তালতলীতে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিলেন প্রশাসন

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলার কচুপাত্রা বাজারের ব্রিজ সংলগ্ন এক’শ ২৪ টি অবৈধ স্থাপনার মধ্যে ৭ টি স্থাপনা উপজেলা প্রশাসন গুড়িয়ে দিয়েছেন। বরিবার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস পাল এ স্থাপনাগুলো গুড়িয়ে দেন।
জানাগেছে, ২০১০ সালে উপজেলার কচুপাত্রা বাজারের ব্রিজ সংলগ্ন স্থানের সরকারী খাস জমি দখল করে অবৈধভাবে এক’শ ২৪ টি স্থাপনা নির্মাণ করে স্থানীয়রা। ওই ঘরগুলো উচ্ছেদের জন্য উপজেলা ভুমি অফিস নোটিশ প্রদান করে। এদিকে গত মাসের ১৪ জুন রাতে ওই স্থাপনার মধ্যে আব্দুল হাই মুন্সি, আলমগীর হাওলাদার, হাসান মিয়া, মধু মুন্সি, শামীম,কামাল ফকির ও আফজালুর রহমান মন্টুর ঘর আগুনে পুড়ে যায়। ভুমি অফিসের নোটিশ অমান্য করে ওই জমিতে তারা পুনরায় ঘর নির্মাণ করেন। খবর পেয়ে বরিবার তালতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস পাল ওই অবৈধ স্থাপনাগুলোর মধ্যে ৭ টি গুড়িয়ে দিয়েছেন।
অবৈধ স্থাপনা নির্মাণকারী হাসান মিয়া বলেন, সরকারী জমিতে ঘর নির্মাণ করায় এসিল্যান্ড এসে ভেঙ্গে দিয়েছেন। তিনি আরো বলেন এসিল্যান্ড ৭ টি ঘর ভেঙ্গে ফেলেছে।
তালতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস পাল বলেন, খাস জমিতে এক’শ ২৪ টি অবৈধ স্থাপনা নির্মাণ করে স্থানীয়রা। ওই ঘর উচ্ছেদে নোটিশ দেয়া হয়। কিন্তু নোটিশ অমান্য করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় ৭ টি ঘর গুড়িয়ে দেয়া হয়েছে। অবশিষ্ট ঘরগুলো পর্যায়ক্রমে গুড়িয়ে দেয়া হবে।

আমতলীতে ঢিলেঢাল লকডাউন

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
লকডাউনের তৃতীয় দিনে বরগুনার আমতলী উপজেলা শহরে ঢিলেঢালা লকডাউন চলছে। প্রশাসনের নজর এড়িয়ে ব্যাটারী চালিত ইজিবাইক ও অটোরিকসা দেদারসে চলাচল করছে। এতে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রামণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। দ্রুত কঠোর লকডাউন বাস্তবায়নের দাবী জানিয়েছেন সচেতন নাগরিকরা।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাতে ঠেকাতে সরকার ২৩ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত ১৪ দিনের লকডাউন ঘোষনা করেছেন। কিন্তু সরকারী নির্দেশনা উপেক্ষা করে লকডাউনের তৃতীয় দিন রবিবার ঢিলেঢালা ভাবে আমতলী উপজেলা শহরে লকডাউন চলছে। মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলো ব্যাটারী চালিত ইজিবাইক ও অটোরিকসা দেদারসে চলাচল করছে। মানুষ প্রয়োজনে ও অপ্রয়োজনে ঘরের বাহিরে বের হয়ে সড়কে চলাফেরা করছে। এতে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রামণ বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ভাইরাস রোধে কঠোর লকডাউন বাস্তবায়নের দাবী জানিয়েছেন সচেতন নাগরিকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইজিবাইক চালক বলেন, সরকার লকডাউন দিয়েছে কিন্তু পেটতো লকডাউন মানে না। কষ্টে পরেই গাড়ী নিয়ে সড়কে নেমেছি।
আমতলী পৌর সচেতন নাগরিক কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আবুল হোসেন বিশ^াস বলেন, ঢিলেঢালা লকডাউন চলায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কে ব্যাটারী চালিক ইজিবাইক ও অটোরিক্সা চলাচল করছে। এতে করোনা সংক্রামন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্রুত কঠোর লকডাউন বাস্তবায়নের দাবী জানান তিনি।
আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল ইসলাম বলেন, লকডাউন বাস্তবায়নে কঠোরভাবে চেষ্টা করছি। প্রয়োজন ব্যতিরেকে কেউ ঘরের বাহিরে বের হলে কঠোর শাস্তি দেয়া হবে।

আমতলী হাসপাতালের করোনা ইউনিটে নারীর মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ইউনিটে জেসমিন নামের এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়।
জানাগেছে, আমতলী পৌর শহরের জব্বার মৃধার স্ত্রী জেসমিন বেগম বেশ কয়েক দিন ধরে করোনায় উপসর্গ নিয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন। রবিবার বেলা ১১ টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পরলে স্বজনরা তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক মোশের্^দ আলম তাকে করোনা ইউনিটে ভর্তি করেন। ভর্তি হওয়ার পরপরই তিনি ওই ইউনিটে মারা যান। জেসমিন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পাশা তালুকদারের জেষ্ঠ কন্যা।
জেসমিনের ছোট ভাই সোহেল তালুকদার বলেন, আপা কোরনারীর পুর্বে ডায়েরিয়ায় আক্রান্ত হয়। রবিবার বেশী অসুস্থ্য হয়ে পরলে তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। ওই হাসপাতালে অক্সিজেন দেয়া অবস্থায় তিনি মারা যান।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মোঃ মোশের্^দ আলম বলেন, করোনা উপসর্গ নিয়ে জেসমিন নামের এক রোগী ভর্তি দেয়া হয়। ভর্তির কিছুক্ষণ পরেই করোনা ইউনিটে মারা যান তিনি।

বরগুনায় প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত

বরগুনার বেতাগীর কাউনিয়ায় সরিষামুড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য টিটু হাওলাদারকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বর্তমান ইউপি চেয়ারম্যান ইমাম হাসান শিপনের সমর্থকদের বিরুদ্ধে। সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে।

নিহত টিটু সাবেক চেয়ারম্যান ইউসুফ শরীফের সমর্থক হিসেবে পরিচিত। এছাড়া সরিষামুড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার তিনি।

টিটুর পরিবার সূত্রে জানা যায়, টিটু হাওলাদার সাবেক চেয়ারম্যান ইউসুফ শরীফের ঘনিষ্ঠ ছিল। বর্তমান চেয়ারম্যানের সাথে ইউসুফ শরীফের বিরোধ চলছে দীর্ঘদিন। আজ দুপুর ২টার দিকে বেতাগী থেকে মোটরসাইকেল করে গ্রামে ফিরছিলেন টিটু। পথে ২-৩টি মোটরসাইকেল নিয়ে বর্তমান চেয়ারম্যানের ভাইসহ কয়েকজন ধাওয়া করে তাকে বরগুনার গৌরিচন্না এলাকায় নিয়ে আসে।

 

পরে টিটুকে বহনকারী মোটরসাইকেল চালক গাড়ি রেখে পালিয়ে গেলে হামলাকারীরা টিটুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে চলে যায় বলে জানায় নিহতের স্ত্রী ও শ্যালক।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, ঘটনা শোনার পরে আমি গিয়ে তাকে উদ্বার করে বরগুনা হাসপাতালে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমতলীতে গরম তেলে ঝলসে গেল শিশু প্রান্ত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী পৌর শহরের কেয়া রেষ্টুরেন্টের সড়কে রাখা কড়াইয়ের গরম তেলে ঝলসে শিশু প্রান্ত (১২) গুরুতর আহত হয়েছে। আহত শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার রাত নয়টার দিকে।
জানাগেছে, পৌর শহরের ওয়াবদা সড়কের সুমান্ত মজুমদারের শিশু পুত্র প্রান্ত মজুমদার সদর রোডের কেয়া রেষ্টুরেন্টের পাশ দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিল। এমন মুহুর্তে ওই রেষ্টুরেন্টের সড়কে রাখা উতপ্ত তেলের কড়াই শিশু প্রান্তের হাতে বাঁধে। ওই কড়াই উল্টে গরম তেলে শিশু প্রান্তর শরীর ঝলসে যায়। দ্রুত স্বজনরা উদ্ধার করে শিশুকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুমন খন্দকার তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। ওই হাসপাতালের চিকিৎসকরা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরন করেন। রবিবার শিশুটিকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান শিশুটির বাবা সুমান্ত মজুমদার।
শিশুটির বাবা সুমান্ত মজুমদার বলেন, সড়কে রাখা গরম কড়াইয়ের তেল গায়ে পড়ে প্রান্তের শরীরের অধিকাংশ স্থানে পুড়ে গেছে।
কেয়া রেষ্টুরেন্টের মালিক মোঃ আনোয়ার হোসেন বলেন, গরম তেলের কড়াইতে শিশু প্রান্তের হাত লেগে কড়াই উল্টে যায়। ওই গরম তেলে শিশু শরীর পুড়ে গেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমন খন্দকার বলেন, শিশুটির শরীরের ৫০% ঝলসে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন. খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমতলীতে নেই অক্সিজেন প্লান্ট নেই, বিপাকে প্রাণঘাতী করোনায় আক্রান্ত রোগীরা

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্টাল অক্সিজেন প্লান্ট নেই। প্লান্ট না থাকায় হাইফ্লোতে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেন সরবরাহ করা যাচ্ছে না। এতে রোগীরা জীবন নিয়ে শঙ্কায় আছেন। দ্রুত হাসপাতালে সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মাণের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।
জানাগেছে, আমতলী উপজেলায় গত চার মাসে ২’শ ২৫ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অধিকাংশ আক্রান্ত রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। কিন্তু গত ২০ দিন ধরে উপজেলায় করোনার প্রকোপ মারাত্মক আকার ধারন করেছে। হাসপাতালের ২০ শয্যার করোনা ইউনিটে ১৫ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্টাল অক্সিজেন প্লান্ট নেই। অক্সিজেন প্লান্ট না থাকায় সিলিন্ডারের অক্সিজেন ব্যবহার করতে হচ্ছে করোনা রোগীদের। এতে রোগীরা প্রয়োজনীয় অক্সিজেন পাচ্ছে না। হাইফ্লোতে অক্সিজেন সরবরাহ না হওয়ায় রোগীরা জীবন নিয়ে শঙ্কায় আছেন। দ্রুত সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মাণের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে গত ফেব্রুয়ারী মাসে একটি বে-সরকারী কোম্পানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্টাল অক্সিজেন প্লাণ্ট নির্মাণের উদ্যোগ নেয়। কিন্তু মন্ত্রনালয়ের অনুমতি না থাকায় ওই কোম্পানী প্লান্ট নির্মাণ করতে পরেনি। গত এপ্রিল মাসে সেন্টাল প্লান্ট নির্মাণের
অনুমতি চেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মুনয়েম সাদ স্বাস্থ্য মন্ত্রনালয়ে আবেদন করেন। গত তিন মাস ধরে ওই আবেদন মন্ত্রনালয়ে ঝুলে আছেন। দ্রুত মন্ত্রনালয়ের অনুমতি সাপেক্ষে সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মাণের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।
শনিবার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, করোনা ইউনিটে ১৫ জন রোগী ভর্তি আছেন। রোগীরা সিলিন্ডারের অক্সিজেন ব্যবহার করছে। এতে প্রয়োজনীয় অক্সিজেন পাচ্ছে না রোগীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন রোগী বলেন, শ^াস কষ্ট লাঘবে সিলিন্ডারের অক্সিজেন ব্যবহার করতে হচ্ছে। এতে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ হচ্ছে না। সেন্টাল অক্সিজেন প্লান্ট হলে অতিমাত্রায় অক্সিজেন পেতাম তাহলে এতো কষ্ট পেতে হতো না। দ্রুত সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মাণের দাবী জানান তিনি।
রোগীর স্বজনরা বলেন, স্বল্পতার কারনে সিলিন্ডারের অক্সিজেন সব সময় পাওয়া যাচ্ছে না। সেন্টাল অক্সিজেন প্লান্ট হলে এই সমস্যা হতো না। দ্রুত সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মাণের দাবী জানান তারা।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ বলেন, সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মাণ করা হলে রোগীদের উচ্চ মাত্রায় অক্সিজেন সরবরাহ করা যেত। এতে রোগীদের শ^াস কষ্ট লাঘব হতো। একটি বে-সরকারী কোম্পানী সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মাণের উদ্যোগ নিয়েছিল কিন্তু মন্ত্রনালয়ের অনুমতি না থাকায় নির্মাণ করতে পারেনি। তিনি আরো বলেন, সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মাণের অনুমিত চেয়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ে আবেদন করেছি। অনুমতি পেলেই বেসরকারী কোম্পানীর সাথে যোগাযোগ করে নির্মাণের উদ্যোগ নেয়া হবে।

স্বামীর ঐহিত্য ধরে রাখতে আমতলীতে সংগ্রামী দুই বিধবা নারী কামারের যুদ্ধ

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
দুই ভাই মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর পর স্বামীর ঐহিত্য ধরে রাখতে সাহসী সংগ্রামী দুই বিধরা নারী জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। পুরুষরা হিসশীম খেলেও তারা ওই কাজে বীর যোদ্ধা। জীবন যুদ্ধে তারা আমতলীতে অদ্বিতীয়। তাদের দাবী সরকারের সহযোগীতা পেলে তারা আরো এগিয়ে যেতে পারতেন। ঘটনা আমতলী পৌর শহরের সদর রোডে।
জানাগেছে, আমতলী পৌর শহরের সদর রোডের শ্যাম কর্মকারের দুই ছেলে আশীষ কর্মকার ও অসীম কর্মকার। দুই ছেলেকে নিয়ে শ্যাম কর্মকারের কামার শিল্প বেশ জমজমাট ছিল। গত ৬০ বছর ধরে এ কাজের সাথে জড়িত তিনি। ভালোই চলছিল তাদের জীবন। ২০১০ সালে শ্যাম কর্মকারের বড় ছেলে আশীষ কর্মকার মরণব্যধী ক্যান্সারে আক্রান্ত হন। দুই বছর ক্যান্সারের সাথে যুদ্ধ করে ২০১২ সালে মারা যান। বিধবা হয়ে পড়েন তার স্ত্রী ঝুমা কর্মকার।

স্বামীর ঐহিত্য ধরে রাখতে বৃদ্ধ শ^শুর ও দেবর অসীম কর্মকারের পাশাপাশি ঝুঁকিপূর্ণ লোহার কাজে সহযাগীতা করেন বিধবা ঝুমা। কিছুদিন পরই ফুসফুস ক্যান্সারের আক্রান্ত হন ছোট ছেলে অসীম কর্মকার। ৫ বছর ক্যান্সারের সাথে যুদ্ধ করে ২০১৯ সালে ৫ নভেম্বর তিনিও মারা যান। বিধবা হয় স্ত্রী পুতুল রানী কর্মকার। দুই ছেলেকে হারিয়ে মানষিক ভারসাম্য হারিয়ে ফেলেন বৃদ্ধ বাবা শ্যাম কর্মকার (৮০)। দুই ছেলেদের চিকিৎসায় সর্বস্ব হারিয়ে ফেলেন তিনি। মানুষের সাহায্য সহযোগীতায় তারা কোন মতে দিনাতিপাত করতে থাকেন। প্রায় বন্ধ হয়ে যায় তাদের কামার শিল্প। এমনই মুহুর্তে দুই ছেলের দুই বিধবা স্ত্রী ঝুমা রানী কর্মকার ও পুতুল রানী কর্মকার স্বামীর ঐহিত্য ধরে রাখতে কামার শিল্পের হাল ধরেন। দিন রাত অদম্য শ্রম দিয়ে চালিয়ে যাচ্ছেন তাদের কর্মযজ্ঞ। যুদ্ধ করেন আগুন ও লোহার সাথে। প্রতিদিন দা, বটি, কুঠার, হাতুড়ি, ছেনা, চাকু ও খুন্তিসহ লোহার জিনিষ পত্র তৈরি করেন। আগুন এবং লোহার সাথে দুই বিধবা নারী গড়ে তোলের গভীর মিতালী।

আগুন ও লোহার মিতালীতে কামারশালায় মত্ত তারা। এ কাজ করেই তাদের পরিবারের ৭ সদস্যের সংসার চলে। বয়সের ভারে শ^শুর শ্যাম কর্মকার ন্যয্যমান। চোখে কম দেখেন, সারা শরীরের ফোসকা পড়ে চামড়া উঠে যাচ্ছে। বৃদ্ধ শ^শুর-শ^াশুড়ীর চিকিৎসা ভরন পোষন, দুই বিধবা নারীর দুই সন্তান অন্তু কর্মকার ও অন্তরা কর্মকারের লেখাপড়া ও ননদের দেখভাল চলে এ কাজের অর্জিত অর্থ দিয়ে। কিন্তু প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে বর্তমানে কাজ কর্ম কম থাকায় কষ্টে দিনাতিপাত করছেন তারা। সরকারী ও ধনাট্য ব্যাক্তিদের সহযোগীতা পেলে তারা আরো এগিয়ে যেতে পারবেন বলে দাবী করেন নারী কামার ঝুমা কর্মকার।
জীবন যোদ্ধা নারী কামার পুতুর রানী কর্মকার বলেন, আমার শ^শুরের দুই ছেলে মরণব্যধী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।

স্বামীর ঐতিহ্য ধরে রাখতে দুই ঝা কাজে লেগে পড়ি। দিন রাত লোহা ও আগুনের সাথে যুদ্ধ করে যাচ্ছি। আক্ষেপ করে আরো বলেন, কি আর করা সংসারতো চালাতে হবে। বৃদ্ধ শ^শুর-শ^াশুড়ী তাদের চিকিৎসা ভরণ পোষণ ও দুই সন্তানের লেখাপড়া। যতই কষ্ট হোক স্বামীর ঐহিত্য ধরে রাখতে চেষ্টা করবো দুই ঝাঁয়ে। আমরা মিলে মিশে কাজ করি। কষ্ট হলেও ঝামেলা বিহীন জীবন দুই ঝাঁয়ের। স্বামী ছাড়া কষ্ট হলেও জীবনতো চালাতে হবে।
শুক্রবার সরেজমিনে গিয়ে দেখাগেছে, নারী কামার পুতুল রানী কামারশালায় বসে কাজ করছেন। করোনা ভাইরাসের কারনে বেচাকেনা কম। তবে কোরবানী উপলক্ষে কিছুটা বেচা কেনা বেড়েছে বলে জানান পুতুল রানী কর্মকার।

ঝুমা রানী কর্মকার বলেন, যতদিন শক্তি সামর্থ আছে ততদিন স্বামীর ঐতিহ্য ধরে রাখতে অদম্য চেষ্টা চালিয়ে যাব। এখান থেকে সরে যাব না। তিনি আরো বলেন, কষ্টের জীবনে সরকারী ও ধনাট্য ব্যাক্তিদের সাহায্য সহযোগীতা পেলে কামার শিল্পটাকে আরো বেগবান করা যেত।
বৃদ্ধ শ্যাম কর্মকার কান্নাজনিত কন্ঠে বলেন, চোহে দেহি না। হারা শরীলে ফোসকা পইর‌্যা চামড়া ওডে। দুই বিধবা পোলার বউ লোয়ার কাম হরে সোংসার চালায়। কাম কোম, সোংসার চালাইতে কষ্ট অয়। সরকারী সাহায্য পাইলে ভালো অইতো।

আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, দুই বিধবা নারীর স্বামীর ঐহিত্য কামার শিল্পকে ধরে রাখতে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাদেরকে আমি যথা সাধ্য সাহায্য সহযোগী করছি। আরো সাহায্য সহযোগীরা পেলে ওই পরিবারের অনেক কষ্ট লাঘব হতো।

আমতলীতে করোনায় সিনিয়র আইনজীবির মৃত্যু! বাড়ি লকডাউন

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র আইনজীবি মোঃ আবুল কাশেম’র মৃত্য হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার বে-সরকারী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার বেলা ১১ টায় তার মরদেহ গ্রামের বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পুলিশ পশ্চিম চিলা গ্রামের বাড়ী লকডাউন করে লাল পতাকা টানিয়ে দিয়েছেন।
জানাগেছে, আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র আইনজীবি মোঃ আবুল কাশেম দীর্ঘদিন ধরে জ¦র, সর্দি ও কাশিতে ভুগছিলেন। পরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেপিড এন্টিজেন পরীক্ষায় করোনা ভাইরাস সনাক্ত হয়। গত শনিবার বেশী অসুস্থ্য হয়ে পরলে তাকে ঢাকায় আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ওই হাসপাতালে মৃত্যুরবণ করেন। তার মৃত্যুতে আমতলী আইনজীবিসহ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার বেলা ১১ টায় জানাযা শেষে তার মরদেহ পশ্চিম চিলা গ্রামের বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ তার গ্রামের বাড়ী লকডাউন করে লাল নিশান টানিয়ে দিয়েছেন।
বরগুনা জেলা আইনজীবি সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম দেলোয়ার হোসেন খাঁন, করোনায় আক্রান্ত হয়ে বিজ্ঞ আইনজীবি আবুল কাশেম মারা গেছেন। তার মৃত্যুতে আইনজীবিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি আরো বলেন, আবুল কাশের এক দক্ষ আইনজীবি ছিলেন। আমতলীবাসী একজন অভিজ্ঞ আইনজীবিকে হারালো।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, আইনজীবি আবুল কাশেমের গ্রামের বাড়ী লকডাউন করে লাল নিশান টানিয়ে দেয়া হয়েছে।

আমতলীতে নির্বাচনী জের ধরে দুই যুবককে পিটিয়ে যখম!

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলীতে নির্বাচনী জের ধরে হামলার দু’পক্ষের রাহাদুল চৌকিদার ও মশিউর রহমান গাজী নামের দুই যুবক আহত হয়েছে। আহত দু’জনকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে টেপুরা গ্রামে।
জানাগেছে, গত ২১ জুন আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ওই নির্বাচনে টেপুরা গ্রামের রাহাদুল চৌকিদার বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিকের এবং মশিউর রহমান গাজী নৌকার প্রার্থী সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধার সমর্থন করে। বৃহস্পতিবার রাতে রাহাদুল চৌকিদার টেপুরা বাজার থেকে বাড়ী যাচ্ছিল। এমন মুহুর্তে পিছন দিক থেকে একটি মোটর সাইকেলে মশিউর, নান্না চৌকিদার ও জহিরুল গাজী এসে তাকে পিটিয়ে গুরুতর আহত করেছে এমন দাবী রাহাদুল চৌকিদারের। অপরদিকে মশিউর রহমান গাজী দাবী করেন রাহাদুল চৌকিদার, আরিফ গাজী ও জুয়েল চৌকিদার তার মোটর সাইকেলের গতিরোধ করে তাকে পিটিয়ে আহত করেছে। আহত দু’জনকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হিমাদ্রী রায় বলেন, আহত রাহাদুল চৌকিদারের মাথায় যখমের চিহৃ রয়েছে। আহত দু’জনকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল ফোন না দেয়ায় আমতলীতে গৃহবধু নির্যাতন

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
মোবাইল ফোন না দেয়ায় এক সন্তানের জননী গৃহবধু লিপি আক্তারকে স্বামী রুবেল ফকির মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত লিপি আক্তারকে স্বজনরা উদ্ধার করে শুক্রবার দুপুরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে উপজেলার আড়পাঙ্গাশিয়া বাজারে শুক্রবার সকালে।
জানাগেছে, ২০১৬ সালে উপজেলার মধ্য আড়পাঙ্গাশিয়া গ্রামের বাদশা হাওলাদারের কন্যা লিপি আক্তারকে একই ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া বাজারের নাশির ফকিরের ছেলে রুবেলের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে নগদ ২০ হাজার টাকা, এক ভরি স্বনালংকারসহ প্রয়োজনীয় আবসাবপত্র দেন জামাতা রুবেলকে। কিন্তু বিয়ের পর থেকেই তুচ্ছ ঘটনায় স্ত্রী লিপিকে স্বামী রুবেল মারধর করে আসছে। শুক্রবার স্বামী রুবেল স্ত্রী লিপি আক্তারের কাছে তার মোবাইল ফোন চায়। এ ফোন দিতে রাজী না হওয়ায় স্ত্রী লিপিকে বেধরক মারধর করে। তার মারধরে লিপি আক্তারের মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে যখম হয়। খবর পেয়ে স্বজনরা ওইদিন দুপুরে লিপিকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আহত গৃহবধু লিপি আক্তার বলেন, আমার স্বামী তার মোবাইল ফোন বিক্রি করে আমার মোবাইল ফোন নিতে চায়। আমি মোবাইল ফোন না দেয়াতে আমাকে বেধরক মারধর করেছে। তিনি আরো বলেন, বিয়ের ৫ বছরে তুচ্ছ ঘটনায় অন্তত অর্ধ শত বার মারধর করেছে। শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে সহ্য করে আসছি। আমি এ ঘটনার বিচার চাই।
নানী হাসিনা বেগম বলেন, নাতনির সুখের জন্য ওর সংসারে যখম যা প্রয়োজন তখন তা দিয়েছি। কিন্তু তারপরও আমার নাতনিকে মারধর করে।
স্বামী রুবেল ফকির স্ত্রী লিপিকে মারধরের কথা স্বীকার করে বলেন, আমার মোবাইল হারিয়ে গেছে তাই ওর মোবাইল চেয়েছিলাম। মোবাইল না দেয়ায় এ ঘটনা ঘটেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হিমাদ্রী রায় বলেন, লিপির মুখমমন্ডল ও শরীরের বিভিন্ন স্থানে যখমের চিহৃ রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।