মঙ্গলবারের রাশিফল: একটু সাবধান থাকুন

লাইফস্টাইল ডেস্ক :
দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়।

আজ ২ আগস্ট, মঙ্গলবার ২০২২। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে। ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র, এই বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতে কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

মেষ 

আজ সব কাজে খুব সুনাম পেতে পারেন। ব্যবসায় সহকর্মীর দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা। বাসস্থান কেনাবেচার পরিকল্পনা আপাতত বন্ধ রাখুন। স্বামী-স্ত্রীর মধ্যে কোনো কারণে অশান্তি বাধতে পারে। ছোটখাটো কোনো আঘাত লাগতে পারে।

বৃষ

সকাল দিকে স্ত্রীর জন্য মন চঞ্চল থাকতে পারে। আজ কোনো ঝুঁকির কাজ করতে হতে পরে। নিজের বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। দিনের শেষভাগে সম্মানপ্রাপ্তির সম্ভাবনা আছে।

মিথুন

প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা। অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে। দাম্পত্য জীবনে শান্তি নিয়ে চিন্তা। কেনাবেচা করার জন্য দিনটি শুভ।

কর্কট

শত্রুর জন্য ভয় কাটাতে পারবেন। আজ ব্যবসার ফল নিয়ে চিন্তা থাকবে। অতিরিক্ত পরিশ্রমে মানসিক চাপ বৃদ্ধি পাবে। সন্তানদের চাকরির খবর পেয়ে আনন্দ। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে।

সিংহ

সকাল থেকে কাজ নিয়ে প্রচুর চিন্তা থাকবে। আজ ব্যবসার জায়গায় খুব সতর্ক থাকুন, বুদ্ধিভ্রম ঘটতে পারে। বন্ধুর সঙ্গে আজ কোনো কারণে বিবাদের আশঙ্কা। ধর্ম আলোচনায় আজ আপনি খুব সুনাম অর্জন করতে পারবেন।

কন্যা

উটকো অশান্তি বাড়িতে আসার সম্ভাবনা। কোনো কারণে আপনার মানহানি হতে পারে। আজ আপনার বক্তব্য সবার মন জয় করতে সক্ষম হবে। সংগীতশিল্পীদের জন্য শুভসময়। চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা আছে।

তুলা

আজ সকাল থেকে একটু আর্থিক টানাটানি আসতে পারে। নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি। বাসস্থান পরিবর্তন করায় খরচ হবে। পুরনো ঋণ শোধ হতে পারে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে।

বৃশ্চিক

আজ কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো হবে। ভ্রমণে সমস্যা হতে পারে, একটু সাবধান থাকুন। ভাই বা বোনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা। শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ সমাধান। প্রেমে নতুন মোড় আসার সম্ভাবনা।

ধনু

অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। গুরুজনদের সদুপদেশে কর্মে উন্নতি। সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ। সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ হবে। বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চপদস্থ চাকরির সম্ভাবনা আছে।

মকর

ব্যবসায় দারুণ অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। নিজের ভুল সংশোধন করায় ব্যবসায় উন্নতি হতে পারে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে। দূরে ভ্রমণ না করাই ভালো হবে। বিশেষ বড় কোনো কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে।

কুম্ভ

কর্মস্থানে কাজের চাপ বাড়তে পারে। বন্ধুর দ্বারা ব্যবসায় শুভ পরিবর্তন। প্রতিবেশীর সঙ্গে শত্রুতার আশঙ্কা। ভালো কাজের বদলে হতাশা জুটবে। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার আশঙ্কা। কোনো ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন।

মীন

আজ সহকর্মীরা নিজের ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ থাকবে। প্রেমে কষ্ট পেতে পারেন। স্ত্রীর স্বাধীনচেতা স্বভাবের জন্য সংসারে অশান্তি। ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার আগে ভালো করে খোঁজখবর নিন।
 

ঠান্ডা পানি কতটা ক্ষতি করছেন শরীরের

লাইফস্টাইল ডেস্ক :
ভ্যাপসা গরমে নাজেহাল এখন সবাই। ঘামে জীবন অতিষ্ঠ। গরমের এই অস্বস্তি থেকে মুক্তি পেতে অনেকেই বেছে নেন ঠান্ডা পানি। রাস্তার আশপাশে, দোকানে কিংবা বাসে তাই আজকাল প্রায়ই দেখা যায় ঠান্ডা পানি আর শরবত বেচাকেনার ধুম। আপনিও গরমে একটু প্রশান্তি পেতে হাত বাড়াচ্ছেন সেসব ঠান্ডা পানীয়র দিকে। কিন্তু এই অভ্যাস আপনার জন্য কতটা ক্ষতিকর, তা কি আপনি জানেন?

যদিও এখন বর্ষাকাল চলছে, তবে হালকা ইলশে গুঁড়ির বৃষ্টিতে তাপমাত্রা না কমে বরং আরও বেড়ে যায়। এ ক্ষেত্রে এক গ্লাস ঠান্ডা পানিতেই যেন পরম শান্তি।

চিকিৎসকরা বলছেন, রোদ থেকে ঘুরে এসেই ঢক ঢক পানি পান করাটা মোটেও স্বাস্থ্যকর নয়। এতে সাময়িক আরাম মিললেও পরবর্তী সময়ে তার বিরূপ প্রভাব শরীরে দেখা দেয়। এগুলো হলো:

১. প্রচণ্ড গরমে শুধু পরিবেশের নয়, আমাদের শরীরের তাপমাত্রাও বেশি থাকে। এ সময় হঠাৎ করে ঠান্ডা পানি পান করার ফলে আমাদের শরীরের তাপমাত্রার সঙ্গে ঠান্ডা পানির একটি অসামঞ্জস্যতা তৈরি হয়।

২. বিশেষজ্ঞরা বলছেন, এই অসামঞ্জস্যতা শরীর মেনে নিতে পারে না। যার কারণে হঠাৎ ঠান্ডা খেলে কিছুদিনের মধ্যেই এর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে সর্দি, ঠান্ডা, কাশির সমস্যা দেখা দেয়।

৩. হঠাৎ ঠান্ডা পানি পান করার কারণে শ্বাসনালিতে শ্লেষ্মার অতিরিক্ত আস্তরণ তৈরি হয়। যার ফলে শ্বাসযন্ত্রজনিত বিভিন্ন সংক্রমণের আশঙ্কা তৈরি হয়।

৪. অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়ার অভ্যাসে মাইগ্রেনের সমস্যা দেখা দেয়।

৫. বিশেষজ্ঞরা বলছেন, ঠান্ডা পানি খাওয়ার অভ্যাসে হতে পারে হজমের সমস্যা, পেটে ব্যথা, ডায়রিয়া ইত্যাদি।

৬. ঠান্ডা পানি মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ করতে বাধা দেয়। এর ফলে মাথার কোষে রক্ত চলাচলও ব্যাহত হতে পারে।

৭. ঠান্ডা পানি খাওয়ার সঙ্গে থাইরক্সিন হরমোনের মাত্রা বেড়ে যাওয়ার সম্পর্ক রয়েছে। তাই নিয়মিত যদি আপনার ঠান্ডা পানি খাওয়ার অভ্যাস থাকে, তবে টনসিল গ্রন্থি ফুলে যাওয়া কিংবা থাইরয়েডের সমস্যা হতে পারে।

৮. চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত ঠান্ডা পানি খেলে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবারের মতো স্বাস্থ্যকর উপাদানগুলো ক্ষতিগ্রস্ত হতে শুরু করে।
৯. এ ছাড়া অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়ার অভ্যাসে আমাদের আরও যে ক্ষতি হতে পারে তা হলো দাঁত ও মাড়ির সমস্যা। অতিরিক্ত ঠান্ডা পানিতে দাঁতের ভেগাস নার্ভ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। যার ফলে আমাদের হার্টের গতির ওপরও খারাপ প্রভাব পড়তে শুরু করে।

এসব ক্ষতি যে শুধু ঠান্ডা পানি খেলেই হবে, এমনটা কিন্তু নয়। ঠান্ডা যেকোনো পানীয়, আইসক্রিমেও এ ধরনের সমস্যা হওয়ার ঝুঁকি রয়েছে। তাই এসব ঠান্ডা পানীয় খাওয়া থেকে বিরত থাকুন। যদি গরমে আরাম পেতে চান, তবে স্বাভাবিক তাপমাত্রার কমলার রস খেতে পারেন।

 

শিশু কথায় কথায় মিথ্যা বলছে?

লাইফস্টাইল ডেস্ক :
কখনো কখনো শিশু আশপাশের পরিবেশ থেকে মিথ্যা বলা শিখে। আবার কখনো পরিবার থেকে। তাই হঠাৎ যদি খেয়াল করেন শিশু মিথ্যা বলছে, তবে সঙ্গে সঙ্গে সতর্ক হতে হবে। কেননা, পরবর্তীতে তা শিশুর অভ্যাসে পরিণত হয়ে পড়বে।

অনেক সময় শিশুকে বলতে দেখা যায়, স্কুলে যেতে ইচ্ছা করছে না, পেট ব্যথা করছে। দুধ খেতে ইচ্ছা করছে না, বমি বমি পাচ্ছে। অথচ সেরকম কিছুই নয়। সেক্ষেত্রে এই লক্ষণগুলো দেখলে কিছু বিষয় মাথায় রাখবেন।

বড় হওয়ার সময়ে অনেক শিশুই বাবা-মায়ের কাছে ছোট ছোট মিথ্যা বলে। তা নিয়ে অনেকে মজাও করেন। কিন্তু বিষয়টি মজার নয়। এ সময়েই সাবধান হতে হবে। সাধারণত ৪-৫ বছর বয়স থেকে মিথ্যা বলা শুরু হয়। এ সময়ে শিশুকে যেমন শেখাতে হবে যে সত্যি বলা প্রয়োজন, তেমনই বুঝতে হবে কেন সে সত্য গোপন করছে।

সব খেয়াল করলে দেখা যাবে এই সময় থেকে সমাজ এবং আশপাশের মানুষের বিষয়ে সচেতন হচ্ছে শিশুটি। কার কোন কথা খারাপ লাগবে, কোনটি ভালো লাগতে পারে— এ সব ভাবনাও আসে সেখান থেকেই। আর যা বড়দের অপছন্দের বলে তার ধারণা হবে, সে সব কাজের বিষয়ে সে মিথ্যা বলা শিখতে পারে। কিন্তু এই প্রবণতা বাড়তে দিলেই মুশকিল। তাতে মিথ্যা বলা অভ্যাসে দাঁড়িয়ে যেতে পারে। আর পরে এ স্বভাবই বড় বিপদ ডেকে আনতে পারে।

যদি দেখেন শিশু মিথ্যা বলছে, তবে প্রথমেই বকা দেয়ার প্রয়োজন নেই। বরং তাকে বোঝাতে হবে যে, মিথ্যা বলাও খারাপ লাগার কারণ হতে পারে। যদি সে এমন কিছু লুকাতে চায়, যা তার বাবা-মায়ের পছন্দের নয়, তবে তাকে সে কাজ থেকে নিজেকে দূরে রাখতে শিখতে হবে। তাকে বোঝাতে হবে যে, মিথ্যা কথা কোনো সমস্যার সমাধান করে দিতে পারে না।

আর একটি বিষয়ও বোঝানো দরকার। ছোট ছোট কথায় মিথ্যা বলা থেকে বড় বিষয়েও এই মিথ্যা বলার প্রবণতা তৈরি হয়ে যায়। আর তা ডেকে আনতে পারে বড় বিপদ।

 

পৃথিবীর জনপ্রিয় ৭ সমুদ্র সৈকত পাবেন এক শহরেই!

লাইফস্টাইল ডেস্ক :
প্রকৃতির সৌন্দর্যে ডুব দিতে কে না চায়। এক্ষেত্রে কেউ বেছে নেয় পাহাড় আবার কেউ বেছে নেয় সমুদ্র। সমুদ্রসৈকতের বৈচিত্র্যময় সৌন্দর্যে যদি নিজেকে হারিয়ে ফেলতে চান তবে সমুদ্রপ্রেমীরা একটি চমৎকার স্থানকে বেছে নিতে পারেন। যেখানে গেলেই আপনার কাছে ধরা দেবে সাত সমুদ্র সৈকতের সৌন্দর্য।

সৌন্দর্যের লীলাক্ষেত্র বলতে পারেন এই শহরকে। শহরটির নাম বেঙ্গালুরু। ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী এটি। শহরটিকে ‘ভারতের সিলিকন ভ্যালি’ বলা হয়ে থাকে।
অনেকেই সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখতে ভিড় করেন পৃথিবীর নানা দেশের আনাচে কানাচে। কিন্তু সমুদ্রের সব সৈকতের সৈৗন্দর্য দেখতে আপনাকে অবশ্যই আসতে হবে এই বেঙ্গালুরু।

বেঙ্গালুরুর একটি সুন্দর সমুদ্র সৈকত হলো প্যারাডাইস বিচ।  অপরূপ সৌন্দর্যের জন্য এই সমুদ্র সৈকতকে স্বর্গের বিচ নাম দেয়াটা মোটেও অযৌক্তিক নয়।

এই শহরের ম্যাঙ্গালোর বন্দরের উত্তর পাশে গেলে আপনি দেখতে পাবেন আরেকটি সমুদ্রসৈকত। এর নাম পানাম্বুর বিচ।  আপনি যদি অ্যাডভেঞ্চারপ্রিয় হন তবে ঘুরে আসতে পারেন এই সমুদ্র সৈকতটিতে।

ভারতের সমুদ্রসৈকতের আরেকটি সুন্দর সমুদ্র সৈকত হলো মেরিনা বিচ। ভারতের তামিলনাড়ু রাজ্যের অন্তর্গত বিচটি ভারতের দীর্ঘতম প্রাকৃতিক বিচ, যার সৌন্দর্য ভ্রমণপ্রিয়দের বারবারই হাতছানি দিয়ে ডাকে। তবে এই সমুদ্র সৈকতের পানি  অত্যন্ত উত্তাল থাকায় মেরিনা বিচে সাঁতার ও গোসল করাকে নিরুৎসাহিত করা হয়েছে।

বেঙ্গালুরু থেকে সড়ক পথে ৮ ঘণ্টার ভ্রমণ করে মালাবার সৈকতে অবস্থিত বেকাল বিচে আপনি ঘুরতে যেতে পারেন এই বর্ষায়। আর যদি ৮ ঘণ্টার দীর্ঘ পথ অতিক্রম করতে না পারেন তবে ৬ ঘণ্টার রাস্তার পথ  ‘অরোভিল বিচ’ নামে সমুদ্রসৈকতে যেতে পারেন। সার্ফিংয়ের জন্য এই স্থানটি হতে পারে একটি দারুণ জায়গা।

এছাড়া যেতে পারেন কারওয়ার বিচে। এই বিচের আশপাশেই আপনি আরও পাবেন তিলমাতি বিচ, মাজালি বিচ, বিনাগা বিচ ইত্যাদি। ঘুরে আসতে পারেন আরব সাগরের কোল ঘেঁষে কাপুবিচেতেও। এ বিচের চোখজুড়ানো দৃশ্যাবলী আপনার মনে এনে দেবে অন্যরকম এক প্রশান্তি।

 

 

মাথাব্যথা, সর্দি, প্রেশার সব নিয়ন্ত্রণে রাখবে একটি চা!

লাইফস্টাইল ডেস্ক :
বিশ্বের দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত পানীয় হলো চা। দ্রুত ক্লান্তি এবং অবসাদ দূর করতে চায়ের ব্যবহার সারাবিশ্বে ব্যাপক জনপ্রিয়। তবে এবার আপনি এই চাকে শুধু মাথাব্যথা বা সর্দির জন্য নয়, ব্যবহার করতে পারেন পেটের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি কিংবা প্রেশার নিয়ন্ত্রণেও।

এ ছাড়া চায়ে থাকা অ্যান্টি অক্সিডেন্টসহ বিভিন্ন উপাদান শরীরকে দ্রুত সতেজ রাখে। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার পাশাপাশি এই পানীয় রোগপ্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।

এর জন্য আপনি যে চাকে পানীয় হিসেবে বেছে নিতে পারেন তা হলো আদা চা। আদাতে থাকা অ্যান্টিইনফ্লমেটর উপাদান মাথাব্যথার সমস্যা দূর করতে সাহায্য করে।

আদার অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ সর্দির সমস্যা থেকে মুক্তি দেয়। যে কোনো ইনফেকশন দ্রুত দূর করতে পারে। আদা দিয়ে তৈরি লাল চায়ের সঙ্গে তেজপাতা, দারুচিনি ও লবঙ্গ মিশিয়ে নিলে আরও ভালো ফলাফল পাবেন।

যারা নিয়মিত আদা চা পান করেন তাদের হজমশক্তি অন্যদের তুলনায় ভালো থাকে। এ ছাড়া যাদের প্রেশার নিয়ন্ত্রণে থাকে না তারা নির্দ্বিধায় এই পানীয়কে ডায়েট লিস্টে যোগ করতে পারেন। যদি আদা চা থেকে শুধু উপকারিতাটুকুই পেতে চান তবে দৈনিক ২ থেকে ৩ কাপের বেশি আদা চা পান করা থেকে বিরত থাকুন।

 

আজ শ্বশুর দিবস

লাইফস্টাইল ডেস্ক :
কথিত আছে মেয়ে সন্তানরা বাবার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পায়। তাই বাবারা চান ভবিষ্যতেও যেন মেয়ে সুখে শান্তিতে ও নিরাপদে থাকেন। আর এ কারণেই মেয়ের জামাই নির্বাচন করতে গিয়ে নানা দিক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন তারা। আসলে জামাইয়ের ওপর আস্থা রাখতে চান বাবারা, থাকতে চান নির্ভার। এ কারণেই হয়তো মেয়ের জামাইয়ের সাথে শ্বশুরের কেমিস্ট্রিটা একটু আলাদা হয়।

সাধারণত দেখা যায়, শ্বশুর-জামাই উভয়ই লাজুক হেসে অত্যন্ত নিচু স্বরে আলাপ আলোচনা করেন, করেন কুশল বিনিময়। আবার জামাই আসবে বলে শ্বশুর আগে থেকেই বাজার করেন, কি কি খাওয়াবেন তার প্রস্তুতি নেন।

জামাই যখন শ্বশুর বাড়িতে ঢোকেন একইভাবে লাজুক হেসে কুশল বিনিময় করেন। কিন্তু একে অপরের সামনে কেউ থাকেন না বেশিক্ষণ, যেন আড়ালই স্বস্তি। আমাদের দেশের শ্বশুরেরা আবার নতুন জামাইয়ের মুখে বাবা ডাক খুব উপভোগ করেন। যেন নতুন সন্তান পেয়ে খুব খুশি হন। অনেকে তো মেয়ে বড় হবার আগেই দাড়ি রাখতে শুরু করেন যেন জামাই-শ্বশুরের মধ্যে জ্যেষ্ঠতা খুব সহজেই বোঝা যায়।

তবে, আমাদের দেশের সংস্কৃতিতে ছেলের বউয়ের সামনে শ্বশুরদের তেমন লজ্জা পেতে দেখা যায় না। তারা খুব দৃঢ় চিত্তে এগিয়ে আসেন ছেলে বউকে অভিবাদন জানাতে। কিন্তু নতুন বৌয়ের কাছে শ্বশুর সম্পর্ক কিছুটা ভয়মিশ্রিত লজ্জার, কিছুটা আবদারের, নতুন ভালোবাসার।

আজ ৩০ জুলাই, শ্বশুর দিবস। যুক্তরাষ্ট্রে দিনটি ঘটা করে পালিত হয়।

ধারণা করা হয়, দেশটির গিফট কার্ড তৈরির কোনো প্রতিষ্ঠান এই দিনটি চালু করেছে। তবে ঠিক কবে সেটি শুরু হয়েছিল তা জানা যায়নি।

এই দিনে জামাইয়েরা শ্বশুরকে শ্রদ্ধা জানিয়ে ক্ষুদে বার্তা পাঠান, লেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষ আয়োজন করে বাড়িতে ডেকে শ্বশুরকে খাওয়ানোর পাশাপাশি তাকে উপহার দেয়ারও চল রয়েছে।

 

যেসব কারণে স্বামীকে ছেড়ে চলে যান

লাইফস্টাইল ডেস্ক :
ভালোবাসার মানুষকে খুঁজে পাওয়া একটু কঠিন হলেও তার চেয়েও বেশি কঠিন সে মানুষকে নিজের কাছে সারা জীবন আগলে রাখা। যেহেতু সম্পর্কটা আবেগের, তাই খুব ছোট বিষয়গুলোও সম্পর্কে অনেক গুরুত্ব পায়। আর তা না পেলেই বাধে ঘোর বিপত্তি।

জীবনের দীর্ঘ পথ একসঙ্গে চলতে গিয়ে আসবে নানা সমস্যা। আর এ সমস্যাকে সঠিকভাবে সমাধান না করতে পারলেও সম্পর্কে এক রকম টানাপোড়েন চলে আসে। আসুন জেনে নিই স্বামীর ঠিক কোন কোন আচরণে স্ত্রীর মন বিষাদে ভরিয়ে তোলে, যা একসময় বাড়তে বাড়তে তাকে ভালো লাগার পরিবর্তে খারাপই বেশি লাগতে শুরু করে।

১. অফিস টাইম শেষ হওয়ার পর ঠিক সময়ে বাড়িতে না ফেরার অভ্যাস যাদের রয়েছে, কিংবা বাইরে অফিসের পর আড্ডা দেয়ার অভ্যাস যদি আপনার থাকে, তবে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যেতে পারে।

২. পরিবারের চেয়ে বাইরে বেশি সময় দেয়াকে আপনি প্রাধান্য দিলেও ঘটতে পারে এই বিপত্তি। ছোট ছোট বিষয় যদি গুরুত্ব দিতে না জানেন, তবে নিশ্চিত থাকেন বিবাহিত জীবনে মোটেও সুখী হতে পারবেন না আপনি।

৩. অগোছালো: যদি আপনি অগোছালো স্বভাবের হয়ে থাকেন, প্রায়ই জরুরি অনেক বিষয় ভুলে যান, যা পরবর্তী সময়ে ঝামেলার সৃষ্টি করতে পারে, তবে আপনার সংসারে ভাঙনের সুর বেজে উঠবে অচিরেই। কারণ, কোনো মেয়েই এ ধরনের অভ্যাস একদম পছন্দ করে না।

৪. জীবনের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে স্ত্রীর সঙ্গে আলোচনার প্রয়োজন নেই বলে যদি মনে করেন, তবে আপনার কাছে স্ত্রী গুরুত্বহীনই বটে। এ রকম অবহেলার চোখে স্ত্রীকে দেখতে থাকলে আপনাদের সম্পর্ক দীর্ঘ সময় পর্যন্ত টিঁকে থাকার সম্ভাবনা একেবারেই কম।

৫. আপনার জীবনে নারীবন্ধু, নারী সহকর্মী থাকতেই পারে। তবে তাদের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক কী রকম, তা আপনার স্ত্রী অবশ্যই বুঝতে চেষ্টা করবেন। বিষয়টিকে ভালো চোখে না-ও দেখতে পারেন তিনি।  আপনি এমন কোনো আচরণ স্ত্রীর সামনে বা অনুপস্থিতিতে করবেন না, যাতে স্ত্রীর মনে সন্দেহের দানা বাঁধতে শুরু করে, যা পরে বিচ্ছেদে গিয়ে শেষ হয়।

৬. জীবন সংসারে দুজনকেই পরস্পরকে শ্রদ্ধা করতে হবে। সম্মান করতে জানতে হবে দুই পরিবারের সব সদস্যকেই। এমন কোনো অনৈতিক দাবি করা যাবে না, যাতে কেউ বিষয়টি মেনে নিতে না পারে বা ক্ষোভের সৃষ্টি হয়। এতেও অনেকের বিবাহিত জীবনে বিচ্ছেদের সুর বেজে উঠতে পারে।

তাই সবসময় এমন আচরণ করা থেকে বিরত থাকুন। আর নিজের জীবনকে এগিয়ে নিয়ে যান সহজ, সুন্দর সরলরেখায়।

 

আপনি কতটা রোমান্টিক বলে দেবে এই ছবি!

লাইফস্টাইল ডেস্ক :
সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে বিভিন্ন ধরনের ছবি। এ ধরনের ছবি নিয়েই মজে রয়েছে নেটিজেনরা। আসলে এ ছবিগুলো এমনভাবে তৈরি করা হয়, যা মানুষের চোখের পরীক্ষা নেয়। কিন্তু সম্প্রতি এমন একটি ছবি ভাইরাল হয়েছে, যা মানুষের চোখের সঙ্গে সঙ্গে মস্তিষ্কের পরীক্ষা নিয়ে চলেছে।

এ ছবির মধ্যেই লুকিয়ে রয়েছে অনেক কিছু। আপনার জীবনে প্রেম সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে হলে ভালো করে দেখুন ভাইরাল ছবি। আমাদের প্রত্যেকের চিন্তা ভাবনা আলাদা এবং চরিত্রের দিক থেকেও আমারা আলাদা হই একে অপরের থেকে। ফলে প্রত্যেকের নজর এবং দৃষ্টিভঙ্গি আলাদা হয়। যে যেমন চরিত্রের মানুষ হয়, সে তেমন ভাবেই সবকিছু দেখার চেষ্টা করে। ফলে এ ধরনের অপটিক্যাল ইলিউশনের ছবি বলে দিতে পারে অনেক কিছু। কিন্তু সবকিছুই নির্ভর করবে আপনাদের উত্তরের উপরে। আপনি অন্যদের থেকে কতটা বেশি রোমান্টিক, তা জানতে ভালো করে দেখুন ভাইরাল ছবি। আপনি প্রথমে কী দেখতে পাচ্ছেন?

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি যে অপটিক্যাল ইল্যুশনের ছবি ভাইরাল হয়েছে তা শেয়ার করা হয়েছে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে। আসলে এটি হলো ইউক্রেনের বিখ্যাত শিল্পী ওলেগ শুপলিয়াকের আঁকা একটি ছবি। এ ছবি এভাবে আঁকা হয়েছে, যা পরীক্ষা নেয় মানুষের মস্তিষ্কের। একই ছবিতে লুকিয়ে রয়েছে চারজন নারী। এর মধ্যে রয়েছে একজন বড় নারীর মুখ, একজন ফোনে কথা বলছে, একজনের নাক ও কিছুটা দেখা যাচ্ছে এবং একজনের ছোট মুখ। এবার কে কী দেখতে পাচ্ছে, তার উপরেই নির্ভর করছে সে কতটা বেশি রোমান্টিক।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই অপটিক্যাল ইল্যুশনের ছবিতে যারা প্রথমেই দেখতে পাচ্ছেন, একজন নারীর বড় মুখ তারা তাদের প্রেম নিয়ে বিশাল কনফিউজড। কারণ তারা কিছুতেই বুঝতে পারেন না, তারা জীবনে কী চান। ফলে তারা বেছে নিতে পারেন না তাদের পার্টনার। এ কারণেই তারা বেশি রোমান্টিক হতে পারেন না। যারা এ ছবিতে প্রথমে দেখতে পাচ্ছেন ফোন করা নারীর ছবি, তারা তাদের প্রেম নিয়ে বিশাল রক্ষণাত্মক। ফলে তাদের প্রেমের সম্পর্ক বেশিদিন টেকে না। যারা এ ছবিতে প্রথমে দেখতে পাচ্ছেন একজন নারীর নাকের ছবি, তারা সব চেয়ে বেশি রোমান্টিক হন।

এরা সহজেই নিজেদের পার্টনারের মনের কথা বুঝতে পারেন। এ ছাড়াও যারা সেই ছবিতে একজন নারীর মুখের ছবি দেখতে পাচ্ছেন এরা প্রেমের ক্ষেত্রে ভীষণ খুতখুতে হন। ফলে এরা অন্যদের থেকে সব চেয়ে কম রোমান্টিক হন। এবার আপনার পালা, আপনি কতটা বেশি রোমান্টিক তা জানতে ভালো করে দেখুন সেই ছবি। আপনি প্রথমে যা দেখতে পাবেন তার ওপরেই নির্ভর করছে আপনার জীবনের প্রেম সম্পর্কিত প্রশ্নের উত্তর।

 

নির্বিষ সাপের কামড়ে আতঙ্কে মৃত্যু হয় যেভাবে!

লাইফস্টাইল ডেস্ক :
বিষধর সাপ কামড় দেয়ার পর ভুক্তভোগীর জীবন অনেকটা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। কিন্তু যে সাপে বিষ নেই সেই সাপের কামড়েও কি জীবন ঝুঁকির মুখে পড়তে পারে?

বিশেষজ্ঞরা মনে করেন, বিষধর সাপের কামড়ে আমাদের জীবননাশের ঝুঁকি থাকলেও যে সাপের বিষ নেই সেগুলোর কামড়ে তেমন ভয়ের কারণ নেই।

তবে সমস্যা হলো বিষহীন সাপের কামড়েও আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। আমাদের জীবন সুরক্ষিত থাকলেও আমরা এমন আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি যে সে আতঙ্কেই আমাদের মৃত্যু হয়।

চিকিৎসাবিজ্ঞানে এই আতঙ্ককে বলা হচ্ছে ‘ট্যাকিকার্ডিয়া’। আমাদের স্বাভাবিক হৃদ্‌স্পন্দন মিনিটে ৬০ থেকে ৭০ বার। কিন্তু যখন আমরা আতঙ্কে ‘ট্যাকিকার্ডিয়ায়’ আক্রান্ত হই, তখন আমাদের এই হৃদ্‌স্পন্দন বেড়ে দাঁড়ায় ১৮০-তে।

সেই সঙ্গে যেসব উপসর্গ আরও থাকে তা হলো হাত-পা কাঁপা, বুক দড়ফড় করা, অতিরিক্ত ঘাম, প্রেশার হাই ইত্যাদি। কারো হার্ট দুর্বল হওয়ার পাশাপাশি এসব লক্ষণ দেখা দিলে হৃদ্‌যন্ত্র যেকোনো সময় অচল হতে পারে।

এ বিষয়ে ভারতের এসএসকেএম  হাসপাতালের কার্ডিও থোরাসিক ভাসকুলার সার্জন ডা. সন্দীপ কর জানিয়েছেন, ‘ট্যাকিকার্ডিয়া’ বা প্যানিক অ্যাটাকে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়া অস্বাভাবিক নয়। এতে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।

এ সমস্যায় শুধু সাপই নয়, অন্যান্য যেকোনো সরীসৃপ বা কীটপতঙ্গেও এ সমস্যা হতে পারে। সাপের কামড় নিয়ে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের সিনিয়র মেডিকেল অফিসার ডা. দয়ালবন্ধু মজুমদার বলেন, ‘আমাদের অনেকেরই সাপ নিয়ে একটি ভুল ধারণা রয়েছে। আর সেটি হলো সাপে কামড় দিলে কোন সাপটি কামড় দিয়েছে সেটি জানতে আমরা ব্যস্ত হয়ে পড়ি। অনেকে পারলে সাপকে ধরে নিয়ে আসি।’ যার কোনো দরকার নেই বলেই মনে করেন ডা. দয়ালবন্ধু মজুমদার।

এর জন্য সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। কারণ, সাপ দেখে নয়; বরং যাকে সাপে কামড়েছে চিকিৎসাশাস্ত্রে তার শরীরের লক্ষণ দেখেই প্রতিষেধক দিতে হয় বলে তিনি জানান।

তাই কোন সাপ কামড়িয়েছে তা খোঁজার সময় নষ্ট না করে রোগীকে দ্রুত হাসপাতালে নিলে এবং রোগী আতঙ্কগ্রস্ত না হলে তার জীবন শঙ্কামুক্ত থাকবে। অন্যথায় রোগীর জীবন প্রদীপ নিভে যাওয়ার আশঙ্কাই বেশি বলে মনে করেন বিশেষজ্ঞরা।

 

২৭ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল

লাইফস্টাইল ডেস্ক :
ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। আজ বুধবার, ২৭ জুলাই ২০২২। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এ দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১৬৫৬ – ওয়ারশ যুদ্ধ শুরু হয় এবং সুইডেন পোল্যান্ড দখল করে।
১৭৬১ – পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়।
১৭৭২ – পোল্যান্ডকে বিভক্ত করার জন্য ইউরোপের তিনটি বৃহৎ শক্তির মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৮৯ – ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্রিটিশ ইন্ডিয়া শাখা গঠিত হয়।
১৯২০ – বিমান চালনার জন্য প্রথম রেডিও কম্পাস ব্যবহার শুরু হয়।
১৯২১ – টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের প্রধান বায়োকেমিস্ট ফ্রেডরিখ বেন্টিং হরমোন ইনসুলিন আবিষ্কারের ঘোষণা দেন।
১৯৫৩ – যুক্তরাষ্ট্র, চীন ও উত্তর কোরিয়ার সন্ধি চুক্তির মাধ্যমে কোরিয়া যুদ্ধের অবসান ঘটে।
১৯৭১ – প্রশাসনের সুবিধার্থে মুজিবনগর সরকার সমগ্র দেশকে ৯টি অঞ্চলে ভাগ করে।
১৯৮৭ – ভারত-শ্রীলঙ্কা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
২০০৭ – ঢাকা-মিয়ানমার সরাসরি সড়ক যোগাযোগ চুক্তি স্বাক্ষর।

জন্ম:
১৯০৯ – বিশ্ববিখ্যাত অণুজীব বিজ্ঞানী ও গবেষক মো. মঞ্জুরুল ইসলাম।
১৯০৯ – ভারতের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য।
১৯১৩ – ভারতীয় বিপ্লবী এবং রাজনীতিবিদ কল্পনা দত্ত।
১৯২২ – ভারতের বাঙালি লোকসংগীত শিল্পী, সুরকার ও গীতিকার নির্মলেন্দু চৌধুরী।
১৯৩১ – বাংলা লোক সংগীতশিল্পী আব্দুল আলীম।
১৯৭১ – প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং জাতির জনক শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয়।
মৃত্যু:
১৮৪১ – রুশ কবি ও ঔপন্যাসিক মিখাইল লেরমন্তফ।
১৮৪৪ – ইংরেজ রসায়নবিদ, আবহাওয়াবিদ ও পদার্থবিদ জন ডাল্টন।
১৯৩১ – ভারতের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য।
১৯৭০ – পর্তুগিজ রাজনীতিবিদ এবং ১০০তম প্রধানমন্ত্রী অ্যান্টনিও ডি অলিভিয়ার সালাজার।
১৯৮০ – ইরানের শেষ রাজা মোহাম্মদ রেজা পাহলভি।
১৯৯২ – জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক আমজাদ খান।
১৯৯৪ – কেভিন কার্টার, দক্ষিণ আফ্রিকান পুরস্কারবিজয়ী ফটোসাংবাদিক।
২০১৫ – বিজ্ঞানী ও ভারতের একাদশ রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম।