বরিশালে মুক্তিযোদ্ধার নামের সলিং রাস্তার বেহাল দশা

শামীম আহমেদ ॥ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা কাদের খান সড়কের বেহাল দশা। ইটের সলিংয়ের ব্যস্ততম এ সড়কটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করতে গিয়ে ছোট-বড় দুর্ঘটনার পাশাপাশি চরম ভোগান্তি পোহাচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, সড়কের প্রায় আড়াই কিলোমিটার অংশ বর্তমানে চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পরেছে। নির্মানের পর অদ্যবর্ধি রাস্তা সংস্কার না করায় খানাখন্দে ভরে গেছে। গ্রামীণ সড়কের বেহাল দশার বিষয়টি যেন দেখার কেউ নেই। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ইউনিয়নের ১নং ওয়ার্ডের আরজিকালিকাপুর এলাকার মুক্তিযোদ্ধা কাদের খান সড়কটি ইউনিয়নের মধ্যে ব্যস্ততম একটি সড়ক। এ সড়ক দিয়ে নোমরহাট হয়ে খাঁনপুরা ও এয়ারপোট, রেনট্রিতলা হয়ে টেপেরহাট যাতায়াত করেন ইউনিয়নের হাজারও মানুষ। দীর্ঘ প্রায় একযুগেরও অধিক সময় ধরে সড়টি বেহাল দশায় পরিনত হলেও বিষয়টি সমাধানে জনপ্রতিনিধিদের নেই কোন উদ্যোগ।
১নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা কাদের খান ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম সক্রিয় নেতা। অথচ তার নামে নামকরণ হওয়া ইট সলিংয়ের রাস্তাটি ইউনিয়নবাসীর চলাচলে অনুপযোগী হয়ে পরেছে।
চাঁদপাশা ইউনিয়নের চেয়ারম্যান আনিচুর রহমান সবুজ জানান, জনগুরুত্বপূর্ণ কাদের খান সড়কসহ ইউনিয়নে আরও প্রায় ১০ কিলোমিটারের ইটের সলিংয়ের সড়ক রয়েছে। দীর্ঘদিন থেকে জনসাধারণের চলাচলে যা সম্পূর্ণ অনুপযোগী হয়ে পরেছে।
এ বিষয়ে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু বলেন, মুক্তিযোদ্ধা কাদের খান সড়কসহ আরও কয়েকটি রাস্তা পিজিপি প্রকল্পে পাশ হয়েছে। যার টেন্ডারও হয়েছে। করোনার কারণে সবকিছু এলোমেলো হয়ে যাওয়ায় হয়তো ঠিকাদার এখনও কাজ শুরু করেনি। তবে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সড়ক নির্মান কাজ শুরু করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *