বরিশালে সাবেক সংসদ মেজবা উদ্দিন ফরহাদের পিতার জানাযা ও দাফন সম্পূর্ণ

শামীম আহমেদ ॥

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদের পিতা কাজী আখতারুজ্জামানের জানাযার নামাজ ও দাফন কাজ সম্পূর্ণ হয়েছে।

আজ (১লা) অক্টোবর শনিবার সকাল ১০ টায় নগরীর কালিবাড়ি রোডস্থ সরকারী বরিশাল কলেজ ময়দানে অনুষ্ঠিত হয়। এসময় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও সকলের কাছে দোয়া কামনা করে বক্তব্য রাখেন মুরহুমের সন্তান সাবেক সংসদস্য সদস্য মেজবা উদ্দিন ফরহাদ ও স্থানীয় বিসিসি ওয়ার্ড কাউন্সিলর, বরিশাল মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবি র জাহিদ।

এসময় জানাযা নামাজে অংশ গ্রহন করে কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক (বিএম কলেজ সাবেক) ভিপি মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ, জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড, আকতার হোসেন মেবুল, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড, আলী হায়দার বাবুল,যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার জিয়া, যুগ্ম আহবায়ক আলহাজ্ব কে.এম শহিদুল্লাহ,যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল জেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক এ্যাড, আবুল কালাম শাহিন,সাবেক সংসদ ও বিএনপি নেতা অধ্যক্ষ আঃ রসিদ খাঁন, সাবেক বরিশাল মহানগর বিএনপি সাধারন সম্পাদক আসাদুজ্জামান খসরু, সাবেক মহানগর বিএনপি যুগ্ম সম্পাদক অঅনায়ারুল হক তারিন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু,সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন,হিজলা উপজেলা বিএনপি আহবায়ক আব্দুল গফফার তালুকদার, জেলা আওয়ামী লীগ নেতা তারিক বীন ইসলাম,বরিশাল জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড, এইচ.এম তছলিম উদ্দিন,মহানগর যুবদল সম্পাদক মাসুদ হাসান মামুন,কেন্দ্রীয় যুবদল নেতা তানভির আহমেদ সহ বিএনপি দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেনির মানুষ অংশ গ্রহন করে। পরে বরিশাল মুসলিম গোরস্তানে কাজী আখতারুজ্জামানকে দাফন করা হয়।

 

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৩৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

হেলথ ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬৩৫ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এবছর একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তির ঘটনা। শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬৩৫ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫১৮ এবং ঢাকার বাহিরে সারাদেশে ১১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশে সর্বমোট দুই হাজার ১৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ৬৫৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৫০০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

শাকিব-বুবলী ইস্যুতে অনন্ত জলিল বললেন, সবার সৎ পথে থাকা ভালো

বিনোদন ডেস্ক :
সন্তানের ছবি প্রকাশ্যে এনেছেন ঢালিউডের জনপ্রিয় তারকা জুটি বুবলি ও শাকিব খান। ফেসবুক পোস্টের মাধ্যমে তারা জানিয়েছেন, আড়াই বছর বয়সী একটি সন্তান আছে তাদের। সন্তানের নাম রেখেছেন শেহজাদ খান বীর। এ বিষয়ে করা এক প্রশ্নে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ঢালিউডের আরেক অভিনেতা অনন্ত জলিল।

শুক্রবার একটি অনুষ্ঠানে অনন্ত জলিল বলেন, ‘শাকিব খান যা করেছে, সেটি তার ব্যক্তিগত বিষয়। তবে আমি এইটুকু বলবো সবারই সৎ পথে থাকা ভালো। যারা সৎ পথে থাকে তাদের আল্লাহ পছন্দ করেন, ইহকালে এবং পরকালেও’।

তিনি বলেন, ‘সে যেটি করেছে, সেটি অবশ্যই তার পারসোনাল ম্যাটার।  আর মিডিয়াতে যেসব কথা, এগুলো দু-চার দিনের মধ্যেই মানুষ ভুলে যাবে। মনে রাখবে না।  নতুন কোনো ঘটনা সামনে আসবে। তখন এই (শাকিবের) ঘটনা চাপা পড়ে যাবে।’

 

পাগলা মসজিদের দানবাক্সে তিন মাসে মিলল প্রায় ৪ কোটি টাকা

 ডেস্ক রিপোর্ট :

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে সব রেকর্ড ভেঙ্গে গত তিন মাসে জমা পড়েছে তিন কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৮৮২ টাকা। আজ শনিবার আটটি দানবাক্সের টাকা গুণে এই পরিমাণ উল্লেখ করা হয়। দানবাক্সে বাংলাদেশি টাকা ছাড়াও ডলার, পাউন্ড, রিয়াল, রিঙ্গিত ও দিনারসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার পাওয়া গেছে।

আজ সকাল পৌনে ৯টার দিকে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মদজিদের আটটি দানবাক্স খুলে সেখানে জমা সব কিছু ১৫টি বস্তায় ভর্তি করা হয়। পরে টানা ১০ ঘণ্টার গণনায় এই পরিমাণ টাকা পাওয়া যায়।

টাকা গণনার কাজে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এটিএম ফরহাদ চৌধুরী। তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘টাকা গণনার কাজে মাদ্রাসার ১১২ ছাত্র, ব্যাংকের ৫০ স্টাফ, মসজিদ কমিটির ৩৪ জন ও আইনশৃঙ্খলা বাহিনীর ১০ জন সদস্য কাজ করেন।’

এর আগে চলতি বছরের ২ জুলাই সর্বশেষ দানবাক্স থেকে তিন কোটি ৬০ লাখ ২৭ হাজার ৪১৫ টাকা পাওয়া যায়। এর আগে ১২ মার্চ দানবাক্স থেকে তিন কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ২৯৫ টাকা পাওয়া গিয়েছিল।

কিশোরগঞ্জ পৌরসভার মেয়র ও পাগলা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক পারভেজ মিয়া বলেন, ‘দানের টাকা থেকে পাগলা মসজিদ এবং এই মসজিদ কমপ্লেক্সের অন্তর্ভুক্ত মাদ্রাসা, এতিমখানা ও কবরস্থানের ব্যয় নির্বাহ করা হয়। এ ছাড়া জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় সহায়তার পাশাপাশি গরিব ছাত্র ও দুঃস্থদের মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হয়। বিভিন্ন সামাজিক কাজেও টাকা দেওয়া হয়।’

পারভেজ মিয়া আরও বলেন, ‘আজ বিকেলের মধ্যে টাকা গণনার কাজ শেষ হবে। সব টাকা ব্যাংকে জমা রাখা হবে।’ তিনি বলেন, ‘পাগলা মসজিদ কমপ্লেক্সকে ঘিরে একটি বড় প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এটি বাস্তবায়ন হলে মসজিদ কমপ্লেক্স আরও দৃষ্টিনন্দন হবে।’

নারী ক্রিকেটকে অবহেলার কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান শনিবার স্বীকার করেছেন, বোর্ডের সবচেয়ে বড় ব্যর্থতা নারী ক্রিকেটারদের অবদানকে স্বীকৃতি না দেওয়া। আজ শনিবার সিলেটে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ তাদের অভিযান শুরু করে। তবে চার বছর আগে এই প্রতিযোগিতায় তাদের জয়ের পরও তারা উপেক্ষিত রয়েছে।

২০১৮ সালে এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি জিতেছিল বাংলাদেশ। সেই সময়ের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার তাদের স্বাগত জানিয়েছিলেন। সেবার ঘোষণা করা হয়েছিল নারীদের জন্য একটি জাতীয় ক্রিকেট একাডেমি করার।

এর পর বোর্ড নারী ক্রিকেটারদের বেতন বাড়িয়েছে, তবুও একটি শক্তিশালী পাইপলাইন নিশ্চিত করার জন্য এখনও কোনো ‘এ’ দল নেই। সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে আইসিসির উদ্বোধনী সংস্করণের আয়োজক হওয়ার প্রস্তাব দেওয়ার পরে একটি অনূর্ধ্ব-১৯ দল গঠন করা হয়।

২০২১ সালে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের কারণে সেই টুর্নামেন্টটি দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত করা হয়।

জাতীয় নারী দল প্রতিকূলতার সাথে লড়াই করেও সম্প্রতি বাছাইপর্বে চ্যাম্পিয়ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।  দলটি ধারাবাহিকভাবে পারফর্ম করছে।

এ ব্যাপারে নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, ‘মেয়েরা দীর্ঘদিন ধরে ভালো ক্রিকেট খেলছে এবং এটা আমাদের ব্যর্থতা যে আমরা তাদের চিনতে পারছি না এবং তাদের দিকে মনোযোগ দিচ্ছি না।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘যদি আমরা বিশ্ব র‌্যাঙ্কিং দেখি আমরা সম্ভবত নবম স্থানে আছি, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে আমাদের নীচে রয়েছে। শক্তির দিক থেকে তারা সবাই বেশ কাছাকাছি এবং কারণ তারা বিশ্বকাপের শেষ সংস্করণ খেলেছিল। তবে তারা যেভাবে খেলেছে বেশ আনন্দদায়ক ছিল।’

‘তারা বিশ্ব টি-টোয়েন্টি কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হয়েছিল, এশিয়া কাপে চ্যাম্পিয়ন এবং এসএ গেমসে অপরাজিত চ্যাম্পিয়ন থাকাকালীন কোয়ালিফায়ার বাধা অতিক্রম করে বিশ্বকাপ খেলেছে। তারা ধারাবাহিকভাবে ভালো খেলছে। সবচেয়ে বড় বিষয় হলো আমদের একই দল খেলছে। গত চার বছর ধরে আট-নয়জন ক্রিকেটার ফিক্সড।’

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার পরও বিসিবি ক্রিকেটারদের ওপর কোনো চাপ দিচ্ছে না। এ সম্পর্কে নাজমুল হাসান বলেন, ‘বাংলাদেশ একটি ভালো দল কিন্তু ভারত অনেক উন্নতি করেছে এবং আপনি যদি দেখেন ভারতের মহিলা দল খুব শক্তিশালী। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড শক্তিশালী দল কিন্তু ভারত তাদের হারায় তাই বিবেচনায় নিলে অবশ্যই তারা অনেক এগিয়ে আছে। আমরা নেই। ২০১৮ এশিয়া কাপ থেকে খেলেছি এবং আমাদের একটি সুযোগ আছে এখন দেখা যাক।’

এশিয়া কাপে ভারতের শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশে শুরু হওয়া নারী এশিয়া কাপ ২০২২-এ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৪১ হারিয়ে জয় দিয়ে শুভ সূচনা করলো ভারত নারী ক্রিকেট দল। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান করে ভারত।

যদিও টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ১৩ রানে তারা হারিয়ে ফেলে স্মৃতি মান্ধানার উইকেট। পরে ৭ বলে ৬ রান করে সুগান্ধিকা কুমারীর বলে নীলাক্ষি ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান তিনি। এরপর আরেক উদ্বোধনী ব্যাটার শেফালি ভার্মাও ফিরে যান দ্রুতই। দুই উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ায় ভারত। অধিনায়ক হারমানপ্রিত কৌরের সঙ্গে ৯২ রানের জুটি গড়েন জেমিমাহ রদ্রিগেজ।

৩০ বলে ৩৩ রান করা কৌরকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রানাসিংহে। অন্য প্রান্তে অবশ্য ফিফটি তুলে নেন কৌর। ১১ চার ও ১ ছক্কায় ৫৩ বলে ৭৬ রান করেন তিনি। ৬ উইকেট হারিয়ে ১৫০ রানের সংগ্রহ পায় ভারত।

জবাবে ব্যাটে করতে নেমে ১৮.২ ওভারে  মাত্র ১০৯ রানে অলআউট হয়ে যায় শ্রীলংকা। তাদের ২৫ রানের উদ্বোধনী জুটি ভাঙে ১১ বলে ৫ রান করে চামারি আতাপাত্তু দীপ্তি শর্মার বলে ফিরলে। এরপর রীতিমতো ধ্বস নামে লঙ্কানদের ব্যাটিংয়ে। ৬১ রান তুলতেই তারা হারিয়ে ফেলে ৫ উইকেট।  সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি লঙ্কানরা, ১০৯ রান তুলতেই অলআউট হতে হয়।

ভারতে ফাইভ জি চালু

আন্তর্জাতিক ডেস্ক :
ভারতে প্রথমারের মতো ফাইভ-জি মোবাইল সেবা চালু করা হয়েছে। শনিবার এই মোবাইল প্রযুক্তি উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রাথমিকভাবে ভারতের কয়েকটি শহরে চালু হবে ফাইভ-জি পরিষেবা। আগামী দুই বছরের মধ্যে সারা দেশে ফাইভ-জি চালু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ভারতের টেলিকম বিভাগ (ডিওটি) জানিয়েছে, প্রথম ধাপে কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই-সহ কয়েকটি শহরে মিলবে ফাইভ জি।

নয়াদিল্লির প্রগতি ময়দানে ১ থেকে ৪ অক্টোবর আয়োজিত হচ্ছে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস। সেখান থেকেই ভারতের ফাইভ-জি প্রযুক্তির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ফাইভ জি স্পেকট্রামের সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে মুকেশ অম্বানীর সংস্থা রিল্যায়্যান্স জিয়ো। তারা ফিফথ জেনারেশন বা ফাইভ-জি স্পেকট্রামের ৮৮ হাজার ৭৮ কোটি টাকার বরাদ্দ পেয়েছে। মোট ১০টি ব্যান্ডের ৭২ হাজার ৯৮ মেগাহার্টজের স্পেকট্রাম নিলামে তোলা হয়েছিল। এর মধ্যে ৭১ শতাংশ বিক্রি হয়েছে প্রায় দেড় লক্ষ কোটি টাকায়।

সংশ্লিষ্টরা বলছেন, ভারতের এক তৃতীয়াংশের বেশি মোবাইলে ২০৩০ সালের মধ্যে ফাইভ-জি পরিষেবা চালু হয়ে যাবে।

সিরাজগঞ্জে ২ ছেলেসহ মায়ের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট :

সিরাজগঞ্জের বেলকুচি থেকে দুই ছেলেসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মধুপুর গ্রামে নিজ ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে, এটি হত্যা না আত্মহত্যা—তা জানাতে পারেনি তাঁরা।

নিহতেরা হলেন—উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের সুলতান মিয়ার স্ত্রী রওশনারা (৪০), ছেলে জেহাদ (১০) ও মাহিম (৩)।

জানা যায়, সুলতান মিয়া তাঁর দ্বিতীয় স্ত্রীর মামলায় দীর্ঘদিন কারাভোগের পর সম্প্রতি জামিনে বের হন।

নিহত রওশনারা অন্যের বাড়িতে সুতার কাজ করেন।  গত তিন চারদিন  হলো কাজে যাচ্ছেন না তিনি। কাজে না যাওয়ায় বাড়ির  মহাজন রওশনারা বড় বোন লিলি খাতুনকে ফোন দেন।

ফোন পেয়ে আজ দুপুরে মধুপুর নতুন পাড়া বোনের বাড়িতে গিয়ে ঘরের দরজা ভেতর থেকে লাগানো দেখেন। পের তিনি ঘরে ঢুকলে মেঝেতে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরিফুর  রহমান বলেন, ‘এটি হত্যা, না কি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

৪ বছর ধরে দেশে প্রশ্নপত্র ফাঁস হয়নি : শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট :

গত চার বছর ধরে দেশে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, সরকার সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছে। আজ শনিবার চাঁদপুর জেলা প্রশাসনের সম্প্রীতি সমাবেশে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দিনাজপুরে যে ঘটনা ঘটেছে, সেটি অত্যন্ত দুঃখজনক। প্রশ্নপত্র ফাঁস বলতে যা বোঝায়, এখানে সেটি হয়নি। কোনো পরীক্ষার্থীর হাতে প্রশ্নপত্র পৌঁছায়নি। একটি পরীক্ষার কেন্দ্রসচিব অনেকগুলো প্রশ্নপত্র একটি প্যাকেটে করে নিয়ে গেছেন। এটি কীভাবে হলো বিষয়টি তদন্ত হচ্ছে। তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ জিল্লুর রহমান জুয়েল, সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসাইন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী ব্যাপারী, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন

আজ মহাষষ্ঠী : পূজার আলোয় আলোকিত ব‌রিশাল

ডেস্ক রিপোর্ট :

বাঙালি সনাতন ধর্মাবলম্বী‌দের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়ে গেছে। আজ শুভ মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার কোনো কম‌তি রাখ‌ছে না ব‌রিশাল পু‌লিশ। ষষ্ঠীর দিন অর্থাৎ ‌আজ শনিবার থে‌কেই পূজামণ্ডপ ঘি‌রে থাক‌বে ব‌্যাপক নিরাপত্তা ব‌্যবস্থা। এ‌দি‌কে দুর্গাপূজা উপল‌ক্ষে আ‌লোকজ্জ্বল হ‌য়ে উ‌ঠে‌ছে পু‌রো নগরী। মণ্ডপগু‌লোর ভিতর ও সাম‌নের সড়ক সাজা‌নো হ‌য়ে‌ছে বাহারি র‌ঙের আ‌লো দি‌য়ে।

শুক্রবার রা‌তে ব‌রিশাল নগরীর বি‌ভিন্ন পূজামণ্ডপ ঘু‌রে বাহারি আ‌লোকসজ্জা দেখা গে‌ছে। আধু‌নিক নানা বৈদ‌্যু‌তিক বা‌তি দি‌য়ে সাজা‌নো হ‌য়ে‌ছে বড় বড় মঠ ও ম‌ন্দি‌রে থাকা পুকু‌রের ম‌ধ্যে বৈদ‌্যু‌তিক বা‌তি দি‌য়ে তৈরি করা হ‌য়ে‌ছে পায়রা সেতুও। এই আ‌লোকসজ্জায় ঝলম‌লে হ‌য়ে উ‌ঠে‌ছে ব‌রিশাল নগর।

নগরীর সর্ববৃহৎ পূজামণ্ডপ শ্রী শ্রী শংকর মঠ পূজা উদযাপন ক‌মি‌টির সহ সাধারণ সম্পাদক সবুজ দাস ব‌লেন, ক‌রোনার প্রকোপ কা‌টি‌য়ে স্বাভা‌বিক অবস্থায় অ‌নেকটাই ফি‌রে‌ছি আমরা। তাই এ বছর বড় করে পূজা উদযাপ‌নের উদ্যোগ নি‌য়ে‌ছি। আধু‌নিক লাইট দি‌য়ে মূল ম‌ন্দির সাজা‌নো হ‌য়ে‌ছে। ম‌ন্দি‌র মও বাই‌রের প্রায় আধা কি‌লো‌মিটার সড়কে আ‌লোকসজ্জা করা হ‌য়ে‌ছে। পুকু‌রের ম‌ধ্যে টিউবলাইট দি‌য়ে তৈরি করা হ‌য়ে‌ছে পদ্মা সেতু। পাশাপা‌শি এলইডি লাইট দি‌য়ে তৈরি করা হ‌য়ে‌ছে দু‌টি বিশাল তোড়ন।

নগরী‌তে পূজা উপল‌ক্ষে আ‌লোকসজ্জা দেখ‌তে বের হওয়া শ্রাবন্তী নন্দী ব‌লেন, দুর্গাপূজা এ‌লে পু‌রো নগরীর সড়ক আ‌লো‌তে ঝলমল ক‌রে ও‌ঠে। আর সেই ঝলমলে নগরী দেখ‌তেই প‌রিবার নি‌য়ে বের হ‌য়ে‌ছি। ৬‌টি পূজামণ্ডপের আ‌লোকসজ্জা ঘু‌রে দে‌খে‌ছি ‌রিকশায় চরে। নতুন বাজার, অষ্ট‌কোনা মঠ, জগন্নাথ ম‌ন্দির, শংকর মঠ, কাটপ‌ট্টি চার্চওয়ার্ড ও পাষাণময়ী কা‌লিমাতার মন্দিরে ঘু‌রে‌ছি।

ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের দ‌ক্ষিণ বিভা‌গের অ‌তি‌রিক্ত উপ-ক‌মিশনার ফজলুল ক‌রিম ব‌লেন, বন্দর ও কোতোয়ালি ম‌ডেল থানা এলাকা মি‌লি‌য়ে অ‌ধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ র‌য়ে‌ছে ১১‌টি। ‌সেই পূজা মণ্ডপগু‌লো‌তে ৫ জন ক‌রে পু‌লিশ থাক‌বে, পাশাপা‌শি পু‌লিশ সদস‌্যদের সহায়তা কর‌বে আনসার সদস‌্যরাও।

তি‌নি ব‌লেন, মহানগ‌রের সকল পূজামণ্ডপেই মোবাইল টিম থাক‌বে। পাশাপা‌শি সাদা পোশাকধারী পু‌লিশ সদস‌্যরা দা‌য়িত্ব পালন কর‌বে। আমরা মাদ‌কের বিরু‌দ্ধে বেশ শক্ত অবস্থা‌নে র‌য়ে‌ছি।

ব‌রিশাল জেলার পু‌লিশ সুপার ওয়া‌হিদুল ইসলাম ব‌লেন, ব‌রিশাল জেলা পু‌লি‌শের থানাগু‌লোর আওতায় ৫৩২‌টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা নি‌র্বিঘ্ন কর‌তে এসব মণ্ডপগু‌লোর ম‌ধ্যে গুরুত্বপূর্ণ ও অ‌ধিক গুরুত্বপূর্ণ বি‌বেচনায় স্থায়ীভা‌বে মোট ৬০০ পু‌লিশ সদস‌্য দা‌য়িত্ব পালন কর‌বে। কেউ য‌দি পূজামণ্ডপে অরাজকতা করার চেষ্টা ক‌রে তাহ‌লে তা ক‌ঠোর হা‌তে দমন করা হ‌বে।