শেবাচিমের আইসোলেশনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন গৃহবধূ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া গ্রামের করোনা শনাক্ত হওয়া জুয়েল মৃধার স্ত্রী গৃহবধূ ইভা (২৬) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শুক্রবার তার পরিবার এ তথ্য নিশ্চিত করেছে।

এরআগে ঢাকার নারায়নগঞ্জে বসবাসরত পাটুয়া গ্রামের এ নারী করোনা আক্রান্ত অবস্থায় দু’দিন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তির চেষ্টা করে ব্যর্থ হয়ে ২৬ এপ্রিল ঢাকা থেকে স্বামী জুয়েল মৃধার সঙ্গে বাড়ি ফিরছিলেন।

বরিশালে আসার পরে বেশি অসুস্থ হয়ে পড়লে সেখানে শেবাচিমের করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। আক্রান্ত হওয়া নারীর দুই শিশু সন্তানসহ বাড়ির অন্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।

দুই শিশু সন্তান সহ তাদের সংস্পর্শে আসা বাড়ির অন্যদের নমুনা সংগ্রহ করা হলেও রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।

করোনা জয়ী নারীর স্বামী জুয়েল মৃধা জানান, তারা পরিবারের সবাই এখন সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন। বৃহস্পতিবার স্বস্ত্রীক বাড়ি ফিরেছেন।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার জানান, শুক্রবার পর্যন্ত ৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৪৫ জনের রিপোর্ট এসেছে। কারও পজিটিভ আসেনি। বাকিদের রিপোর্ট পাওয়া যায়নি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কলাপাড়ায় করোনা আক্রান্ত কোন রোগীর তথ্য জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *