বরিশালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু

মোঃ শাহাজাদা হীরা:

আজ ৩০ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক, এস, এম, অজিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন বরিশাল টিসিবির প্রধান, মোঃ আনিছুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল নগরে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী পাঁচদিন নগরে তিন ধরনের পণ্য বিক্রি করবে সংস্থাটি। দুর্গাপূজা উপলক্ষে সরকার পাঁচ দিনের জন্য মাঠ পর্যায়ে টিসিবি কার্যক্রম শুরু করেছে। সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমের আওতায় নগরের চারটি পয়েন্টে চারজন ডিলার ট্রাক সেল (ট্রাকে পণ্য বিক্রি) করবে। পাঁচদিনে একজন ডিলার সর্বোচ্চ ৫০০ কেজি চিনি, ৪০০ কেজি ডাল ও ৪০০ লিটার করে সয়াবিন তেল উত্তোলন এবং বিক্রি করবে। প্রতিকেজি চিনি ৫০ টাকা, ডাল ৫০ টাকা এবং বোতল জাত প্রতি লিটার সয়াবিন তেল ৮৫ টাকা করে বিক্রি করবে ডিলাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *