বরিশালে ইউএনও ও পুলিশের মামলা : ওয়ার্ড কাউন্সিলরসহ আওয়ামী লীগের ১২ নেতাকর্মীর জামিন

বরিশাল সদর উপজেলা পরিষদের আলোচিত ঘটনায় ইউএনও ও পুলিশের মামলায় কারান্তরীণ আওয়ামী লীগের ১২ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাসুম বিল্লাহ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় আসামি ও রাস্ট্রপক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস জানান, ইউএনও ও পুলিশের মামলায় বরিশাল কারাগারে থাকা ১২ নেতাকর্মীর জামিনের আবেদন করা হয়েছিলো অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। শুনানি শেষে আদালতের বিচারক মো. মাসুম বিল্লাহ পৃথক মামলায় পুলিশ প্রতিবেদন জমা দেয়ার আগ পর্যন্ত জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম মাসউদ বাবলু ও (আসামি পক্ষের আইনজীবী) সাবেক সভাপতি তালুকদার মো. ইউনুসের জিন্মায় ১০ হাজার টাকার বন্ডে ১২ জন আসামির জামিন মঞ্জুর করেন। আদালতের আদেশে সন্তোষ প্রকাশ করেন তিনি।
এর আগে একই আদালত গত ২৫ আগস্ট এই দুই মামলায় আওয়ামী লীগের আরও ৯ জন নেতাকর্মীর জামিন মঞ্জুর করেন।

গতকাল ইউএনও’র মামলায় জামিনপ্রাপ্তরা হলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ বাবু, মো. অলিউল্লাহ, মহানগর আওয়ামী লীগের ত্রান ও পুনর্বাসন সম্পাদক মোয়াজ্জেম হোসেন ফিরোজ, লিটন ঘোষ, রাকিবুল ইসলাম রাকিব, শুভ হাওলাদার, শুভ সাহা, সদর উপজেলার কড়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমেদ শাহরয়ার বাবু, শাহিনুর ইসলাম শাহিন ও হারুনর রশিদ।

পুলিশের মামলায় এই ১০ জন ছাড়াও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নগরীর ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইয়্যেদ আহমেদ মান্না এবং মিরাজ গাজী নামে দুইজন জামিন পেয়েছেন।

গত ১৮ আগস্ট রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্ত্বরে অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে পরদিন ইউএনও এবং পুলিশ বাদী হয়ে সিটি মেয়র সাদিক আবদুল্লাহসহ আওয়ামী লীগের ৬০২ জন নেতাকমীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন কোতয়ালী মডেল থানায়।

শহীদ রুমী দিবস স্মরণে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট’র আলোচনা সভা

আজ ৩১ আগস্ট ২০২১ বেলা ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট’র আয়োজনে শহীদ রুমী দিবস স্মরণে ‘জীবন জয়ের মরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার এর সঞ্চালনায়, সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে, এতে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট’র সহ-সভাপতি ডা. জয়দীপ ভট্টাচার্য ও বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড আ.ক.ম জহিরুল ইসলাম।

ডা. জয়দীপ ভট্টাচার্য তার বক্তব্যে বলেন, “৫০ বছর পরও রুমী আজ সমান প্রাসঙ্গিক। শহীদ শাফি ইমাম রুমী ছিলেন মুক্তিযুদ্ধের এক সাহসী চরিত্র। ১৯৭১ সালের আগস্ট মাসের ৩০ তারিখে রুমীকে পাকিস্তানী সেনারা ধরে নিয়ে যায় এবং হত্যা করে। দীর্ঘদিন পরও প্রতিবছর আমরা রুমীকে স্মরণ করছি এই জন্য, আমরা যদি দেশকে ভালোবাসতে চাই তাহলে এর সৃষ্টির পেছনে যে সব মানুষদের সুমহান আত্মত্যাগ ছিলো তা স্মরণ করতে হবে। শহীদ রুমী তৎকালীন পূর্ব পাকিস্তান ইঞ্জিনিয়ারিং কলেজের মেধাবী ছাত্র ছিলেন। মুক্তিযুদ্ধের সময় আমেরিকার ‘ইলিনয় ইন্সটিটিউট অব টেকনোলজি’তে পড়তে যাওয়ার কথা ছিলো। কিন্তু রুমী সে দিন ভবিষ্যত ক্যারিয়ারকে তুচ্ছ করে মুক্তিযুদ্ধে যোগ দেন। ট্রেনিং শেষে ‘ক্রাক প্লাাটুন’র হয়ে গেরিলা যুদ্ধে সাহসী ভূমিকা রাখেন।”

কমরেড আ.ক.ম জহিরুল ইসলাম বলেন, “রুমীরা বৈষম্যহীন স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু দেশের বর্তমান অবস্থা কী? মানুষ শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। শিক্ষা আজ কেনা-বেচার পণ্য। লক্ষ-লক্ষ মানুষ বেকারত্বের জ্বালা নিয়ে দিন অতিবাহিত করছে। নারী, শিশুরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। মত প্রকাশের অধিকার ভূলুন্ঠিত। তাই দেখতে পাই, রুমীদের স্বপ্ন আজও পূরণ হয়নি। তাই আজকের দিনে আমাদের দরকার নতুন লড়াইয়ের। আর লড়াইয়ের সে অনুপ্রেরণা আমরা পাই শহীদ রুমীর চরিত্র ও জীবন থেকে।”

সভাপতিত্বের বক্তব্যে মাসুদ রানা বলেন, “শাসকশ্রেনী মুক্তিযুদ্ধে লক্ষ-লক্ষ মানুষের আত্নত্যাগকে আজ ভুলিয়ে দেয়ার চেষ্টা করছে। পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধকে ভুলভাবে, দলীয়ভাবে উপস্থাপন করা হচ্ছে। তরুণ-যুবকদেরকে সামাজিক লড়াই ভুলিয়ে দেয়ার জন্য ভোগবাদী করে তোলা হচ্ছে। মাদক-অপসংস্কৃতির প্রভাব ভয়ানক বাড়ছে। শাসকরা জানে, তরুণ-যুবকদের নৈতিক মেরুদ- ভেঙে দিতে না পারলে বড় লড়াই হবে। আর সে লড়াইয়ের মধ্য দিয়েই এ অন্যায় অবস্থা তছনছ হয়ে যাবে। আবারও তরুনরা লড়বে। আবারও শহীদ রুমী’র আত্মত্যাগকে উর্দ্ধে তুলে ধরবে। তাই তারা তরুণদের এই শক্তিকে ধ্বংস করতে চায়”

পরিশেষে বক্তারা, রুমীসহ মুক্তিযুদ্ধের সকল বীর যোদ্ধাদের লড়াই-সংগ্রাম সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য উপস্থিত সকলের কাছে আহ্বান করেন।

বরিশালে ৩৩৩ নম্বরে ফোন করে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেলেন ৩শত পরিবার

উজিরপুর প্রতিনিধি:
বরিশালের উজিরপুরে ৩৩৩ নম্বরে ফোন করে প্রধানমন্ত্রীর তহবিলের খাদ্য সহায়তা পেলেন ৩শত কর্মহীন পরিবার। ৩১ আগষ্ট মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদের সামনে মহামারী করোনার প্রভাবে কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর তহবিলের খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আঃ রাজ্জাক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার ভূমি জয়দেব চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ। প্রতি পরিবারের মাঝে ২০ কেজি চাল, ২ কেজি ডাল, ২কেজি আটা, ১কেজি লবন,১ কেজি তৈল, ২পিস সাবান বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আঃ রাজ্জাক বলেন প্রধানমন্ত্রীর নির্দেশ কোন মানুষ খাদ্য সংকটে থাকবে না।

৩৩৩ নম্বরে ফোন করা হলে খাদ্য সহায়তা পৌছে দেয়া হবে। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান বলেন এই সরকারের আমলে আর কাউকে না খেয়ে থাকতে হবেনা। প্রধানমন্ত্রীন নির্দেশ মোতাবেক মহামারী করোনায় কর্মহীন হয়ে পড়া প্রতিটি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হবে। বর্তমান সরকার অসহায় মানুষের জন্যই নিরলস ভাবে সাহায্যের হাত প্রসারিত করছেন। তা বাস্তবায়িত করার লক্ষ্যে উজিরপুর উপজেলায় প্রধানমন্ত্রীর দেয়া সকল ধরনের সাহায্য সঠিক ভাবে প্রদান করা হবে। যে দপ্তরেই দরিদ্রদের জন্য সরকারি সহায়তা আসুক তা খোঁজ খবর নিয়ে সঠিক পাত্রেই প্রদান করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বর্তমানে কারো কোন মাধ্যমের প্রয়োজন নেই খাদ্য সংকটে যারাই পড়বে তারা নিজেই ৩৩৩ নম্বরে ফোন করলেই খাদ্য সহায়তা পেয়ে যাবে।
উজিরপুরে ৩৩৩ নম্বরে ফোন করে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেলেন ৩শত পরিবার

বরিশালে নির্যাতন করে সিলিং ফ্যানে ঝুলিয়ে হত্যা চেষ্টার বিচার দাবিতে গৃহবধূর সংবাদ সম্মেলন

বরিশাল প্রতিনিধি:
বরিশালে এক গৃহবধূকে নির্যাতন করে সিলিং ফ্যানে ঝূলিয়ে হত্যা চেস্টার মামলায় স্বামী ও ভাসুর সহ অন্যান্যদের বিচার দাবি করেছেন নির্যাতিতা গৃহবধূ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর নগরীর ফকির বাড়ি রোডের একটি সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানান বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের তালুকদারহাট গ্রামের গৃহবধূ নাজমুন্নাহার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দাবিকৃত যৌতুক না দেয়া এবং স্বামীর পরকীয়ায় বাঁধা দেয়ায় গত ১০ আগস্ট তাকে (নাজমুন্নাহার) নির্যাতন করে স্বামী সোহেল রানা, ভাসুর আতিকুর রহমান জাকির ও মাহমুদুল বাদশা, বাদশার স্ত্রী লায়লা বেগম এবং শ্বাশুড়ি সহ অন্যান্যরা। এক পর্যায়ে তার গলায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেয়া তারা। এ সময় বড় ছেলে সাফিনের ডাকচিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় গত ১৮ আগস্ট বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বামী ও ভাসুর সহ ৬ আসামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ ও নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন নাজমুন্নাহার। এই মামলায় অভিযুক্তদের কঠোর বিচার দাবি করেন তিনি।

বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি:
বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদানের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কটাক্ষের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি’র সহযোগী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় বরিশাল জেলা আইনজীবী সমিতি ভবন চত্ত্বরে জেলা আইনজীবী ফোরোমের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ইমন, এনায়েত হোসেন বাচ্চু ও আলী হায়দার বাবুল প্রমুখ। এ সময় সমাবেশে অংশগ্রহনকারীরা তাদের দাবির স্বপক্ষে নানা শ্লোগান দেয়।
বক্তারা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক এবং মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক ও সেক্টর কমান্ডার বলে উল্লেখ করেন। জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক কটাক্ষের প্রতিবাদ জানান বক্তারা। তারা প্রধানমন্ত্রীকে ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

নদী ভাঙ্গনে মেহেন্দিগঞ্জের শ্রীপুর ইউনিয়ন বিলীনের পথে

বরিশাল প্রতিনিধি:
নদী ভাঙ্গনে মেহেন্দিগঞ্জের ১৪নং শ্রীপুর ইউনিয়ন নদী গর্ভে বিলীনের পথে। প্রতিদিনই কালাবদর ও তেতুলিয়া নদীর ভাঙ্গনের কবলে শ্রীপুর ইউনিয়নের বাসিন্দারা ভিটেমাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন। অব্যাহত ভাঙ্গনে শ্রীপুর ইউনিয়নের পাশাপাশি পাশর্^বর্তী ৮নং চরগোপালপুর ইউনিয়ন বাসিরাও তীব্র ভাঙ্গনের মুখে পড়েছে। শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সবগুলোই ভাঙ্গন কবলিত হওয়ায় প্রায় ১০ হাজার বাসিন্দা বিভিন্ন চরে আশ্রয় নিয়েছে। তাদের পূর্ণবাসনের দাবী জানিয়ে ইউপি চেয়ারম্যান বলেন, ভিটেমাটি হারিয়ে অনেকেই নিঃস্ব হয়ে পাশর্^বর্তী জেগে ওঠা চরে মানবেতর জীবন-যাপন করছেন। সরকারের পক্ষ থেকে যে সহায়তা পাওয়া যাচ্ছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে তিনি জানান। ইউপি চেয়ারম্যান সহ স্থানীয় প্রবীণরা জানান, নদী ভাঙ্গনে বিগত কয়েক বছরে শ্রীপুরের রাজা বল্লভ চক্রবর্তী, সুবল মাস্টার, গোসাই শীল, প্রাণ কুমার সাহা, হরিমোহন নন্দী সহ হিন্দু সম্প্রদায়ের প্রায় ১শ’ একর জমি বিলীন হয়ে গেছে। এছাড়াও ৪নং ওয়ার্ডের বাহেরচরের ফজলে করিম হাওলাদারর বাড়ি, নথু খা, কাঞ্জন খোনকার, কাদের হাওলাদারের বাড়ির প্রায় ৩০ একর ও শ্রীপুরের ১নং ওয়ার্ডের আব্দুল ওয়াহেদ মোল্লা, আলতাফ উদ্দিন কাজী, এনায়েত উল্লাহ কাজীর প্রায় ৪০ একর জমি বিলীন হয়ে গেছে। চলতি বর্ষা মৌসুমে তীব্র ভাঙ্গনে শ্রীপুর বাজারের তিন কিলোমিটার এলাকা বিলীন হয়ে গেছে। এতে সাড়ে ৩শ’ দোকানপাট বিলীন হয়ে গেছে। কোটি কোটি টাকার সম্পদ এখন নদীতে। সেখানকার বাজার বিলীন হয়ে শ্রীপুরের নির্মানাধীন সাইক্লোন শেল্টার সহ পুরাতন সাইক্লোন শেল্টার বিলীন হয়ে গেছে। বাহেরচর শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বাহেরচর কমিউনিটি ক্লিনিক, শ্রীপুর এ রব দাখিল মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ২টি মসজিদ, ৭নং ওয়ার্ডের চর ফেনুয়া শ্রীপুর মহিষা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সাইক্লোন শেল্টার, ১নং ওয়ার্ডের চর বগি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সাইক্লোন শেল্টার, সেখানকার ২টি মসজিদ, মিয়ারচর, শ্রীপুর ও বাহেরচরের ৫টি ব্রীজ নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
৮নং চরগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শামসুল বাড়ি মনির জানান, অব্যাহত ভাঙ্গনে চরগোপালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। সেখানকার ৯টি ওয়ার্ডের মধ্যে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড ইতিমধ্যেই নদীর তীব্র ভাঙ্গনের কবলে পড়ে নিঃস্ব হয়েছে প্রায় ১০ হাজার পরিবার। এ ইউনিয়নের চেয়ারম্যান ক্ষতিগ্রস্তদের পূর্ণবাসনের দাবী জানিয়ে বলেন, হাজার হাজার একর জমি নদী গর্ভে বিলীন হয়ে অনেক পরিবারের প্রধান আয় বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে তাদের জীবন-জীবিকার জন্য সহায়তা প্রয়োজন।
খোঁজ নিয়ে জানা গেছে, নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষার দাবীতে এ এলাকার সচেতন মহল বিভিন্ন সময় বিভিন্ন দাবী জানিয়ে আসছে। শ্রীপুর কওমি মাদ্রাসার শিক্ষক মাওঃ আনোয়ার হোসেন জানান, দীর্ঘ ১০ বছরের অব্যাহত ভাঙ্গনে শ্রীপুর ইউনিয়নের মানচিত্রে পরিবর্তন এসেছে। ৩টি ওয়ার্ডে নদীগর্ভে বিলীন হওয়ায় মানুষ পাশর্^বর্তী জেগে ওঠা চড়ে আশ্রয় নিয়েছে। স্থানীয় বাসিন্দা সালাহউদ্দিন টিটু জানান, শ্রীপুর ও পাশর্^বর্তীচর গোপালপুর রক্ষায় মানববন্ধন, স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচী পালিত হলেও সঠিক সময় সঠিক পদক্ষেপ না নেয়ায় হাজার হাজার একর জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তারপরও সংগ্রামী মানুষ বিভিন্ন চরে গিয়ে বসতি স্থাপন করেছেন এবং নতুন করে স্বপ্ন দেখছেন বাঁচার জন্য। তিনি বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর সম্প্রতি নদী বেষ্টিত এ এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা চালু হলেও ভাঙ্গন কবলিত মানুষ সে সুবিধা আর ভোগ করতে পারছেন না। মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন মাসুদ জানান, বরাদ্দের বিষয়ে অপর ইউনিয়নের চেয়ে ১৪নং শ্রীপুর ইউনিয়নের ভাঙ্গন বিবেচনায় বাড়তি বরাদ্দ দেয়া হয়। এছাড়াও ভাঙ্গন কবলিতরা খাস জমি বন্দোবস্তের বিষয়ে আবেদন করলে নীতিমালা অনুযায়ী তাদের আবেদন অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে।
পানি উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম সরকার জানান, শ্রীপুরের ভাঙ্গন রোধে গত বছরের অক্টোবরে চ্যানেল তৈরী করার জন্য ড্রেজিং করা হয়েছে। বর্তমানে চ্যানেলটি কার্যক্ষম হয়েছে। পরবর্তীতে কোনো সমস্যা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি গত বছরের ২৪ অক্টোবর শ্রীপুর ইউনিয়নের ভাঙ্গন পরিদর্শনকালে ভাঙ্গনের তীব্রতা রোধে চ্যানেল ড্রেজিংয়ের মাধ্যমে সেখানকার দু’টি নদীর গতিপথ পরিবর্তনের নির্দেশনা দেন। পরবর্তীতে সেখানে প্রায় ৫ কোটি টাকার ড্রেজিং কাজ সম্পন্ন করে চ্যানেল কার্যক্ষম করা হয় যা ভাঙ্গন রোধে সহায়ক ভূমিকা পালন করবে।
বরিশাল-৪ আসনের (মেহেন্দিগঞ্জ-হিজলা) সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ জানান, মেঘনা, কালাবদর এবং তেতুলিয়া নদীর প্রবল ভাঙ্গনে প্রতি বছরই মেহেন্দিগঞ্জ ও হিজলার হাজার হাজার একর জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। দক্ষিণ অংশের শ্রীপুর, চরগোপালপুর ও জাঙ্গালিয়া ইউনিয়নের ভাঙ্গন তীব্র আকার ধারন করায় সেখানকার হাজার হাজার মানুষ জমি, ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। এসব মানুষের পূর্ণবাসনের জন্য কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য তিনি সরকারের প্রতি অনুরোধ জানান।

বরিশালে ব্যাংকের সিঁড়িতে ছিনতাইয়ের চেষ্টা, যুবক আটক

শামীম আহমেদ ॥
বরিশালে ব্যাংকের সিঁড়িতে এক গ্রাহকের চোখে মরিচের গুড়া ছিটিয়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে এক যুবককে আটক করেছে জনতা। পরে তাকে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে তারা। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নগরীর সদর রোডের অগ্রণী ব্যাংক শাখার সিঁড়িতে এই ঘটনা ঘটে। আটক যুবকের নাম জমি ডোম (৩৫)। সে নগরীর কাউনিয়া ম্যাথরপট্টির বাদল ডোমের ছেলে। ঘটনার সময় তার সাথে থাকা অপর দুই সহযোগী পালিয়ে গেছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে। নগরীর চাঁদমারী এলাকার আমিনুল ইসলাম পলাশ অগ্রণী ব্যাংকের ওই শাখা থেকে ৫ লাখ টাকা উত্তোলন করে সিঁড়ি থেকে নামছিলেন। তিনি জানান, ব্যাংকের সিড়ি থেকে নামার সময় তার চোখে মরিচের গুড়া ছিটিয়ে সাথে থাকা ৫ লাখ টাকার একটি ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে জনি ডোম। এ সময় তিনি একহাত দিয়ে ব্যাগ আঁকড়ে ধরেন এবং আরেক হাত দিয়ে জনি ডোমকে ধরে ডাক চিৎকার দেন। ব্যাংকের অন্যান্য গ্রাহক এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা সেখানে গিয়ে পলাশকে রক্ষা করে এবং জনিকে ব্যাংকের ভেতরে নিয়ে আটকে রাখে। এ সময় তাকে উত্তম মাধ্যম দেয় তারা। খবর পেয়ে পুলিশ ওই ব্যাংকে গিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। অগ্রণী ব্যাংক সদর রোড শাখার সিনিয়র অফিসার সমর রঞ্জন দর্জি জানান, ছিনতাই চেষ্টার ঘটনাটি ব্যাংকের মধ্যে নয়, ব্যাংকের সিড়িতে ঘটেছে। এ সময় অন্যান্যরা তাকে ধরে ফেলেন। পরে তাকে পুলশে সোপর্দ করা হয়। এ বিষয়ে মামলা দায়েরসহ যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম। একই সাথ তার অপর দুই সহযোগীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

বরিশালে ৪ শ’ কেজির শাপলাপাতা মাছটি বিক্রি করতে মাইকিং

শামীম আহমেদ, ॥
১০ মণ ওজনের শাপলাপাতা মাছ বিক্রির জন্য বরিশাল শহরে মাইকিং করেছেন বিক্রেতা। আজ মঙ্গলবার (৩১ আগস্ট) বিকালে শহরের পোর্ট রোড মৎস্য বাজারে মাছটি কেটে বিক্রি করার ঘোষণা দেওয়া হয়। এর আগে ভ্যান গাড়িতে করে বিশাল আকারের মাছটি নিয়ে মাইকিং করা হয়। এ সময় মাছটি দেখার জন্য ভিড় করে মানুষ। খোঁজ নিয়ে জানা যায়, শাপলাপাতা মাছটি বরিশাল শহরের পোর্ট রোড আড়ৎ থেকে কিনেছেন ক্ষুদ্র মাছ বিক্রেতা মো. রুবেল। তিনি মাছটি পোর্ট রোডের নুসরাত মৎস্য আড়ৎ থেকে ২৭০ টাকা কেজি দরে কিনেছেন। নুসরাত মৎস্য আড়তের মালিক রুহুল আমীন বলেন, সোমবার রাতে খুলনার রূপসা মৎস্য ঘাটের অ্যাকোয়া ফিশ নামের একটি প্রতিষ্ঠান থেকে শাপলাপাতা মাছটি কেনেন। রূপসা ঘাটের অ্যাকোয়া ফিশের মালিক রেজাউল মুন্সি বলেন, খুলনার ফিশিং বোট ত্রিরত্না থেকে ১০টি শাপলাপাতা মাছ সোমবার সকালে কেনেন। ওই বোটটি ১৩ দিনের জন্য সমুদ্রে গেলে ১১ দিনের মাথায় জেলেদের জালে ১০টি শাপলাপাতা মাছ ধরা পড়ে। সোমবার সকালে বোটটি রূপাসা ঘাটে পৌঁছে। ২০ থেকে ২৫ ধরনের সামুদ্রিক মাছ ছিল বোটটিতে। ১০টি শাপলাপাতা মাছের মধ্যে দুটি বিক্রি করেন বরিশালের দুই আড়তদারের কাছে। যার মধ্যে ৪০০ কেজি ওজনের মাছটি কেনেন বরিশালের পোর্ট রোডের নুসরাত মৎস্য আড়তের মালিক রুহুল আমীন এবং ছোট মাছটি কেনেন নগরীর কাশীপুরের এক মৎস্য ব্যবসায়ী। বাকি আটটি শাপলাপাতা মাছ বিক্রি করা হয় খুলনায়। বরিশাল জেলা মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সদস্য জহির সিকদার বলেন, মঙ্গলবার সকালে পোর্ট রোডে ২৭০ টাকা কেজি দরে ১০ মণ ওজনের মাছটি কেনেন রুবেল। ছোট মাছটি কেনেন নগরীর কাশীপুরের একটি ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী। ক্রেতাদের আকৃষ্ট করতে মাছটি ভ্যানে নিয়ে মাইকিং করা হয়।

গৌরনদীতে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের ঘেয়াঘাট নামক এলাকায় বরিশাল র‌্যাব-৮র সদস্যরা সোমবার অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ সেলিম বালী (৫৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মঙ্গলবার গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

গৌরনদী মডেল থানা পুলিশ জানান, সোমবার বরিশাল র‌্যাব-৮র সদস্যরা গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের ঘেয়াঘাট নামক এলাকায় অভিযান চালায়। এ সময় উজিরপুর উপজেলার মধ্য ধামুরা গ্রামের মৃত অহেদ বালীর পুত্র ও পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী সেলিম বালীকে (৫৪) দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় মঙ্গলবার গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত সেলিম বালীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বরিশালে মোবাইল ফোনের দোকান চুরি, ১০ লাখ টাকার মালামাল লুট

গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলা সদরে গৌরনদী বাসষ্টান্ড শরীফ মার্কেটের মেসার্স মান্না স্মার্ট মোবাইল ফোনের দোকানে সোমবার দিবাগত রাতে তালা ভেঙ্গে দূধর্ষ চুরি সংগঠিত হয়। অজ্ঞাতনামা চোরেরা প্রায় ১শত বাটন ফোন সেট ও ৫০/৬০ পিস এ্যানড্রয়েড মোবাইল সেটসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শক করেন।

মেসার্স মান্না স্মার্ট মোবাইল ফোনের মালিক মোঃ মান্না (৩৪) জানান, সোমবার সারাদিন ব্যবসা শেষে রাত ১০টায় প্রতিদিনের মত দোকান বন্ধ করে বাড়ি চলে যান। মঙ্গলব্রা সকালে মার্কেটে এসে দোকান খুলতে গেলে সার্টারের তালা ভাঙ্গ দেখতে পান। পরে ভিতরে ঢুকে দেখেন মূলব্যান সব মালামাল ছুরি হয়েছে। মান্না অভিযোগ করে বলেন, চোরেরা সোমবার রাতে মার্কেটের দোতালায় কামাল আবাসিক হোটেলে অবস্থান নেন এবং রাতে দোতালা থেকে নেমে মার্কেটের ভিতরে থেকে সাটারের তালা ভেঙ্গে নিরাপদে চুরি সংগঠিত করে। সকালে যখন মার্কেট কর্তৃপক্ষ মার্কেটের প্রধান ফটকের গেট খুলে দেয় তখন চোর চক্র হোটেল ছেড়ে পালিয়ে যায়। কামাল আবাসিক হোটেলের মালিক মোঃ কামাল হোসেন গোমস্তা এ প্রসঙ্গে বলেন, যেভাবে চুরি হয়েছে তাতে নিশ্চিত যে হোটেলে রাতে অবস্থান নেওয়া বোর্ডাররা রাতে চুরি করে সকালে প্রধান ফটক খোলার পরে পালিয়েছে। গৌরনদী মডেল থনার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহন করা হয়েছে। চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।