বাউফলে স্বেচ্ছাসেবকলীগ’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৭জুলাই) দলীয় কার্যালয় জনতা ভবনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন বাউফল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ।
বেলা ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে এক আনন্দ র‌্যালী বের করা হয়, র‌্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ । এর আগে জাতীয়, দলীয় ও শান্তির পতাকা উত্ত্বোলন করা হয়।
র‌্যালী শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন সংগঠনটির বাউফল উপজেলা সভাপতি , সম্পাদক সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মিরা।
এরপর বাউফল উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন আর রশিদ খাঁনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা আ’লীগের সহ-সভাপতি, বাউফল উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোশারেফ হোসেন খাঁন।
অনুষ্ঠান পরিচালনা করেন বাউফল উপজেলা স্বেচ্ছাসেবকলীগ’র সাধারন সম্পাদক রিয়াজুল সিকদার।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা আ’লীগ’র সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইব্রাহিম ফারুক। চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান এনামুল হক আলকাছ। উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি আমিনুল ইসলাম লিটন, সহ-সভাপতি ও কালাইয়া ইউপি সদস্য মোঃ নুরুল ইলাম , সহ-সভাপতি শ্রী রতন বনিক। বাউফল উপজেলা ছাত্রলীগ (একাংশ) সভাপতি মাহমুদ হাসান রুবেল ,সাধারন সম্পাদক সামছুল কবির নিশাত, পৌর ছাত্রলীগের আহ্বায়ক নিয়াজ মোশের্দ ও যুগ্ম- আহ্বায়ক এইচ এম সুমন মুন্সি।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাউফল উপজেলা স্বেচ্চাসেবকলীগ ’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা বলেন, আওয়ামীলীগের সভাপতি, জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন স্বেচ্চাসেবকলীগ , আগামী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে কাজ করে নৌকার জয় নিশ্চিত করবো। গনমানুষের নেতা আ.স.ম ফিরোজ (এমপি) মহোদয়কে বাউফল আসন থেকে নির্বাচিত করে শেখ হাসিনাকে পুনরায় সরকার গঠনে সহযোগীতা করবো।

পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারা নিয়ে জনমনে প্রশ্ন- মেয়র প্রার্থী মাহবুব

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী প্রিন্সিপ্যাল হাফেজ মাওলানা ওবাইদুর রহমান মাহবুব বলেন, আগামী ৩০ জুলাই অনুষ্ঠিতব্য বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নগরবাসী তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে কিনা এ নিয়ে জনমনে প্রশ্ন তৈরী হচ্ছে। সদ্য সমাপ্ত গাজীপুর সিটি নির্বাচনের অভিজ্ঞতা থেকে এমন সন্দেহ সৃষ্টি হয়েছে জনমনে। বিভিন্ন মহলে সাধারণ জণগনের মধ্যে নির্বাচনমূখী আলোচনা ক্রমেই তীব্রতর হচ্ছে। যেখানে নির্বাচনী আমেজ তৈরী হওয়ার কথা সেখানে এর পূর্বে অনুষ্ঠিত খুলনা, গাজীপুর সহ অন্যান্য সিটি নির্বাচনে সেন্টার দখল, ব্যালট ছিনতাই করে ফলাফল সরকার দলীয় প্রার্থীর পক্ষে যাওয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে, বিসিসি নির্বাচনে এর নেতিবাচক প্রভাব ফেলার অপচেষ্টা হতে পারে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে কিনা, ভোট দিতে পারলেও তা সুষ্ঠু গণনায় আসবে কিনা এ নিয়ে সাধারন জনগনের মধ্যে কৌতূহলের অন্ত নেই। তাই বিসিসি নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে নির্বাচনের দিন ভোটারদের ভোট প্রদানের পাশাপাশি সন্ত্রাসীদের হাত থেকে ভোট হেফাজতের দায়িত্ব পালনে প্রশাসনকে কঠোর হতে আহ্বান করেন মেয়র প্রার্থী।

আজ ২৭ জুলাই শুক্রবার জুমা’র নামাজের পরে স্থানীয় জনগনের সাথে সভাকালে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সেক্রেটারী মাওলানা জাকারিয়া হামিদী, জেলা সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ইসলামী আইজীবি পরিষদ বরিশাল মহানগর আহ্বায়ক এ্যাড. শেখ আব্দুল্লাহ নাসির, সদস্য সচিব এ্যাড.আব্দুল করিম, জনপ্রিয় বক্তা মুফতী হেদায়েতুল্লাহ আজাদী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সদস্য ও বরিশাল মহানগর সভাপতি- কে এম শরীয়াতুল্লাহ ও জেলা সভাপতি ইবরাহীম হুসাইন, প্রার্থীর বড় সাহেবজাদা- মাওঃ আতিক উল্লাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল অঙ্গ সংগঠন বরিশাল জেলা, মহানগর ও এর আওতাধীন থানা ও ওয়ার্ড শাখা নেতাকর্মীবৃন্দ।

সকাল থেকে নগরীর ৩০ টি ওয়ার্ডেই ভিন্ন ভিন্ন টিমের মাধ্যমে হাতপাখা প্রতীকের পক্ষে নির্বাচনী দাওয়াতী কাজ চলতে থাকে। সংগঠনের কেন্দ্রীয় ও বরিশাল মহানগর নেতৃবৃন্দের দিক নির্দেশনায় দাওয়াতী কাজে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

বাউফলের দুই ইউনিয়নের গৃহহীনরা পাচ্ছে প্রধানমন্ত্রীর দেয়া ঘর

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার তেতুলিয়ার বুকে ভেসে উঠা দ্বীপ নবগঠিত চন্দ্রদ্বীপ ও কাছিপাড়া ইউনিয়নে ১৫২ গৃহহীনরা পাচ্ছে প্রধানমন্ত্রীর ঘর।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ অর্থ বছরে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ‘যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ উপ-খাতের আওতায় পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে ১০২ ও কাছিপাড়া ইউনিয়নে ৫০ গৃহহীন পরিবারের নামে ১ কোটি ৫১ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। বরাদ্দকৃত অর্থ দিয়ে গৃহহীন পরিবারের জন্য সেমিপাঁকা ঘর নির্মাণ করা হবে।
সরেজমিনে ঘুরে জানা যায়, বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীর চরবেষ্টিত নবগঠিত চন্দ্রদ্বীপ ইউনিয়ন। এখানে প্রায় সাড়ে ১৩ হাজার মানুষের বসবাস। শীত মৌসুমে ইউনিয়নটি প্রানবন্ত থাকলেও প্রতি বর্ষা মৌসুমে চরবাসিরা ঝড় ও জলোচ্ছাসের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়। ৯০ দশকে এলজিইডির অর্থায়নে ওই ইউনিয়নের দিয়ারাকচুয়া, রায়সাহেব ও মিয়াজান এলাকায় বেড়িবাঁধ নির্মাণ করা হলেও ২০০৭ সালের সিডরসহ একাধিক প্রাকৃতিক দুর্যোগে তা লন্ডভন্ড হয়ে যায়। ওই সমস্ত চর এখন জোয়ার-ভাটায় দৃশ্যমান গ্রাম। পানিবাহিত রোগ চরবাসীর নিত্যসঙ্গী। প্রতিবছর প্রাকৃতিক দূর্যোগে মৎস্য ও প্রাণি সম্পদ এবং ফসল হারিয়ে চরবাসী নি:স্ব হয়ে পড়ে। এখানকার বিপর্যস্ত চরবাসীরা প্রতিবছর ১২ থেকে ১৫ কোটি টাকার আর্থিক ক্ষতির দারিদ্রতার কাষাঘাতে জর্জরিত। অনেকেই জোয়ার-ভাটার ইউনিয়ন বলে চন্দ্রদ্বীপকে। এছাড়াও উপজেলার কাছিপাড়া ইউনিয়নের গৃহহীন পরিবারও আশ্রয়ন-২ প্রকল্পের ঘর পাচ্ছেন।
চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক আলকাস মোল্লা বলেন, “বাউফল উপজেলায় চন্দ্রদ্বীপ ইউনিয়নের শতকরা ৯০ ভাগ বসবাসকারি মানুষ ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল পরিবার। এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত সবার জন্য বাসস্থান কর্মসূচী বাস্তবায়ন হচ্ছে। এজন্য ইউনিয়নবাসীর পক্ষ থেকে মাননীয় প্রাধানমন্ত্রীকে অভিনন্দন জানাই”।
বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস বলেন, “কাছিপাড়া ইউনিয়নের গৃহহীন ও চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভেড়িবাঁধহীন গ্রাম চর রায়সাহেব, মিয়াজান, নিমদি, ব্যারেট, কচুয়া, কিচমতপাঁচখেজুড়িয়া, ধানদী আলগী, আয়নাবাজ কালাইয়া, দিয়ারা কচুয়ারমতো নিচু এলাকায় বসবাস করা জোয়ার-ভাটায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো প্রধানমন্ত্রীর ঘোষিত এসব ঘর পাচ্ছেন।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে বলেন, “উন্নয়নের গণতন্ত্র প্রতিষ্ঠায় আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ‘যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ উপ-খাতের আওতায় উপজেলায় ১৫২ গৃহহীনরা পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর ঘর এবং পরিবারসমূহকে স্বাবলম্বী করার লক্ষ্যে সরকার পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান ও ঋণ দিয়ে স্বাবলম্বী করছে।

বরিশালে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই

মোঘল সুমন শাফকাত,বানারীপাড়াঃ বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের শের এ বাংলা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে মালামালসহ ৭ টি দোকান ও একটি লেগুনা গাড়ীর আংশিক ভস্মীভুত হয়েছে। বুধবার দিবাগত রাতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৪০ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন। উদয়কাঠি ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, রাত আনুমানিক ১২ টার দিকে মনিরের মুদি দোকানে আগুন জ¦লতে দেখে পাহারাদার শহীদ ডাক চিৎকার দিলে দোকানীরা ও এলাকাবাসি ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রওয়ানা দিলেও ফেরি চালক না থাকায় তারা ঘটনস্থলে পৌছাতে পারেনি। ইতিমধ্যে আগুনের লেলিহান শিখায় হাফেজ আব্দুল মালেকের মুদি, সুলতানের মুদি, শরীফের কাপড়, মনির হোসেনের মুদি, রাসেলের গার্মেন্টস,সাইদুলের ফার্মেসী, দিপকের মিষ্টি এবং মোস্তফার একটি লেগুনা গাড়ী ভস্মিভুত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.শরীফুল ইসলাম, ওসি মো. খলিলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এলাকার সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ১০ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল দেওয়ার ঘোষনা দেন। এ ছাড়া ইউএনও জেলা প্রশাসকের পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব সর্বোচ্চ সহায়তা প্রদানের আশ্বাস দেন।

 

অবহেলিত বরিশাল সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ড

নিজস্ব প্রতিবেদকঃ বর্ধিত ওয়ার্ড হিসাবে নাগরীক সুবিধা থেকে বঞ্চিত ৩ নং ওর্য়াড এর সাধারন জনগন। কাউন্সিলর আসে ,কাউন্সিলর যায় নাগরিক সুবিধা বলতে কি আছে তা এ অঞ্চলের বাসিন্দারা আদৌ জানেনা। তাই হিসাব কষছে সাধারন ভোটাররা। আসন্ন সিটি নির্বাচন কে সামনে রেখে নড়েচড়ে বসছে স্থানীয় বাসিন্দারা। আর আশ্বাসে কাজ হবে না বলে সাফ জানিয়ে দিলেন অত্র অঞ্চলের সাধারন ভোটাররা।

এরইধারাবাহিকতায় নগরীর ৩ নং ওর্য়াডে গাউয়াসার,কাউনিয়া হাউজিং,সোনিয়া মসজীদ এলাকা রাস্তাঘাট,ড্রেনেজ ব্যবস্থা অনান্য যে কোন ওর্য়াডের চেয়ে করুন অবস্থা। এর কারন হিসাবে সাধারন ভোটাররা দুষছেন গত দুই টার্ম বিএনপির মনোনীত প্রার্থীরা কাউন্সিলর হিসাবে নিবার্চীত হয়ে তেমন কোন দৃশ্যমান কাজ করেনি উপরোক্ত এলাকায়। ফলে বর্ষা মৌসুমে গাউয়াসার,সোনিয়া মসজীদ,কাউনিয়া হাউজিং এলাকায় কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম দূভোর্গ পোহাতে হয় স্থানীয়দের। ফলে একটু বর্ষা হলেই অত্র অঞ্চলের প্রতিটি বাড়িতে হাটু জল জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাছারা গাউয়াসার রাজ্জাকিয়া মাদ্রাসা মাদানী সড়ক থেকে রোকেয়া আজিম সংযোগ সড়কটি না হওয়ায় অবর্নীয় কষ্টে দিনাতিপাত করছে নতুন নতুন বাড়িঘড় হওয়া স্থানীয় বাসিন্ধারা। কোমর সমান পানিতে কাপড় জাগিয়ে তাদের প্রধান সড়কে উঠতে হয়্ । কাউন্সিলরদের জানালে তারা জানায়,তারা প্রয়োজনীয় বরাদ্ধ পায় না।তাই তারা কাজ করতে পারছে না।
ইতিমধ্যে অত্র ওয়ার্ডে নিবাচর্নী প্রচার প্রচারনায় জমে উঠেছে।প্রার্থীরা ভোটারের দ্বারে দ্বারে রাত দিন ছুটে বেড়াচ্ছে। এদিকে পূর্বের হিসাব নিকাস মিলিয়ে নিতে এ ওর্য়াডের ভোটাররা নড়েচড়ে বসছেন ।অভিযোগ রয়েছে গত পাচঁ বছরে পুরানপাড়া,মতাশায় যত রাস্তাঘাট হয়েছে তার সামান্য কিছু গাউয়াসারে দৃশ্যমান হয়নি।
যতদূর জানাগেছে, তিন নং ওর্য়াডের পুরানপাড়ায় ৩ হাজার ৮ শত ,গাউয়াসারে প্রায় ৩ হাজার ৩ শত ,মতাশায় ১ হাজার ৫ শত ভোটার থাকলে ও অবহেলায় গাউয়াসারবাসী।কারন গত কয়েক টার্ম নির্বাচীত কাউন্সিলররা পুরানপাড়ার বাসিন্ধা হওয়ায় উন্নয়ন যা হওয়ার সে দিকে হয়েছে। অন্যদিকে সুবিধাবঞ্চিত হয়েছে গাউয়াসারবাসী।
এ ব্যাপারে আলাপকালে গাউয়াসার এর একাধীক বাসিন্দা জানায়,জোড়মসজীদ থেকে নগরের পোল ৪ শত গজ হবে।যা বিগত দশ বছরের এই সড়কটির সংস্কার এবং কোন ড্রেনেজ ব্যবস্থা হয়নি।
আলাপকালে ৩ নং ওর্য়াডের বর্তমান কাউন্সিলর সৈয়দ আলহাজ্জ্ব হাবিবুর রহমান ফারুক বলেন,আমার সময় প্রায় ৪৭ কোটি টাকার কাজ হয়েছে। আমি আমার সাধ্য মতো কাজ করেছি।তার মধ্যে এখন ও কিছু কাজ চলছে। গাউয়াসার প্রধান সড়কের ড্রেনের কাজটি পাশ হয়ে আছে। অচীরেই হয়ে যাবে।অভিযোগ রয়েছে আপনার নিজের এলাকা পুরানপাড়া.মতাশায় ব্যাপক কাজ হলে গাউয়াসার,সোনিয়া মসজীদ এলাকায় কাজ হয়নি এমন প্রশ্নের উত্তরে তিনি অস্বীকার করেন।
আসন্ন নির্বাচনে অংশ গ্রহনকারী কাউন্সিলর প্রার্থী মোঃ কামরুজ্জামান জুয়েল.বলেন আমি কাউন্সিলর নির্বাচিত হলে অবহেলিত গাউয়াসার,সোনিয়া মসজীদ সহ ৩ নং ওয়ার্ডে এর বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থা ,রাস্তাঘাট,প্রাইমেরী বিদ্যালয় স্থাপন সহ অত্র অঞ্চল মাদকমুক্ত রাখবো।
অন্য প্রার্থী মোঃ মজিবর রহমান মৃধা জানালেন আমি নির্বাচিত হলে ৩ নং ওর্য়াডের গাউয়াসার,সোনিয়া মসজীদ এলাকার প্রধান দাবী রাস্থাঘাট,ড্রেন সবার আগে করবো।তাছারা অত্র এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় নেই। যদি স্থানীয় জনগন আমাকে সহযোগীতা করে তা হলে আমি একটি প্রাথমিক বিদ্যালয় নির্মান করবো এবং মাদকমুক্ত এলাকা হিসাবে গড়ে তুলবো।
৩ নং ওর্য়াড এর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড.ফিরোজ বলেন তিন নং ওর্য়াড সত্যি অবহেলিত।এখানে উন্নয়নের কোন ছোয়া লাগেনি। যতটুক রাস্তাঘাট তা সাবেক মরহুম মেয়র এ্যাড.হিরনের সময় করা।তাই উন্নয়নের জন্য নৌকার বিকল্প নেই। সাদিক আবদুল্লাহ নির্বাচিত হলে এই ওর্য়াডের রাস্তাঘাট,ড্রেনেজ ব্যবস্থা ঢেলে সাজানো হবে।

আওয়ামী সশ্রস্ত্র সন্ত্রাসীরা আস্তানা গেড়ে অবস্থান করছে- মীর্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশনকে ঘিড়ে বিরোধী দলীয় ধানের শীষ মার্কার প্রচার-প্রচারনায় পুলিশ কর্তৃক বাধা, দলীয় কর্মীদের গ্রেপতার ও হয়রানী করার প্রতিবাদে ধানের শীষ মার্কার নির্বাচনি প্রধান সমন্বয়কারী কেন্দ্রীয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্যা আব্বাস আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে বলেন,বরিশাল সিটি নির্বাচনের দিন ভোটার বিহীন কোন লোক শহরে না থাকার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

সিটি নির্বাচনকে ঘিড়ে এখন আওয়ামী সম্প্রদায়ের উৎসব চলছে। নির্বাচনের কর্মকর্তারা আর অণ্য কান দলের প্রতি কোন খেয়াল রাখছে না।

আওয়ামী সশ্রস্ত্র সন্ত্রাসীরা বরিশালের সিমান্ত এলাকায় আস্তানা গেড়ে অবস্থান করছেন।

নির্বাচনের দিন এরা ধানের শীষ ও নৌকার প্রতীক লাগিয়ে লাইনে দাড়িয়ে জনগনের চোখে ধোকা দিয়ে ভোটের কারচুপি করবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান,বরিশাল সিটি মেয়র প্রার্থী কেন্দ্রীয় যুগ্ম মহা সচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার,কেন্দ্রীয় যুগ্ম মহা সচিব এ্যাড. মোয়াজ্জেম হোসেন আলাল,কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য এ্যাড.বিলকিস জাহান শিরিন,বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান,জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন,মহানগর যুগ্ম সম্পাদক আনায়ারুল হক তারিন।

মির্যা আব্বাস আরো বলেন,বরিশাল সিটি নির্বাচনে বিভিন্ন উপজেলা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তাদের ক্যাডারদের নিয়ে এখনো শহরে অবস্থান করার কারনে যে কোন সময়ে নির্বাচনে বিঘ্ন ঘটার আশংকা করছেন তিনি।

 

বরিশাল সিটি নির্বাচনে সংশ্লিষ্টদের কারো কাছে নতি স্বীকার করা চলবে না- ইসি

নিজস্ব প্রতিবেদকঃ নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার বলেছেন,বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কাজে জড়িতদের কারে কাছে মাথা নত করা চলবে না।
আমার এ নির্দেশ দেয়া সত্বেও কেউ যদি কাজে গাফেলিতার প্রমান পাওয়া যায় তাহলে তার বিরুদ্বে ১৯৯২ সালের নির্বাচনী বিধি বিধান অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আজ বৃহস্পতিবার বিকালে বরিশাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন সংশ্লিষ্ট কর্মকর্তা ও নির্বাচনি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় সৌজন্য বক্তব্য কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

বরিশাল বিভাগীয় অতিরিক্ত কমিশনার মোঃ নুরুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডি.আই.জি শফিকুল ইসলাম(পিপিএম বিপিএমবার),বরিশাল মেট্রোপলিটন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমান,বরিশাল র‌্যাব (৮)এর সিইও অতিরিক্ত ডি.আই.জি আতিকা ইসলাম.বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম,বরিশাল স্থানীয় সরকার মন্ত্রালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ সহ বরিশালে কর্মরত সরকারী সকল পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার আরো বলেন, বরিশালের এবারের সিটি নির্বাচনে গুরুত্ব একটু বেশী থাকায় নির্বাচন পর্যবেক্ষনের জন্য আমি অবস্থান করব।
তাই প্রশাসনের সদস্যরা যে যেখানেই দায়ীত্ব পালন করবেন তা সঠিকভাবে পালন করার আহবান জানান তিনি।

 

রাজাপুরে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু: দুই লাখ টাকায় সমঝোতা

রহিম রেজা, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরের সোহাগ ক্লিনিকে ভুল চিকিৎসায় লামিয়া আক্তার নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে শিশুটির অ্যাপেনডিক্স অপারেশন করতে গিয়ে মৃত্যু হয়। ক্লিনিক মালিক আহসান হাবিব সোহাগ লাশ রেখে রাতেই লামিয়ার স্বজনদের দুই লাখ টাকা দিয়ে বিষয়টি মিমাংসা করেছেন। লামিয়া পার্শ্ববর্তী পিরোজপুর জেলার কাউখালী উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আবুল কালাম চুন্নুর মেয়ে। সে স্থানীয় নেকপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়তো।জানা যায়, গত এক মাস ধরে পেটের ব্যাথায় ভুগছিল শিশু লামিয়া। ১০ দিন পূর্বে শিশুটিকে নিয়ে তাঁর মা রাজাপুরের সোহাগ ক্লিনিকের চিকিৎসক মহিউদ্দিনকে দেখান। মহিউদ্দিন পরীক্ষা নিরীক্ষা শেষে লামিয়ার অ্যাপেনডিক্স হয়েছে বলে জানান। দ্রুততম সময়ের মধ্যে তাঁর অপারেশন করানোর পরামর্শ দিয়ে ওষুধ লিখে দেন ওই চিকিৎসক। লামিয়াকে অপারেশনের জন্য বুধবার বিকেলে ক্লিনিকে নিয়ে আসা হয়। সেখানে রাতে অ্যাপেনডিক্স অপারেশনের জন্য অস্ত্রপচার করা হয়। কিন্তু ভুল অস্ত্রপচারের কারণে শিশু লামিয়ার অপারেশন থিয়েটারে বসেই মৃত্যু হয়। পরে ক্লিনিক মালিক আহসান হাবিব সোহাগ লামিয়া গুরুতর অসুস্থ বলে ক্লিনিকের ম্যানেজারকে সাথে দিয়ে অ্যাম্বুলেন্স ঠিক করে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশুটির আগেই মৃত্যু হয়েছে বলে জানান।লামিয়ার মা কমলা বেগম মুঠোফোনে বলেন, সোহাগ ক্লিনিকের ভুল চিকিৎসায় লামিয়ার মৃত্যু হয়েছে। মৃত লামিয়াকেই ক্লিনিক থেকে বের করে বরিশাল পাঠানো হয়। সোহাগ দুইলাখ টাকা দিয়ে সমঝোতা করতে চায়। আমরা পাঁচলাখ টাকার কথা বলেছি। বিষয়টি নিয়ে মিমাংসার জন্য অনেকেই আমাদের বাড়িতে এসেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক লামিয়ার এক স্বজন মুঠোফোনে বলেন, লামিয়ার মৃত্যুর পরে ক্লিনিক মালিক ও তাঁর লোকজন বরিশালে গিয়ে ধরপাকর করছে। অবশেষে দুইলাখ টাকায় বিষয়টি সমঝোতা হয়েছে। তাই লামিয়ার পরিবার থানায় কোন অভিযোগ করতে রাজি হচ্ছে না।লামিয়ার মৃত্যুকে একটি দুর্ঘটনা বলে দাবি করে ক্লিনিক মালিক আহসান হাবিব সোহাগ মুঠোফোনে জানান, লামিয়ার অপারেশন সঠিকভাবেই হয়েছে। তাঁর অবস্থা খারাপ দেখে বরিশালে পাঠানো হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেখানে তাঁর মৃত্যু হয়। লামিয়ার হার্টে সমস্যা ছিল। এ ব্যাপারে ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার বলেন, বিষয়টি আমরা শুনেছি। অত্যন্ত গুরুত্বসহকারে ঘটনার তদন্ত করা হবে। দোষী প্রমানিত হলে ক্লিনিকটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিটি নির্বাচনের পরিবেশ ব্যাহত হলে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নবিদ্ধ হবে- চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর এর সিনিয়র নায়েবে আমীর ও বিসিসি নির্বাচনে হাতপাখা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম পীরে কামেল চরমোনাই বলেছেন- প্রিয় নগরী বরিশাল সিটি কর্পোরেশনকে দুর্নীতি, জলাবদ্ধতামুক্ত পরিচ্ছন্ন আদর্শ নগরী হিসেবে গড়ে তোলার ঈমানী তাগাদা নিয়ে ৩০জুলাই’র নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা মার্কায় প্রার্থী দিয়েছে। সকল বাধা-বিপত্তিকে উপেক্ষা করে তিন সিটিতেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোটের লড়াই চালিয়ে যাবে। এ নির্বাচনের পরিবেশ ব্যাহত হলে তার প্রভাবে জাতীয় নির্বাচনে অংশহণ প্রশ্নবিদ্ধ হবে। তিনি বলেন, যে নির্বাচন কমিশন একই দিনে তিনটি সিটি নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে পারেনা তাদের দিয়ে একই দিনে তিনশত সংসদীয় আসনে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হতে পারেনা।
আজ ২৬ জুলাই বিকালে নগরীর অশ্বিণী কুমার টাউনহল চত্বরে হাতপাখা মার্কার সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মডেল থানা উত্তর সভাপতি মাওলানা শাহাদাৎ হোসাইন নূরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিসিসি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী প্রিন্সিপ্যাল হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব।
এতে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, বরিশাল জেলা সভাপতি ও চরমোনাই ইউনিয়নের চেয়ারম্যান মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ নাসির আহমাদ কাওছার, নওমুসলিম আলহাজ্ব ডা. সিরাজুল ইসলাম সিরাজী এবং মুফাস্সিরে কুরআন মুফতী হাবিবুর রহমান মিসবাহ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. এর নাতি ও হিযবুল্লাহ জমিয়াতুল মুসলিহীন এর কেন্দ্রীয় নেতা মাওলানা ফয়জুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সেক্রেটারী মাওলানা জাকারিয়া হামিদী, ইসলামী কৃষক-মজুর আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কবির, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সদস্য ও বরিশাল মহানগর সভাপতি- কে এম শরীয়াতুল্লাহ ও জেলা সভাপতি ইবরাহীম হুসাইন।

সকাল থেকে নগরীর ৩০ টি ওয়ার্ডেই ভিন্ন ভিন্ন টিমের মাধ্যমে হাতপাখা প্রতীকের পক্ষে নির্বাচনী দাওয়াতী কাজ চলতে থাকে। সংগঠনের কেন্দ্রীয় ও বরিশাল মহানগর নেতৃবৃন্দ এবং ইসলামী সাংস্কৃতিক জোট এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিক নির্দেশনায় দাওয়াতী কাজে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

এছাড়াও সকালে নগরীর রসুলপুর বস্তি, হাটখোলা ও পোর্ট রোড এলাকায় গণসংযোগ করেন মেয়র প্রার্থী প্রিন্সিপ্যাল হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব। গণসংযোগকালে প্রার্থীর সাথে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সেক্রেটারী মাওলানা জাকারিয়া হামিদী, জেলা সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ইসলামী আইজীবি পরিষদ বরিশাল মহানগর আহবায়ক এ্যাড.শেখ আব্দুল্লাহ নাসির, সদস্য সচিব এ্যাড.আব্দুল করিম, জনপ্রিয় বক্তা মুফতী হেদায়েতুল্লাহ আজাদী, প্রার্থীর বড় সাহেবজাদা- মাওঃ আতিক উল্লাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল অঙ্গ সংগঠন বরিশাল জেলা, মহানগর ও এর আওতাধীন থানা ও ওয়ার্ড শাখা নেতাকর্মীবৃন্দ।

কুয়াকাটায় নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

সামিয়া আফরিন, কুয়াকাটাঃ নিখোঁজের ১৮ ঘন্টা পরে আজ সকালে কুয়াকাটা সমুদ্র সংলগ্ন মাঝিবাড়ি এলাকা থেকে নিখোঁজ পর্যটক সোহাগের মৃতদেহ উদ্ধার করা হয়েছে । কুয়াকাটায় কনস্ট্রাকশন এর কাজ করে ভাগিনা সোহাগ ও মহসিনের কাছে বেড়াতে এসে গতকাল বুধবার সমুদ্রে গোসলে নামলে নিখোজ হয় এই পর্যটক। পর্যটক সোহাগের বাড়ি সাভার আশুলিয়ার জামতলা এলাকায়।