বরিশালে জীবনানন্দ দাশকে উৎসর্গ করে শাওন আল-আমিনের একক আবৃত্তি তিমির হননের গান

আজ ২৪ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬ টায়। জলফড়িং এর আয়োজনে অশ্বিনী কুমার হলে। কবি জীবনানন্দ দাশকে উৎসর্গ করে শাওন আল-আমিনের একক আবৃত্তি তিমির হননের গান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনপ্রিয় আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ড. সেলিম জাহান, সাবেক অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ প্রফেসর ইমানুল হাকিম, সভাপতি সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ বরিশাল কাজল ঘোষ, সহকারী রেজিস্ট্রার বরিশাল বিশ্ববিদ্যালয় বাহাউদ্দিন গোলাপসহ আরো উপস্থিত ছিলেন আবৃত্তিশিল্পী সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুধীজন এবং জলফড়িং এর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

শুরুতে প্রধান সহ অন্যান্য অতিথিরা জীবনানন্দ দাশকে উৎসর্গ করে শাওন আল-আমিনের একক আবৃত্তির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি এস, এম, অজিয়র রহমান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *