বরিশালে লুসি হল্টের কাছে ভোট চাইলেন বিএনপি প্রার্থী সরোয়ার

আকিব মাহমুদ: আসন্ন জাতীয় একাদশ নির্বাচনে বরিশাল সদর (৫) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্টের মনোনিত ধানের শীর্ষের প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ার প্রচার-প্রচারনা ও গনসংযোগ লিফলেট বিতরন কালে গনমাধ্যম কর্মীদেরকে আজ মঙ্গলবার (২৫ই ডিসেম্বর) দুপুরে বলেন আসন্ন জাতীয় নির্বাচনে ভোটের মালিক জনগন আওয়ামী লীগ তা মনে করেনা।
তারা জনগনকে ভোটের মাঠের বাহিরে রেখে নির্বাচন করার চিন্তা করছে। সেজন্য তারা পুলিশ ব্যবহার করে আমাদের নেতা-কর্মীদের দিনে রাতে দু বেলায় গন গ্রেফতার করছে।
তিনি আরো বলেন ভোটের মাঠে নির্বাচনী প্রতিদ্বন্দ্বি করার সাহস নেই বলেই তারা আজ আমাদের প্রচার-প্রচারনায় হামলা করে ভাংচুর করছে।
তারা ইতিমধ্যে পুলিশ দিয়ে আমাদের শতাধিক নেতা-কর্মীদের গ্রেফতার করিয়েছে। প্রতিপক্ষ মাঠে না থাকলে ওনারা কি খালি মাঠে নির্বাচন করতে চাইছে।
সরোয়ার আরো বলেন বরিশালে সেনা বাহিনী আসার সাথে সাথে আমাদের উপর হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে।
দেশের মানুষ এখনো বিশ্বাষ করে মাঠে সেনা বাহিনী ঠিকমত দায়ীত্ব পালন করলে অন্তত সাধারন মানুষ তাদের ভোটটি দিতে পারবেন
আমরা সেনাবাহিনীকে কোনভাবেই কলংকিত করতে চাইনা।
এসময় তিনি বলেন আমরা নির্বাচিত হলে দেশের গনতন্ত্র উদ্ধারের মাধ্যমে আইনের শাসন কায়েম করব।
দেশের মানুষের ভোটাধিকার অধিকার ফিরিয়ে দেয়া হবে যার ভোট তার মত করে তিনি দেবেন।
সরোয়ার এসময় বলেন দেখেন কিভাবে নির্বাচন করব আমাদের লোকজনদেরকে গায়েবী মামলায় গন গ্রেফতার করে যাচ্ছে আমরা রিটানিং অফিসারের কাছে অভিযোগ দেয়ার পরও এখনো তার কাছ থেকে কোন কাংক্ষিত কোন ফলাফল পাইনি।
আমি আশা করি সেনাবাহিনী তাদের সম্মান মর্যদা অক্ষুন্ন রেখে জনসাধারনের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য কাজ করে আরো সম্মান বৃদ্ধি করবে বলে তিনি আশা করেন।
তিনি নির্বাচনী প্রচারনার শেষ মূহুর্তের কাছে এসে একা একা নগরীর বিসিক,ট্রেক্সটাইল,কাউনিয়া খ্রীষ্টান কলোনীতে গনসংযোগ করেন এসময় সরোয়ার সদ্য বাংলাদেশী নাগরিকত্ব পাওয়া সাবেক ব্রিটিশ নাগরিক লুসি হল্ট সহ কলোনীর সকলের কাছে ধানের শীষে ভোট দেয়ার প্রার্থনা করেন।
বিকালে আইনজীবী সমিতিতে আইনজীবীদের সাথে মত বিনিময় করেন।
অন্যদিকে সেনাবাহিনী বরিশালে চলে আসায় পুলিশ বাহিনীর সদস্যরা যেন বেপরোয়া হয়ে উঠেছে বাসা-বাড়ি ও রাস্তা-ঘাটে অভিযান চালিয়ে বিএনপি সহ সমমনা চিন্তা চেতনার সকলকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বরিশালে শিশুদের নিয়ে বিজয় উৎসবে মাতলেন নগরপিতা সাদিক আবদুল্লাহ

আকিব মাহমুদ,বরিশাল: বরিশাল সিটি কর্পোরেশন ও বিওয়াইএস এ যৌথ উদ্যোগে আয়োজিত বিজয় উৎসবে শিশুরা ২০১৮ অনুষ্ঠানে শিশুদের নিয়ে খেলায় মাতেন নগরপিতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।  এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত বরিশাল ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী কর্ণেল(অবঃ) জাহিদ ফারুক শামীম

বাকেরগঞ্জে মহাজোটের প্রার্থীর সমর্থনে গণমিছিল

ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৬ আসনে মহাজোটের মনোনীত প্রার্থী রত্না আমিনের সমর্থনে কবাই ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গনমিছিল বের করা হয়। গন মিছিলে কয়েক সহস্রাধিক সাধারন জনতা অংশগ্রহন করে মহাজোটের প্রার্থীর পক্ষে ভোট চান তারা। এসময় কবাই ইউনিয়নের আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জ্বী এটাই শেখ হাসিনা,যার তুলনা তিনি নিজেই,হ্যা নিজেই

আপনার আওয়ামীলীগ নিয়ে নানা সমস্যা থাকেতেই পারে, কারন দশ বছর যাবত কাউকে সহ্য করার ক্ষমতা বাঙালী জাতির নেই,তাই নৌকা মার্কার কথা শুনেই আজকাল সামাজিক গণমাধ্যমে গুলোর কত শত এলার্জি হয়ে যায়,উন্নয়নের কথা শুনলেই হাসি পায়, আমাদের মাঝে একটা বৈশিষ্ট্য আছে আমরা সবাই রাজা টাইপ।

আজকাল সবার আবার মনে হচ্ছে গনতন্ত্র নাই,তবে আমার একখানা প্রশ্ন ছিলো পূর্বের কোন সরকার এর সময় টুকু আপনার গনতন্ত্র ছিল বলে মনে হয়?
-আরে মিয়া এখন গনতন্ত্র কি বুঝতে শিখছেন, অন্তত বলতে পারতেছেন গনতন্ত্র নাই।বিগত দশ বছর আগে এতটুকু বুঝার গনতন্ত্র আপনাদের ছিল না যে গনতন্ত্র কি?
-আপনি নিশ্চয়ই এইটাই ভুলে গেছেন আগে আপনি আপনার পাঠ্যবইটিও কিনে পড়তেন🙂ঠিক দশটি বছর আগে।
– আপনি আজকাল প্রধানমন্ত্রী সব উন্নয়ন কাজকর্মের খাতা পুরে দুইটা ইস্যু নিয়ে বসে আছন,
*এক কোটা ইস্যু আর এক তিনি সংসদে বলেছিলেন ফেইসবুক মোবাইল আমাদের সরকারের দেওয়া🙂
-এখানে আমার কিছু বলার ছিলো – কোটা ইস্যুর সমাধান তিনি নিজের হাতে করেছেন তারপরও তার কালিমা গেল না।
আর মোবাইল এর বেপারটা বলি -জ্বী হাতে স্মার্টফোনটা আপনার বাবা অথবা মা অথবা নিজে কিনেছেন,এইটাতে কোন সন্দেহ নাই।অনেকে আবার বলতেছে ইন্ডিয়াতে ২০০৪ হতে মোবাইল আছে আমাদের এসেই যেত। ভাই আপনি আমি ইন্ডিয়ার বাসিন্দা না🙂 বাংলাদেশের মত ক্ষুদ্র একটা দেশের নাগরিক যাদের তখন দারিদ্র সীমার নিচে মানুষ দেশের বসবাস করত। তাদের ওয়াফাই কেবল বা 4জি দিয়ে স্মার্টফোন চালান স্বপ্ন না দুঃস্বপ্ন।
সেই স্বপ্ন পূর্ন করার জন্য শেখ হাসিনার আপনার বাসার মত কাপড়ের ভাজ দিয়া টাাকা বাহির কইরা ইন্টারনেট কিনে আনে নাই, এর জন্য দরকার দক্ষ কুটনৈতিকতা।যার একমাত্র সাক্ষী আপনার আমার হাতের স্মার্টফোন।

আপনি হয়ত এটাও ভুলে গেছেন বাংলাদেশে একসময় লোডশেডিং খুবই স্বাভাবিক ব্যাপার ছিলো।এখন যে একদমই নাই বলতেছি না🙂 একবার চিন্তা করতে কি পারেন, রাস্তায় চলতেছে লাখো বিদ্যুৎ এর চার্জ এবল অটো। এইসব কি খুবই সোজা? আপনি আমি শেখ হাসিনার হাতে চুপি চুপি টাকা দিয়ে আসছি? বিদ্যুত কিন্নো বইলা। এরই নাম যোগ্যতা। যাহ খুবই সহজে আমি আপনি হাহা হিহি কইরা অস্বীকার কইরা ফেলি, এইটা বলে, কি দিসে সরকার???🙂
আমরা ইনটোভার্ট সমাজ চার দেয়ালের মাঝে বসেই বিচার করে ফেলতিছি,আরে সরকার কি দিছে, যা দিছে ঐগুলা সবাই দিত😂 আরে মিয়া আপনি জ্বীবনে একটা সংসার চালাইছেন? দেশ চালানো আপনার বোধশক্তির অনেক উপরে। তাই আপনার মত মতো মানুষ শেখ হাসিনার রাজনৈতিক যোগ্যতা নিয়ে গঠন মূলক আলচনা করেন সত্যিই হাস্যকর লাগে।🙂

আমি কোন উন্নয়নের লিস্ট দিব না। কারন বাংলদেশে স্বাধীনতার পড়ে যদি কোন উন্নয়ন হয় তবে শেখ হাসিনার হাত ধরেই হয়েছে।এই উক্তিতে আমি কারও পর্যালচনার ধার ধারি না আমি।

আপনার আমার বিচার শক্তি কেবল নিজস্ব এলাকায় সীমাবদ্ধ, আপনি বলবেন, এই নেতা বায়াস্ড ঐ নেতা বায়াস্ড, রাজনীতিতে এই জিনিসটা খুবই পুরনো বৈশিষ্ট্য, কিন্তু লাকিলি আমাদের রাজনীতির গোড়া, মানে মূল নোংরা নয়। সর্বশেষ্ঠ বাঙালীর বংশধর এই শেকড়।
আপনার সামন্য বিবেক থাকলে বোঝা উচিত, আওয়ামীলীগ বাদে আপতত পরিচ্ছন্ন শেকড় বর্তমানে কোন রাজনৈতিক দলের নেই।

তারপরও জানি মত এ মিলবে না আমার সাথে আপনাদের, কারন আমরা এই সেই জাতি যারা বঙ্গবন্ধু কে স্বাধীনতার মাত্র ৪ টি বছর পর হত্যা করেছি 🙂তাদের কাছে শেখ হাসিনার উন্নয়ন সত্যিই তুচ্ছ মনে হওয়ারই কথা।

সামিহা তাসনিম লামিয়া।
আইন বিভাগ,ববি।

নির্বাচন, নারী জনপ্রতিনিধি ও আমাদের মানসিকতা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বা কিছুদিন আগে হয়ে যাওয়া সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা শুনতে পাচ্ছি না না বিচিত্র প্রচারণা….নানারকম শ্লোগান…

তেমন একটি পরিচিত শ্লোগান হলো,
“সকাল বিকাল রাত্রিবেলা,
অমুক ভাই/আপার দরজা খোলা”

খুব সহজভাবে এবং মার্জিতভাবে এর মানে হলো, অমুক ভাই বা বোন যদি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে পারে সকাল, দুপুর বা রাত যেকোনো সময় তিনি সাধারন মানুষের জন্য তার সহযোগীতার দরজা খোলা রাখবেন!! ২৪ ঘন্টায়ই যেকোনো সময় তাকে পাওয়া যাবে জনগনের পাশে!!

খুব সুন্দর এবং প্রত্যাশিত প্রতিশ্রুতি, এবং আমরা কিন্তু একজন প্রতিনিধির কাছে এটাই চাই।

কিন্তু পার্থক্যটা এখানেই যে, যখন বলা হচ্ছে অমুক ভাইয়ের দরজা খোলা, তখন আমাদের কোন সমস্যা হচ্ছে না কিন্তু যখন বলা হচ্ছে অমুক আপার দরজা খোলা… তখন আমাদের সমাজের কিছু
বিকৃত মস্তিষ্ক অত্যন্ত অশালীনভাবে একে উপস্থাপন করে বিনোদন এর খোরাক করে ফেলছেন।
মহিলা জনপ্রতিনিধি যে ২৪ ঘন্টাই জনগনের সেবায় নিয়োজিত থাকতে পারে,সেটা আমরা মানতেই।পারছি না। বরং তাকে বিশ্লেষন করছি অন্যভাবে(!)।
এমনই হচ্ছে আমাদের সমাজে, রাজনীতি সহ সব অংগনে সুযোগ পেলেই নারীকে নিয়ে করা হচ্ছে অযাচিত কিছু ট্রল!!
সেটা ক্লাসের হাইয়েস্ট নাম্বার পাওয়া হোক বা চাকরি ক্ষেত্রে উন্নতি হোক, আশেপাশের পুরুষ বন্ধু বা সহকর্মীটি সাফল্যের অন্য কোনো কারন দেখাতে ছাড়ে না।
এমন অদৃশ্য বাঁধা আছে নারীদের মাথার উপরে যা তার উঠে দাঁড়ানোটা কৌশলে আটকে দেয়।

যতই নারী জাগরণ এর কথা বলি, সংরক্ষিত আসন দেই, এই গ্লাস সিলিং ভাংতে না পারলে রাজনীতি তে জীবনেও নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে না। রেশিও ৫০:৫০ এ আনতে হলে এই মানসিকতা পাল্টাতে হবে নয়তো অই কয়টা সংরক্ষিত আসনই সই…

আজিম ভাই দিনরাত জনগনের সেবা করে উন্নতির শিখতে পৌছাতে পারলেও রেশমা আপা সেই কাজ করার সুযোগটুকুও পাবে না…

 

 

 

ফারজানা ফেরদৌস
সামাজবিজ্ঞান বিভাগ
বরিশাল বিশ্ববিদ্যালয়

নৌকা প্রতীকের সমর্থনে মাঠে সরব জেবুন্নেছা আফরোজ

আকিব মাহমুদ,বরিশাল: নৌকা স্বাধীনতা, মুক্তিযুদ্ধ আর উন্নয়নের প্রতীক। এ দেশের সকল উন্নয়নে এই আওয়ামী লীগের নৌকারই কৃতিত্ব। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। গতকাল বরিশালের চকবাজার থেকে শুরু করে নগরীর বিভিন্ন স্থানে গনসংযোগ ও পথসভায় এ আহ্বান জানান বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। এসময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা ভোটারদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, উন্নয়নেরর ধারা চলমান রাখতে নৌকায় ভোট দিয়ে প্রার্থী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামিমকে জয়যুক্ত করার অনুরোধ জানান। তিনি বলেন, বিগত দিনে এ দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছে। বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছে। নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় এনেছিল বলেই গত দশ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশকে আজ বিশ্বের রোল মডেল হিসেবে তৈরি করতে সক্ষম হয়েছেন জননেত্রী শেখ হাসিনা সরকার। তাই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। গনসংযোগকালে তিনি আরো বলেন, গ্রামে গ্রামে এখন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পৌছে গেছে। কাচাঁ রাস্তা পাকাঁ হয়েছে। গ্রামে গ্রামে এখন সরকারের সকল সুযোগ সুবিধা পাচ্ছে। আগামীতে ক্ষমতায় আসলে শহর যেমন সুযোগ সুবিধা পায়, গ্রামেও সেরকম সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে। বিগত ১০ বছরে দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়ছে। আওয়ামী লীগ আর নৌকার সরকার আছে বলেই এই উন্নয়ন হয়েছে। এজন্য আগামীতে নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নকে বেগবান করতে হবে। তিনি বলেন, জনগণ এখন আর স্বাধীনতা বিরোধী, খুনি ও লুটেরাদের ক্ষমতায় দেখতে চায়না। শেখ হাসিনা ক্ষমতায় না এলে বরিশাল অঞ্চলের উন্নয়ন বন্ধ হয়ে যাবে। এই কারণে নিজেদের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

বরিশালে দুইশতাধিক বিএনপি নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

আকিব মাহমুদ: বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কালাম খান, সাধারন সম্পাদক বারেক সরদার ও সাংগঠনিক সম্পাদক মিজান শরীফের নেতৃত্বে ইউনিয়ন দুই শতাধিক নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করেছে। রবিবার রাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বরিশাল-১ আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ্র হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপি নেতারা আওয়ামী লীগে যোগদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক হারিছুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী প্রমুখ

সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য হাতপাখায় ভোট দিন- শায়েখে চরমোনাই

ডেস্ক রিপোর্ট: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর, বরিশাল-৫ আসনে হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই বলেন, যে দীপ্ত ঘোষণার প্রেক্ষিতে বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পরেছিল সেই সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার আজো প্রতিষ্ঠিত হয়নি। নীতিহীন রাজনীতিকদের মাধ্যমে কখনোই তা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই তিনি জনতাকে উদ্দেশ্য করে বলেন- আপনারা হাতপাখাকে বিজয়ী করুন, আমরা সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।

শায়েখে চরমোনাই আরো বলেন, শুধু নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য প্রয়োজন নীতিবান নেতা। তাই আমরা শুধু নেতা পরিবর্তনের শ্লোগান নয়, একই সাথে নেতা ও নীতি পরিবর্তনের শ্লোগান দেই। তাই আসুন হাতপাখাকে বিজয়ী করে ভাল নেতা ও নীতিকে বিজয়ী করে স্থায়ী শান্তি ও মুক্তি নিশ্চিত করি।

আজ ২৪-১২-২০১৮ ইং সোমবার বিকাল ৩ টায় বরিশাল সদর উপজেলার সাহেবেরহাট বন্দরে হাতপাখার পথসভায় উপরোক্ত কথা বলেন মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই। তিনি আরো বলেন, এদেশের মানুষ এতদিন নেতা পরিবর্তনের মাধ্যমে শান্তির মরিচিকা খুজে বেড়িয়েছে। এখন আর মরিচিকা নয়, স্থায়ী শান্তির নীড় খুজে হাতপাখাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।

পথসভায় উপস্থিত অন্যান্ন বক্তারা বলেন, বরিশালের উন্নয়ন ও সার্বিক কল্যাণের জন্য আপনারা এমন একজন নেতাকে নির্বাচিত করুন, যে ব্যক্তি সংসদে গেলে আপনাদের কথা ভুলে যাবেনা। যে ব্যক্তি আপনাদের কল্যাণ ও সার্বিক উন্নয়ন ও ইসলাম-দেশ এবং মানবতার পক্ষে কথা বলতে পারবে। আমাদের বিশ^াস বরিশাল-৫ আসনে যারা প্রতিদ্বন্দীতা করছেন, তাদের মধ্যে সর্ববিষয়ে যোগ্য, সৎ ও বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী একমাত্র মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই। সুতরাং আমরা তাকেই ভোট দিয়ে বিজয়ী করবো ইনশাআল্লাহ।

শায়েখে চরমোনাইর সাথে আরো উপস্থিত ছিলেন, গত ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, বরিশাল মহানগর সেক্রেটারী মাওলানা জাকারিয়া হামিদী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট বক্তা মুফতী হাবিবুর রহমান মিছবাহ, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের প্রশিক্ষণ সচিব মাওলানা আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাহেবেরহাট বন্দর থানা সভাপতি মাওলানা কাজী রুহুল আমীন, চরকাউয়া ইউনিয়ন সেক্রেটারী মাওলানা নাসির উদ্দিন নাইস, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক গাজী মুহাম্মাদ ওসমান গণী, আব্দুল্লাহ আল মামুন টিটু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

বরিশালে সাদিক আবদুল্লাহর নাম ভাঙিয়ে চাঁদাবাজি: আটক ১

আকিব মাহমুদ: বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নাম ভাঙিয়ে টাকার বিনিময়ে বিভিন্ন স্কুলের ভর্তিতে চান্স পাইয়ে দেয়ার কথা বলে প্রতারনার মাধ্যমে টাকা দাবী করার সময় পুলিশ এক মহিলাতে আটক করেছে। গতকাল ২৩ ডিসেম্বর রাতে গোরস্থান রোডের ভাড়া বাসা থেকে ইতু (২৬) নামের ওই মহিলাকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ। পুলিশ যানান বরিশাল নগরীর বিভিন্ন সনাম ধন্য স্কুলের ভর্তি পরিক্ষার সময় এই চক্রটি প্রতারনার মাধ্যমে টাকা পয়সার লেনদেন করে থাকে

 

ভোলা-৩ এর আ’লীগ মনোনীত প্রার্থী এমপি শাওনের নির্বাচনী ইশতেহার

 

ভোলা প্রতিনিধি-লালমোহন-তজুমদ্দিন উপজেলাকে শিল্প এলাকা হিসেবে গড়ে তুলে করে শিল্পের উন্নয়নে উদ্যোক্তাদের উৎসাহিত করার প্রতিশ্রুতি দিয়েছেন ভোলা-৩ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন।
সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঘোষিত ১৭ দফা ইশতেহারে এ প্রতিশ্রুতি দেন তিনি।

এমপি শাওন বলেন, নির্বাচিত হতে পারলে ভোলার গ্যাস ও বিদ্যুৎ কাজে লাগিয়ে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণের ব্যবস্থা করবো। লালমোহন ও তজুমদ্দিনের প্রতিটি ইউপিতে আইসিটিতে ফ্রি প্রশিক্ষণ কেন্দ্র, কারিগরি স্কুল স্থাপন করবো।

নুরুন্নবী চৌধুরী শাওনের ইশতেহারে আরো রয়েছে- প্রতিমাসে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা, লালমোহন পৌরসভাকে আধুনিক ও অন্যতম শহর হিসেবে গড়ে তোলা, ড্রেনেজ ব্যবস্থা, গ্যাস সরবরাহ, সুপেয় পানি সরবরাহ, স্যানিটেশেন, মশক নিধন, স্বল্প মূল্যে চ্যারিটেবল ডিসপেনসারী, বর্জ্য নিষ্কাশনসহ ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ইশতেহারে।

এছাড়া নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ড্রেজিং, লালমোহন-তজুমদ্দিনের প্রধান সড়ক, জনবহুল সড়ক, লিংক রোড, সেতু, কালভার্ট নির্মাণ, প্রকৃত ভূমিহীন কৃষিজীবীদের মধ্যে সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে খাস জমি বন্টন, জেলেদের দাদন সমস্যা দূর করা, শতভাগ বিদ্যুতায়নের প্রতিশ্রুতিও দিয়েছেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।