বর ও জহিরুল ইসলাম বলেন, আগুনের লেলিহান শিখা দেখে ২০-২৫ জন যুবক মিলে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছি। তারা আরো বলেন, বিদ্যুৎ বিহীন তালা বদ্ধ ঘরে আগুন লাগার রহস্য আমরা বুঝি না।
প্রতিবেশী হালিমা বেগম বলেন, এই ঘরের তিনজন সদস্যকেই পুলিশ ধরে নিয়ে গেছে। গত ১০ দিন ধরে এই ঘর তালা বদ্ধ। তিনি আরো বলেন, রাত সাড়ে নয়টার দিকে আগুন জ¦লতে দেখে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে এনেছে।
স্বজন ফাতেমা বেগম ও কাজল রেখা অভিযোগ করে বলেন, প্রতিবেশী জয়নাল মাতুব্বর জমি ও বসত ভিটা নিয়ে একটি মিথ্যা মামলা করেছেন। ওই মামলায় গত ২ জুন আমার বৃদ্ধ ভগ্নিপতি, বোন ও বোনের ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে। তারা গত ১০ দিন ধরে জেল হাজতে রয়েছেন। এই সুযোগে ভিটে মাটি থেকে উচ্ছেদ এবং বাড়ী দখল করতে জয়নাল মাতুব্বর , তার ছেলে নজরুল মাতুব্বর, সহযোগী লালন ফকির ও আমিরুল ইসলাম পরিকল্পিতভাবে ঘরে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।
এ বিষয়ে জয়নাল মাতুব্বর ঘরে আগুন দেয়ার কথা অস্বীকার করে বলেন, আমাকে ফাঁসাতে তারাই ঘরে আগুন দিয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

প্রধানমন্ত্রীর স্বপ্নের উপহার আশ্রয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হতদরিদ্রের স্বপ্নের উপহার আমতলীর আশ্রায়ন প্রকল্পের ঘর নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। লেন্টিন ছাড়া ঘর নির্মাণে ধসে পড়ে আশঙ্কায় বসবাস বন্ধ করে দিয়েছেন হতদরিদ্ররা। হস্তান্তরের দুই মাসের মাথায় দরজা জানালা ভেঙ্গে যাচ্ছে। উঠে যাচ্ছে মেঝের পলেস্তারা। ফাটল ধরেছে মুল ভবনে।
জানাগেছে, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রায়ণ প্রকল্পের অধীনে আমতলী উপজেলায় দুই ধাপে হতদরিদ্রদের ৪’শ ৫০ টি ঘর দেয়। ওই প্রকল্পে ঘর প্রতি নির্মাণ ব্যয় ধরা হয়েছে ভ্যাট ট্যাক্স বাদে এক লক্ষ ৭১ হাজার টাকা। প্রকল্পের পরিপত্রে উল্লেখ আছে উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান মিলে হতদরিদ্রের ঘর বরাদ্দ তালিকা প্রস্তুত করবে। ওই তালিকা অনুসারে তারা ঘরের নির্মাণ কাজের তদারকি করবেন। কিন্তু আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ঘরের তালিকা প্রস্তুত করতেই কমিটির অন্য সদস্যদের এড়িয়ে অনিয়মের আশ্রায় নেন। তার কার্যালয়ের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মোঃ এনামুল হক বাদশাকে দিয়ে ঘরের তালিকা প্রস্তুত করেন। উপজেলা প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে এড়িয়ে ঘরের নির্মাণ সামগ্রী ক্রয় করেন তিনি। ঘরের ডিজাইন মোতাবেক ঘর নির্মাণ না করে নিজের ইচ্ছামত নির্মাণ কাজ করেন ইউএনও।
ডিজাইনে উল্লেখ আছে, ১৯ ফুট ৬ ইঞ্চি দৈঘ্য ও ২২ ফুট ৬ ইঞ্চি প্রস্থ ঘরের ভিতরের দুই কক্ষ ৯ ফুট ৩ ইঞ্চি দৈঘ্য এবং ৯ ফুট ৮ ইঞ্চি প্রস্থ। রান্না ঘর, টয়লেটসহ ১৩ ফুট ৬ ইঞ্চি। ভীত মজবুত করতে ধরা হয়েছে মুল ভবনের চারিদিকে ৫৮ ফুট লেন্টিন। ডিজাইন মোতাবেক ঘর নির্মাণে ৬ হাজার ইট, ৫০ বস্তা সিমেন্ট, লোকাল বালু ২০০ ফুট এবং ভিটি বালু ৫০ ফুট প্রয়োজন। কিন্তু ঘর নির্মাণে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়নি। মুল ঘরে লেন্টিন দেয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি। এতে অল্প চাপেই ঘর ধসে যাওয়ার সম্ভবনা রয়েছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রাজমিস্ত্রি। নিম্নমানের লোহার পাত দিয়ে দরজা ও জানালা নির্মাণ করা হয়েছে। ১০ ইঞ্চি ফাউন্ডেশন দেয়ার কথা থাকলেও দেয়া হয়েছে প্রকার ভেদে ৫-৬ ইঞ্চি। এতে ঘর হস্তান্তরের দুই মাসের মাথায়ই ঘরের দরজা জানালা ভেঙ্গে পরেছে। প্রয়োজনীয় ইট, সিমেন্ট ও বালু না দেয়ায় ঘরের পলেস্তারা উঠে যাচ্ছে। টয়লেটে প্লাষ্টিকের প্যান বসালেও রিং বসায়নি। ওই ঘরগুলোর টয়লেট এখন পরিবারের লোকজন মালামাল রাখার কাজে ব্যবহার করছেন। তদারকি এবং ক্রয় কমিটিকে ছাড়াই ইউএনও আসাদুজ্জামান তার আস্থাভাজন লোক এনামুল হক বাদশা, সুজন মুসুল্লী ও হাবিব গাজীকে দিয়ে মালামাল ক্রয় করেছেন এমন অভিযোগ সংশ্লিষ্টদের। এছাড়াও অভিযোগ রয়েছে ওই প্রকল্পের তালিকা তৈরিতে এনামুল হক বাদশা, সুজন মুসুল্লী, হাবিব গাজী আঠারোগাছিয়া ইউনিয়নের কাওসার হাওলাদার, আনোয়ার মাষ্টার, মাহতাব প্যাদা, সবুজ খাঁন ও হলদিয়া ইউনিয়নে জুয়েল রাঢ়ী, জহিরুল ইসলাম ও খলিল মুন্সি ঘর প্রতি ৩০-৪০ হাজার টাকা আদায় করেছেন। তার কার্যালয়ের কর্মচারী মোঃ এনামুল হক বাদশার নিজ গ্রাম হরিদ্রাবাড়িয়ায় টাকার বিনিময়ে ৩০টি ঘর ধনাট্য ব্যাক্তিদের বরাদ্দ দেন ইউএনও। ইউএনও’র চাহিদামত যারা টাকা দিয়েছেন তারাই পেয়েছেন ঘর নির্মাণের নিম্নমানের সামগ্রী। ওই সময়ে হরিদ্রাবাড়িয়া গ্রামের যুবলীগ নেতা কামাল রাঢ়ী ঘর নির্মাণের অভিযোগ এনে বরগুনা জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ইউএনও মোঃ আসাদুজ্জামানের নির্দেশে তার সহযোগী এনামুল হক বাদশা, সুজন মুসুল্লী ও হাবীব গাজী যুবলীগ নেতা কামাল রাঢ়ীকে অপহরণ কওে ইউএনও’র বাসায় নিয়ে আসে। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে অভিযোগ তুলে নিচে চাপ দেন। এ ঘটনায় আমতলী থানায় অপহরণ মামলা হয়। ঘরের তালিকা তৈরি এবং নির্মাণে অনিয়মের অভিযোগে গত সোমবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানকে ওএসডিসহ বিভাগীয় মামলা দেন উর্ধ্বতন কর্তপক্ষ। তার কার্যালয়ের কর্মচারী এনামুল হক বাদশাকে সাময়ীক বরখাস্ত করা হয়েছে।
রোববার উপজেলার গুলিশাখালী, আঠারোগাছিয়া ও হলদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখাগেছে ঘর নির্মাণের অনিয়মের চিত্র। গুলিশাখালী ইউনিয়নের হরিদ্রাবাড়িয়া গ্রামের হামিদা বেগম পেয়েছেন আশ্রায়নের ঘর। ওই ঘর নির্মাণের পাঁচ দিনের মাথায় বারান্দার পিলার ভেঙ্গে পরেছে। খবর পেয়ে তাৎক্ষনিক ইউএনও আসাদুজ্জামানের প্রতিনিধি সুজন মুসুল্লী পিলার নির্মাণ করে দেন। হামিদা বেগম বলেন, ঘরের কাম হরার পাঁচ দিনের মধ্যেই পিলার ভাইঙ্গা গ্যাছে। সিমেন্ট ও বালু কোম দেয়। মুই মাল কোম দেওয়ার কথা কইছিলাম রাজমিস্ত্রি মোতালেব মোরে গালি দেছে।
একই গ্রামের রোজিনা আক্তার বলেন, ঘরের কাম না হইর‌্যা হালাইয়্যা রাখছে। মোর স্বামীর কাছ থেকে এনামুল টাকা নেছে। রুপা আক্তার বলেন, ঘরের বারান্দার পিলার এ্যাকছেন লড়ে। ঘরে কোন সিমেন্টের আড়া দেওয়া অয়নি। কাটা আড়া দিয়ে দেছে।
নাইয়্যাপাড়া গ্রামের বারেক মাদবর বলেন, মোরা কি কমু পঁচা ইট দিয়ে ঘর বানাইছে। সিমেন্ট ও বালু বেশী দেয় না। কইতে গেলেই মিস্তি মোতালেব কয় তোরা এইয়্যা পাও। তোগো সরহার খয়রাত দেছে। যে হরি হেইয়্যারই বেশী। তিনি আরো বলেন, এই ঘরে মোরা থাকতে পারমু? ডয় অয় কহোর যেন ভাইঙ্গা পড়ে।
নাইয়্যাপাড়া গ্রামের আনোয়ার হোসেন বলেন, মোর ঘরে ৩০ বস্তা সিমেন্ট আর ৫ হাজার ২০০ ইট দিয়া ঘর তুলেছে। মিস্ত্রি মোতালেব সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে যে ভাবে ইউএনও করতে বলছে আমি তেমন করেছি।
একই চিত্র আঠারোগাছিয়া ইউনিয়নে। ওই ইউনিয়নের আমতলা গ্রামের আনোয়ার হাওলাদারের ঘর নির্মাণে কাটা লেন্টিন দেয়া হয়েছে। লেন্টিন না দেয়ায় বারান্দার পিলার ঠকঠক করে নড়ছে। আনোয়ারের স্ত্রী শিরিনা বলেন, মোর স্বামীর কাছ থেকে চেয়ারম্যান ৩০ হাজার টাকা নিয়ে ঘর দেছে। তিনি আরো বলেন, ঘর নির্মাণে কাওসার হাওলাদার ৫ হাজার ৩০০ ইট এবং ৩০ বস্তা সিমেন্ট দিয়েছে। ওই ইট ও সিমেন্ট দিয়ে কাজ করছে।
এছাড়া হলদিয়া ইউনিয়নের হলদিয়া গ্রামে ঘর নির্মাণে রয়েছে ভিন্ন চিত্র। গত এপ্রিল মাসে চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধার আস্থাভাজন মোঃ জুয়েল রাঢ়ী ঘরের নির্মাণ কাজ শেষ করেছেন। ভুক্তভোগীরা অভিযোগ করেন ঘর নির্মাণ কাজ চলমান অবস্থায় জুয়েল রাঢ়ী শ্রমিকদের খোরাকি বাবদ ৫-৭ হাজার টাকা নিয়েছেন। যারা টাকা দেয়নি তারা ৫ জন শ্রমিককে ঘর নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত দুই বেলা খাবার খাইয়েছেন। ওই ইউনিয়নের হলদিয়া গ্রামের ১০ টি ঘর গত এপ্রিল মাসের শেষের দিকে উপকারভোগীদের কাছে হস্তান্তর করেছেন ইউএনও আসাদুজ্জামান। কিন্তু ঘর হস্তান্তরের দুই মাসের মাথায় ঘরের দরজা ও জানালা ভেঙ্গে গেছে। মেঝের পলেস্তারা উঠে যাচ্ছে। কোন ঘরেই লেন্টিন দেয়া হয়নি। লেন্টিন না দেয়ায় ঘর নড়বনে। প্রাণ নাশের ভয়ে অধিকাংশ ঘরে উপকারভোগীরা বসবাস করছেন না। টয়লেটে প্লাস্টিকের প্যান বসানো হলেও রিং বসানো হয়নি। বসবাসরত পরিবারগুলো ওই টয়লেটে মালামাল বোঝাই করে রেখেছেন।
