করোনা ইস্যুতে সরকারের সিদ্ধান্তনুযায়ী ঝালকাঠি কারাগার থেকে ৬ কয়েদীর মুক্তি

ঝালকাঠি প্রতিনিধি ॥ করোনা পরিস্থিতিতে দেশের সকল কারাগার থেকে ক্যাটাগরী অনুযায়ী কিছু কয়েদী মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। যার ধারাবাহীকতায় ঝালকাঠি কারাগার থেকে মুক্তি মিললো ৬ সাজাপ্রাপ্ত কয়েদীর। সরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের এক আদেশে শনিবার এদেরকে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে ঝালকাঠি কারা কতৃপক্ষ। মুক্তিপ্রাপ্তরা হলো ঝালকাঠি কিস্তাকাঠির আব্দুল গনি মিয়ার ছেলে মোঃ নয়ন (২৭) মাদক মামলায় ৬ মাসের সাজায় দন্ডিত হয়ে ২ মাস কারাভোগের পর মুক্তি পেলো যার কয়েদী নম্বর ৪৬৫২/এ। পৌর এলাকার কলেজ মোড়স্থ রামলাল কংশবনিকের ছেলে রনজিৎ কংশবনিক (৩৭) মাদক মামলায় ৬ মাসের সাজায় দন্ডিত হয়ে দেরমাস কারাভোগের পর মুক্তি পেলো যার কয়েদী নম্বর ৪৬৫৭/এ। শহরের আমতলা সড়কের ধীরেন সিংহ’র ছেলে কুকন সিংহ (৩২) মানহানী মামলায় ১ বছর সাজায় দন্ডিত হয়ে ২ মাস কারাভোগের পর মুক্তি পেলো যার কয়েদী নম্বর ৪৬৪৪/এ। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শাহআলম মুন্সির ছেলে সোহাগ মুন্সি (২৫) বাল্যবিবাহ আইনের একটি মামলায় ১ বছর সাজায় দন্ডিত হয়ে ২ মাস কারাভোগের পর মুক্তি পেলো যার কয়েদী নম্বর ৪৬৫০/এ। একই উপজেলার হামিদ খানের ছেলে সান্টু খান (৪৫) বাল্যবিবাহ আইনের একটি মামলায় ১ বছর সাজায় দন্ডিত হয়ে ২ মাস কারাভোগের পর মুক্তি পেলো যার কয়েদী নম্বর ৪৬৫১/এ। এছাড়া ঝালকাঠির নলছিটি উপজেলার মোতালেব হাওরাদারের ছেলে তারেক হাওলাদার (২৮) মাদক আইনের একটি মামলায় ৬ মাসের সাজায় দন্ডপ্রাপ্ত হয়ে দেরমাস কারাভোগের পর মুক্তি পেলো যার কয়েদী নম্বর ৪৬৫৯/এ। ঝালকাঠির জেল সুপার শফিকুল আলম বলেন, শুক্রবার আমরা এই মুক্তি আদেশটি হাতে পেয়েছি। ঝালকাঠি কারাগারে থাকা ৯ কয়েদীর তালিকা কারা সদর দপ্তরে প্রেরন করা হলে সেই তালিকা থেকে ৬ সাজাপ্রাপ্ত কয়েদীর মুক্তির আদেশ আসে। শনিবার সকালের মধ্যে ২ জন বাড়ীতে ফিরে গেছে। আর যে ৪ জন রয়েছে তাদের কাছে পৃথক অংকে জরিমানার ৪৬ হাজার টাকা পাওনা রয়েছে তাই তাদের বাড়ি ফিরতে একদিন বিলম্ব হবে বলে তাদের পরিবার জানিয়েছে। জরিমানার অর্থ পরিশোধ হলেই তাদেরকে মুক্তি দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *