আমতলী হাসপাতালের করোনা ইউনিটে নারীর মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ইউনিটে জেসমিন নামের এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়।
জানাগেছে, আমতলী পৌর শহরের জব্বার মৃধার স্ত্রী জেসমিন বেগম বেশ কয়েক দিন ধরে করোনায় উপসর্গ নিয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন। রবিবার বেলা ১১ টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পরলে স্বজনরা তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক মোশের্^দ আলম তাকে করোনা ইউনিটে ভর্তি করেন। ভর্তি হওয়ার পরপরই তিনি ওই ইউনিটে মারা যান। জেসমিন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পাশা তালুকদারের জেষ্ঠ কন্যা।
জেসমিনের ছোট ভাই সোহেল তালুকদার বলেন, আপা কোরনারীর পুর্বে ডায়েরিয়ায় আক্রান্ত হয়। রবিবার বেশী অসুস্থ্য হয়ে পরলে তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। ওই হাসপাতালে অক্সিজেন দেয়া অবস্থায় তিনি মারা যান।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মোঃ মোশের্^দ আলম বলেন, করোনা উপসর্গ নিয়ে জেসমিন নামের এক রোগী ভর্তি দেয়া হয়। ভর্তির কিছুক্ষণ পরেই করোনা ইউনিটে মারা যান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *