বরিশালে মোবাইল ফোনের দোকান চুরি, ১০ লাখ টাকার মালামাল লুট

গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলা সদরে গৌরনদী বাসষ্টান্ড শরীফ মার্কেটের মেসার্স মান্না স্মার্ট মোবাইল ফোনের দোকানে সোমবার দিবাগত রাতে তালা ভেঙ্গে দূধর্ষ চুরি সংগঠিত হয়। অজ্ঞাতনামা চোরেরা প্রায় ১শত বাটন ফোন সেট ও ৫০/৬০ পিস এ্যানড্রয়েড মোবাইল সেটসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শক করেন।

মেসার্স মান্না স্মার্ট মোবাইল ফোনের মালিক মোঃ মান্না (৩৪) জানান, সোমবার সারাদিন ব্যবসা শেষে রাত ১০টায় প্রতিদিনের মত দোকান বন্ধ করে বাড়ি চলে যান। মঙ্গলব্রা সকালে মার্কেটে এসে দোকান খুলতে গেলে সার্টারের তালা ভাঙ্গ দেখতে পান। পরে ভিতরে ঢুকে দেখেন মূলব্যান সব মালামাল ছুরি হয়েছে। মান্না অভিযোগ করে বলেন, চোরেরা সোমবার রাতে মার্কেটের দোতালায় কামাল আবাসিক হোটেলে অবস্থান নেন এবং রাতে দোতালা থেকে নেমে মার্কেটের ভিতরে থেকে সাটারের তালা ভেঙ্গে নিরাপদে চুরি সংগঠিত করে। সকালে যখন মার্কেট কর্তৃপক্ষ মার্কেটের প্রধান ফটকের গেট খুলে দেয় তখন চোর চক্র হোটেল ছেড়ে পালিয়ে যায়। কামাল আবাসিক হোটেলের মালিক মোঃ কামাল হোসেন গোমস্তা এ প্রসঙ্গে বলেন, যেভাবে চুরি হয়েছে তাতে নিশ্চিত যে হোটেলে রাতে অবস্থান নেওয়া বোর্ডাররা রাতে চুরি করে সকালে প্রধান ফটক খোলার পরে পালিয়েছে। গৌরনদী মডেল থনার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহন করা হয়েছে। চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *