সিংহেরকাঠি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

আজ ২৪ জানুয়ারি শুক্রবার সকাল ১১ টায়, সিংহেরকাঠি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে। সিংহেরকাঠি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মোঃ মাহাবুব হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি বিদ্যালয় ম্যানেজিং কমিটি নাদিরা রহমান।

 

বিশেষ অতিথি ছিলেন উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয় ড. মোঃ ছাদেকুল আরেফিন, সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ কে আজাদ, বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান, সাবেক চেয়ারম্যান এনার্জি রেগুলবটরি কমিশন এ আর খান, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশাল প্রফেসর মুহাম্মদ ইউনুস, পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল প্রফেসর মোয়াজ্জেম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মোঃ মোকছেদুল ইসলাম, অবসরপ্রাপ্ত সচিব এস এম শামসুল আলম, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা মাহাবুবুর রহমান মধুসহ সাবেক-বর্তমান শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক, বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

শুরুতে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল উদ্বোধন করেন। উদ্বোধন শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে সুবর্ণ জয়ন্তীর শুভ উদ্বোধন করেন।

 

অতিথিদের উত্তরীয় পরিয়ে দেয়ার পাশাপাশি তাদেরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। বরণ শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের নিয়ে বিদ্যালয়ের ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কেক কাটেন। অতিথিরা সিংহেটকাঠি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভায় বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। দুপুরের মধ্যাহ্নভোজের পর বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *