বরিশালে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পাবে ৯০ হাজার অসহায় পরিবার

দেশে করোনা ভাইরাস বিস্তার লাভ করায় কর্মহীন ও অসহায় লোকজানের জন্য মাননীয় প্রধান মন্ত্রীর মানবিক বিচেনায় ২০ কেজি করে খাদ্য সহায়তা প্রদানের লক্ষে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয় থেকে খাদ্য সহায়তা বরাদ্দ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর বরাদ্দের ধারাবাহিকতায় বরিশাল জেলায় ৯০ হাজার অসহায় পরিবার এই খাদ্য সহায়তার আওতায় আনা হবে।

বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, মাঠ পর্যায়ের তথ্য, পরিসংখ্যান ব্যুরোর তথ্য, জনসংখ্যা, দারিদ্রতার হার, সম্পদের প্রাপ্যতা ইত্যাদি বিবেচনা করে এলাকায় বন্টনের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

জনসংখ্যা হিসাব অনুযায়ী তালিকায় বরিশাল সদর উপজেলায় ৯৯৬০ পরিবার, আগৈলঝাড়া উপজেলায় ৬৭৪০ পরিবার, বাবুগঞ্জে ৬৩৩০ পরিবার, বাকেরগঞ্জে ১৪১৫০ পরিবার, বানারীপাড়ায় ৬৬৮০ পরিবার, গৌরনদীতে ৮৫১০ পরিবার, হিজলায় ৬৫৮০ পরিবার, মেহেন্দিগঞ্জে ১২৫৭০ পরিবার, মুলাদীতে ৭৮৮০ পরিবার, উজিরপুরে ১০৬০০ পরিবার, সহ মোট ৯০ হাজার পরিবার ২০ কেজি করে খাদ্য সহায়তা (চাল) পাবেন।

এদিকে আগৈলঝাড়া উপজেলা প্রশাসন এক সভায় উপজেলার পাঁটচি ইইনয়নে ৬৭৪০টি পরিবারের মধ্যে পরিসংখ্যান ব্যুরোর তথ্য, জনসংখ্যা, দারিদ্রতার হার, সম্পদের প্রাপ্যতা ইত্যাদি বিবেচনা করে বন্টন করা হয়েছে। বন্টন অনুযায়ি রাজিহার ইউনিয়নে ১৪৮২ পরিবার, বাকাল ইউনিয়নে ১২৮১ পরিবার, বাগধায় ১৪১৫ পরিবার, গৈলায় ১২৮১ পরিবার ও বাগধায় ১২৮১ পরিবার।

উপজেলা প্রশাসনের সভায় স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানদের জনসংখ্যার প্রাপ্যতা অনুযায়ি দুঃস্থ মানুষের সুযোগ দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

পটুয়াখালীতে পুলিশ সদস্যসহ দুজনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৯

পটুয়াখালী জেলায় এক পুলিশ সদস্যসহ নতুন করে আরও দুজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ২৯।

ওই পুলিশ সদস্যের বয়স ৩২ বছর। ঠিকানা দেওয়া পটুয়াখালী পুলিশ লাইনস। আরেকজনের (২৬) বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলায়। সম্প্রতি তিনি বিদেশ থেকে এসেছেন।

ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার পর গতকাল সোমবার রাতে পটুয়াখালীর সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেছেন।

পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় মোট ২৯ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে দুমকি উপজেলায় ছয়জন, রাঙ্গাবালী উপজেলায় চারজন, দশমিনায় তিনজন, সদর উপজেলায় দুজন, বাউফলে ১০ জন, গলাচিপায় দুজন, কলাপাড়ায় একজন এবং একজন পুলিশ সদস্যের ঠিকানা দেওয়া পটুয়াখালী পুলিশ লাইনস। পটুয়াখালীতে করোনাভাইরাসে এ পর্যন্ত তিনজন মারা গেছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চারজন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছেন।

পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, জেলায় মোট ৮০৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ৪৯৩ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। প্রতিবেদনে ২৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের জন্য পটুয়াখালীতে ২৫০ শয্যার হাসপাতালে ৩০ শয্যার করোনা আইসোলেশন ইউনিট প্রস্তুত আছে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানোর ব্যবস্থা হচ্ছে।

কাল থেকে দেশের মসজিদে নামাজের অনুমতি

স্বাস্থ্যবিধি অনুসরণ করে শর্ত সাপেক্ষে আগামীকাল বৃহস্পতিবার (৭মে) জোহর থেকে দেশের সব মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫ ওয়াক্ত ও তারাবির নামাজ আদায় করা যাবে।

বুধবার (০৬ মে) ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মো: সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশের শীর্ষ স্থানীয় আলেম ওলেমাগণ পবিত্র রমজানুল মোবারক মাসের গুরুত্ব বিবেচনা করে মসজিদে নামাজ আদায়ের শর্ত শিথিল করার জন্য প্রধানমন্ত্রী বরাবর জোর দাবি জানিয়েছেন। সম্প্রতি সরকার সার্বিক বিবেচনায় কিছু কিছু ক্ষেত্রে বন্ধ ঘোষণার নিষেধাজ্ঞা শিথিল করেছে। এ প্রেক্ষিতে মন্ত্রিাপরিষদ বিভাগ. জনস্বাস্থ্য বিবেচটনায় স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশনাবলি অনুসরণপূর্বক বিশেষ সতর্কতামূলক বিষয়াদি মেনে চলার শর্তে ০৭ মে জোহরের ওয়াক্ত থেকে সুস্থ মুসল্লিদের মসজিদে জামায়াতে নামাজ আদায়ের সুযোগ প্রদান করছে।

তবে জামায়াতে নামাজ আদায়ের ক্ষেত্রে কিছু শর্ত বেধে দেয়া হয়েছে। সেগুলো হলো:

১/ মসজিদে কার্পেট বিছানো যাবে না। পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবানুনাশক দ্বারা পরিস্কার করতে হবে, মুসল্লিরা সকলেই  নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন।

২/ মসজিদে প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার/ হাত থধোয়ার ব্যবস্থাসহ সাবান পানি রাখতে হবে এবং আগত মুসল্লিকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।

৩/ প্রত্যেকে নিজ নিজ বাসা থেকে ওজু করে, সুন্নত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে হবে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।

৪/ কাতারে নামাজে দাড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব অর্থাৎ তিন ফুট পর পর দাঁড়াতে হবে।

৫/ এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে।

৬/ শিশু বয়স্ক, বয়বৃদ্ধ যে কোন অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামায়াতে অংশ নিতে পারবেন না।

৭/ সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদের ওজুখানায় সাবান/ হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।

৮/ সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিত করে, স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।

৯/ মসজিদে ইফতার ও সেহরির আয়োজন করা যাবে না।

১০/ উল্লেখিত শর্ত পালন সাপেক্ষে প্রত্যেক মসজিদে সর্বোচ্চ পাঁচজন নিরাপদ দুরত্ব বজায় রেখে ইতেকাফ এর জন্য অবস্থান করতে পারবেন।

১১/ করোনাভাইরাস মহামারি থেকে রক্ষা পেতে নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্য খতিব ও ইমামগণকে অনুরোধ করা যাচ্ছে

১২/ খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করবে।

এসব নির্দেশনা লঙ্ঘিত হলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

দেশে ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৯০

নিজস্ব প্রতিবেদক:
দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিন জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৭৯০ জন।

করোনায় আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার একজনের মৃত্যু হয়। আর শনাক্ত হয়েছে ৭৮৬ জন। গতকালকের তুলনায় করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। একদিনে শনাক্তের সংখ্যা আজকেই সর্বোচ্চ। এর আগে একদিনে সর্বোচ্চ শনাক্ত ছিল ৭৮৬।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৮৬ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১১৭১৯ জন।

বুধবার (৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ  অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন,  গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ৭৭১টি। নমুনা সংগ্রহের হার বেড়েছে ৯ দশমিক ২৮ শতাংশ। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৯ হাজার ৬৪৬টি।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র্যাব ও পুলিশ।

নলছিটিতে ভোট না দেয়া ব্যাক্তিদের সরকারী ত্রান দিচ্ছেন না কাউন্সিলর প্রিন্স

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির নলছিটি পৌরএলাকার বৈচন্ডীতে ২/১ জন ছাড়া সরকারী সহায়তা পাচ্ছেননা কেউ। কারণ পর পর দু’নির্বাচনে এই এলাকা থেকে ভোট পাননি কাউন্সিলর লুৎফুর কবির প্রিন্স। এমনটাই অভিযোগ করেছেন এলাকাবাসী। বৈচন্ডী এবং নাঙ্গুলী এই দুটি এলাকা নিয়ে পৌরসভার ২ নং ওর্য়াড। কিন্তু লুৎফুর কবির প্রিন্স শুধুমাত্র নাঙ্গুলী এলাকার ভোটারদের ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বিধায় এখাকার মানুষদের নাগরিক সুবিধা থেকে বিগত দিনেও বঞ্চিত করে আসছে তিনি। নলছিটি পৌর এলাকার অবহেলিত বৈচন্ডীর খেটে খাওয়া মানুষেরা বলেন, করোনা ভাইরাসের সংক্রামন এড়াতে সরকারের নির্দেশনা অনুযায়ী বন্ধ রয়েছে দোকানপাঠ এবং যান চলাচল। আর তাই পরিবার পরিজন নিয়ে ঘরে বসে বেকার দিন কাটাতে হিমসিম খেতে হচ্ছে তাদের। কিন্তু এ এলাকা থেকে নলছিটি পৌরসভার গত দুই নির্বাচনে প্রিন্স সাহেব তার প্রত্যাশা অনুযায়ী ভোট না পাওয়ায় আমাদের ঘরে সরকারের দেয়া ডাল, চাল টকুও দেননি। এখন ঘরের চাউলটকুুও শেষে হতে চলেছে। এলাকাবাসীর এমন অভিযোগের কথা জানতে পেরে, মেয়র তছলিম উদ্দিন চৌধূরীকে জিজ্ঞাসা করা হলে তিনি এ প্রতিবেদককে পরিস্কার বলেদেন, সকল ওয়ার্ডের কাউন্সিলরদের স্ব স্ব বরাদ্দ বুঝিয়ে দেয়া হয়েছে তারা নিজেরাই বিতরণ করেছে। সরজমিনে গিয়ে এই ওয়ার্ডে দেখা গেছে ভিন্ন চিত্র অন্যান্য বারের মতো এবারও পৌরসভার বরাদ্ধকৃত চাল সবই নাঙ্গুলীর নানা মহল্লায় বিতরণ করা হয়েছে। কারন একটাই সেখানকার ভোট সেন্টারের ভোটে তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তবে বৈচন্ডী এলাকার ভোট কেন্দ্রে তার যে ক’জন একনিষ্ট কর্মী ছিলো তাদেরকে সরকারী এ সহায়তা পাইয়ে দেয়া হয়েছে। এবিষয়ে ২নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর কবির প্রিন্স এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার নির্বাচিত এলাকার ৭০ ভাগ খানা নাঙ্গুলীতে আর ৩০ ভাগ বৈচন্ডীতে সেকারনেই শতকরা হিসেব অনুযায়ী নাঙ্গুলীতেই সহায়তা বেশি দেয়া হয়েছে। প্রিন্স আরো বলেন, আমার ২ নং ওয়ার্ডে ৫শর বেশি চাহিদা রয়েছে কিন্তু আমি বরাদ্দ পেয়েছি ১৩০ জনের। এই কাউন্সিলর তার ব্যবহৃত মোবাইলল ফোন বন্ধ রেখে বরিশালে অবস্থান করেন এবং তার এক সহচর রহিমকে দিয়ে অনিয়ম করে ত্রান কার্যক্রম চালাচ্ছে এমন অবিযোগ থাকলেও কাউন্সিলর প্রিন্স তা অস্বিকার করেন।

ঝালকাঠিতে ত্রান সামগ্রী নিয়ে ১২শ পরিবারের পাশে আনসার

ঝালকাঠি প্রতিনিধি ॥ কভিড ১৯ নভেল করোনা থমকে দিয়েছে বাংলাদেশসহ গোটা বিশ্ব। মহামারীর এই পরিস্থিতিতে দিন দিন অচলাবস্থা বৃদ্ধি পাচ্ছে নিম্ম আয়ের মানুষের। বেকার অবস্থায় সরকার ও ব্যক্তি উদ্যোগে ত্রান পাবার আশায় পথ চেয়ে থাকতে হচ্ছে দৈনিক খেটে খাওয়া মানুষদের। আর এ দুর্যোগ মেকাবেলায় অসহায়দের পাশে দাঁড়ালো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বুধবার সকালে ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট এর কার্যালয় প্রাঙ্গনে শারীরিক দুরত্ব বজায় রেখে সদর উপজেলার আনসার ও ভিডিপি’র ৩শ সদস্যদেরকে এ খাদ্য সহায়তা দেয়া হয়। প্রত্যেককে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ, ১ লিটার তেল, ১টি সাবান তুলে দেয়া হয়। এছাড়া প্রত্যেককে ১টি করে মাক্স দেয়া হয়। জেলার ৪টি উপজেলায় ৩শ জন করে মোট ১২শ সেচ্ছাসেবী সদস্যকে এ খাদ্য সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খাদ্য সামগ্রী বিতরনকালে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র ঝালকাঠি কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহম্মেদ, সহকারী জেলা কমান্ড্যান্ট মো. জাহিদুল ইসলাম, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাহিনীটির ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহম্মেদ বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা পরিচালকের নির্দেশনা মোতাবেক সারা দেশে আনসার ও ভিডিপি’র ৬১ লক্ষ স্বেচ্ছাসেবী সদস্যদেরকে ত্রান বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে ঝালকাঠির ৪ টি উপজেলার ১২শ স্বেচ্ছাসেবী সদস্যকে খাদ্য সহায়তা বিতরন করা হচ্ছে।