কাল থেকে খুলছে বরিশাল চকবাজার

বরিশালে স্বাস্থ্যবিধি মেনে রোববার (১০ মে) মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল চকবাজার দোকান মালিক সমিতি। তবে কেউ চাইলে স্বেচ্ছায় দোকান বন্ধও রাখতে পারবে। এদিকে পুলিশ ও প্রশাসন বলছে দোকান খোলা রাখতে স্বাস্থ্যবিধি ও বেধে দেয়া নিয়ম মান্য করতে হবে।

শনিবার (০৯ মে) দুপুরে চকবাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শেখ তোবারক হোসেন জানান, আগামীকাল বরিশালে চকবাজারের দোকান-পাট খোলা রাখার ব্যাপারে মালিক সমিতি সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তবে কোনো মালিক দোকান বন্ধ রাখতে চাইলে তাতেও কোনো বাধা নেই। আবার কেউ খোলা রাখতে চাইলে তাকে সরকারি নির্দেশনা মেনে নিতে হবে।

এদিকে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, এ বিষয়ে দোকান মালিকদের সাথে ইতোমধ্যে বৈঠক করা হয়েছে। সরকারি নির্দেশনা ও সিদ্ধান্ত মেনে দোকান খোলা রাখার পরামর্শ দেয়া হয়েছে। আর সেটি তদারকির জন্য নিয়োজিত থাকবে পুলিশ। কেউ অমান্য করলে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

অপরদিকে করোনা ভাইরাস প্রতিরোধ জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, দোকান কেউ খুলতে না চাইলে সেটা তার নিজস্ব এখতিয়ার। তবে খোলা রাখলে স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে।তা না হলে ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য চকবাজার, কাটপট্টি, লাইন রোড, হেমায়েত উদ্দিন রোড ও পদ্মাবতি এলাকায় মালিক সমিতির প্রায় ৫ শতাধিক দোকান রয়েছে এবং এটি বরিশালের সপিংয়ের কেন্দ্রস্থল।

বরিশাল-মাওয়া রুটে চলছে যাত্রীবাহী মাইক্রোবাস

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারীভাবে সারা দেশে গণপরিবহন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলেও, সরকারের এই নির্দেশনা অমান্য করে দিনে এবং গভীর রাতে চলছে যাত্রীবাহী মাইক্রোবাস ভাড়ায় চালিত সিএনজি।গত ২৪ মার্চ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার সারাদেশে গণপরিবহন লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে।

তবে ট্রাক, কাভার্ডভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি,পচনশীল পণ্য পরিবহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। পণ্যবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহন করা যাবে না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কিন্তু সরকারের এই নির্দেশনা অমান্য করে প্রতিদিন দিনে এবং গভীর রাতে গোপনে চলছে যাত্রীবাহী মাইক্রোবাস ভাড়ায় চালিত সিএনজি। এতে করে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার শংকায় পড়েছে সাধারণ মানুষ।একাধিক পরিবহন শ্রমিকের সঙ্গে কথা বলে এ কথা জানা যায়। বরিশাল-মাওয়া রুটে ১৫-২০টি মাইক্রোবাস চলাচল করছে।

লকডাউনের মধ্যেও যাত্রীবাহী মাইক্রোবাস চলাচলের খবর পেয়ে এ প্রতিবেদক অনুসন্ধানে নামলে বাস টার্মিনালে গিয়ে এ অভিযোগের সত্যতা পাওয়া যায়। দেখা যায়,মাইক্রোগুলো সিরিয়াল করে রাখা হয়েছে। যাত্রী পূর্ণ হলেই পুলিশের সামনে দিয়ে মাইক্রো ছেড়ে যাচ্ছে। থ্রি হুইলার মাহিন্দ্রাতে থাকা পুলিশের টহল টিম ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তাদের নির্লিপ্ত দেখা যায়। একজন শ্রমিক জানান, বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা থেকে শুরু করে মাওয়া যেতে যে কটি চেকপোস্ট পড়ে, সব কটি ম্যানেজ করেই মাইক্রোবাসগুলো চলাচল করছে।  এ নিয়ে অন্য বাস মালিক ও শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে বরিশাল জেলা বাস মালিক সমতির শ্রমিক ইউনিয়নের এক সদস্য জানান, লকডাউনের কারণে যেখানে সবকিছু বন্ধ এবং গণপরিবহনের শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে, সেখানে গভীর রাতে এসব মাইক্রোবাসের চলাচল মেনে নেয়া যায় না।

এতে এক শ্রেণির লোক সুবিধা পেলেও আমরা বঞ্চিত হচ্ছি। গভীর রাতে চোরের মতো এই গাড়িগুলো চলাচল করতে দেয়ার মধ্যদিয়ে আমাদের সঙ্গে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা বাদ যাব কেন। আমরাও নেমে পড়ব। আইন সবার জন্য সমান। আমরা ঘরে বসে থাকব আর অন্যরা কাজ করবে সেটা হবে না।

এ বিষয়ে বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) খায়রুল আলম বলেন, লকডাউনের সময় এক জেলা থেকে অন্য জেলায় গাড়ি চলাচল নিষিদ্ধ। আমি বিষয়টি কঠোরভাবে দেখছি। মাইক্রোবাস চলাচলের সঙ্গে যদি কোনো পুলিশ সদস্যের সহযোগিতা পাওয়া যায় তাহলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ প্রসঙ্গে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, বিষয়টি আমার জানা ছিল না। মাইক্রোবাস যদি মাওয়া রুটে যাত্রী পরিবহন করে থাকে, তাহলে তা বন্ধ করে দেয়া হবে।

কুয়াকাটায় ভূয়া ডিবি পুলিশ আটক

এস এম আলমাস, কুয়াকাটা প্রতিনিধি:
পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে ডিবি পুলিশ পরিচয় দেয়া এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার আনুমানিক দুপুর ২ টায় সৈকতের ট্যুরিজম পার্ক এলাকার চা দোকানীদের দোকান খোলা রাখার জন্য ভয়ভীতি দেখাচ্ছিল।তার চলাফেরা ও আচরণে সন্দেহ হলে স্থানীয়রা মারধর করে পুলিশে সোপর্দ করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত ২দিন আগে কুয়াকাটা আসা ওই যুবকসহ আরও একজন ডিবি পুলিশসহ বিভিন্ন পরিচয় দিয়ে দোকানদার সহ লোকজনকে ভয়ভীতি দেখিয়ে আসছিল। মহিপুর থানার এসআই সাইদুর রহমান বলেন, আটককৃত ওই যুবকের নাম রফিক (৩৫)। পিতা ঃ- আব্দুল করিম । বরিশাল সদরের ২২ নং ওয়ার্ডের কাজীপাড়া মহল্লার বাসিন্দা। পেশায় নির্মাণ শ্রমিক। আটকের সময় রফিকের কাছ থেকে অনেক গুলো চাবি, ১টি চাকু, ১টি কেচি, রশি,জাতীয় পরিচয় পত্রসহ একাধিক ব্যক্তির ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, আটককৃত রফিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানষিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে।তবে বরিশাল সদর থানায় খোঁজখবর নেয়ার পাশাপাশি তার অভিবাবকদের সাথে যোগাযোগ করা হচ্ছে।

রোববার থেকে খুলছে ঢাকার বেশ কিছু মার্কেট

রোববার (১০ মে) থেকে দোকান ও শপিংমল সীমিত আকারে খুলে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। কিন্তু মহামারি করোনাভাইরাস উদ্বেগজনক হারে বিস্তারের কারণে রাজধানীর বেশকিছু বড় শপিংমল ও মার্কেট ঈদের আগে না খোলার সিদ্ধান্ত নিয়েছে। তবে বেশকিছু মার্কেট কাল থেকে খুলছে।

এ বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব জহির আহমেদ ভূঁইয়া বলেন, ‘আগামীকাল থেকে রাজধানীর গাউছিয়া, চাঁদনীচক, ইস্টার্ন প্লাজা, ইস্টার্ন মল্লিকা, গাজী শপিং কমপ্লেক্স এবং এলিফ্যান্ট রোডের সব দোকান খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। তারা সরকারের নিয়ম প্রতিপালন করেই মার্কেট খোলা রাখবে।’

এদিকে পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিজ নিজ সিদ্ধান্তে খুলবে দেশীয় ফ্যাশন হাউসগুলো। তবে এ ক্ষেত্রে অবশ্যই সরকারের স্বাস্থ্যবিধির সব শর্ত মানতে হবে। শুক্রবার (৮ মে) রাতে জরুরি বৈঠক করে এসব সিদ্ধন্ত নিয়েছে দেশীয় পোশাক ব্র্যান্ডগুলোর সংগঠন ফ্যাশন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফইএবি)।

তবে চলমান করোনা পরিস্থিতিতে অনেক শপিংমল ও মার্কেট ইতোমধ্যে ঈদের আগে না খোলার সিদ্ধান্ত নিয়েছে। এগুলো হচ্ছে- দেশের অন্যতম সেরা শপিংমল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্ক, বায়তুল মোকাররম মার্কেট, ঢাকা নিউমার্কেট, মৌচাক ও আনারকলি মার্কেট এবং মোতালেব প্লাজা। বর্তমান পরিস্থিতিতে দোকানদার ও ক্রেতা উভয়ের স্বাস্থ্যের দিকটি বিবেচনা করে মার্কেট না খোলার সিদ্ধান্ত নিয়েছে তারা।

৪ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকান ও শপিংমল ১০ মে থেকে খোলার কথা চিঠিতে উল্লেখ করা হয়। তবে বিকেল ৪টার মধ্যে বন্ধ করতে বলা হয়েছে।

এতে বলা হয়, কোভিড-১৯ রোগের বিস্তাররোধ এবং পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার আগামী ৭ থেকে ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি/জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা/সীমিত করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই পরিপ্রেক্ষিতে শর্তাদি বিবেচনা করে বিভিন্ন জেলা ও উপজেলায় অভ্যন্তরীণভাবে ব্যবসা-বাণিজ্য, দোকানপাট, শপিংমলসহ অন্যান্য কার্যাবলি ১০ মে থেকে সীমিত আকারে খুলে দিতে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানানো হলো। তবে এক্ষেত্রে আন্তঃজেলা ও আন্তঃউপজেলা যোগাযোগ/চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।

হাট-বাজার, ব্যবসা কেন্দ্র, দোকানপাট ও শপিংমল সকাল ১০টায় খুলবে এবং বিকেল ৪টার মধ্যে বন্ধ করতে হবে। সেই সঙ্গে প্রতিটি শপিংমলে প্রবেশের ক্ষেত্রে স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ঘোষিত সতর্কতা গ্রহণ করার কথা চিঠিতে উল্লেখ করা হয়।

এদিকে গত বৃহস্পতিবার ক্রেতার নিজ এলাকার দুই কিলোমিটারের মধ্যে অবস্থিত শপিংমলে কেনাকাটা করতে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এতে আরও বলা হয়, প্রত্যেক ক্রেতাকে নিজ পরিচয়পত্র (আইডি কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স) ইত্যাদি সঙ্গে রাখতে হবে। করোনা পরিস্থিতিতে ঢাকা মহানগরীতে শপিংমল ও মার্কেট খোলা রাখার বিষয়ে ১৪টি নির্দেশনা দিয়েছে ডিএমপি।

ভোলায় র‌্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাদশা শিকদার আটক

ভোলায় শীর্ষ সন্ত্রাসী বাদশা মিয়া ওরফে আব্দুল বাদশা শিকদারকে গ্রেফতার করেছেন র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (৮ মে) রাতে ভোলা সদর উপজেলার রাজাপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি শুটারগান, একটি একনলা বন্দুক, চার রাউন্ড গুলি ও কয়েক পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার বাদশা মিয়া ওরফে আব্দুল বাদশা শিকদার ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দাইমুদ্দিন শিকদারের ছেলে।

র‌্যাব-৮ ভোলা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতে ভোলা সদরের রাজাপুরে নাশকতার প্রস্তুতিকালে শুটারগান, একনলা বন্দুক, গুলি ও ইয়াবাসহ বাদশা মিয়া ওরফে আব্দুল বাদশা শিকদারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভোলা থানায় হত্যা, ধর্ষণ, গণধর্ষণ ও চাঁদাবাজিসহ ২৫টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় ওয়ারেন্টও রয়েছে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করে তাকে ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোলা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, শনিবার সকালে গ্রেফতার বাদশা মিয়া ওরফে আব্দুল বাদশা শিকদারকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। এ সময় তার বিরুদ্ধে র‌্যাব-৮ এর পক্ষ থেকে একটি অস্ত্র ও একটি মাদক মামলা দায়ের করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেবাচিমের আইসোলেশনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন গৃহবধূ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া গ্রামের করোনা শনাক্ত হওয়া জুয়েল মৃধার স্ত্রী গৃহবধূ ইভা (২৬) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শুক্রবার তার পরিবার এ তথ্য নিশ্চিত করেছে।

এরআগে ঢাকার নারায়নগঞ্জে বসবাসরত পাটুয়া গ্রামের এ নারী করোনা আক্রান্ত অবস্থায় দু’দিন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তির চেষ্টা করে ব্যর্থ হয়ে ২৬ এপ্রিল ঢাকা থেকে স্বামী জুয়েল মৃধার সঙ্গে বাড়ি ফিরছিলেন।

বরিশালে আসার পরে বেশি অসুস্থ হয়ে পড়লে সেখানে শেবাচিমের করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। আক্রান্ত হওয়া নারীর দুই শিশু সন্তানসহ বাড়ির অন্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।

দুই শিশু সন্তান সহ তাদের সংস্পর্শে আসা বাড়ির অন্যদের নমুনা সংগ্রহ করা হলেও রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।

করোনা জয়ী নারীর স্বামী জুয়েল মৃধা জানান, তারা পরিবারের সবাই এখন সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন। বৃহস্পতিবার স্বস্ত্রীক বাড়ি ফিরেছেন।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার জানান, শুক্রবার পর্যন্ত ৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৪৫ জনের রিপোর্ট এসেছে। কারও পজিটিভ আসেনি। বাকিদের রিপোর্ট পাওয়া যায়নি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কলাপাড়ায় করোনা আক্রান্ত কোন রোগীর তথ্য জানা যায়নি।

বরিশাল বিভাগে করোনা আক্রান্ত ১৫১ জন, সুস্থ হয়ে উঠেছেন ৭৪

বরিশাল বিভাগের ৬ জেলায় মোট ১৫১ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ বিভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ১০ হাজার ৫৪৫ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

এরমধ্য হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ৯ হাজার ৮৭৩ জনকে, আর এরমধ্যে ৮ হাজার ১৭০ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে ৬৭২ জন রয়েছেন এবং এ পর্যন্ত ৫৩৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় পিরোজপুর ব্যতিত বিভাগের ৫ জেলায় ৪৯ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এবং গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলায় ১০৮ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর বাইরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাপ্রাপ্ত রোগীর সংখ্যা ২৬৪ জন এবং এরইমধ্যে ১৬৯ জনকে ছাড়পত্রও দেওয়া হয়েছে।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ৪৯ জন, পটুয়াখালীতে ৩০, ভোলায় ৫, পিরোজপুরে ১৭, বরগুনায় ৩৬ ও ঝালকাঠিতে ১৪ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

পাশাপাশি বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ৩১ জন, পটুয়াখালীতে ১৫, ভোলায় ২, পিরোজপুরে ৩, বরগুনায় ১৮ ও ঝালকাঠিতে ৫ জন করোনা পজেটিভ রোগী সুস্থ হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বরিশালের মুলাদীতে, পটুয়াখালী জেলার সদর উপজেলায় ১ জন, মির্জাগঞ্জে ১ ও দুমকিতে ১ জন এবং বরগুনা জেলার আমতলী ও বেতাগীতে ১ জন করে ৬ জন ব্যক্তির করোনায় মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৩৬

নিজস্ব প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৬৩৬ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২১৪ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১৩৭৭০ জন।

শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র‌্যাব ও পুলিশ।

করোনা ইস্যুতে সরকারের সিদ্ধান্তনুযায়ী ঝালকাঠি কারাগার থেকে ৬ কয়েদীর মুক্তি

ঝালকাঠি প্রতিনিধি ॥ করোনা পরিস্থিতিতে দেশের সকল কারাগার থেকে ক্যাটাগরী অনুযায়ী কিছু কয়েদী মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। যার ধারাবাহীকতায় ঝালকাঠি কারাগার থেকে মুক্তি মিললো ৬ সাজাপ্রাপ্ত কয়েদীর। সরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের এক আদেশে শনিবার এদেরকে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে ঝালকাঠি কারা কতৃপক্ষ। মুক্তিপ্রাপ্তরা হলো ঝালকাঠি কিস্তাকাঠির আব্দুল গনি মিয়ার ছেলে মোঃ নয়ন (২৭) মাদক মামলায় ৬ মাসের সাজায় দন্ডিত হয়ে ২ মাস কারাভোগের পর মুক্তি পেলো যার কয়েদী নম্বর ৪৬৫২/এ। পৌর এলাকার কলেজ মোড়স্থ রামলাল কংশবনিকের ছেলে রনজিৎ কংশবনিক (৩৭) মাদক মামলায় ৬ মাসের সাজায় দন্ডিত হয়ে দেরমাস কারাভোগের পর মুক্তি পেলো যার কয়েদী নম্বর ৪৬৫৭/এ। শহরের আমতলা সড়কের ধীরেন সিংহ’র ছেলে কুকন সিংহ (৩২) মানহানী মামলায় ১ বছর সাজায় দন্ডিত হয়ে ২ মাস কারাভোগের পর মুক্তি পেলো যার কয়েদী নম্বর ৪৬৪৪/এ। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শাহআলম মুন্সির ছেলে সোহাগ মুন্সি (২৫) বাল্যবিবাহ আইনের একটি মামলায় ১ বছর সাজায় দন্ডিত হয়ে ২ মাস কারাভোগের পর মুক্তি পেলো যার কয়েদী নম্বর ৪৬৫০/এ। একই উপজেলার হামিদ খানের ছেলে সান্টু খান (৪৫) বাল্যবিবাহ আইনের একটি মামলায় ১ বছর সাজায় দন্ডিত হয়ে ২ মাস কারাভোগের পর মুক্তি পেলো যার কয়েদী নম্বর ৪৬৫১/এ। এছাড়া ঝালকাঠির নলছিটি উপজেলার মোতালেব হাওরাদারের ছেলে তারেক হাওলাদার (২৮) মাদক আইনের একটি মামলায় ৬ মাসের সাজায় দন্ডপ্রাপ্ত হয়ে দেরমাস কারাভোগের পর মুক্তি পেলো যার কয়েদী নম্বর ৪৬৫৯/এ। ঝালকাঠির জেল সুপার শফিকুল আলম বলেন, শুক্রবার আমরা এই মুক্তি আদেশটি হাতে পেয়েছি। ঝালকাঠি কারাগারে থাকা ৯ কয়েদীর তালিকা কারা সদর দপ্তরে প্রেরন করা হলে সেই তালিকা থেকে ৬ সাজাপ্রাপ্ত কয়েদীর মুক্তির আদেশ আসে। শনিবার সকালের মধ্যে ২ জন বাড়ীতে ফিরে গেছে। আর যে ৪ জন রয়েছে তাদের কাছে পৃথক অংকে জরিমানার ৪৬ হাজার টাকা পাওনা রয়েছে তাই তাদের বাড়ি ফিরতে একদিন বিলম্ব হবে বলে তাদের পরিবার জানিয়েছে। জরিমানার অর্থ পরিশোধ হলেই তাদেরকে মুক্তি দেয়া হবে।

টাঙ্গাইলে প্রেমিকার ভাইয়ের হাতে খুন যুবক

বোনের সাথে প্রেম করার অপরাধে প্রেমিকার ভাইয়ের ছুরির আঘাতে খুন হয়েছেন পুলিশ পুত্র আশিক। প্রেমিকার ভাই মাহিম বাড়িতে ডেকে নিয়ে আব্দুল্লাহ আল মামুন আশিককে হত্যা করেন। পরে তার মরদেহ বাড়ির পাশে লৌহজং নদীতে কুচুরি পানার নিচে ফেলে দেয়া হয়।

টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মাহিম (১৯) এ কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুপম কুমার দাশ মাহিমের জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে সন্ধ্যায় তাকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, টাঙ্গাইল পৌরসভার কাগমারা এলাকার বাসিন্দা ও ঢাকায় পুলিশে কর্মরত রাশেদুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন আশিক (১৮) গত ৩০ এপ্রিল সন্ধ্যার পর নিখোঁজ হন।

তার পারিবারিক সূত্র জানায়, কয়েকমাস আগে তাদের প্রতিবেশি মাহিমের বোনের সাথে আশিকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে তার প্রেমিকাকে একটি মোবাইল সেট কিনে দেন। এটা জানতে পেরে প্রেমিকার ভাই মাহিম ক্ষুব্ধ হয়। নিখোঁজের দিন মোবাইল ফোনটি ফেরত নেওয়ার জন্য মাহিম তাদের বাড়িতে আশিককে ডেকে পাঠান। ওইদিন ফোন ফেরত আনতে গিয়েই তিনি নিখোঁজ হন।

পরে গত ৫ মে সন্ধ্যায় লৌহজং নদী থেকে তার মরদেহ ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে।  মরদেহ উদ্ধারের পরেই পুলিশ মাহিম, তার মা ও বোনকে আটক করে। ৬ মে আশিকের মরদেহ দাফনের পর তার মা আনোয়ারা বেগম বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহিম মামুনকে হত্যা করে মরদেহ নদে ফেলার কথা স্বীকার করেন। পরে আদালতে জবানবন্দি দিতে রাজি হন। বৃহস্পতিবার বিকেলে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে তিনি জবানবন্দি দেন। তিনি ঢাকার একটি মাদ্রাসায় অধ্যয়নরত।

আদালত সূত্র জানায়, জবানবন্দিতে মাহিম জানিয়েছেন ঘটনার দিন তার বোনকে দেওয়া মোবাইল ফোন ফেরত নেওয়ার জন্য আশিককে খবর দেওয়া হয়। সন্ধ্যার পর আশিক ফোন ফেরত নিতে মাহিমদের বাসায় যান। আগে থেকেই ছুরি চেয়ারের পিছনে রেখেছিলেন। আশিকের পাশে বসে কথা বলার এক পর্যায়ে মাহিম ছুরি দিয়ে বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে গভীর রাতে মরদেহ বাসার পাশে লৌহজং নদীতে কুচুরি পানার নিচে ফেলে রাখেন।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত মাহিমের মা ও বোনকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠিয়ে দেন।