ভারতে তৈরি হচ্ছে পৃথিবীর বৃহত্তম সাফারি পার্ক

আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের হরিয়ানায় তৈরি হচ্ছে পৃথিবীর বৃহত্তম সাফারি পার্ক। আরাবল্লীর ওপর প্রায় ১০ হাজার একর জায়গা জুড়ে এই উদ্যান তৈরির পরিকল্পনা করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও হরিয়ানা সরকার যৌথ ভাবে তৈরি করবে এই উদ্যান।

গত বৃহস্পতিবার এই তথ্য জানান হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। সম্প্রতি হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর ও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব শারজায় একটি সাফারি পার্কে গিয়েছিলেন।

সেখান থেকে ফিরেই গত বৃহস্পতিবার খট্টর জানান, এনসিআর অঞ্চলে এই ধরনের পার্ক গড়ে তোলার বিপুল সুযোগ রয়েছে। সেই সুযোগ কাজে লাগাতেই এই পরিকল্পনা।

দেশটির সরকার এক বিবৃতিতে জানিয়েছে, এই উদ্যানের ভেতরে বাঘ-সিংহের জন্য চারটি আলাদা জায়গা। এ ছাড়া থাকবে সরীসৃপ বসবাসের জায়গা, পাখিরালয় ও জলাশয়। মরুভূমি, নিরক্ষীয় অঞ্চল কিংবা ক্রান্তিয় বনভূমির আদলে বিভিন্ন ধরনের পরিবেশ তৈরি করা হবে এই পার্কে।

সাফারি তৈরির জন্য একাধিক আন্তর্জাতিক সংস্থা আগ্রহ দেখিয়েছেন বলেও জানান হরিয়ানার মুখ্যমন্ত্রী। এই সংস্থাগুলোর ছকে দেওয়া পরিকল্পনার মধ্যে যেকোনো একটি বেছে নেবে সরকার বলে জানিয়েছেন খট্টর। গুরুগ্রাম ও নুহ্‌ অঞ্চলে তৈরি হবে এই উদ্যান। ইতোমধ্যেই এই মর্মে বিভিন্ন অঞ্চলে সমীক্ষা শুরু করেছে ‘সেন্ট্রাল জু অথরিটি’।

তেল উত্তোলন কমাতে পারে ওপেক প্লাস

আন্তর্জাতিক ডেস্ক :
তেল উত্তোলন কমাতে পারে ওপেক প্লাস। এই খবরের মধ্যে শুক্রবার তেলের দাম কিছুটা কমেছে। তবে সাপ্তাহিক হিসেবে তেলের দাম বেড়েছে। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতি ব্যারেল ব্রেন্ড ক্রুডের দাম ৫৩ সেন্ট কমে ৮৭.৯৬ ডলারে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১.৭৪ ডলার কমে স্থির হয়েছে ৭৯.৪৯ ডলার।

আগস্টের পর সাপ্তাহিক ভিত্তিতে ব্রেন্ড ক্রুড ও ডব্লিউটিআইয়ের দাম কিছুটা বেড়েছে। রয়টার্স জানিয়েছে, ব্রেন্ড ক্রুড ও ডব্লিউটিআইয়ের দাম বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ ও ১ শতাংশে।

 

 

উত্তেজনার মধ্যেই জাপান সাগরে উত্তর কোরিয়ার আরও দুটি ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক :

এক সপ্তাহের মধ্যে চতুর্থবারের মতো দেশটির পূর্ব উপকূলে আরও দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও জাপানের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর  জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

জাপানের এনএইচকে টেলিভিশন জানায়, শনিবার সকালে উত্তর কোরিয়া থেকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় আর ধারণা করা হচ্ছে সেগুলো জাপানের বিশেষ অর্থনৈতিক এলাকার বাইরে জাপান সাগরে গিয়ে পড়েছে।

জাপানের কোস্ট গার্ড স্থানীয় সময় শনিবার সকাল ৬টা ৪৭ মিনিটে জানায়, ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়া থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। এর ঠিক ১৫ মিনিট পর দ্বিতীয় বিবৃতিতে বলা হয়, আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া।

এদিকে, ক্ষেপনাস্ত্র ছোঁড়ার পর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এক টুইট বার্তায় জানান, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি বিশ্লেষণ করা হচ্ছে এবং জনগণ, বিমান ও পরিবহণ জাহাজগুলোর নিরাপত্তায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, দক্ষিণ কোরিয়ায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সফর শুরুর ঘণ্টাখানের আগে বৃহস্পতিবার ও বুধবার সাগরে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। এ ঘটনায় কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের এশিয়ান মিত্র দেশগুলোর নিরাপত্তায় লৌহকঠিন প্রতিশ্রুতির পুনরুল্লেখ করেন।

অন্যদিকে, শুক্রবার শুরু হওয়া পাঁচ বছরের মধ্যে এই প্রথম দক্ষিণ কোরিয়া,  ‍যুক্তরাষ্ট্র ও জাপানের নৌবাহিনীর যৌথ সামরিক মহড়ার মধ্যেই ক্ষেপনাস্ত্র নিক্ষেপের এই ঘটনা ঘটলো।

জাপানের উপ-প্রতিরক্ষামন্ত্রী তোশিরো ইনো ক্ষেপণাস্ত্র ছোঁড়ার এই ঘটনাকে একের পর এক বাড়ন্ত উসকানির ঘটনা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘উত্তর কোরিয়ার এ ধরনের কর্মকাণ্ড কেবল জাপানই নয় পুরো অঞ্চল ও আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।’

ইনো জানান, ক্ষেপণাস্ত্রগুলো ৫০ কিলোমিটার ওপর দিয়ে ৪০০ কিলোমিটার পাড়ি দিয়ে জাপান সাগরে দেশটির বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে গিয়ে পড়ে।

উত্তর কোরিয়া এ বছর রেকর্ড সংখ্যার অস্ত্র পরীক্ষা চালিয়েছে যা বিশ্লেষকদের মতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সামর্থের গতিকে আরও বাড়িয়ে দিয়েছে, যখন বিশ্ব ইউক্রেন যুদ্ধ ও অন্যান্য সমস্যায় টালমাটাল অবস্থায়।

যুক্তরাষ্ট্রেও ‌‘পরাণ’ চমক, হল বেড়েছে ১২টি

বিনোদন ডেস্ক :

প্রথম সপ্তাহে আমেরিকার দর্শকদের মুগ্ধ করেছে ‘পরাণ’ সিনেমা। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় গত ২৩ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের সিনেপ্রেমীরা সিনেমাটি উপভোগ করছেন।

প্রথম সপ্তাহে দর্শকের ব্যাপক সাড়া পাওয়ায় সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে আরও ১২টি হল বেড়েছে। এরই মধ্যে জ্যামাইকা, নিউইয়র্ক, অরল্যন্ডো, ব্রানসউইক, মানাসাস, ডালাস, অস্টিন, হিউস্টন,আটলান্টা, বাল্টিমোর সান ফ্রান্সসিককো শহরগুলোতে বেশির ভাগ শোয়ের টিকিট বিক্রি হয়ে গেছে।

এ ছাড়া নিউ জার্সি, ভার্জিনিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, জর্জিয়া, ম্যারিল্যান্ড, পেনসেলভিনিয়া, কানেকটিকাট অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রের দর্শকেরা সিনেমাহলে গিয়ে ‘পরাণ’ ছবির পোস্টারের সঙ্গে ছবি তুলছেন। বিশেষ করে সিনেমায় শরিফুল রাজের অভিনয়ের প্রশংসা করেছেন দর্শকরা। শুধু তা-ই নয়, ওসি চরিত্রে নাসির উদ্দিন খানের অভিনয়ও দর্শক উপভোগ করেছেন। এ ছাড়া মিম ও ইয়াশ রোহানের অভিনয় দর্শকের মন ছুঁয়ে গেছে বলে জানিয়েছেন ‘পরাণ’ সিনেমার যুক্তরাষ্ট্রের পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ।

রাজ হামিদ বলেন,‌ ‘দর্শকের এমন ভালোবাসায় আমরা আপ্লুত। সিনেমাটি দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের দর্শকদের মুগ্ধ করেছে। আমি মনে করি, তৃতীয় সপ্তাহে আরও নতুন হল যুক্ত হবে।’

গত ঈদুল আজহায় লাইভ টেকনোলজিস প্রযোজিত রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমাটি মুক্তি পায়।

দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক :

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে ঘরের মাঠে এশিয়া কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চ্যাম্পিয়ন মেয়েদের শুরুটাও হয়েছে দুর্দান্ত। নিজেদের প্রথম ম্যাচে ব্যাটে-বলের দাপটে থাইল্যান্ডের মেয়েদের স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা

আজ শনিবার এশিয়া কাপের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে এদিন টস জিতে ব্যাট করতে নামা থাইল্যান্ডকে ১০০ রানও করতে দেয়নি বাংলাদেশ। দাপুটে বোলিংয়ে থামিয়ে দিয়েছে মাত্র ৮২ রানে।

আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের পঞ্চম ওভারে প্রথম উইকেট হারায় থাইল্যান্ড। এরপর শুধু হতাশাই দেখে সফরকারীরা। বোলিং দিয়ে থাইল্যান্ডকে চেপে ধরেন রুমানা-নাহিদারা।

বোলিংয়ে সবাই দুর্দান্ত করেছেন। তিন ওভার বোলিং করে মাত্র ৯ রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন রুমানা আহমেদ। সমান ১১ রান দিয়ে দুটি করে নিয়েছেন নাহিদা ও সানজিদা। সোহেলিও নিয়েছেন ১৮ রানে দুটি উইকেট। সালমা খাতুন নিয়েছেন একটি।

থাইল্যান্ড মেয়েদের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন পান্নিতা মায়া। ২২ বলে এই রান করেন তিনি। নাত্তাকান করেন ২০ রান ও সর্নারিন করেন ১০ রান। এ ছাড়া দুই অঙ্কের ঘর কেউ ছুঁতে পারেননি।

জবাব দিতে নেমে ৫০ বল হাতে রেখেই জয়ের নাগাল পেয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন ওপেনার শামিমা সুলতানা। তাঁর এই রানের মধ্যে ছিল ১০টি বাউন্ডারি। এ ছাড়াও ২৬ রান করেছেন আরেক ওপেনার ফারজানা হক। অধিনায়ক নিগার সুলতানা করেছেন ১০ রান।

সংক্ষিপ্ত স্কোর :

থাইল্যান্ড নারী দল: ১৯.৪ ওভারে ৮২ (কোনচারোয়েনবাই ৮, চানথাম ২০, চাইওয়াই ২, মায়া ২৬, সুথিরুয়াং ১, কামচোমফু ১, তিপোচ ১০, বুচাথাম ০, কানোহ ১১, পুথাওং ০, লাউমি ০*; সালমা ৪-০-১৮-১, নাহিদা ৩.৪-১-১১-২, সানজিদা ৪-০-১১-২, সোহেলি ৩-০-১৮-২, জাহানারা ২-০-১৫-০, রুমানা ৩-১-৯-৩)

বাংলাদেশ নারী দল: ১১.৪ ওভারে ৮৮/১ (শামিমা ৪৯, ফারজানা ২৬*, নিগার ১০*; বুচাথাম ২-০-১০-০, সুথিরুয়াং ২-০-২৫-০, পুথাওং ৪-০-২৩-১, তিপোচ ১-০-৬-০, কামচোমফু ১-০-১৪-০, লাউমি ১.৪-০-৮-০)

ফল: বাংলাদেশ নারী দল ৯ উইকেটে জয়ী।

বরিশালে চ্যানেল আই’র বর্ষপূতি পালিত

শামীম আহমেদ ॥
বে-সরকারী স্যাটেলাইট চ্যানেল চ্যানেল (আই) ২৪ বর্ষ ও ২৫ বছরে পদাপর্ণ করে সামনের দিনে আরো এগিয়ে যাওয়ার প্রত্যশা করে বর্ষপূর্তি পালন করা হয়েছে।

আজ শুক্রবার (৩০) সেপ্টেম্বর সকাল ১১ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে প্রয়াত সিনিয়র সাংবাদিক মাইনুল হাসান হল রুমে বর্ষপূর্তি পালিত হয়।

চ্যানেল (আই) বরিশাল ক্যামেরা পার্সন মোঃ আরিফ আহমেদের সহযোগীতায়, সিনিয়র সাংবাদিক ও ইন্ডেপেনডেন্ট টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদের সঞ্চলনায় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা পুলিশ সুপার অহিদুল ইসলাম।

এখানে চ্যানেল আই’র বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে আরো বক্তব্য রাখেন ৭১’এর রনাঙ্গনের পত্রিকা দৈনিক বিপ্লবী বাংলাদেশ সম্পাদক প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন ফরিদ,কবি ও সাংবাদিক তপঙ্কর চক্রবর্তী, বরিশাল সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাইফুর রহমান মিরন,বরিশাল রিপোটার্স ইউনিটি সাধারন সম্পাদক মিথুন সাহা,সিনিয়র সাংবাদিক গোপাল সরকার,বাংলাদেশ প্রতিদিন বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান,চ্যানেল (২৪) বরিশাল ব্যুরো প্রাচার্য রানা,মাছরাঙ্গ টিভি বরিশাল ব্যুরো গিয়াস উদ্দিন সুমন,বরিশাল প্রেস ক্লাব দপ্তর সম্পাদক এম লোকমান,কে.এম নয়ন, জাকির হোসেন, গবিন্দ্র সাহা,শাহিন সুমন প্রমুখ।

পরে কেক কেটে চ্যানেল আই’র বর্ষপূর্তি পালিত হয়। এর পূর্বে প্রধান অতিথি পুলিশ সুপারকে অনুষ্ঠান আয়োজকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।