ওই গ্রামের রিপন খলিফার স্ত্রী তানিয়া বলেন, ঘরে ফাটল ধরেছে। টয়লেটে রিং বসায়নি। ফ্লোরে প্রয়োজনীয় বালু না দেয়ায় পলেস্তারা জুতার ঘষায় উঠে যাচ্ছে। ঘরে বসবাস করতে ভয় লাগে। একই গ্রামের চাঁন মিয়া বলেন, ঘরের মধ্যে পায়খানা বসাইলেও রিং বসায়নি।
কহিনুর বেগমের ঘরের দরজা ও জানালা ভাঙ্গা। ঘর ও বারান্দার ফ্লোরের (মেঝ) পলেস্তারা উঠে মাটি বের হয়ে গেছে। ভয়ে তিনি ঘরে বসবাস করছেন না। তারও ঘরের মধ্যে টয়লেট রিং বসানো হয়নি। কহিনুর বেগম বলেন, প্রধানমন্ত্রী মোগো ঘর দিয়ে ভালোই হরছিল কিন্তু চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধার সহযোগী জুয়েল রাঢ়ী ঘরের খারাপ কাম হরছে। ঘরের দরজা ও জানালা ভাইঙ্গা গ্যাছে। টয়লেটের কাম হরে নাই। হারা ঘরের সিমেন্ট উইঠ্যা গ্যাছে। মুই ওই ঘরে থাহি না। মোর এ্যাকছেন ডর হবে। তিনি আরো বলেন, হারা ঘরে কোনহানে সিমেন্ডের আড়া দেয়নি। একটু বাতাস আইলে ঘর এ্যাকছেন লোলে। তবে জুয়েল রাঢ়ী সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ঠিকমত কাজ করেছি।
হলদিয়া বাজার সংলগ্ন প্রতিবন্ধি দুলাল শরীফের ঘরের দরজা জানালা ইতিমধ্যে ভেঙ্গে গেছে। টয়লেট নির্মাণ করেনি। তিনি বলেন, ঘরের লইগ্যা স্বপন মেম্বর মোডডে গোনে কুড়ি আজার টাহা নেছে। ঘরের কাম হরার কালে জুয়েল রাঢ়ী টাহা নেছে। ১৫ দিন ৫ জন মানেরে খাওয়াইছি। জুয়েইল্লা কইছে না খাওয়াইলে ৭ আজার টাকা দেতে অইবে। মুই গরিব মানু টাহা পামু কই। পরে ৫ জন মানেরে খাওয়াইছি। হ্যারপর ঘরের ৫ হাজার ২’শ ইট মোর টাইন্ন্যা আনা লাগছে।
অপর দিকে ঘর নির্মাণের তিন মাসের মাথায় তালতলী উপজেলার অংকুজান পাড়া গ্রামের আবুল কালাম মালের ঘরে ১২ স্থানে ফাটল ধরেছে। ঘরের সামনের পিলার ভেঙ্গে গেছে। ঘর হেলে পরেছে। ঘরের মেঝের পলেস্তারা উঠে গেছে। আবুল কালাম মাল বলেন, ঘর নির্মাণের তিন মাসের মাথায় ঘরের সামনের পিলার ভেঙ্গে গেছে। ঘরে ১২ স্থানে ফাটল ধরেছে। ঘরে বসবাস করা বন্ধ করে দিয়েছি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রাজমিস্ত্রি বলেন, ঘর নির্মাণে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী দেয়া হয়নি। লেন্টিন ছাড়াই ঘর নির্মাণ করা হয়েছে। এই ঘর বেশী দিন টিকবে কিনা সন্দেহ আছে। তারা আরো বলেন, ঘর নির্মাণে এমন অনিয়মের কথা ইউএনওকে জানিয়েছি কিন্তু তিনি আমাদের ধকম দিয়ে বলেন, যেভাবে করতে বলছি সেই ভাবে কর। তোমাদের প্রয়োজন কি?
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম বলেন, ঘর নির্মাণের বিষয়ে আমি কিছুই জানিনা। আমাকে ইউএনও হস্তক্ষেপ করতে দেয়নি। তার কার্যালয়ের এনামুল হক বাদশাকে দিয়ে মালামাল ক্রয় ও ঘর নির্মাণসহ সকল কাজ করেছেন। তিনি আরো বলেন, নির্মাণের শুরুতেই আমি ঘর নির্মাণে অনিয়মের প্রতিবাদ করেছিলাম কিন্তু এতে ইউএনও আমাকে লাঞ্চিত করেছেন।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, বাস্তবায়ন কমিটির সদস্য হওয়া সত্বেও আমি এ বিষয়ে কিছুর জানিনা। সব করেছে ইউএনও ও তার লোকজন। আমাকে কাগজে স্বাক্ষর দিতে বলেছে আমি স্বাক্ষর দিয়েছি। তিনি আরো বলেন আমাকে ইউএনও এ কাজের জন্য একদিনও ডাকেননি।
ইউএনও মোঃ আসাদুজ্জামান তালিকা তৈরি ও ঘর নির্মাণে অনিয়মের কথা অস্বীকার করে বলেন, জনপ্রতিনিধিদের দেয়া তালিকা অনুসারে যথা নিয়মে কাজ করা হয়েছে।

সম্মেলনের দেড় বছর পর দুমকি উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

দুমকি (পটুয়াখালী )প্রতিনিধি: সম্মেলনের দেড় বছর পর দুমকির উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার পটুয়াখালী জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব কাজী আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান স্বাক্ষরিত জেলা আওয়ামীলীগের প্যাডে এ পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সভাপতি মো. আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি: মো. মিজানুর রহমান সিকদার, আমিনুল ইসলাম সালাম, সৈয়দ গোলাম মর্তুজা, এ্যাড. গাজী নজরুল ইসলাম, মজিবর রহমান , মাওলানা মো. আলমগীর হোসাইন,সুলতান আহম্মেদ মোল্লা,ফোরকান আলী মৃধা,অহিদুর রহমান শহীদ।যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা, জাকারিয়া কাওসার বাবু গাজী, আনিচুর রহমান মিন্টু।সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, ইউনুস আলী মৃধ্যা, হুমায়ুন কবির মৃধ্যা।আইন বিষয়ক সম্পাদক মো. আমির হোসেন মাষ্টার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক- মো. কামরুজ্জামান সোহাগ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক-মো. ফোরকান আহম্মেদ মাষ্টার, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক- মো. আবু ইউসুফ খান, দপ্তর সম্পাদক-মো. মাঈনুল ইসলাম প্যাদা, ধর্ম বিষয়ক সম্পাদক-আলহাজ্ব অলী আহাদ ভাষানী, প্রচার ও প্রকাশনা সম্পাদক-সৈয়দ ফরহাদ হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক-মো. হারুন অর-রশীদ মাষ্টার,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-মো. জসিম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক-মোসা. নাসিমা বেগম,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক-কাজী আ. মোতালেব,যুব ও ক্রীড়া সম্পাদক- মো. নুরুজ্জামান মোল্লা, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক- গাজী খলিলুর রহমান, শ্রম সম্পাদক-মজিবর রহমান হাওলাদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-রেজাউল হক রাজন, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক-ডা. আ. ছালাম, সহ-দপ্তর সম্পাদক-সৈয়দ জাকির হোসেন,সহ-প্রচার ও প্রকাশনাসম্পাদক-আনিচুজ্জামান সোহাগ,কোষাধ্যক্ষ-মোস্তাফিজুর রহমান লাবলু।কার্যনির্বাহী কমিটির ১নম্বর সদস্য দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ হাওলাদার সহ আরও ৩৪ জন।উল্লেখ্য দুমকি উপজেলা আওয়ামীলীগের কাউন্সিল গত ১৫ নভেম্বর ২০১৯ তারিখে দুমকি উপজেলা অডিটরিয়ামে কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দদের উপ¯িহতিতে সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিমকে ঘোষণা করেন এবং পরবর্তীতে পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছিলেন। দীর্ঘ প্রতিক্ষার পর পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।